Makeup by afsana

Makeup by afsana MAKEUP ARTIST |BEAUTY BLOGGER | CONTENT CREATOR | LIFESTYLE VLOG||
(1)

আমার গল্প তে  আমি বরাবরই অপুর্ন 🙂🖤
26/01/2025

আমার গল্প তে আমি বরাবরই অপুর্ন 🙂🖤

15/01/2025

যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি,
তবু মাঝে মাঝে মনে হয়......
যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম‼️

আসসালামু আলাইকুম..কেমন আছেন আপুরা? আমাকে আপনাদের মনে আছে..?🥰🥰অনেক দিন কোনো মেকআপ ভিডিও আপলোড করা হয়না...করবো very soon❤️...
10/01/2025

আসসালামু আলাইকুম..কেমন আছেন আপুরা?
আমাকে আপনাদের মনে আছে..?🥰🥰
অনেক দিন কোনো মেকআপ ভিডিও আপলোড করা হয়না...
করবো very soon❤️❤️

আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️ কেমন আছেন সবাই 🌝
09/01/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল ❤️

কেমন আছেন সবাই 🌝

25/12/2024

সময় যাওয়ার সাথে সাথে আমরা সবসময় খুব বেশি পাল্টে যাই
এই পাল্টে যাই মানে যে আমরা পাল্টে যাওয়া তা নয়
এ পাল্টে যাওয়া মানে প্রকৃতির সাথে নিজেকে পাল্টে নেয়া

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
17/12/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

 #নিজকে ভালোবাসুন,যত্ন করুন—আপনি নিজকে ভালো না বাসলে কেউ আপনাকে ভালোবাসবে না। যার জন্য পরিশ্রম করে আপনি আপনার হাত কে রুক...
10/12/2024

#নিজকে ভালোবাসুন,যত্ন করুন—
আপনি নিজকে ভালো না বাসলে কেউ আপনাকে ভালোবাসবে না। যার জন্য পরিশ্রম করে আপনি আপনার হাত কে রুক্ষ ও খসখসে করে ফেলবেন , সুযোগ পেলে সেই হাত আপনার হাত ছেড়ে- নরম তুলতুলে হাত ধরে নিবে। একটা সময় হয়তো ভাবতেন আর নিজের যত্নের প্রয়োজন নেই।কিন্তু অতি ভুল। আপনি নিজে ভালো না থাকলে অন্যকে ভাল রাখা সম্ভব নয়।

একটা অসুস্থ মানুষ কখনো অন্য একটা অসুস্থ মানুষের সেবা করতে পারে না , এটাই বাস্তবতা। শারীরিক সুস্থতার মত মানসিক সুস্থতাও জরুরি। নিজেকে ভাল রাখার জন্য যা যা করতে হয় করুন।ভাল খান, ভাল পরেন, ঘুরতে যান সর্বোপরি নিজেকে সময় দিন। অন্তত দিন শেষে বলতে পারবেন, নিজেকে সান্তনা দিতে পারবেন। আর তা-নাহলে শুধু আফসোস থাকবে। মনে হবে আহা কার জন্য হাতের যত্ন নেইনি,কার জন্য, চুলের যত্ন নেইনি,
কাকে নিজে না খেয়ে খাইয়েছি ,নিজে ভালো না পরে, পরিয়েছি,,,,🥲

তখন যে কষ্টটা পাবেন তা আপনার দম বন্ধ করে দেয়ার জন্য যথেষ্ট।
সত্যিই তো আমার জীবন, আমার শরীর, আমার মন আর আমি নিজেই যদি এর মূল্যায়ন না করি তাহলে একজন অপর মানুষ কিভাবে তার মূল্যায়ন করবে? আপনি খেয়াল করে দেখেছেন কিনা একই বাড়িতে দুই তিন জন ছেলের বউ থাকলে, সেই ছেলের বউয়ের সাথে সহজেই কেউ ঝামেলা পাকাতে পারে না। যার স্বামী তার স্ত্রীর সম্পর্কে সচেতন। সেই বউকে উল্টা পালটা কোন কিছু বলার আগে মানুষ তিন চার বার ভাবে। এমন কি আপনি আপনার প্রতি কতটুকু সচেতন তার উপরও নির্ভর করে কে আপনাকে কিভাবে ট্রিট করবে।

অনেকে প্রশ্ন করেন আপনার পোস্টে কমেন্ট করা যায় না কেন,,,,?
উত্তর হচ্ছে অযথা ব্যক্তিগত জীবনে নেগেটিভ মন্তব্য চাই না। কারণ মানুষ এমন এক প্রাণী সে সর্ব অবস্থায় আপনার ত্রুটি খুজে বের করবে।

