মাটির মানুষ - Matir Manush

মাটির মানুষ - Matir Manush Allah Amar Rob Sei Rob e Amar Sob...
I am Muslim....
I Love Islam....

আল্লাহর রহমত ছাড়া কোন কিছু-ই সম্ভব না!❤️🖤                             •
10/10/2023

আল্লাহর রহমত ছাড়া কোন

কিছু-ই সম্ভব না!❤️🖤

























Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️                            •    
10/10/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️























⚠️কারো বিরোধিতা করে নয়...🚫আল্লাহর ওয়াস্তে ভাবুন!! ↔️আপনার এডিট..মূর্তী স্বাদৃশ্য হচ্ছে না তো......??মূর্তী পুজা এভাবে শু...
02/10/2023

⚠️কারো বিরোধিতা করে নয়...🚫
আল্লাহর ওয়াস্তে ভাবুন!!
↔️আপনার এডিট..মূর্তী স্বাদৃশ্য হচ্ছে না তো......??
মূর্তী পুজা এভাবে শুরু হয়েছিল.....সম্মান করতে করতে তাকে সেজদায় অংশ দেয়..
⛔নেক সূরতে শয়তানের শয়তানি থেকেও৷ আমাদের বাঁচতে হবে...✅
🔃আল্লাহ তায়ালা আমাদের সকলকে সমস্ত প্রকার ধোঁকা থেকে হেফাজত করুন...☑️
✴️আমীন 🤲🤲

দাঁড়িয়ে পানি পান করছেন তো বিপদ ডেকে আনছেন,,,লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইনমানুষের জীবনে পানির বিকল্প নেই। পানি কিডনির ম...
28/09/2023

দাঁড়িয়ে পানি পান করছেন তো বিপদ ডেকে আনছেন,,,
লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

মানুষের জীবনে পানির বিকল্প নেই। পানি কিডনির মাধ্যমে শরীরের সব ক্ষতিকারক উপাদান দূর করে দেয়। তবে পানি পান করার নিয়মও আছে। অনেকেই দাঁড়িয়ে পানি পান করে থাকেন। কিন্তু জানেন কী দাঁড়িয়ে পানি পান করলে শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে চলুন জেনে নিই দাঁড়িয়ে পানি পান করলে যেসব ক্ষতি হতে পারে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
১. যখন দাঁড়িয়ে পানি পান করেন তখন পানি সরাসরি পাকস্থলিতে চলে যায়। তারপর খুব দ্রুতই প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। এর মাধ্যমে কিডনির ক্ষতি হতে পারে।

২. দাঁড়িয়ে পানি পান করলে আপনার শরীরের জয়েন্টে ব্যথা হতে পারে।

৩. এই অভ্যাসটি শরীরের অক্সিজেন সরবরাহকে বাধা দেয়। এতে করে ফুসফুসের ক্ষতি হতে পারে।

Radhuni
৪. দাঁড়িয়ে পানি খেলে নার্ভে প্রদাহ বেড়ে যায়। ফলে কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তা এবং মানসিক চাপ বেড়ে যেতে পারে।

৫. বদহজমের সমস্যা হয়।

৬. এসিড লেভেলে তারতম্য ঘটে দাঁড়িয়ে পানি খেলে। দাঁড়িয়ে থাকা অবস্থায় পানি খেলে শরীরে ক্ষরণ হতে থাকা অ্যাসিডকে তরল করতে পারে না। এর ফলে স্বাভাবিকভাবেই নানাবিধ সমস্যা দেখা দেয়।

৭. এ অভ্যাসটির জন্য আর্থ্রাইটিসে আক্রান্ত হতে সময় লাগে না।

এস/পি

পানি বিপদ

28/09/2023

سَيِّدُ الِاسْتِغْفارِ: اللَّهُمَّ أنْتَ رَبِّي، لا إلَهَ إلَّا أنْتَ، خَلَقْتَنِي وأنا عَبْدُكَ، وأنا علَى عَهْدِكَ ووَعْدِكَ ما اسْتَطَعْتُ، أبُوءُ لكَ بنِعْمَتِكَ عَلَيَّ، وأَبُوءُ لكَ بذَنْبِي فاغْفِرْ لِي، فإنَّه لا يَغْفِرُ الذُّنُوبَ إلَّا أنْتَ،

28/09/2023

সুন্নতে নববীর আয়নায় জীবনের প্রতিচ্ছবি ! (১ম পর্ব)

একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, পূর্ণাঙ্গ অবয়ব ধারণ করা যায় এমন আয়নার সামনে নিজেকে দাঁড় করালে প্রতিটি মানুষ মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রতিটি অংশ নিখঁুতভাবে দেখতে পারে। শরীরের কোন অংশে কতটুকু ত্রুটি আছে সহজেই তা নির্ণয় করা যায়। আয়না যদি অপরিচ্ছন্ন, অপূর্ণাঙ্গ হয় তার সামনে নিজেকে মেলে ধরলে নিজের সামগ্রিক ত্রুটি কখনও চিহৃিত করা যায় না। মহান আল্লাহ তায়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকে আয়নাসরুপ পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য স্বচ্ছ, পরিচ্ছন্ন ও উন্নত করেছেন। সূরা কলামের ৪ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন:‘ নিশ্চয়ই তুমি চরিত্রের সর্বোচ্চ স্তরে রয়েছ’। প্রতিটি মানুষকে সফলতা অর্জন করতে হলে নবীজি সা: এর প্রতিচ্ছবি নিজের মধ্যে ধারণ করতে হবে। মহান আল্লাহ তায়ালা বলেন:‘ বস্তুত রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ—এমন ব্যক্তির জন্য, যে আল্লাহ ও আখেরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্বরণ করে’(সূরা আহযাব:২১)। নবীজি সা: এর আদর্শ সরূপ আয়নার সামনে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, দেশ যেকোন কিছু মেলে ধরলে বড় থেকে ছোট সকল ত্রুটি অবলোকন করা যায়। ব্যক্তি দিয়ে শুরু করা যাক:—

(১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর মাথার চুলের দৈর্ঘ এক বর্ণনা অনুযায়ী কানের মাঝখান পর্যন্ত এবং অন্য বর্ণনা অনুযায়ী কাধ পর্যন্ত এবং অপর বর্ণনা অনুযায়ী কানের লতি পর্যন্ত ছিল। কোন ব্যক্তি ইচ্ছা করলে পূর্ণ মাথা মুন্ডাতেও পারবে যেমন নবীজি সা: বিদায় হজ্জ্বে কুরবানী সম্পূর্ণ করার পর নিজের মাথা মুন্ডন করিয়েছিলেন। তবে কেউ যদি চুল ছেটে ছোট করে রাখতে চায়, তাহলে গোটা মাথার চুল সমানভাবে বরাবর করে রাখতে হবে। এই ৩টি পদ্ধতির বাইরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কোন মুসলমানের জন্য বিপরীত অবস্থানে যাওয়ার কোন সুযোগ নাই, যদি সে নিজেকে নবীজি সা: এর একনিষ্ঠ উম্মত হিসেবে পরিচয় ধারণ করতে চাই। প্রশ্ন হলো এই ক্ষেত্রে আমার ও আমার সন্তানদের অবস্থা কিরুপ ?

(২) শরীরের সৌন্দর্য প্রকাশের মাধ্যম হিসেবে আল্লাহ তায়ালা মানুষের প্রতি অঙ্গ—প্রত্যঙ্গকে সুষমভাবে সাজিয়েছেন। আল্লাহ তায়ালা প্রদত্ত বিধানকে উপেক্ষা করে মানুষের অভিরুচি অনুযায়ী যদি তাতে হস্তক্ষেপ করা হয় তাতে মন ও মনন মারাত্বক ক্ষতির সম্মুখিন হয়। যেমন: ভ্রম্ন— যার চেহারায় যতটুকু পরিব্যাপ্ত করলে সৌন্দর্য উদ্ভাসিত হবে আল্লাহ তায়ালা তার চেহারাতে সেই পরিমান দিয়েছেন। কিন্তু এই মহান নেয়ামতকে যদি কেউ নিজের মত সাজাতে যায় তখনই দেখা দেয় বিপত্তি, তখনই হয় সীমালংঘন। নবীজি সা: বলেন:‘ আল্লাহ তা‘আলা অভিশম্পাত করেছেন সেসব নারীদের উপর যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা করায়, তেমনি যারা ভ্র চেঁছে সরু (প্লাক) করে, যারা সৌন্দর্য মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা মহান আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে’ (সহীহুল বুখারী: ৪৮৮৬)। এক্ষেত্রে আমার ও আমার পরিবারের সদস্যদের অবস্থা কী ?

