আনন্দ টিভি সাতক্ষীরা

আনন্দ টিভি সাতক্ষীরা এসপি বাংলা টিভি" সত্যের প্রতিচ্ছবি' শ্লোগান' SP Bangla TV পেজ এ লাইক ফলোয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।

মারাত্মক সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান গুরুত্ব আহত  হাসপাতালে ভর্তি। তিনি সব...
12/11/2025

মারাত্মক সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান গুরুত্ব আহত হাসপাতালে ভর্তি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

24/10/2025

সাতক্ষীরায় সাংবাদিক নামধারী আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিস্টরা সাতক্ষীরার পরিবেশ কে অশান্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এদের রুখে দিবে সাতক্ষীরাবাসী ইনশাআল্লাহ

22/10/2025

৫৭ জন সেনা হত্যাকাণ্ডের বিচার নাহলে এই দেশ রাহুমুক্ত কখনোই হবেনা।

এই হত্যাকাণ্ডের পেছনেই লুকিয়ে আছে আমাদের সার্বভৌমত্বের স্বাধীনতা ও ধ্বংসকারীদের ভয়ঙ্কর চেহারা।

এই সরকারের অধীনেই (নতুন সাহসী ক্যাবিনেট পুনঃ নির্মাণ কল্পে) ওদের শাস্তি বাস্তবায়ন করার সুযোগ রয়েছে।

ড. মুহাম্মদ ইউনুস আপনার পাশে আছি। আপনি এগিয়ে যান। ফেব্রুয়ারির আগেই সব প্রকাশ করুন।

শেখ হাসিনাসহ পলাতক আ সা মি দে র হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
22/10/2025

শেখ হাসিনাসহ পলাতক আ সা মি দে র হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সাতক্ষীরা ২ আসন সম্ভাব্য প্রার্থী ( সাতক্ষীরা সদর ও দেবহাটা) কে এগিয়ে থাকতে পারেন----
22/10/2025

সাতক্ষীরা ২ আসন সম্ভাব্য প্রার্থী ( সাতক্ষীরা সদর ও দেবহাটা) কে এগিয়ে থাকতে পারেন----

21/10/2025

#সাতক্ষীরার কালিগঞ্জে ছাত্রলীগ নেতা নারীলোভী ও লম্পট নাসির সরদারের অপকর্মে ক্ষুব্ধ স্ত্রী মাসুরা — বিচার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি।

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুধলি গ্রামের ছাত্রলীগ নেতা নাসির সরদারের বিরুদ্ধে লম্পটতা, নারীলোলুপতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী মাসুরা বেগম প্রকাশ্যে ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলছেন এবং প্রতারণার মাধ্যমে একাধিক নারীকে হয়রানি করছেন। এতে পরিবারে অশান্তি সৃষ্টি হওয়ায় তার স্ত্রী মাসুরা বেগম মানবেতর জীবনযাপন করছেন।

মাসুরা বেগম অভিযোগ করে বলেন, “নাসির আমার স্বামী হয়েও অন্য নারীর পেছনে সময় কাটায়, বাড়িতে আসে না, আমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে। আমি এর বিচার চাই।”

স্থানীয় এলাকাবাসী জানান, ছাত্রলীগের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে নাসির সরদার নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ফলে এলাকার সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী মাসুরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি একজন নারী হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই। তার দুষ্ট কার্যকলাপের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে কালিগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। Part 3

21/10/2025

#সাতক্ষীরার কালিগঞ্জে ছাত্রলীগ নেতা নারীলোভী ও লম্পট নাসির সরদারের অপকর্মে ক্ষুব্ধ স্ত্রী মাসুরা — বিচার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি।

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুধলি গ্রামের ছাত্রলীগ নেতা নাসির সরদারের বিরুদ্ধে লম্পটতা, নারীলোলুপতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী মাসুরা বেগম প্রকাশ্যে ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলছেন এবং প্রতারণার মাধ্যমে একাধিক নারীকে হয়রানি করছেন। এতে পরিবারে অশান্তি সৃষ্টি হওয়ায় তার স্ত্রী মাসুরা বেগম মানবেতর জীবনযাপন করছেন।

মাসুরা বেগম অভিযোগ করে বলেন, “নাসির আমার স্বামী হয়েও অন্য নারীর পেছনে সময় কাটায়, বাড়িতে আসে না, আমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে। আমি এর বিচার চাই।”

স্থানীয় এলাকাবাসী জানান, ছাত্রলীগের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে নাসির সরদার নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ফলে এলাকার সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী মাসুরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি একজন নারী হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই। তার দুষ্ট কার্যকলাপের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে কালিগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। Part 1

21/10/2025

#সাতক্ষীরার কালিগঞ্জে ছাত্রলীগ নেতা নারীলোভী ও লম্পট নাসির সরদারের অপকর্মে ক্ষুব্ধ স্ত্রী মাসুরা — বিচার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি।

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুধলি গ্রামের ছাত্রলীগ নেতা নাসির সরদারের বিরুদ্ধে লম্পটতা, নারীলোলুপতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী মাসুরা বেগম প্রকাশ্যে ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলছেন এবং প্রতারণার মাধ্যমে একাধিক নারীকে হয়রানি করছেন। এতে পরিবারে অশান্তি সৃষ্টি হওয়ায় তার স্ত্রী মাসুরা বেগম মানবেতর জীবনযাপন করছেন।

মাসুরা বেগম অভিযোগ করে বলেন, “নাসির আমার স্বামী হয়েও অন্য নারীর পেছনে সময় কাটায়, বাড়িতে আসে না, আমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে। আমি এর বিচার চাই।”

স্থানীয় এলাকাবাসী জানান, ছাত্রলীগের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে নাসির সরদার নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ফলে এলাকার সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী মাসুরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি একজন নারী হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই। তার দুষ্ট কার্যকলাপের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে কালিগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। Part 2