ঠিক সেই বেদুইন ব্যাবসায়ী উটের মত। স্ত্রীকে উটের উপর বসিয়ে নিজে হেঁটে যাচ্ছিলেন,তখন একদল পথচারী বলল - লোকটা স্ত্রীকে উটে বসিয়ে নিচ্ছে আর নিজে হেঁটে,দুই জনেই বসে যেতে পারতো। তখন ব্যবসায়ীসহ দুই জনেই উটে চড়ে যাচ্ছে। এমন সময় একদল বলল - লোকটার এক্টুকুও মায়া নাই উটের প্রতি।

তখন সে নিজে নেমে স্ত্রীকে উটের পিঠে বসিয়ে নিয়ে যাচ্ছিলো।এমন সময় আরেক দল বলল, লোকটা কতো বোকা, নিজে হেঁটে যাচ্ছে আর স্ত্রীকে উটে চড়িয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। তার থেকে নিজেকে সন্তুষ্ট রেখে যদি পরিবার-পরিজন বন্ধু-বান্ধবকে সন্তুষ্ট রাখা যায় সেটাই করুন।প্রথম প্রায়োরিটি নিজের জন্য।
So take care of yourself.

নিজেকে এমন ভাবে বদলানো উচিত যেন তোমাকে কষ্ট দেওয়া মানুষটা একটা সময় তোমাকে দেখে আফসোস করে ❤️‍🩹🥀
21/11/2024

নিজেকে এমন ভাবে বদলানো উচিত যেন তোমাকে কষ্ট দেওয়া মানুষটা একটা সময় তোমাকে দেখে আফসোস করে ❤️‍🩹🥀

17/11/2024
03/11/2024

মন ভালো করতে চলে গেলাম ওমান সালালার মগসেল বিচ দেখতে ❤️❤️

17/10/2024

এইটা কি ছিল 🤭🤭
পিয় অভিভাবকগন 😁😁🤭

16/10/2024

লাইফে সাকসেসফুল হতে চাইলে ঠিক এমন ভাবে সাকসেসফুল হতে হবে
যেন পুরো পৃথিবী তোমার সাকসেসের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়

কোন টাইপ ভিডিও নিয়ে এক্টিভ হব শুধু মাত্র সেটাই ভাবছি 🌝তোমাদের পরামর্শ চাচ্ছি আমাকে তোমরা সাজেশন করো 🥺গিয়েছিলাম একটা মি...
15/10/2024

কোন টাইপ ভিডিও নিয়ে এক্টিভ হব শুধু মাত্র সেটাই ভাবছি 🌝

তোমাদের পরামর্শ চাচ্ছি আমাকে তোমরা সাজেশন করো 🥺
গিয়েছিলাম একটা মিরর কিনতে কিন্তু দাম দেখে চলে এসেছি🤦

মা ও স্ত্রী দু’জনই মানব জীবনের গুরুত্বপূর্ণ আপনজন পৃথিবীর জীবনধারা প্রবাহিত রাখতে এ দু’জনের বিকল্প নেই। একজন আমাদের পৃথি...
01/10/2024

মা ও স্ত্রী দু’জনই মানব জীবনের গুরুত্বপূর্ণ আপনজন পৃথিবীর জীবনধারা প্রবাহিত রাখতে এ দু’জনের বিকল্প নেই।
একজন আমাদের পৃথিবীর মুখ দেখায়। অন্যজন আমাদের সন্তানকে পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। একজন আমাদের ধর্ম শেখায়, অন্যজন আমাদের ধর্মের পূর্ণতা পেতে সাহায্য করে। তাই একজনকে অবহেলা করে অন্যজনকে মাথায় তুলে রাখা কখনই ইসলাম সমর্থন করে না। এ ক্ষেত্রে একজন পুরুষকে অবশ্যই ভারসাম্য বজায় রেখে চলতে হবে।

দুঃখজনক হলেও সত্য! আবহমানকাল থেকেই আমাদের সমাজের পুরুষরা একপেশে নীতিতে অভ্যস্ত হয়ে পড়েছে। কেউ অতি মাতৃভক্তি দেখাতে গিয়ে স্ত্রীকে মানুষই মনে করেনি। আবার কেউ অতি স্ত্রী-প্রীতি দেখাতে গিয়ে মায়ের সব অবদান ভুলে থেকেছে নির্মমভাবে। স্ত্রীর কথায় মায়ের গায়ে হাত তোলা আমাদের দেশের মানুষের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার মায়ের কথায় স্ত্রীকে ডিভোর্স দেয়ার ঘটনাও কম ঘটছে না। এভাবে ভারসাম্যহীন জীবনযাপনের ফলে দুনিয়া-আখিরাতের অশান্তি ছাড়া কিছুই কপালে জোটে না হতভাগ্য পুরুষটির। মূলত ইসলাম না জানার কারণেই আমরা ভারসাম্যহীন জীবন তথা দুনিয়ার জাহান্নাম অশান্তিময় পরিবার বেছে নিই।

