Twity's kitchen & vlog

Twity's kitchen & vlog আমার ছোট্ট জগত "রান্নাঘর "
খুবই সহজ ভাবে নিত্যনতুন, সুস্বাদু, ইউনিক, রান্নাবান্না আমি শেয়ার করি❤️
(11)

20/12/2024

মায়া আর মায়া❤️❤️❤️

এক ডিম এ-র ২ রুপ🤔
15/12/2024

এক ডিম এ-র ২ রুপ🤔

৭ রকম চা এর রেসিপি নিয়ে হাজির শুধুমাত্র চা লাভার দের জন্য 🥰🥰১. মসলা দুধ চা ☕**প্রয়োজনীয় উপকরণ:**- গুরা দুধ ২ টে চামচ (ল...
19/11/2024

৭ রকম চা এর রেসিপি নিয়ে হাজির শুধুমাত্র চা লাভার দের জন্য 🥰🥰

১. মসলা দুধ চা ☕
**প্রয়োজনীয় উপকরণ:**
- গুরা দুধ ২ টে চামচ (লিকুইড দুধও ব্যবহার করতে পারেন)
- পানি ২ কাপ
- এলাচ ১টি (গুরা করা)
- দারচিনি আধা ইঞ্চি (গুরা করা)
- চিনি ৪ চা চামচ
- চা পাতা ১ টে চামচ
- আদা কুচি (একটু)

**প্রস্তুত প্রণালী:**
১. ২ কাপ পানি ও দুধ মিশিয়ে চুলায় বসান এবং ফুটিয়ে নিন।
২. ফুটে গেলে চিনি, চা পাতা, এলাচ ও দারচিনি যোগ করুন। ১ মিনিট জ্বাল দিন।
৩. নামিয়ে ছেকে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕☕

২. মশলা চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- সবুজ এলাচ ৫টি
- দারুচিনি ১ টুকরা
- চিনি (স্বাদ অনুযায়ী)
- গোলমরিচ ১টি
- লবঙ্গ ৪টি
- চা পাতা ২ চা চামচ
- আদা (মিহি করে কাটা)

**প্রস্তুত প্রণালী:**
১. এলাচের খোসা ফেলে ভেতরের মসলা গুঁড়া করে নিন।
২. ৪ কাপ পানি গরম করে চা পাতা ও গুঁড়া মসলা দিয়ে দিন। আদা যোগ করুন।
৩. কিছু মিনিট জ্বাল দিন, তারপর ছেকে গরম গরম পরিবেশন করুন।

---☕☕☕☕☕☕

৩. কালিজিরা ও গোলমরিচের চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- চা পাতা ২ চা চামচ
- কালিজিরা ½ চা চামচ
- আস্ত গোলমরিচ ½ চা চামচ
- আদা কুচি (এক চামচের কিছু অংশ)
- চিনি বা মধু (স্বাদ অনুযায়ী)
- পানি ½ লিটার

**প্রস্তুত প্রণালী:**
১. পানি ফুটিয়ে চা পাতা, কালিজিরা, গোলমরিচ ও আদা যোগ করুন। ৫-৬ মিনিট জ্বাল দিন।
২. ছেকে চিনি বা মধু মিশিয়ে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕☕

৪. মাল্টা চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- এলাচি ১টি
- চা পাতা ১ চা চামচ
- মাল্টার রস ২ চা চামচ
- মাল্টা ২ টুকরা
- চিনি ২ চা চামচ

**প্রস্তুত প্রণালী:**
১. একটি পাত্রে পানি, চিনি ও এলাচি দিয়ে ফুটতে দিন।
২. ফুটতে শুরু করলে চা পাতা যোগ করুন এবং ১ মিনিট জ্বাল দিন।
৩. মাল্টার রস দিয়ে নেড়ে নামিয়ে মাল্টার টুকরা দিয়ে পরিবেশন করুন।

---☕☕☕☕☕

৫. জাফরানি চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- জাফরান ৪-৫টি
- অর্গানিক মধু ¼ চা চামচ
- চা পাতা ১ চা চামচ (ঐচ্ছিক)
- আদা কুচি (সামান্য)
- দারচিনি ১ টুকরা

**প্রস্তুত প্রণালী:**
১. পানির সাথে আদা ও দারচিনি দিয়ে জ্বাল দিন।
২. কিছু সময় পরে জাফরান মিশিয়ে জ্বাল দিন।
৩. ছেকে মধু মিশিয়ে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕

৬. বাদশাহী চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- চা পাতা ১-১.৫ চা চামচ
- কিসমিস ১ চামচ
- কনডেন্স মিল্ক ২ চামচ
- হরলিক্স ১ চামচ
- কফি পাউডার ১ চা চামচ

**প্রস্তুত প্রণালী:**
১. পানি ফুটিয়ে চা পাতা যোগ করুন এবং কিছু সময় জ্বাল দিন।
২. কিসমিস ব্লেন্ড করে বা পিষে নিন।
৩. চায়ের ওপর কিসমিস, কনডেন্স মিল্ক, হরলিক্স ও কফি পাউডার মিশিয়ে ফোম তৈরি করুন। সুন্দর করে পরিবেশন করুন।