LIVE🇧🇩  #জরুরী চাকুরী নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ভাতা সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে  #পাটকেলঘাটা ও  #বুধহাটা মিনিস্টার  #ভিশন...
01/10/2025

LIVE🇧🇩 #জরুরী চাকুরী নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ভাতা সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে #পাটকেলঘাটা ও #বুধহাটা মিনিস্টার #ভিশন শোরুমে জরুরী ভিত্তিতে ৪জন #সহকারী ম্যানেজার ও #অডিট ম্যানেজার, কালেকশন ম্যানেজার নিয়োগ চলছে,,

#শিক্ষাগত যোগ্যতা: অনার্স/মাস্টার্স
বিশেষ দ্রষ্টব্যঃ অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল ও অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতা ১০,০০০+ অন্যন্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে..

#আগ্রহী প্রার্থীরা অতিসত্বর যোগাযোগ করুন।
সরাসরি যোগাযোগ অথবা পাটকেলঘাটা ও বুধহাটা মিনিস্টার/ভিশন শোরুম বা ওয়াটআপে সিভি দেওয়ার লাস্ট ডেট- ৩০/০৯/২৫

#হাসানুর রহমান (হাসান)
ব্যবস্থাপনা পরিচালক
মিনিস্টার/ভিশন শোরুম (হাসান ইলেকট্রনিক্স)
আনন্দ টিভি'র সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
পরিচালক whatsapp 01711666730

জুলাইযোদ্ধা ‘কে এম মামুনুর রশীদ (মামুন)’ এর সন্ধান ও  গুমের প্রতিবাদে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আপ বাংলাদেশ সাতক্ষীরা ...
26/09/2025

জুলাইযোদ্ধা ‘কে এম মামুনুর রশীদ (মামুন)’ এর সন্ধান ও গুমের প্রতিবাদে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোজ: শুক্রবার সকাল সাড়ে ১০ টা, স্থান: শহীদ আসিফ চত্বর, সাতক্ষীরা। ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), সাতক্ষীরা জেলার শাখার বিপ্লবী আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার। উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক কাজী হাফিজা ও ঝুমা মারিয়াম, যুগ্ম সদস্য সচিব নাহিদ হোসেন, তামিম হোসেন, কাজী লায়লা আলী ও মুস্তাকিম বিল্লাহ।অনান্যদের মধ্যে ছিলেন মুফতি ইব্রাহিম তাকি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব করেন আরাফাত হোসেন এবং সায়েম হোসেন সিয়াম প্রমুখ।
বক্তরা বলেন: "আমরা স্পষ্ট করে বলতে চাই: জুলাই পরবর্তী স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক গুমের শিকার মামুন ভাইকে দ্রুতই আমাদের মাঝে ফিরিয়ে দিন। ৫ দিন অতিবাহিত হয়েছে আমরা আর একটি মূহুর্তের জন্য আমাদের সহযোদ্ধা ভাইয়ের অনুপস্থিতি মেনে নিবে না। প্রশাসনের তালবাহানা মেনে নিবো না। আমাদের ভাইয়ের, সন্ধান না মিললে এই সরকারের গদী নাড়াতেও আমরা দ্বিধা করবো না, ছাত্র উপদেষ্টা সহ অনান্য উপদেষ্টাদের বিলাসী জীবন ও দ্বায়িত্বহীনতার বিরুদ্ধে একহাত নিতেও দ্বিধা করবো না। "
আহ্বায়ক আক্তারুল ইসলাম সরকারকে হুশিয়ার করে বলেন, ছাত্রজনতার যে ম্যানডেট নিয়ে আজ ওখানে বসে আছেন,সেই ম্যানডেট তুলে নিলে আবার আপনাদের জনসাধারণের কাতারে দাঁড়াতে হবে।তিনি আরও বলেন, ''খারাপ লাগলেও বলতে হচ্ছে - অনেকের আগের মতো ১০০ টাকার গেঞ্জি আর ৩০ টাকার খিচুড়ি খেয়ে দিনাতিপাত করতে হবে।সুতরাং, জনগণের সাথে গাদ্দারি করার চিন্তা করবেন না। সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বললো মনে রাখবেন : গুমকে কোন ফরমেটেই আর আমরা ফিরতে দিবো না।তাই আমাদের ভাইকে যেখান থেকে পারেন খুঁজে আনুন। আর সুষ্ঠ তদন্ত করে জড়িতদের যথাযথ বিচার করুন। গুমের সাথেই যেই জড়িত থাকুক, সে যদি ছাত্র উপদেষ্টাও হয় এমনকি সরকারের শক্তিশালী বাহিনীরও কেউ হয় তারও বিচার জনগণ স্বচক্ষে দেখতে চাই। আমরা প্রমাণ করতে চাই, হাসিনার গুম -খুনের রাজনীতিকে আমরা অনেক আগেই কবর দিয়েছি। " জুলাই যোদ্ধা আরাফাত হোসাইন বলেন, " জুলাই যোদ্ধারা আমাদের সবার" সবশেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

কে এই গাজী ফরহাদ? নিষিদ্ধ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের কৌশলে মিথ্যা সংবাদ প্রচার করে জামায়াত বিএনপির বিরুদ্ধে ওঠে পড়...
25/09/2025

কে এই গাজী ফরহাদ? নিষিদ্ধ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের কৌশলে মিথ্যা সংবাদ প্রচার করে জামায়াত বিএনপির বিরুদ্ধে ওঠে পড়ে লেগেছে। দ্রুত গ্রেফতার করা হোক ゚

Address

Khulna
9421

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ টিভি সাতক্ষীরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আনন্দ টিভি সাতক্ষীরা:

Share