(৩) একজন পুরুষের চেহারার সৌন্দর্যের বহি:প্রকাশ ঘটে তার দাড়ির মাধ্যমে। পৃথিবীর সব থেকে সুন্দর চেহারার অধিকারী সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র মুখমন্ডলে দাড়ি ছিল। আবদুল্লাহ ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত, তিনি নবী করিম সা: থেকে বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:‘ তোমরা মুশরিকদের বিরোধিতা কর, গোঁফ সমূহ কর্তন কর এবং দাড়ি সমূহ লম্বা কর’ (সহীহ মুসলিম : ৬০০)। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: ‘তোমরা গোঁফ কর্তন কর এবং দাড়ি ছেড়ে দাও (লম্বা কর )। তোমরা অগ্নিপুজারকদের বিপরীত কর’(মুসলিম ১/১২৯)। হযরত আবদুল্লাহ ইবনে উমর রাঃ যখন হজ্ব অথবা উমরা করতেন, তখন তিনি দাড়ি মুঠ করে ধরে মুঠের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলতেন(সহীহ বুখারী:৫৮৯২)। সমস্ত সহাবায়ে কেরামের রা: এই আমলই ছিল। পারস্যের সম্রাট কিসরা ইয়েমেনের শাসকের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে দু’জন দূত পাঠান। এদের দাড়ি ছিল কামানো আর গোঁফ ছিল বড় বড়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে তাদের এই অবয়ব এতই কুৎসিত লেগেছিল যে তিনি মুখ অন্য দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেন, তোমাদের ধ্বংস হোক, এমনটি তোমাদের কে করতে বলেছে? তারা উত্তর দিল, আমাদের প্রভু কিসরা। এক্ষেত্রে জান্নাতের অপার নেয়ামত প্রত্যাশি একজন নবী প্রেমিক মুসলমান হিসেবে আমার অবস্থা কী ? (চলবে........)

27/09/2023

হে আল্লাহ !!
,, দেহটাকে,, সাদা কাপড়ে মোড়ানোর আগে,~😔
🥀 রুহু টাকে ঈমানে, মুড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন 🥰🥀

আমিন🤲

27/09/2023

❝কাউকে" গালির বদলে গালি দিও না, ❝লজ্জার" বদলে লজ্জা দিও না, ❝কষ্টের "বদলে কষ্ট দিও না।

"যদি"ও তোমার প্রতিশোধ নেওয়ার❞ অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"

📖(সূরা আয-যুমারঃ ১০)

27/09/2023

ফ্রি-মিক্সিং মেয়েকে বিয়ে করলে যেমন লজ্জাশীলা আদর্শবতী মা পাওয়া যায়না, এবং তারা কখনোই আদর্শ মা হতে পারে না,কারন সভাব এমন একটা জিনিস যেটা নিজের জীবনকেও ধ্বংস করে দিতে পারে অনায়াসেই।তেমনিভাবে আমি যদি ফ্রি-মিক্সিং নারীদের সাথে চলাফেরা করি তাহলে কী আমি কখনোই আদর্শবান লজ্জাশীল বাবা হতে পারব না।

♠ নিজের কাছে প্রশ্ন করি আমি কেমন? 😔

27/09/2023

মক্কা বিজয়ের দিনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল (রা.)-কে কাবাঘরের ছাদে দাঁড়িয়ে আজান দিতে বলেছিলেন। তাঁর এই সম্মান দেখে কুরাইশ নেতারা সমালোচনা করেছিলো। [ইবনু হিশাম, সিরাতুন নাবাবিয়্যাহ: ২/৪১৩]
যে বিলাল কিছুদিন আগেও ছিলো একজন দাস; যার দুই আনার মূল্যও ছিলো না, তাঁকে ইসলাম এই বিরল সম্মান দিয়েছে। আল্লাহর কাছে বংশ-মর্যাদা, গায়ের রঙ, সামাজিক স্ট্যাটাস, বিশাল ডিগ্রি আর মহামূল্যবান গাড়ি-বাড়ির কোনো মূল্যই নেই। তিনি কেবল আমাদের আমল দেখেন, আমাদের তাকওয়া দেখেন। এই আমলই কিয়ামতের দিন সবকিছু নির্ধারণ করে দেবে।

26/09/2023

#ঈদ-ই মিলাদুন্নবী
সহীহ হাদীস হল রাসূলুল্লাহ (সঃ) তার জন্মদিনে রোজা রেখেছেন,
তাঁর জন্মদিন পালন করা নিকৃষ্ট বিদআত(পরিত্যাজ্য)
#রাসূলুল্লাহ তাঁর জন্মদিন পালন করেন নি তাঁর সাহাবীরাও তাঁর জন্মদিন পালন করেন নি।
#হাদীস: রাসূলুল্লাহ (সঃ) এর কাছে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,ঐদিন আমি জন্মলাভ করেছি এবং ঐদিন আমার উপর কোরআন নাযিল হয়েছে।
সহিহ মুসলিম হাদিস:২৬৪০(হাদিস একাডেমি)
হাদিসের মান:সহিহ হাদিস