---☕☕☕☕

৭. আদায় গ্রিন টি
**প্রয়োজনীয় উপকরণ:**
- আদা (কাটা)
- পানি
- গ্রিন টি ব্যাগ ১টি
- দারুচিনি (এক টুকরা)

**প্রস্তুত প্রণালী:**
১. আদা কাটা পানিতে ফুটিয়ে নিন।
২. সেই পানিতে গ্রিন টি ব্যাগ ও দারুচিনি যোগ করুন। ৫ মিনিট ঢেকে রাখুন।
৩. উষ্ণ অবস্থায় পান করুন, দিনে দুইবার।
C
---☕☕☕☕☕

আশা করি, এই চা রেসিপিগুলো আপনার কাজে আসবে!
M #প্রয়োজনীয়_কিছু_টিপস

17/11/2024

⭕ ৫ ধরনের চপের রেসিপি একসাথে দেয়া হলো❤️❤️❤️

রসুনের চপে
প্রয়োজনীয় উপকরণঃ
১. বেসন - ১ কাপ ও আলু সিদ্ধ - ১ টি মিডিয়াম
২. ময়দা/চালের গুড়া - ২ টেবিল চামচ
৩. বেকিং পাওডার - সামান্য
৪. পেয়াজ,রসুন,আদা বাটা - ৩ টেবিল চামচ
৫. লাল মরিচ বাটা - হাপ টেবিল চামচ
৬. মরিচের গুড়া - ২ চা চামচ,হলুদের গুড়া-১ চা চামচ
৭. ধনিয়া ও জিরা গুড়া সামান্য
৮. লবন পরিমাণমতো
৯. রসুন থেকে রসুনের কুয়া বেড় করে নিন।অনেক গুলা।

প্রস্তুত প্রনালীঃ
১. রসুনের কুয়া বাদে সব কিছু একসাথে অল্প পানি দিয়ে একটা নরম তবে একদম বেশি না আবার বেশি শক্তও না ডো বানিয়ে নেই। আলু ম্যাশ করে ডো এর মাঝে দিয়ে আরেকটু টাইট টাইট ডো করুন।

২. তারপর হাত পানিতে ধুয়ে হাতে অল্প একটু নিয়ে চিং এক পাশ একটু চাপ দিয়ে কয়েকটা রসুনের কুয়া গেথে ডুবো তেলে ভেজে নিন।

তারপর সস বা এমনি পরিবেশন করুন

ছোট চিংড়ি চপ
প্রয়োজনীয় উপকরণঃ
১. বেসন - ১ কাপ
২. ময়দা/চালের গুড়া - ২ টেবিল চামচ
৩. বেকিং পাওডার - সামান্য
৪. পেয়াজ,রসুন,আদা বাটা - ২ টেবিল চামচ
৫. হলুদের গুড়া - সামান্য
৬. মরিচের গুড়া - ১ চা চামচ
৭. ধনিয়া ও জিরা গুড়া সামান্য
৮. লবন পরিমাণমতো
৯. ছোট ছোট শুটকি চিংড়ি বা কাচা গুচো চিংড়ি।
-->>শুটকি চিংড়ি হলে পানি তে ভিজিয়ে ভালো করে ধুয়ে ভেজে নিন।৫০% ভাজা হবে।
--->>এমনি চিংড়ি হলেও ভালো করে ধুয়ে চেলে ভেজে নিন।৫০% ভাজা হবে।

প্রস্তুত প্রনালীঃ
১. চিংড়ি বাদে সব কিছু একসাথে অল্প পানি দিয়ে একটা নরম তবে একদম বেশি না আবার বেশি শক্তও না ডো বানিয়ে নেই।

২. তারপর হাত পানিতে ধুয়ে হাতে অল্প একটু নিয়ে চিংড়ির ভাজাতে এক পাশ একটু চাপ দিয়ে ডুবো তেলে ভেজে নিন।

তারপর সস বা এমনি পরিবেশন করুন।

ডিমের চপ।
উপকরণ: সেদ্ধ ডিম ৪টি, সেদ্ধ আলু ৩ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ, ডিম ২টি, টোস্টের গুঁড়া ১ কাপ, জিরা টালা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

প্রণালি:
গরম তেলে পেঁয়াজ, আদা বাদামি রং করে ভেজে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। তেল ঝরিয়ে সেদ্ধ আলুর সঙ্গে মাখাতে হবে। গোলমরিচ ও জিরা গুঁড়া একসঙ্গে মাখিয়ে ৮ ভাগ করতে হবে। ডিম লম্বায় কেটে অর্ধেক করে আলুর মধ্যে অর্ধেক ডিম ভরে চপ ডিমের আকার করতে হবে। ২টি ডিম ফেটিয়ে চপ ডিমে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে।

অধিক পেয়াজে পিয়াজু
প্রয়োজনীয় উপকরণঃ
১. মসুর ও খেসারি ডাল ১ কাপ
২. পেয়াজ কুচি - ১ কাপের একটু কম
৩. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৪. লবণ স্বাদমতো
৫. হলুদের গুঁড়ো আধা চা চামচ
৬. বেসন ২ টেবিল চামচ
৭. সচালের গুড়ো ২ টেবিল চামচ
৮. আদা ও রসুন বাটা আধা চা চামচ
৯. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
১০. তেল ভাজার জন্য

পদ্ধতি:

প্রথমে ডালগুলো ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়ে তেল ছাড়া সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে।

