SuRaya Sultana

SuRaya Sultana কখনো পিঙ্গল, কখনো সবুজ, কখনো বুঝি কখনো অবুঝ।

যে ব্যক্তি অনেক মানুষের সামনে আপনার ভুল ধরে আর বলে আপনাকে শিখাচ্ছেন , সে আসলে কখনো আপনাকে পছন্দ করেনা। আপনার জীবনের Spir...
03/04/2023

যে ব্যক্তি অনেক মানুষের সামনে আপনার ভুল ধরে আর বলে আপনাকে শিখাচ্ছেন , সে আসলে কখনো আপনাকে পছন্দ করেনা। আপনার জীবনের Spirit নষ্ট করার জন্য একজন ভুল মানুষ/কিছু খুচরো ভুলই যথেষ্ট।
📸 : Me

কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে, ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে ! এত সাহস অন্য কোনো পাখির নেই। তবে লক...
30/03/2023

কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে, ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে !
এত সাহস অন্য কোনো পাখির নেই।
তবে লক্ষনীয় ব্যাপার হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে নিজের সময় ও শক্তির অপচয় করে না।

ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় থেকে পালিয়ে উল্টো নিজের জীবন বাচায়!

ঠিক তেমনিভাবে, আপনার জীবন চলার পথে কাছের মানুষরূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই।
আপনার চুড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। দেখবেন, আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে।

Zunaid Ahmed Palak

তোমার পাশে থেকে দেখেছি বিশাল সমুদ্র সুউচ্চ পাহাড়, গিয়েছি হিমালয়ের কাছাকাছি;দুজনে উড়েছি পাখি হয়ে আকাশে;ছুঁয়ে মেঘের সাদা প...
19/02/2023

তোমার পাশে থেকে দেখেছি বিশাল সমুদ্র সুউচ্চ পাহাড়,
গিয়েছি হিমালয়ের কাছাকাছি;দুজনে উড়েছি পাখি হয়ে আকাশে;ছুঁয়ে মেঘের সাদা পাড়।

স্ত্রী কে সম্মান দিন! এক ফোঁটা পানি উপহার দিলে, আল্লাহর অপার     মহিমায় একটি ফুটফুটে, শিশু সন্তান উপহার দেয়।ক্ষয়টা কিন্ত...
15/02/2023

স্ত্রী কে সম্মান দিন!

এক ফোঁটা পানি উপহার দিলে, আল্লাহর অপার
মহিমায় একটি ফুটফুটে, শিশু সন্তান উপহার দেয়।ক্ষয়টা কিন্তু তার শরীর থেকে হয়।আপনার না।

ছোট্ট একটি ঘরের কোণে জায়গা দিলে, আলোকময়
একটি সংসার উপহার দেয়।

জন্ম থেকে চিনেন না দেখেন নি, অর্ধশ্বাস একটি বাক্য, কবুল বলে উপহার দিলে,
গোটা জীবনটা সঁপে দেয়।

এক ব্যাগ বাজার উপহার দিলে, খাবার উপহার দেয়।

তবুও আপনি অকৃতজ্ঞের মত বলছেন আমার জীবনে বা সংসারে তুমি এমন কি কর বা কি করেছ?
স্ত্রী কে সম্মান দিতে শিখুন। তাকে যথাযথ মর্যাদা দিন।

শুক্রবার স্পেশাল রান্না৷ আলুর দোপেয়াজা টা আপু পাঠিয়েছে। ধন্যবাদ। একদম মায়ের হাতের সেই স্বাদ পেলাম। প্রথম আমার রান্না হাঁ...
11/02/2023

শুক্রবার স্পেশাল রান্না৷ আলুর দোপেয়াজা টা আপু পাঠিয়েছে। ধন্যবাদ। একদম মায়ের হাতের সেই স্বাদ পেলাম। প্রথম আমার রান্না হাঁসের মাংস for Mr.Arman সাহেব ।

11/02/2023

ভালোবাসার থেকে পাওয়া ভালোবাসা। ছোট ছোট গিফট গুলো আসলেই সারপ্রাইজ করে দেয়।এরকম সারপ্রাইজড হতে আমার খুব ভালো লাগে তোমার থেকে 😉৷

Address

Khulna

Telephone

+8801759029064

Website

Alerts

Be the first to know and let us send you an email when SuRaya Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SuRaya Sultana:

Videos

Share