Waqia's mamma

  • Home
  • Waqia's mamma

Waqia's mamma আল্লাহর পক্ষ থেকে অনন্য নিয়ামাহ , বারাকাহ ও সর্বশ্রেষ্ঠ রাহমাহ 😍😍😍
আমাদের ওয়াকিয়া

20/11/2024
https://youtu.be/D76KT0Oq2ZY?si=XVDa8GotKIcRnmz5
18/08/2024

https://youtu.be/D76KT0Oq2ZY?si=XVDa8GotKIcRnmz5

ইয়ামিনের কবরে মায়ের লাগানো তুলসীগাছটি বেঁচে থাকইয়ামিনের প্রতি পুলিশের এমন নির্দয় আচরণ কেউ মানতে পারছেন নাপুলিশ...

18/08/2024

এখন থেকে ইউনিয়ন চেয়ারম্যান হতে হলে মাস্টার্স পাস হতে হবে। ড. মুহাম্মদ ইউনূস।

সোর্স: কালের কন্ঠ

29/04/2024

" উলুবনে জলছে অগ্নি
জলতে জলতে নিভে যায়
ও যেজন শিষ্য হয়
গুরুর মনের খবর লয় "

🦋🦋🦋   যদি এমন হয় যে সারারাত আপনি আপনার বাচ্চার জন্য ঘুমাতে পারেন না,বারবার উঠে খাওয়াতে হয়, তাকে চেক করতে হয়, সকালে মোটেও...
18/01/2024

🦋🦋🦋 যদি এমন হয় যে সারারাত আপনি আপনার বাচ্চার জন্য ঘুমাতে পারেন না,বারবার উঠে খাওয়াতে হয়, তাকে চেক করতে হয়, সকালে মোটেও চোখটা খুলে তাকাতে পারেন না। 🌞🌞

অন্যদিকে আপনার স্বামী আপনাকে ডেকে তুলে না,সকাল সকাল নাস্তা বানানোর জন্য বলে না,নিজের মতো তৈরী হয়ে কর্মক্ষেত্রে বেরিয়ে যায় এবং আপনাকে পর্যাপ্ত পরিমানে বিশ্রামের সুযোগ করে দেয়। তবে বলুন আলহামদুলিল্লাহ্,সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আপনাকে এমন উত্তম জীবনসঙ্গী দিয়েছেন!! 🌈

এমন স্বামীর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হোন,ভালোবাসুন,হক আদায় করুন এবং অনেক বেশি অনুগত হওয়ার চেষ্টা করুন। নিঃসন্দেহে স্বামীর জন্য স্ত্রীর চাইতে আপন কেউ নেই এবং স্ত্রীর জন্যেও স্বামী অপেক্ষা উত্তম অভিভাবক আর কেউ না 🌹🌷

15/01/2024

ব্যর্থতার গল্পটা কেউ শুনবেনা যতক্ষণ না সফল হচ্ছেন।

কার কার এই অবস্থা 😁😁😁
13/01/2024

কার কার এই অবস্থা 😁😁😁

09/01/2024

কান যার তুলার মতো পাতলা।তাকে অনেক কস্টে নেড়েচেড়ে ঘুম পারিয়ে যখন উঠতে যাব তখন দেখি ....হাতভরে একমুষ্ঠি চুল পেচিয়ে ধরে আছে 😭😭😭😭😭😭😭😭😭

এমন বিড়ম্বনায় যারা পরেছেন শুধু তারাই বুঝবেন সময় কেমন জিংগালালা! !!😩😩😩

এখন প্রচণ্ড শীত!😫 এ নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত হয় বৃদ্ধ ও শিশুরা। আবহাওয়ার দ্রুত তারতম্যের সঙ্গে শিশুরা নিজেকে মানিয়ে ...
12/12/2023

এখন প্রচণ্ড শীত!😫 এ নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত হয় বৃদ্ধ ও শিশুরা। আবহাওয়ার দ্রুত তারতম্যের সঙ্গে শিশুরা নিজেকে মানিয়ে নিতে অনেক সময়ই পারে না। তারা খুব স্পর্শকাতর। তাই অন্যান্য সময়ের তুলনায় শীতকাল শিশুদের জন্য বেশি কষ্টকর ও অসহনীয় হয়ে ওঠে। এ সময় জ্বর, পেট খারাপ বা ডায়রিয়া, সর্দি, কাশিসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যাসহ নিউমোনিয়ায় পর্যন্ত ভুগতে দেখা দেয়। এ ছাড়া শীতে ইনফ্লুয়েঞ্জা এবং নানা ভাইরাল জ্বরও বেশি হয়। তাই শীতকালে শিশুদের একটু বাড়তি যত্ন প্রয়োজন।😊