যদি মনে হয় উপকরণগুলো শুকনো হয়ে গেছে; তাহলে অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর যদি ডো তৈরি না হয়, তাহলে সামান্য বেসন মিশিয়ে নিতে হবে। তারপর প্যানে তেল গরম করে নিন। এরপর ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার মতো তৈরি করে ডুবো তেলে ছেড়ে দিতে হবে।

--->>>আলুর চপ> সকল ড্রাই বা শুকান উপকরণ কম কম পানি দিয়ে গুলাবেন। আপনার নক ডুবিয়ে উঠালে নকের চার পাশে ভালোভাবে লেগে থাকতে হবে বেশি লেগে থাকে তাহলে একটু পানি দিয়ে আবার দেখবেন বা কম লেগে থাকলে একটু বেসন দিয়ে দিবেন।

প্রস্তুত প্রণালীঃ
★ আলু ও একটি ডিম সিদ্ধ করে সুন্দর করে মেশ করে এক সাথে ভর্তা করে রাখুন।

★একটি প্যানে হালকা সরিষার তেল দিয়ে তাতে পেয়াজ কুচি,কাচামরিচ বা শুকনা মরিচ লবন দিয়ে ভেজে,আলু ও ডিমের ভর্তা, ধনিয়া পাতা দিয়ে লো হিটে মাখিয়ে নিন।
-->>শুকনা মরিচ দিলে ভাজা হলে কুন্তি বা চামচ দিয়ে গুড়া করে দিবেন।

★পুর রেডি।, পুর গুলা একটু মোটা চ্যাপ্টা ও গোল গোল করে করুন।

★আরেকটা ডিম ফেটে রাখুন ও বিস্কুট / টোস্ট গুরা করে রাকুন।

★কাভার করার জন্য যে মিশ্রন টি সেটা খুব কম কম পানি দিয়ে গুলিয়ে নি।

★এবার একটি প্যানে অনেকটা দিল দিয়ে লো হিটে গরম করুন।

★এবার আলুর পেটিটা ডিমে ডুবিয়ে টোস্টের গুড়া মাঝে এপিট ওপিট গড়িয়ে বা মাখিয়ে নিন।
--->>>এই অবস্থায় এয়ার টাইট বক্সে অনেক দিন ফ্রজেন করে রাখতে পারেন।

★এবার পেটিটা বেসনের মিশ্রনে ডুবিয়ে ডুব তেলে লাল লাল করে ভেজে নিন।
হয়ে গেলো আলুর চপ।।

--->>>এখানে বলে রাখি, পুরো রান্নাতে ডিম / টোস্টের গুড়া স্কিপ করতে পারেন,শুধু আলুর ভর্তা করে সেটার পেটি সরাসরি বেসনের মিশ্রনে ভাজতে পারে...

17/11/2024

If you fast, pray, do good deeds, but cannot control the way you speak to people, all your efforts are for nothing. Develop good manners.

13/11/2024

যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে-কোন সম্পর্কেরই রঙ হারিয়ে যায়।

মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় দেয় না। অথচ মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না।

তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যাস্ততা তো থাকেই, তবুও ব্যাস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কী না জিজ্ঞেস করার মানে, আমি আছি। অহেতুক যে কোন ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো, তুমি আশে-পাশে থাকলে আমার ভালো লাগে।

সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যাক্তি সুঁই হয়ে ঢুকে কুড়োল হয়ে সম্পর্কের বুক ছিড়েখুঁড়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না।

সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের
চেয়ে কম দিলে ' সম্পর্ক' ভেঙেচুরে ধসে যায়।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

#সংগৃহীত ゚

11/11/2024

শক্তির জোরে রিজিক পাওয়া গেলে, বাঘ কোন দিন না খেয়ে থাকত না এবং চড়ুই পাখি রিজিক-ই পেত না!
রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না...

সন্ধ্যা হলেই মনের ভিতর আনচান করে তোমারে খাওয়ার জন্য fuskq☺️
04/11/2024

সন্ধ্যা হলেই মনের ভিতর আনচান করে তোমারে খাওয়ার জন্য fuskq☺️

04/11/2024

দুঃখ পুষতে নেই ____
চায়ের ধোঁয়া’র সাথে উড়িয়ে দিতে হয়!
তারপর বাঁচতে হয়, হাসতে হয়,দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায়, পাথর হয়ে যায়,অনুভূতিরা মরে যায় সযত্নে!🙂🥀

02/11/2024

খেতে মন চায়

02/11/2024

Every Muslim must express their gratitude to Allah for every blessing He has bestowed upon us, no matter how big or small it may seem. When you acknowledge Him, He gives you even more, but if you turn away from Him, then all that you hold dear may evaporate from your life.

30/10/2024

লাইফে অনেক ধরনের সমস্যা আসবে একদমই ঘাবড়াবেন না,শুয়ে শুয়ে রিলস দেখবেন....🙂

বাবা কল্পনায় যার বাস❤️
27/10/2024

বাবা কল্পনায় যার বাস❤️

24/10/2024

নিজের মতো করে বাঁচো !!
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!

