Creative Mind

Creative Mind Welcome Everyone!!

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরে অবস্থিত উলুজাক প্রত্নতাত্ত্বিক স্থানে খননকার্যের সময় প্রায় ৮,০০০ বছর পুরনো একটি মাটির দে...
19/01/2025

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরে অবস্থিত উলুজাক প্রত্নতাত্ত্বিক স্থানে খননকার্যের সময় প্রায় ৮,০০০ বছর পুরনো একটি মাটির দেবীর মূর্তি আবিষ্কৃত হয়েছে। এ ধরনের মূর্তি এ পর্যন্ত মাত্র ছয়টি আবিষ্কৃত হয়েছে, এবং সর্বশেষ পাওয়া মূর্তিটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ। এতে একটি মুখ রয়েছে, যার মাধ্যমে দড়ি প্রবেশ করিয়ে এটি গলার হার হিসেবে ব্যবহার করা সম্ভব হতো।

এই প্রত্নতাত্ত্বিক স্থানে একটি ধারাবাহিক স্তরবিন্যাস পাওয়া গেছে, যা খ্রিস্টপূর্ব ৭ম সহস্রাব্দের শুরু থেকে ৬ষ্ঠ সহস্রাব্দের শুরুর সময় পর্যন্ত বিস্তৃত। শুধু প্রাচীন নব্যপ্রস্তর যুগের নিদর্শনই নয়, এখানে ব্রোঞ্জ যুগ, রোমান এবং বাইজেন্টাইন আমলেরও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেছে।

১৪,০০০ কিলোমিটারের (প্রায় ৮,৭০০ মাইল) বেশি দূরত্বে অবস্থিত ব্রাজিলের কাক্সিংগো, পিয়াউই এবং ভারতের মধ্যপ্রদেশের ভোপালের ...
19/01/2025

১৪,০০০ কিলোমিটারের (প্রায় ৮,৭০০ মাইল) বেশি দূরত্বে অবস্থিত ব্রাজিলের কাক্সিংগো, পিয়াউই এবং ভারতের মধ্যপ্রদেশের ভোপালের গুহাচিত্রে আশ্চর্যজনক মিল পাওয়া সত্যিই বিস্ময়কর। উভয় চিত্রেই দেখা যায়, ১৩টি রেখা একটি কেন্দ্রীয় বিন্দুর দিকে মিলিত হয়েছে। এই ধরনের চিত্র কীভাবে এত দূরবর্তী অঞ্চলে একই ধরণের হলো, তা নিয়ে গবেষকরা এখনও প্রশ্ন তুলছেন। এটি হয়তো স্বাধীনভাবে উদ্ভূত ধারণার ফলাফল, যেখানে ভিন্ন ভৌগোলিক অঞ্চলের মানুষ একইভাবে প্রকৃতিকে ব্যাখ্যা করেছে। আবার, এটি মানব অভিবাসন বা প্রাচীন সময়ে আন্তঃসংযোগের ইঙ্গিতও হতে পারে। অনেকেই মনে করেন, এই ধরনের চিত্র প্রাচীন মানুষের ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাসের প্রতিফলন, তবে কেউ কেউ প্রশ্ন তোলেন, এটি আদৌ মানুষের আঁকা কিনা। এসব রহস্য উন্মোচনে আরও গবেষণা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। আপনার মতে, এটি কি কাকতালীয় ঘটনা নাকি মানব ইতিহাসের গভীর রহস্য? আপনার দৃষ্টিভঙ্গি জানাতে ভুলবেন না!

কে কে চাও?
17/01/2025

কে কে চাও?

17/01/2025

অদ্ভুত প্রজাতির পায়েনসেটিয়া গাছ। বিশেষ ও দুর্লভ প্রজাতির গাছ।

প্রাচীন মায়া সভ্যতার অন্তর্গত টেওটিহুয়াকান নামক জায়গায় একটি আর্কিওলজিক্যাল সাইটে খুঁজে পাওয়া গেল একজন নারীর কংঙ্কাল। অব...
05/01/2025