** নবজাতক শিশুর যত্ন😊

শীতকালে নবজাতকের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন প্রয়োজন। কারণ নবজাতকের তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা খুবই কম, তাই অল্প শীতেই তারা কাবু হয়ে যায়। যে বাচ্চা পূর্ণ ৩৭ সপ্তাহ মাতৃগর্ভে কাটিয়ে জন্ম নিয়েছে তার ক্ষেত্রে জটিলতা কম। কিন্তু সময়ের আগেই জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। জন্মের আগে নবজাতক শিশু মায়ের পেটে উষ্ণ তাপমাত্রায় অবস্থান করে। এছাড়া শিশুর শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হতেও সময় লাগে। তাই ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে উষ্ণ তাপমাত্রায় রাখতে হবে। যদি ঘরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সুতির কাপড় পরিয়ে কাঁথা দিয়ে মুড়ে রাখুন। এ মাত্রার নিচে হলে সোয়েটার ব্যবহার করতে পারেন।

* বাচ্চাকে দোলনায় বা আলাদা মশারির নিচে না রেখে মায়ের কোলঘেঁষে শোয়াবেন। এতে বাচ্চা উষ্ণ থাকবে, মায়ের সঙ্গে আন্তরিকতা বাড়বে ও বুকের দুধ খাওয়াতে সুবিধা হবে। বাচ্চাকে ঘনঘন বুকের দুধ খাওয়ান। দুধ খেতে হালকা ব্যায়াম হয় বলে শরীর নিজ থেকেই উত্তাপ তৈরি করে। এ ছাড়া বুকের দুধে রোগ প্রতিরোধ শক্তি থাকে। ফলে শিশু সহজে ঠান্ডা, কাশি ইত্যাদিতে আক্রান্ত হয় না।

* এ সময় বাইরের ঠান্ডা বাতাস থেকে বাঁচতে ঘরের দরজা-জানালা বন্ধ রেখে উষ্ণতা নিশ্চিত করতে পারেন। তবে ঘরে কয়লা ও তুষের আগুন রাখবেন না। এতে শিশুর ক্ষতি হয়।

* শিশুকে শীতকালে ঘরের বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। রোদে দিতে হলে জানালার পাশে বা ঘরের বারান্দা থেকে গায়ে রোদ লাগান।

* ঘরের মধ্যে কাপড় না শুকিয়ে ছাদে বা বারান্দায় শুকান।

* যদি পরিবারের কোনো সদস্যের বা কোনো আত্মীয়ের সর্দি, কাশি, ভাইরাল জ্বর ইত্যাদি থাকে, তবে শিশু ও মাকে তাদের থেকে দূরে রাখতে হবে।

* সপ্তাহে দু-তিন দিন ঈষদুষ্ণ পানি (৪৫ ডিগ্রি সেলসিয়াস) দিয়ে গোসল করান। গোসলের আগে ঘরের দরজা-জানালা লাগিয়ে নিন। গোসলের পর শিশুর গায়ে বেবি অয়েল বা ভ্যাসলিন ব্যবহার করুন।

* মনে রাখবেন, নবজাতক শিশুর সামান্য কাশি বা হাঁচিও কিন্তু সন্দেহজনক। তাই কাশি, শব্দ করে শ্বাস টানা, দুধ টেনে খেতে না পারা, শ্বাস নিতে কষ্ট বা পাঁজর নিশ্বাসের সঙ্গে দেবে যেতে থাকলে অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

* শিশুকে রাতের বেলা ডায়াপার পরিয়ে শোয়ান। ডায়াপার ছয় ঘণ্টার বেশি কোনোভাবেই রাখা যাবে না। ডায়াপার থেকে র‌্যাশ হতে পারে, তাই আগে থেকে ভেসলিন বা জিঙ্কসমৃদ্ধ ক্রিম লাগিয়ে দিন।