সংগৃহীত

চকলেট কুকিজ রেসিপি -উপকরন :ময়দা  ১ কাপচিনি   ১/৩ কাপ (গুড়া)তেল   ১/২ কাপ লবন  ১ চিমটিঘি      ১ চা চামচ কোকো পাউডার ১ টেব...
14/10/2024

চকলেট কুকিজ রেসিপি -

উপকরন :

ময়দা ১ কাপ
চিনি ১/৩ কাপ (গুড়া)
তেল ১/২ কাপ
লবন ১ চিমটি
ঘি ১ চা চামচ
কোকো পাউডার ১ টেবিল চামচ
বেকিং পাউডার ১/২ চা চামচ
সুজি ৩ টেবিল চামচ
গুড়া দুধ ১ টেবিল চামচ
এলাচ গুড়া ১/২ চা চামচ
বাদাম কুচি ১/৪ কাপ (কাঠবাদাম)

প্রস্তুত প্রনালী :

সবগুলো উপকরন একসাথে মেখে একটা ডো তৈরি করতে হবে, এরপর ঐ ডো ১৫-২০ টা ভাগ করতে হবে, তারপর ছোট ছোট গোল বল বানিয়ে চ্যাপ্টা করে বিস্কিট বানাতে হবে, বিস্কিটের মাঝখানে গর্ত করে বাদাম কুচি দিতে হবে।

এরপর একটা বেকিং ট্রেতে অয়েল ব্রাশ করে তার উপর একটা বেকিং পেপার বিছাতে হবে, তারপর ফাকা ফাকা করে বিস্কিট গুলো বেকিং পেপারের উপর বসাতে হবে।

অন্যদিকে চুলায় একটি বড় ননস্টিক পাতিল বা যেকোন তলা ভারী পাতিল প্রি - হিট করতে হবে ফুল আচে ৫ মিনিট। ৫ মিনিট পর পাতিলের ভিতর স্ট্যান্ড বসিয়ে তার উপর বিস্কিট এর ট্রে বসাতে হবে, এরপর ভালো করে পাতিলের মুখ বন্ধ করে মিডিয়াম থেকে একটু কম আচে রাখতে হবে ২০-২৫ মিনিট সময় লাগবে।

ওভেনে - ১৬০° তাপমাত্রায় ১০ মিনিট প্রি-হিট করে ২০-২৫ মিনিট বেক করলেই কেক তৈরি।

বিস্কিট এর উপর হাল্কা বাদামী কালার হলেই নামিয়ে ফেলতে হবে। গরম অবস্হায় বিস্কিট নরম থাকে ঠান্ডা হলে শক্ত হয়।

নোট -

- বিস্কিট বেক করার সময় বিস্কিট ফুলে বড় হয়।
- তেল একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন।
- চিনি কম বা বেশী করতে পারেন।
- চিনি পাটায় বা ব্লেন্ডারে গুড়া করে নিবেন।
- গরম অবস্হায় বিস্কিট নাড়াচাড়া করলে ভেঙ্গে যাবে।
- বিস্কিট এর গায়ে ফাটা দাগ থাকলে বিস্কিট বেক করার সময় ভেঙ্গে যাবে।
Cp

❤️১৫ রকম ভর্তার রেসিপি❤️১)কাচা কলার খোসা ভর্তা___👉উপকরণ___২ টি কাঁচা কলার খোসা৮-১০ কোয়া রসুন৫-৬ টি কাঁচা লঙ্কাস্বাদ মত ...
13/10/2024

❤️১৫ রকম ভর্তার রেসিপি❤️

১)কাচা কলার খোসা ভর্তা___

👉উপকরণ___
২ টি কাঁচা কলার খোসা
৮-১০ কোয়া রসুন
৫-৬ টি কাঁচা লঙ্কা
স্বাদ মত নুন
১/২ চা চামচ হলুদ গুঁড়া
৩-৪ টেবিল চামচ সর্ষের তেল
ফোঁড়নের জন্য
১ টেবিল চামচ কালোজিরা
১-২ টি শুকনো লঙ্কা

🍀👉 প্রস্তুত প্রণালী ____

👉 কাঁচা কলার খোসা সিদ্ধ করে নিতে হবে যাতে কালো জল বেরিয়ে যায়।

👉 তারপর খোসা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে।কড়াই এ তেল গরম করে ফোঁড়ন দিন ও মিশ্রন টি ঢেলে দিন।

👉 তারপর নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

👉 মাখামাখা হলে নামিয়ে নিন ও গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

২) 🍀👉 টমেটো ও বেগুন ভর্তা____

👉 উপকরণ____

১ টা বেগুন
১ টা টমেটো
২ টা শুকনো লঙ্কা
২ টা কাঁচা লঙ্কা
২ টা পেঁয়াজ কুচি
১টেবিল চামচ সর্ষের তেল
স্বাদ মত নুন

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 প্রথমে টমেটো ও বেগুন ভালো করে ধুয়ে সর্ষের তেল মাখিয়ে রাখুন।

👉 টমেটো ও বেগুন গ্যাসে ভালো করে পুড়িয়ে নিন। ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে রাখুন।

👉 টমেটো ও বেগুন পরিস্কার করে একটা পাত্রে রাখুন। সব উপকরণ একসঙ্গে সুন্দর করে সাজিয়ে রাখুন।

👉 বেগুন ও টমেটো এর মধ্যে নুনও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিন।

👉 মাখা হলে কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে থাকুন ।জল শুকিয়ে গেলে চুলার আঁচ বন্ধ করে দিন

