রিম ঝিম ッ

রিম ঝিম ッ ��ভালো তাকেই বাসো,
যে তোমাকে ভালোবাসে ��

28/12/2024

😊😊
যে মানুষটাকে তুমি আজ খুব বাজে ভাবে ঠ'কালে! সে মানুষটা তোমাকে অ'ভিশাপ দিক বা না দিক, তুমিও একদিন খুব বাজে ভাবে ঠ'কে যাবে, হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনো ভাবে, তবে ঠকে তুমি অবশ্যই যাবে, কারণ! বাস্তবতা হচ্ছে-- তার থেকে
((...তোমার...))
মুক্তি মিললেও, তার রুহের কষ্ট, চিৎকার থেকে কখনোই তোমার মুক্তি মিলবে না;😊😊

27/12/2024

🎭🎭 আমি ভুল করে কাঁদি,
ভুলে বাঁধি ঘর....
আমার সমস্ত ভুলের আমি কারীগর...।😅😅💔💔

27/12/2024

💔🍂🥀🥀💔---কাক্ষিত জিনিস পেয়ে গেলে,
মানুষ আর তার কদর করে না ___🍂🥀💔🥀💔

20/12/2024

🙂🙂🙂🥀🍂কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আর আগের মতো থাকে না। হৃদয়ের সব নরম কোন ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সময় অনুভূতির গভীরে রাখা হতো, তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান_ সব কিছুই এক সময় অর্থহীন মনে হয়।
একদিন মানুষ শিখে যায়, বাঁচতে হলে নিজে কে শক্ত করে নিতে হবে। অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না। তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে_নির্লিপ্ত, নিঃশব্দ, নির্বাক!💔🥀🍂💔

18/12/2024

সারাদিন তাকে চোখে চোখে রেখে কোনো লাভ নেই, আবার তাকে অ'তি'রি'ক্ত কেয়ার কিংবা স'ন্দে'হ করেও কোনো লাভ নেই।
সে যদি তোমাকে ঠ'কা'তে চায় তবে একশো ভাবে ঠ'কা'তে পারবে। 🤣🤣🤣
তার অজুহাত এখন শুনলেই বুঝা যায় সে কি চাইছে।।। 💔💔💔💔

16/12/2024

তুমি আমার না, তুমি আর কোন কালেই আমার হবে না; এই কথাখান নিজের মনকে বুঝাইতে যাইয়া আমি ব্যর্থ হয়েছি বারংবার।🎭🎭

আমি মানলেও মন কিছুতেই মানে না, মন বলে জীবনের শেষ মূহুর্তে হলেও তুমি আমার হবে; এই কথাখান কতটা যৌক্তিক এবং কতটা সত্য তা আমি জানি না। তবে মনকে সায় দিয়ে তোমার জন্য অপেক্ষা করব আজীবন, যদি জীবনের শেষ মূহুর্তে হলেও তোমারে পাই সেই আশায়। 🙂💔🙂💔

এই যে এত এত ভালোবাসার পরও উপেক্ষা করো, অপেক্ষা করাও, অবহেলা কর অকারনেই ব্যস্ততা দেখাও, দূরে সরিয়ে দাও, চাইলে আমি এমনটা ...
15/12/2024

এই যে এত এত ভালোবাসার পরও উপেক্ষা করো, অপেক্ষা করাও, অবহেলা কর অকারনেই ব্যস্ততা দেখাও, দূরে সরিয়ে দাও, চাইলে আমি এমনটা করতে পারতাম কাটার বদলে কাটা উপহার দিতে পারতাম। অবহেলার বিনিময়ে গড়ে দিতে পারতাম আকাশ সমান দূরত্ব। অথচ আমি এমনটা করিনি।

দু ফোঁটা অশ্রুতে ভাসিয়ে দিই সমস্ত অভিমান, নানা অজুহাতে পড়ে থাকি তোমার ঠিকানায়, তোমার বারান্দায়। তুমি একবারও আমার মন খারাপের কারণ খুঁজলে না জিজ্ঞাসা করলে না কেমন আছি, তুমি একটা বারও আমাকে বুঝলে না,। বোঝার চেষ্টা করলেও না।💔💔