* শীতে নবজাতককে অবশ্যই হাতমোজা, পা-মোজা ও কানটুপি পরাতে হবে। উল বা পশমে অ্যালার্জি হলে এগুলো পরিহার করে ভারী সুতির জামা পরান। সন্ধ্যার পর বাইরে না বের হলেই ভালো।

** দেড় মাস থেকে এক বছর বয়সি শিশুর যত্ন

* শিশুকে প্রয়োজন অনুযায়ী উষ্ণ রাখুন। ঠান্ডা পরিবেশে রাখতে হবে। তাই বলে, স্যাঁতসেঁতে ঘরেও তাকে রাখা ঠিক হবে না।

* বাচ্চাকে বুকের দুধ নিয়মিত খাওয়াতে হবে।

* ছয় মাসের বেশি হলে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিন। খিচুড়িতে ডিমের সাদা অংশ, লালশাক, পালংশাক অল্প করে দিতে পারেন। লেবুর রস দেবেন, কমলার রস খাওয়াবেন। এতে বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। ঠান্ডা খাবার পরিহার করুন।

* যেসব বাচ্চা হামাগুড়ি দেয়, দেখবেন তারা যেন ঠান্ডা মেঝেতে হামাগুড়ি না দেয়। তবে কার্পেট ব্যবহার না করাই ভালো। কারণ কার্পেটের রোয়া থেকে বা ধুলো থেকে অ্যালার্জি হয়। তাই মাদুর বা ম্যাট ব্যবহার করা ভালো।

* একদিন পর পর ঈষদুষ্ণ পানি দিয়ে গোসল করান। গোসলের পর বেবি লোশন লাগাবেন। তেলজাতীয় কিছু লাগাবেন না।

* বাচ্চাকে নরম কাপড়ের জুতা পরানোর অভ্যাস করুন ও শোয়ানোর সময় মোজা পরিয়ে নিন।

* মনে রাখবেন, এ বয়সি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই সর্দি, কাশি সহজেই লেগে যায়। বাচ্চাকে খুব জনবহুল স্থানে (মেলা, পিকনিক) না নিয়ে যাওয়াই ভালো।

** এক থেকে ছয় বছরের বয়সের শিশুর যত্ন

* এ বয়সে শিশুরা অনেক খেলাধুলা ও দৌড়াদৌড়ি করে থাকে। তাই খুব বেশি গরম ও ভারী কাপড় পরার প্রয়োজন হয় না। তবে সকালে স্কুলে যাওয়ার সময় ও বিকালে খেলতে যাওয়ার সময় পর্যন্ত উষ্ণতা নিশ্চিত করুন।

* বাচ্চাকে স্কুলে পাঠালে পরস্পরের মাধ্যমে শীতকালে কিছু সংক্রমণ রোগ ও ছোঁয়াচে চর্মরোগ বিস্তার লাভ করে। তাই শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখুন। নিয়মিত লোশন লাগান যেন ত্বক শুষ্ক হয়ে না যায়। বাসি, বাজারের খোলা খাবার ও ঠান্ডা খাবার পরিহার করে গরম ও ঘরে তৈরি করা খাবার দিন এবং তাজা শাকসবজি, ফলমূল খাওয়ান।

* শীতকালীন শাকসবজি ও ফল বেশি করে খেতে দিন।

আমি বাচ্চার বাবার কাছে। আপনি?
10/12/2023

আমি বাচ্চার বাবার কাছে। আপনি?

06/12/2023

শিশুর সাথে আপনি আপনার সময় উপভোগ করুন; শিশুরা তাদের পিতামাতার মেজাজ বুঝতে পারে, এবং আপনি যদি পুরোটা সময় জুড়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে আপনার সন্তানও নিজের সময়কে উদ্বেগের সাথে যুক্ত করতে শুরু করবে।

মাশাআল্লাহ!ছবির কিউট বাচ্চাটা আমাদের তায়ান।ওয়াকিয়ার কাজিন ভাইয়া। ওরা দু ভাই বোন ৩ মাসের ছোট বড়। ❤💛💚💙💜
05/12/2023

মাশাআল্লাহ!
ছবির কিউট বাচ্চাটা আমাদের তায়ান।ওয়াকিয়ার কাজিন ভাইয়া। ওরা দু ভাই বোন ৩ মাসের ছোট বড়। ❤💛💚💙💜