👉 একটা প্লেটে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

৩) 🍀👉 চিকেন ভর্তা_____

👉 উপকরণ___

২৫০গ্রাম চিকেন
২ টেবিল চামচ টক দই
৬টা কাজু
১ টেবিল চামচ মগজ
১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
৪টি কাঁচা লঙ্কা
১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
স্বাদ মত নুন
১/২ চা চামচ চিনি
পরিমাণ মত হলুদ গুঁড়ো
১/২ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ জিরে গুঁড়ো
১ চিমটি কসুরি মেথি
১ চা চামচ বাটার
২ টো পেঁয়াজ বাটা
১ চা চামচ রসুন বাটা
১/২ চা চামচ আদা বাটা
১ টা বড় টমেটো বাটা
৫টেবিল চামচ সাদা তেল

🍀👉 প্রস্তুত প্রণালী_____

👉 আদা,রসুন,পেঁয়াজ,টমেটো,কাচা লঙ্কা আলাদা ভাবে পেস্ট করে নিয়েছি।কাজু আর মগজ পেস্ট করে নিয়েছি। চিকেন গুলোকে নুন দিয়ে ৫-৭ মিনিট সেদ্ধ করে নিয়েছি।

👉 সেদ্ধ করা চিকেন গুলো টুকরো করে রেখে কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ পেস্ট দিয়ে কিছুটা কষিয়ে রসুন,আদা, কাঁচালঙ্কা পেস্ট দিয়ে কিছুক্ষন কষাতে হবে।

👉 তারপর একে একে হলুদ, জিরেগুঁড়ো,নুন,ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিয়ে টমেটো পেস্ট দিয়ে আবার ভাল করে কষিয়ে নিতে হবে।

👉 কষে গেলে চিকেন টুকরোগুলো দিয়ে মগজ বাটা আর আরেকটু চিকেন স্টক দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো।

👉 তারপর ঢাকনা সরিয়ে কসৌরি মেথি, ফ্রেশ ক্রিম, বাটার দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ডিমের টুকরোগুলো দিয়ে ৪-৫ মিনিট কম আঁচে রেখে তারপর নামিয়ে নিয়ে উপরে বাটার পরিবেশন করলাম চিকেন ভর্তা

৪) 🍀👉 লোটে শুঁটকির ভর্তা____

৫ টা লটে শুঁটকি
১/২ বেগুন
২ টা পেঁয়াজ
৫ টা কাঁচা পাকা লঙ্কা
৬ কোয়া রসুন
১/২ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
স্বাদ মত নুন
৩ টেবিল চামচ সাদা তেল
১ টা শুকনো লঙ্কা
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ জিরে গুঁড়ো

🍀👉 প্রস্তুত প্রণালী_____

👉 প্রথমে শুটকি ও সব উপকরণ একসঙ্গে সাজিয়ে রাখুন।

👉 শুটকি পরিস্কার করে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে জল ঝরিয়ে নিয়ে শুটকি মাছ থেঁতো করে হাফ গুড়ো করে নিন।

👉 বেগুন ধুয়ে কেটে নিন।পেঁয়াজ ও রসুন লঙ্কা সব নিন।বেগুন টা হালকা করে ভেজে নিন।

👉 কড়াই বসিয়ে ফোড়ন দিন।সব উপকরণ দিয়ে ভালো করে ভাজতে থাকুন।

👉 কড়াইতে শুটকি ও সব মশলা নুন,হলুদ,লঙ্কা গুড়ো,জিরে গুড়ো সব দিয়ে ভালো কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢেকে রাখুন চুলার আঁচ কম রেখে।

👉 ৩ থেকে ৪ মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে থাকুন ।নাড়তে নাড়তে সব মিক্স করে দিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে শুটকি একটা মন্ড মতো হয়ে যাবে।তখন চুলার আঁচ বন্ধ করে দিন।

👉 শুটকি হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

৫) 🍀👉 কালো জিরা ভর্তা___

👉 উপকরণ___

১/২ কাপ কালো জিরা
টি কাঁচা মরিচ ৩
টি শুকনো মরিচ ৩
১/২ কাপ পেঁয়াজ কুচি
টি রুসুন ১
লবণ স্বাদ মতো

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 চুলার আঁচ বাড়িয়ে রেখে একটি প্যানে আধা কাপ পরিমাণ কালোজিরা দিয়ে নাড়তে থাকুন।

👉 কালো জিরার থেকে সুগন্ধ বের না হওয়া পর্যন্ত এটা ভাঁজতে হবে। ভাঁজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।

👉 এবার প্যানে এক চামচ পরিমাণ তেল গরম করে তিনটি কাঁচা মরিচের বোটা ছাড়িয়ে তেলে ঝলসে নিন।

👉 সেইসঙ্গে ৩ টি শুকনো মরিচ বোটা না ছাড়িয়ে ভেঁজে নিন। কালো জিরা ভর্তায় অনেকেই ঝাল বেশি দিয়ে থাকে।

👉 এবার আধা কাপের মতো পেঁয়াজ ও একটি রসুনের কোঁয়া দিয়ে ভেঁজে নিন। এবার একটি মিক্সারে ভাঁজা কালো জিরা ঠান্ডা অবস্থায় ভালো করে গ্রান্ড করে নিন।

