06/06/2020
Freelancing
সিপিএঃ( ১)
আস্সালামু আলাইকুম, আশাকরি সবাই আল্লাহ তায়ালা’র অশেষ রহমতে ভালো আছেন। চলুন সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা করা যাক।
cpa marketing সিপিএ মার্কেটিং হতে পারে আপনার অনলাইন আয়ের সেরা মাধ্যম [নতুনদের জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন]CPA- Cost Per Action. অর্থাৎ প্রতিটি সফল একশনের জন্য পেমেন্ট। এখন আপনার প্রশ্ন এই একশনটা কি। ধরুন, কোন গেমিং সাইট একটা অফার দিলো যে, যারা আমাদের সাইটে সাইনআপ করিয়ে দেবে তাদেরকে প্রত্যেকটি সাইনআপের জন্য ৫ ডলার করে দেয়া হবে। এরমানে আপনি কাউকে অফার দিয়ে যদি তাদের সাইটে সাইনআপ করিয়ে দিতে পারেন তাহলে আপনি প্রত্যেকটি সাইনআপের জন্য ৫ ডলার করে পাবেন। আর এই এক একটি সাইনআপ-ই হলো এক একটি একশন। এরকম ভাবে আপনি কনটেন্ট লকিং এর মাধ্যমেও আপনি আয় করতে পারেন। সংক্ষেপে কনটেন্ট লকিং হল কাউকে একটি ভিডিও বা নিউজ দেখার বা কোন কিছু ডাউনলোডের অফার দিয়ে তাকে একটি লিংক দিলেন। সে লিংক এ ক্লিক করে কয়েকটি অফার থেকে তাকে একটি বাছাই করে অফার পূরণ করে ভিডিও বা নিউজ দেখলে বা কোন কিছু ডাউনলোড করলেই আপনি পেমেন্ট পাবেন।
জেনে রাখা ভালো:-
PPD- Pay Per Download
PPI- Pay Per Install
PPL- Pay Per Lead (Specially Email)
( চলবে )