05/12/2023

নামাজে দাড়িয়ে কী দেখলাম ????
ওয়াস্তাগফিরুল্লাহ! !!!!😱😱😱

শীতের শৈত্যপ্রবাহে অনিচ্ছাকৃত দুপুরের ভাত ঘুমের পর যখন খুব করে চাই ....😍😍😍
29/11/2023

শীতের শৈত্যপ্রবাহে অনিচ্ছাকৃত দুপুরের ভাত ঘুমের পর যখন খুব করে চাই ....😍😍😍

27/11/2023

রাত ১০ টায় থাকছি লাইভে ওয়াকিয়ার শীতের পোষাকের শপিং নিয়ে। 😍🤗

"জান্নাত একদম বোবা হয়ে গেছে কোনো কথা কয় না শুধু চোখ দিয়ে পানি পড়ে আর ওর স্বামী ও ভিষন কান্নাকাটি করে"এই কথাগুলো কি ভীষণ ...
27/11/2023

"জান্নাত একদম বোবা হয়ে গেছে কোনো কথা কয় না শুধু চোখ দিয়ে পানি পড়ে আর ওর স্বামী ও ভিষন কান্নাকাটি করে"

এই কথাগুলো কি ভীষণ করুণ শুধু এটুকুন বুঝি।কিন্তু এর গভীরে কি নিদারুন বাস্তবতা! যার গেছে সে ছাড়া এটা আর কেউ বুঝবেনা!
হে জন্ম মৃত্যুর মালিক সকল সৃষ্টির স্রষ্টা, হে মহান, পরওয়ার দিগার রাব্বুল আলামীন আপনি যা জানেন আমরা তা জানিনা এবং আপনার করুণা অপার।
আপনি এই মা বাবাকে কে সবরে জামিল দান করুন। নেক হায়াত দিন। পরন্তু তাদের যে সন্তানকে নিয়ে নিলেন তাকে তাদের (বাবা মা) জান্নাতের সুপারিশকারি হিসেবে ক্ববুল করুন।

আসসালামু আলাইকুম,নবজাতক ও শিশুর অভিভাবকদের জ্ঞাতার্থে কিছু বার্তাঃ অবশ্যই মশার কামড় থেকে শিশুকে বাঁচাতে বিশেষভাবে সতর্ক ...
25/11/2023

আসসালামু আলাইকুম,
নবজাতক ও শিশুর অভিভাবকদের জ্ঞাতার্থে কিছু বার্তাঃ
অবশ্যই মশার কামড় থেকে শিশুকে বাঁচাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। শিশুদের ত্বক অনেক কোমল হওয়ায় মশার কামড়ে তাদের খুবই কষ্ট হয়। তাদের সহ্যশক্তিও অনেক কম।

তাই যদি কখনো শিশুকে মশা কামড়ায় তাহলে অবশ্যই মশার কামড় থেকে চুলকানি, ব্যথা ও ত্বকের লালচেভাব থেকে স্বস্তি দিতে কয়েকটি কাজ অবশ্যই করুন। জেনে নিন কী কী-

>> খাবার সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। ওই পেস্ট লাগিয়ে দিতে পারেন ক্ষতের উপর।

Advertisement

>> চুলকানি বেশি হলে বরফের টুকরো দিয়ে সামান্য মালিশ করে দিন।

>> বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে, তার শাঁসও লাগাতে পারেন। এতেও কমবে জ্বালাপোড়া।

তবে ভুলেও শিশুর ত্বকে কোনো ধরনের মলম ব্যবহার করবেন না। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্যালামাইন ও প্র্যামকসিনসমৃদ্ধ মলমই মশার কামড় থেকে তৈরি হওয়া ব্যথা ও চুলকানি কমাতে সাহায্য করতে পারে।

তবে যেসব মলমে অ্যানাস্থেটিক ও অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদান থাকে, তা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এ ধরনের মলম শিশুর ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
ধন্যবাদ

আসসালামু আলাইকুম,সবাইকে শীতের সন্ধ্যার শুভেচ্ছা🤗 ।এবংমজাদার নাশতার দাওয়াত 😊
25/11/2023

আসসালামু আলাইকুম,
সবাইকে শীতের সন্ধ্যার শুভেচ্ছা🤗 ।
এবং
মজাদার নাশতার দাওয়াত 😊

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Waqia's mamma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Waqia's mamma:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share