👉 তারপর শুকনো মরিচ, ভাজা কাঁচা মরিচ ও ভেঁজে রাখা পেঁয়াজ রসুনগুলো মিক্সারে নিয়ে সঙ্গে গুঁড়ো করা কালো জিরা ও আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে গ্রান্ড করে নিন।

👉 আপনি চাইলে শিল পাটায় বেটেও নিতে পারেন। এই ভর্তায় আলাদাভাবে তেল দেয়ার প্রয়োজন দরকার নেই। কারণ কালো জিরায় আলাদা একটা তেল থাকে, আর মসলাগুলো সব তেলে ভেঁজে নেয়া হয়েছে।

👉 এবার হাতে সামান্য তেল মাখিয়ে ভর্তার ছোট ছোট বল বানিয়ে পরিবেশন করুন। এভাবে খুব সহজেই স্বাস্থ্যসম্মত কালোজিরা ভর্তা তৈরি করে নিতে পারেন।

৬) 🍀👉 নিরামিষ বেগুন ভর্তা_____

👉উপকরণ___

১টি লম্বা সাইজের বেগুন
১টেবিল চামচ সরষের তেল
স্বাদ মত লবণ
১ চা চামচ ধনে পাতা কুচি
১ টা বড়ো সাইজের কাঁচা লঙ্কা
১/২ মাঝারি সাইজের পেয়াঁজ

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 প্রথমে গোটা বেগুন টা খুব ভালো করে ধুয়ে নিন, তারপর বেগুনটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

👉 গ্যাস ওভেন মাঝারি আঁচে বেগুন পুড়িয়ে নিন ভালো করে।

👉 তারপর বেগুন পড়ানো হলে অন্য একটি পাত্রে রেখে পুরো ঠাণ্ডা করে নিন। পোড়া খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে হাত দিয়ে চটকে চটকে ভর্তা করে নিন। পেয়াঁজ কুচানো, ধনে পাতা, স্বাদ মতো লবণ ও কাঁচা লঙ্কা কুচিয়ে মাখিয়ে নিন সুন্দর করে।

👉 তাহলেই বেগুন ভর্তা বানানো কমপ্লিট।পরিবেশনের জন্য প্রস্তুত।

৭) 🍀👉 ফুলকপির পাতার ভর্তা____

👉 উপকরণ___

৩ মুঠো ফুলকপির পাতা
২ মুঠোর থেকে একটু বেশি কচি মূলোর শাক
৩-৪ টে ধনেপাতার ডাল
৮-৯ টা রসুন কোয়া
৭-৮ টা কাঁচালঙ্কা
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ মত লবণ
১/৪ চা চামচ চিনি
১/২ চা চামচ কালোজিরে
৫-৬ টেবিল চামচ সর্ষের তেল

🍀👉 প্রস্তুত প্রণালী _____

👉 সবার আগে কপির পাতা ও মূলোর শাক বেছে নিয়ে একটু ছোট করে কেটে ধুয়ে নিন। ধনেপাতা গোঁড়া বাদ দিয়ে ধুয়ে নিয়ে সবকিছু জল ঝরিয়ে নিন। বাকি সব হাতের কাছে জোগাড় করে নিবেন।

👉 এবার চুলায় কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে কুচিয়ে ধুয়ে রাখা কপি পাতা ও মুলোর শাক দিয়ে খুন্তি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ৬/৭ মিনিট ফুটিয়ে নিন।

👉 ৬ মিনিট পর জল ছেঁকে ঠান্ডা করে নিয়ে কপি পাতা মূলোর শাক রসুন কাঁচালঙ্কা আর ধনেপাতা একসঙ্গে গ্রাইন্ডার জারে নিয়ে একদম মিহি পেস্ট করে নিন।

👉 এবার আবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুগন্ধি ছাড়লে পাতা ও শাকের পেস্ট টা দিয়ে দিন।

👉 একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি দিয়ে ঢিমে আঁচে রান্না করেছি ততক্ষণ, যতক্ষণ না পাতা পেস্ট থেকে তেল না ছেড়েছে বা কড়াই এর গা ছেড়েছে

👉 কড়াই এর গা ছেড়ে দিলে বা একদম শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

৮) 🍀👉 মিষ্টি কুমড়া ভর্তা____

👉 উপকরণ___

১০০ গ্রাম কুমড়ো
১টি কাঁচা পেঁয়াজ
১.৫ চা চামচ সরষের তেল
স্বাদ মত লবণ
১টি কাঁচা লঙ্কা

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 কুমড়ো ছোট টুকরো করে কেটে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিন।

👉 কাঁচা পেঁয়াজ ও লঙ্কা মিহি করে কুচি কুচি করে নিন।

👉 এরপর একটি পাত্রে সেদ্ধ করা কুমড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন সর্ষের তেল দিয়ে কুমড়ো ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিন।

👉 এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন কুমড়োর ভর্তা।

৯) 🍀👉 বেগুন ভর্তা____

👉 উপকরণ___

১ টা বেগুন
১ টা টমেটো
২ টো কাঁচা মরিচ
১ টা পেঁয়াজ কুচি
১ চা চামচ পাঁচফোড়ন
১/৪ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১/৪ চা চামচ আদা রসুন বাটা
১/৪ চা চামচ ধনে গুঁড়ো
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ মত নুন ও চিনি
পরিমাণ মত তেল