15/12/2024

"প্রেম মানে স্পর্শ করা, প্রেম মানে কথা বলা, এক মুহূর্ত না দেখলে ছটফট করা, প্রেম মানে কথা না হলে সারাদিন মন খারাপ করে বসে একা থাকা। 😔
মানুষটার কাছে ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া। প্রেম মানে তাকে অবহেলা না করা।🥰
ধীরে ধীরে সম্পর্ক পূরণ হলে মায়াতে আবদ্ধ আরো বেশি হওয়া। ভালোবাসার মানুষটির ছোটখাটো ইচ্ছে , স্বপ্ন আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করা। তাকে পাওয়ার জন্য মোনাজাতে দুহাত তুলে দোয়া করা । অন্য কারো প্রতি নয় ভালোবাসার মানুষের প্রতি সর্বক্ষণ মুগ্ধ থাকা।💞💞

14/12/2024

তুমি ভাবছো তোমার আশেপাশের সবাই তোমায় খুব ভালোবাসে? আরে নাহ!

তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসিখুশি রাখো তাদের কাজ করে দাও, তাদের প্রতি effort দাও, যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, তাদের হাসিখুশি রাখবে না, এই effort দেওয়া বন্ধ করে দেবে, বুঝে যাবে তাদের আসল রূপটা, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।🖤💔

09/12/2024

fall in love with matured mindset and good personality.❣️❣️

08/12/2024

কোনো জিনিস কিনে ব্যবহার করার পরে বুঝতে পারা যায় জিনিস টা আসলে কেমন,🎭
তেমন মানুষের সঙ্গে ব্যবহার করে মিশেই বুঝতে পারা যায়
মানুষ টা কেমন 💔💔

07/12/2024

পু/রু/ষ সফলতার রাস্তা পেয়ে গেলে ধীরে ধীরে শূন্য পকেটে পাশে থাকা নারী"কে ভুলে যায়। 💔🖤💔

07/12/2024

ব্লক লিস্টে শুধু আবর্জনাই থাকে নাহ্, কখনো কখনো প্রিয় মানুষটিও থাকে.!💔💔💔

06/12/2024

🌨আমি আপনার জন‍্য মেঘহীন আকাশ হতে পারি নি..
হতে পারি নি নির্মল জলের ঢেউ..
মাঝে মাঝে আমার মাঝেও মেঘঝড় জমে..
দুরন্ত খরস্রোতা নদী হয়ে যাই..
কেউ দেখে নি কি কারনে এই ঝড় আর তীরভাঙা স্রোত..
শুধু দেখে কত অপরাধী আমি..
মনে করে আমার মাঝেও নেই অপরাধবোধ.
🖤🖤🖤🖤........?

06/12/2024

"নারীকে ভাঙা এতো সহজ হলেও, জুড়ে দেওয়া ওতোটা সহজ না।
কারণ, তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।
বরং, ভেঙে যাওয়ার পর নিজের মতো বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙার আগে
তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙা না হয়।
কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ওই ভাঙন থেকে নিজেকে সরিয়ে আনতে..!🌸❤️‍🩹

💔💔

06/12/2024

আমরা 'ভুল মানুষ' কে 'প্রায়োরিটি' দিতে ভালোবাসি। আমরা নিজেরাও বুঝি যে যাকে সবটা দিয়ে কেয়ার করতেছি,তার কাছে আমাদের 'দাম' নাই অতো,তবুও প্রায়োরিটি দিতে কেনো জানি ভাল্লাগে!😊

'ভালো লাগা' জিনিস টা অদ্ভুত! যাকে একবার ভালো লেগে যায়, তার 'ইগনোর' করাটাও ভাল্লাগে! সে রাগ করলেও ভাল্লাগে! এ এক 'অদ্ভুত' ভালো লাগা!🥰

কারো এই 'অদ্ভুত' ভালো লাগায় আটকে গেলে আপনি শ্যাষ! সে পাত্তা না দিলেও আপনার বারবার মনে হবে 'এই মানুষ টার কাছাকাছি থাকি একটু,সে পাত্তা না দিক,তবুও তার কাছে থাকার চেষ্টা করি!😔😔'

ভালো লাগা জিনিস টা প্রচুর সুন্দর আবার ভালো লাগার ব্যাপার টা বাজে,প্রচুর বাজে।🖤💔🖤

05/12/2024

তোমাকে একান্ত নিজের জন্য চেয়ে বড় ভুল করে ফেলেছি... আমি সব থেকে বড় বোকা ছিলাম,
💔🙂🙂🙂🙂💔

05/12/2024

Ignore me more, 💔💔
💔"It helps me lose interest faster."😅💔

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when রিম ঝিম ッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category