প্রাচীন মায়া সভ্যতার অন্তর্গত টেওটিহুয়াকান নামক জায়গায় একটি আর্কিওলজিক্যাল সাইটে খুঁজে পাওয়া গেল একজন নারীর কংঙ্কাল। অবশ্য এমন প্রাচীন কংঙ্কাল তো এই প্রাচীন সাইটগুলিতে কতই খুঁজে পাওয়া গেছে। তবে এর বৈশিষ্ট কী?
আজ থেকে প্রায় এক হাজার সাতশো বছর আগের মাটির নিচে চাপা পড়ে থাকা এই কংঙ্কালটির একটি বিশেষ বৈশিষ্ট খুঁজে পাওয়া গেছে। কংঙ্কালের বেশ কয়েকটি দাঁত এখনও ইন্টাক্ট অবস্থায় রয়েছে। আশ্চর্যের বিষয় হল সেই দাঁতগুলোর মধ্যে একটি আবার বাঁধানো। সেই বাঁধানো দাঁতটি তৈরি হয়েছিল সেই সময়ে মায়া সভ্যতায় পাওয়া যেত এমন একটি মূল্যবান পাথর দিয়ে। মায়ানরা জেড পাথর দিয়ে নানান মূল্যবান সামগ্রী তৈরি করতো। এই নারীর বাঁধানো দাঁতটিও সেই জেড পাথরের তৈরি। সম্ভবত বাঁধানো দাঁতের এই কনসেপ্ট মায়ানদের ক্ষেত্রে প্রাচীনতম। দাঁতটি তার ম্যান্ডিবলের সাথে আশ্চর্য পন্থায় সিমেন্ট বা ফাইবার জাতীয় কোনো এঢিসিভ দিয়ে সংযুক্ত ছিল। কার্বন ডেটিং পরীক্ষার ফল বলছে, এটি ৩৫০ খ্রিস্টাব্দ থেকে ৪৫০ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে তৈরি। বর্তমানে মিউজিয়াম অফ আর্টিফেক্টস'এ কংঙ্কালটি সংরক্ষণ করে রাখা আছে...

বিজয় খুব কাছাকাছি❤❤
04/01/2025

বিজয় খুব কাছাকাছি❤❤

08/12/2024

খুলনার পাইকারি কাচা বাজার, শীতকালীন সবজির দাম ধরা ছোয়ার বাইরে।

হঠাৎ ঢাকায় শিলাবৃষ্টি 🚩🚩✅
05/11/2024

হঠাৎ ঢাকায় শিলাবৃষ্টি 🚩🚩✅

24/10/2024

বিড়ালটি পায়ের কাছে এসে মিউ মিউ করে খেতে চাচ্ছিলো। ❤️❤️❤️

19/10/2024

- যারা সামনে কিছু বলার ক্ষমতা রাখে না তারাই পিছনে বীরত্ব দেখায়!💔

26/08/2024

رَبِّ ٱجْعَلْ هٰذَا ٱلْبَلَدَ ءَامِنًا
হে আমার রব, আপনি এ ভূখন্ডকে নিরাপদ করে দিন।🇧🇩🤲🏻
[ সূরা ইব্রাহিমঃ-৩৫ ]

22/08/2024

বাংলাদেশ কোথাও রাস্তা ঘাট দরকার নাই,আগে দরকার ভা*রতের সীমানায় বেরি*বাঁধ

সবাই একসাথে আওয়াজ তুলুন ✋

21/08/2024

বাঁধ খুলে দেওয়ার সময়ে ভারত হিসেব করে না

ওপারে কারা "হিন্দু" আর কারা "মুসলমান"!

20/08/2024

পরের ক্ষতি করার নেশায় যদি কাউকে একবার পেয়ে বসে।

নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুশ ফিরে না।

19/08/2024

শিয়ালের রাজত্ব ততক্ষণ পর্যন্ত, যতক্ষন না নেকড়ে উঠে দাঁড়ায়!

19/08/2024

দালালদের নির্দিষ্ট কোন দল নেই, তাঁরা সকল দলের দপ্তর সম্পাদক।

13/08/2024

রিকশা উল্টা দিক যেতে দেখে ট্রাফিক পুলিশ রিকশাওয়ালা মামাকে বলতেছে, "সামনে স্টুডেন্ট আছে"! 🙂

13/08/2024

তুমি সংবিধানের মতো,কোন ধারাতে কী আছে জানিনা।

শুধু লঙ্ঘন করলেই বুঝি ভুল হয়েছে!

Address

M A Bari Road Sonadanga Khulna
Khulna
9000

Telephone

+8801915891478

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Mind:

Videos

Share