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 বেগুন ও টমেটো গায়ে একটু তেল লাগিয়ে গ্যাসের চুলায় ভাল করে পুড়িয়ে নিন।

👉 টমেটো ও বেগুন পড়ানো হলে একটু ঠাণ্ডা হলে, ভালো করে খোসা ছাড়িয়ে নিন। এবারে একসাথে টমেটো ও বেগুন হাত দিতে মেখে নিন।

👉 তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ও কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন।

👉 চটকে রাখা বেগুন ও টমেটো দিয়ে দিন এবং ভাল করে ভাজুন নুন হলুদ দিয়ে ভেজে মশলা গুঁড়ো ও চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

👉 এবারে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

১০) 🍀👉 লাউ এর পাতার ভর্তা___

👉 উপকরণ___

৫ টা কচি লাউ পাতা
৭কোয়া রসুন
১ চা চামচ কালো জিরে
স্বাদ অনুযায়ী নুন
২ টো শুকনো লঙ্কা
৪ টে কাঁচা লঙ্কা
১টেবিল চামচ সর্ষের তেল

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 প্রথমে লাউ পাতা ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে নিয়ে ভালো করে কুচিয়ে নিন।

👉 গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে ভালো করে কালো জিরে,শুঁকনো লঙ্কা,রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে ভাজতে নিন।

👉 রসুন কুচি ও অন্য মসলা ভাজা হলে পাতা দিয়ে একটু নেড়ে ঢেকে রাখুন, জল শুকিয়ে যাওয়া পর্যন্ত।

👉 জল শুকিয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নেড়ে নিন।

👉 ভাজা হলে একটা পাত্রে নামিয়ে নিয়ে, একটু ঠাণ্ডা হলে এবার মিক্সতে পেষ্ট করে নিন।

👉 চুলায় কড়াই বসিয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে।একটা পাত্রে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

১১) 🍀👉 টমেটো ভর্তা___

👉উপকরণ___

২টো মাঝারি টমেটো
১টা বড় পেঁয়াজ কুচি
২টো কাঁচালঙ্কা কুচি
৪-৫টা রসুনের কোয়া
স্বাদ মত নুন
২ চা চামচ সর্ষের তেল
পরিমাণ মত ধনেপাতা কুচি

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 প্রথমে কড়াই চুলায় বসিয়ে তেল দিয়ে কেটে রাখা টমেটো আর রসুনের কোয়া গুলো দিয়ে দিন।তারপর ঢাকা দিয়ে ৩-৪মিনিট রাখুন।ঢাকা খুলে আবার একটু উল্টে দিন আরেক দিক।এই ভাবে টমেটো টা সেদ্ধ হলে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন।

👉 আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিন।আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি।আপনারা চাইলে ব্যবহার করতে পারেন।

👉 এবার টমেটোর মিশ্রন টা দিয়ে নাড়তে থাকুন।স্বাদ মতো নুন ও ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো ভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরী টমেটোর ভর্তা।চটপটা টেস্ট।ভীষন ভালো লাগে।

১২) 🍀👉 মুসুর ডাল ভর্তা____

👉 উপকরণ___

১ কাপ মুসুর ডাল
১টি ছোটো পেঁয়াজ কুচি
১কোয়া রসুন
১টি শুকনো লংকা
১চা চামচ ধনেপাতা কুচি
১টি কাঁচা লংকা
স্বাদমতো নুন
২চা চামচ সর্ষে তেল

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 প্রথমে মুসুর ডাল নুন দিয়ে সেদ্ধ করে নিন।

👉 একটি প্যান চুলায় বসিয়ে তেল গরম করে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে একটু ভেজে নিন।

👉 ডাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে ভাজা শুকনো লঙ্কা, রসুন, পিয়াজ, ধনেপাতা, নুন,কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিন ।

👉 মাখা হয়ে গেলে উপর থেকে সরষে তেল ছড়িয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

১৩) 🍀👉 ডিম আলু ভর্তা____

👉 উপকরণ___

৩ টে সেদ্ধ আলু
২ টো ডিম সেদ্ধ
১ টা বড় পেঁয়াজ কুচি
১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
২ টেবিল চামচ টমেটো কুচি
২ টো গোটা শুকনো লঙ্কা
স্বাদ মত নুন
২ টেবিল চামচ সর্ষের তেল

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 প্রথমে সিদ্ধ আলু পরিষ্কার হাতে খুব ভালো করে মেখে নিন।

👉 সিদ্ধ ডিম টাকে হাত দিয়ে কুচি কুচি করে নিন।

👉 এবারে ফ্রাইং প্যানে ১ চাচামচ সর্ষের তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা এবং অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিন, তারপর তাতে টমেটো কুচি দিয়ে আবারও মিডিয়াম আঁচে রেখে ১ মিনিট মতো নেড়ে নিন।

👉 শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি লাল করে ভাজা হলে নামিয়ে নিন একটা প্লেটে এবং তাতে স্বাদমতো লবণ দিয়ে আগে ভালো করে শুকনো লঙ্কা টাকে মেখে নিন।