এই জগতে মায়ের মত আপন কেহ নাইআমি যখন যেমন চাহি মা হয়ে যায় তাই।বসতে গেলে মায়ের মধু কুল হয়ে যায় পিড়িউপর দিকে উঠতে গে...
26/09/2023

এই জগতে মায়ের মত আপন কেহ নাই
আমি যখন যেমন চাহি মা হয়ে যায় তাই।

বসতে গেলে মায়ের মধু কুল হয়ে যায় পিড়ি
উপর দিকে উঠতে গেলে মা হয়ে যায় সিঁড়ি।

চলতে গেলে মা হয়ে যায় ফুল চড়ানো পথ
চড়তে গেলে মা হয়ে যায় পালকি সোনার রথ।

আমার পেটে লাগলে ক্ষুধা মা হয়ে যায় দুধ
পৌষে যখন ঠান্ডা লাগে মা হয়ে যায় রোদ।

বৃষ্টি ভেজার মন চাহিয়ে মা হয়ে যায় মেঘ
গরম লাগলে হয় দখিণা ঠান্ডা হাওয়ার বেগ।

ক্লান্ত রাতে মা হয়ে যায় জোছনা রাতের তারা
বিষন্নতায় মা হয়ে যায় আশার বারিধারা।

আঁধার এলে মা হয়ে যায় রৌদ্র দেয়ার রবি
জীবন চলার তাল হারালে ছন্দ দেয়ার কবি।

রৌদ্রে গেলে মা হয়ে যায় মাথার উপর ছাতা
লিখতে গেলে মা হয়ে যায় দোয়াত কলম আর খাতা।

আমার চোখে ঘুম আসিলে মা হয়ে যায় রাত
খাইতে গেলে মা হয়ে যায় খাদ্য হাত আর দাঁত।

যুদ্ধে গেলে মা হয়ে যায় অস্ত্র বাহুবল
কাঁদতে গেলে মা হয়ে যায় তপ্ত আঁখি জল।

খেলতে গেলে মা হয়ে যায় খেলনা সহপাঠী
সুইতে গেলে হয় বিছনা শান্ত শীতলপাঠী।

মা যে আমার জড়িয়ে আছে সকল কথায় কাজে
জড়িয়ে আছে আমার সকল দুঃখ সুখের মাঝে।

আমার সকল হাসি খুশি সুখ যে আমার মা
মা ছাড়া যে মরুভূমি আমার দুনিয়া।

26/09/2023

Khulna Rupsah brizz🤭

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি✍️📩মা'রে!শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না। যেদিন ত...
28/07/2023

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি✍️📩

মা'রে!

শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না।
যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যাথাটা'ই ভুলে গিয়েছিলাম।

তোর মাও তোকে মা ছাড়া
অন্য নামে কখনো ডাকেনি।

বিদ্যালয়ে প্রথম দিন,
শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন।
তোকে মা বলে ডাকতে ডাকতে
তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম।
আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো..

তাই চিঠির উপরে তোর নামের জাগায় মা লিখেছি।
হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুজতেই পারিনি...!

ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিলো,
কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি।
আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা
করছিলাম আর ভাবছিলাম,
আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না।

অপরদিকে,
তুই ঘরে বসে ভাবছিলি আজ
যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি।
আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতীর কাছে কি করে মুখ দেখাব...!

জানিস মা তুই,
তোর তিন বছরের ভালবাসা খুজে পেয়েছিস.....!
কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে....

মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে..

তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে,,

বাবাদের_ভালবাসা_শামুকের_খোলসের_মতো
মা-রে! বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু
খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালবাসে তা বুঝাতে পারেনা,
তবে অনেকটা ভালবাসতে পারে।

জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে।

কিন্তু কি করবো বল________???

তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস।

কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুজতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি, কোন কিছুর অপেক্ষা না করেই তোর_প্রেমে_পরেছিলাম।
তাই এতকিছু লিখলাম।

আমি জানি মা,,, তোদের_মতো _সব_সন্তানদের_একটা_প্রশ্ন ??

বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না।

উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি..,,

তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না!

18/07/2023

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাটির মানুষ - Matir Manush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাটির মানুষ - Matir Manush:

Videos

Share