আমরা সবাই একটি হাদিস জানি। এক ব্যক্তি রাসূল (সা.)-এর কাছে জানতে চেয়েছেন, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কে? রাসূল (সা.) বলেছেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করল, তারপর কে? আল্লাহর রাসূল বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করল, তারপর কে? রাসূল (সা.) এবারও বললেন, তোমার মা। চতুর্থবারে রাসূল (সা.) বলেছেন, তোমার বাবা। (বুখারি ও মুসলিম।) অন্য একটি হাদিসে এসেছে, এক সাহাবি মৃত্যুর সময় কালেমা পড়তে পারছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, সে স্ত্রীর কথায় মাকে কষ্ট দিত। রাসূল (সা.) এসে তার মায়ের কাছে ছেলের পক্ষ থেকে ক্ষমা চান। মা ক্ষমা করার পর সাহাবির মুখ দিয়ে কালেমা আসে। (মুসনাদে আহমাদ)

একজন পুরুষের কাছে মা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও দামি। তার মানে এটি নয় যে, স্ত্রীকে অবহেলা করতে হবে। মায়ের কোনো অভিযোগ শুনে যাচাই-বাছাই না করেই স্ত্রীকে মারধর করবে। কোরআন তো ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে বলেছে। আমরা অবশ্যই মাকে গুরুত্ব দেব। স্ত্রীকেও মূল্যায়ন করব। সেও তো আমার সন্তানের মা। স্ত্রীর অধিকার সম্পর্কে মহান আল্লাহতায়ালা বলেন, ‘আর তোমরা স্ত্রীদের সঙ্গে মধুময়-প্রেমময় আচরণ কর। কোনো কারণে স্ত্রীকে যদি তোমাদের অপছন্দ হয়- তবে মনে রেখ, এ স্ত্রীর মধ্যেই আল্লাহ তোমাদের জন্য সীমাহীন কল্যাণ রেখেছেন। (সূরা নিসা, আয়াত-১৯।) রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। স্ত্রীর দু-একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক ভালো গুণ আছে, যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে। (মুসলিম, হাদিস নম্বর-১৪৬৯।) অন্য হাদিসে এসেছে, ‘তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই, যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে।’ (তিরমিজি, হাদিস নম্বর-১১৬২)।

পরিশেষে বলতে চাই, স্ত্রীর কথা শুনে বা স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে কোনোভাবেই মা-বাবাকে কষ্ট দেয়া যাবে না। আবার বাবা-মাকে গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীকেও অবহেলা করা যাবে না। মনে রাখবেন, বাবা-মায়ের অধিকারের জন্য যেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, একইভাবে স্ত্রীর হক সম্পর্কেও কেয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তাই আমাদের উচিত হবে, সম্পর্কের ভারসাম্য রক্ষা করে মা-বাবাকে তাদের অবস্থান অনুযায়ী মর্যাদা দেয়া এবং স্ত্রীকে তার অবস্থান অনুযায়ী প্রেম দিয়ে সুখী-সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলা।

সংগৃহীত:

Watch the video on my YouTube channel now🤟😘
01/10/2024

Watch the video on my YouTube channel now🤟😘

Easy soft glam makeup looks biggener special

24/09/2024

আমরা শিক্ষিত সমাজ শুধু মাত্র দুই এক দিনে ট্রেন্ডিং ভিডিও নিয়ে ব্যস্ত থাকি
তবে শিক্ষিত মানুষের থেকে ভালো মানুষ হওয়াটা উচিত অনেক বেশি

আমার করা কাজের মধ্যে আমার কাছে আমার best work এটি🙂বেশ অনেকদিন পর আজ আবার মেকআপ নিয়ে বসছি ইনশাল্লাহ 🤗🤗
22/09/2024

আমার করা কাজের মধ্যে আমার কাছে আমার best work এটি🙂
বেশ অনেকদিন পর আজ আবার মেকআপ নিয়ে বসছি ইনশাল্লাহ 🤗🤗

Address

Khulna

Telephone

+8801304388271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makeup by afsana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makeup by afsana:

Videos

Share