👉 এবার মেখে রাখা আলু ও ডিম , কাঁচা লঙ্কা কুচি এবং ভাজা শুকনো লঙ্কা মাখা দিয়ে খুব ভালো করে সমস্ত টা মেখে নিন।

👉 সমস্ত মাখা হয়ে গেলে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

১৪) 🍀👉 চিংড়ি মাছ ভর্তা___

👉 উপকরণ___

১০০ গ্রাম চিংড়ি মাছ
৪ টে কাঁচা লঙ্কা
২ টো শুকনো লঙ্কা
১ চিমটি হলুদ গুঁড়ো
স্বাদ মত নুন
১টেবিল চামচ সর্ষের তেল
১টেবিল চামচ সাদা তেল
২ টা পেঁয়াজ কুচি
৭ টা রসুন কোয়া

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 প্রথমে মাছ ধুয়ে ভালো করে বেছে নিয়ে একটা প্লেটে সজিয়ে নিন।সব উপকরণ একসঙ্গে সাজিয়ে নিতে হবে।

👉 চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে চিংড়ি মাছ গুলো সব উপকরণ দিয়ে নুন,হলুদ,দিয়ে ভালো করে ভেজে নিন।

👉 ভালো করে ভেজে নিয়ে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিন ।ঠান্ডা হলে মিক্স তে ঢেলে নিয়ে পেষ্ট বানিয়ে নিন।

👉 চুলায় কড়াই বসিয়ে পেষ্ট টা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে বেশ মাখো মাখো করতে হবে।সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটা মন্ড মতো করে নিন।

👉 চিংড়ি ভর্তা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন।

১৫) 🍀👉 শিম ভর্তা____

👉 উপকরণ___

২০০ গ্রাম শিম
১/২ কাপ নারকেল কোরা
২/৩ টে কাঁচা মরিচ
২ টেবিল চামচ সর্ষে
১ টেবিল চামচ পোস্তদানা
স্বাদ মত নুন ও চিনি
পরিমাণ মত তেল

🍀👉 প্রস্তুত প্রণালী____

👉 শিম ও ধনে পাতা কুচি করে কেটে নিন।

👉 ব্লেন্ডারে নারকেল কোরা কাঁচা মরিচ,সর্ষে, পোস্ত ও শিম, ধনেপাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন

👉 চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে তাতে কালো জিরা ও কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে বাটা শিম দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন নুন হলুদ দিয়ে।

👉 সব শেষে চিনি দিয়ে মিশিয়ে নিন এবং কাঁচা তেল দিয়ে মিশিয়ে নামিয়ে নিন এবং সিম ভর্তা পরিবেশন করুন।
C

আমার খুব 😭😭
11/10/2024

আমার খুব 😭😭

রসগোল্লা রেসিপি উপকরণদুধ – ১ লিটারসিরকা বা ভিনেগার – ৪ চা চামচময়দা  – ২ চা চামচচিনি – ১ চা চামচসিরার জন্য চিনি – ১ কাপপা...
04/10/2024

রসগোল্লা রেসিপি
উপকরণ
দুধ – ১ লিটার
সিরকা বা ভিনেগার – ৪ চা চামচ
ময়দা – ২ চা চামচ
চিনি – ১ চা চামচ

সিরার জন্য

চিনি – ১ কাপ
পানি – ৩ কাপ
এলাচ – ১ টা

প্রণালী
দুধ ফুটিয়ে নিন। ৪ চামচ সিরকায় ৪ চামচ পানি দিন। এবার ফুটন্ত দুধে সিরকার মিশ্রণ অল্প অল্প করে দিন। দুধ ফাটতে শুরু করলে চুলা বন্ধ করে দিন।

চামচ দিয়ে নেড়ে দেখুন হাল্কা সবুজাভ পানি দেখা গেলে নামিয়ে নিন। পাতলা কাপড়ে ছানা ছেঁকে নিন। ট্যাপের নিচে রেখে ছানা ধুয়ে নিন যেন সিরকার পানি একেবারে চলে যায়।

এবার ছানা থেকে বাড়তি পানি বের হয়ে গেলে ছানা হাতের তালু দিয়ে ভালো করে মথে নিন। ছানা থেকে তেল বের হয়ে মসৃণ হলে বুঝতে হবে মাখা হয়েছে।এতে চিনি + ময়দা দিয়ে আবার মেখে সমান আকারে ১২ টা বল বানিয়ে নিন।

চিনি + পানি + এলাচ দিয়ে সিরা ফুটতে দিন। ফুটে উঠলে ছানার বল সিরায় দিন। আচ বেশি রাখবেন। ঢেকে দিন। দশ মিঃ পর ঢাকনা খুলে দেখবেন মিস্টি দ্বিগুণ সাইজের হয়েছে। আরো ৫ মিঃ জালে রাখুন। এর পর গরম পানি লাগলে দিতে পারেন। আরো ৫ মিনিট জাল দিন।

এবার ১ বাটি পানিতে একটা মিস্টি তুলে দিয়ে দেখুন। মিস্টি ডুবে গেলে ঠিক আছে আর ভেসে থাকলে আরো কয়েকমিনিট জাল করে নামিয়ে নিন। কয়েক ঘন্টা পর পরিবেশন করুন রসে ভরা রসগোল্লা।
©️

Address

Khalishpur
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Twity's kitchen & vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Twity's kitchen & vlog:

Videos

Share