09/08/2021
টানা ৯-১০ দিনের আগুনে পুড়ে ছাই ৮-১০ টি অঙ্গরাজ্য। শত শত বন্যপ্রাণী পুড়ে কাবাব হয়েছে, কয়েকজন সেচ্ছাসেবীও শাহাদাৎ বরণ করেছেন দাবানলে।
আগুন নেভাতে আন্তর্জাতিক কোন ফর্মুলা বাদ রাখেনি তুর্কি সরকার। কাজের কাজ কিছুই হয়নি।
আলী আঁরবাশ, তুর্কি ধর্ম মন্ত্রণালয়ের প্রধান ঘোষণা দিলেন। আল্লাহ ছাড়া কেউ আগুন নেভাতে পারবেনা, আল্লাহর রহমত ছাড়া এই দাবানল নেভানো সম্ভব না। সুতরাং বৃষ্টির জন্যে দেশব্যাপী 'সালাতুল ইসতিসক্বা' পড়ার আহ্বান জানালেন।
দেশব্যাপী মানুষ যখন কাঁন্নারত 'মোনাজাতে'
আর তুর্কি শাহবাগীরা তখন সোশ্যাল মিডিয়াতে ব্যাস্ত ধর্মপ্রাণ তুর্কিদের 'সালাত' নিয়ে ট্রল- আর সারকাজমে।
দোয়া করা দেখে টুইটারে এক তুর্কি শাহবাগী-লিখেছে- তুরস্কে বসবাসরত সবাই জানে যে আনতালিয়া অঞ্চলে আগষ্ট মাসে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। দু'য়া নয় বিজ্ঞানে বিশ্বাস করুন।
কারণ:- এএফপি, রয়টার্স সহ সব বড় বড় আন্তর্জাতিক মিডিয়ার আবহাওয়া নিউজে বৃষ্টি না হওয়ার শতভাগ সম্ভাবনার রিপোর্ট ছাপা হয়েছে।
এর পর পরই আজ শুরু হয়েছে-আল্লাহর রহমতের বৃষ্টি। টানা ৯-১০ দিনের আগুন এক নিমিষে নিভে গেছে।
এক হাদিসে এসেছে:- তোমরা যদি আল্লাহকে জানতে আর বুঝতে তাহলে তোমাদের দু'য়ায় পাহাড় নড়ে উঠতো।