প্রাক্তন

প্রাক্তন প্রাক্তন পেজটিতে আপনাকে স্বাগতম

(43)

02/07/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Israt Jahan, Sabrina Haque Misty, Cornelia Dipa Gomes, Tanjina Begum, Akram Hossain, Ismail Hossain, Syeda Sanjida Mohsin, Shipon Ahmed, Ahmed Kawsar, Mizan Diba, Ananda Roy, Sangita Mondal, Bibi Asma Rekha, Shujan Mondal, Dipankar Ghosh, Som Mukherjee, Nivedita Bhattacharjee, Riya Saha, Monir Islam, Papia Mitra, Noyem Uddin, Nahida Sultana Sriti, Md Abdurrazzak Saikot, Arpita Dey, Rajen Biswas, Nazmul Hasan Ridoy, Sriya Sinha, Linaluna Payra, Ariful Haque, Madhumita Sarkar, Ruma Kar-Sarkar, Abdullah Al Shah Firuj, Susmita Chatterjee, MD Masum, Bappa Biswas, Rezowan Masud, Pompi Das, Ak Popy, Main Uddin Monju, Reshma Akter, Arijit Roy, Sangita Chatterjee, শাহরিয়ার আহমেদ, আঁ খি, Toma Rani Das, Partha Pratim Majumder, Ishtiak Rafsan, Subhra Sinha Ghosh, Taspriya Ahmmad Kaspi, Buddhadev Bera

আমারে ভালোবাসলে তোমার পাপ ওইব😭আমারে ভালোবাইসা তোমার করে আগলাইয়া রাখলে, তুমি হইবা বাবা মায়ের অবাধ্য সন্তান।😭😭তাইলে ভালোবা...
02/07/2024

আমারে ভালোবাসলে তোমার পাপ ওইব😭
আমারে ভালোবাইসা তোমার করে আগলাইয়া রাখলে, তুমি হইবা বাবা মায়ের অবাধ্য সন্তান।😭😭

তাইলে ভালোবাসোনের আগে তোমার বাপ মা'য়েরে একবার জিগাইলা না ক্যান😭😭

যে পাপের excuse দেখায় তুমি আমারে ছাইরা গ্যালা😭😭 সেই পাপ করোনের আগে দুবার ভাবলা না ক্যান😭😭

শুধু ভালোবাসলেই কি সব পাপ হইয়া যায়
সাঁতার না জানা কাউকে মাঝ গাঙে নাউ ডুবাইয়া নিজে স্বার্থপরের লাহান তীরে আসলে কি পাপ অয় না😭😭😭😭

শখের পুরুষ, তুমি এই পৃথিবীর সকল রাজ্যের রাজা হও,আমার আপত্তি নাই।।সকল সুন্দরী নারীকে তুমি রানী করে রাখো আমার তাতেও আপত্তি...
02/07/2024

শখের পুরুষ, তুমি এই পৃথিবীর সকল রাজ্যের রাজা হও,আমার আপত্তি নাই।।
সকল সুন্দরী নারীকে তুমি রানী করে রাখো আমার তাতেও আপত্তি নাই।।
সকল রমনীকে তুমি একটা একটা রাজ্য উপহার হিসেবে দাও আমি তাতেও খুশি।

কিন্তু কেউ যেন তোমাকে ভালো না বাসে,
ভালোবাসা পাওয়া যেন তোমার জীবনে একবারই হয়😭😭😭😭😭😭😭

মৃত্যুর ক্ষেত্রে ইচ্ছাধীকার থাকলে আমি এমনই একটি সময় বেছে নিতাম। জ্যোৎস্না ধোয়া রাতের বিলাপ। আকাশে সুবহে সাদিক, বাতাসে বৃ...
01/07/2024

মৃত্যুর ক্ষেত্রে ইচ্ছাধীকার থাকলে
আমি এমনই একটি সময় বেছে নিতাম।
জ্যোৎস্না ধোয়া রাতের বিলাপ।
আকাশে সুবহে সাদিক, বাতাসে বৃষ্টির ঘ্রাণ।
মিনারে মিনারে ফজরের এ'লান।
আমার জবানে উচ্চারিত হচ্ছে; লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার— আল্লাহ মহান!

কতদিন মনে থাকে মৃত্যুর শোক?
আমি চলে গেলে— কাঁদবে আকাশ?
আমার শোকে ভারি হবে তোমাদের বুক?

Salman Habib -

নাটক: তিথিডোরকিছু সংলাপ আপনাকে গভীরভাবে আঘাত করবে...."গভীর প্রেমে আবদ্ধ থেকেও একজন মানুষ যে পরকিয়া করতে পারে তা নিজের চো...
01/07/2024

নাটক: তিথিডোর
কিছু সংলাপ আপনাকে গভীরভাবে আঘাত করবে....

"গভীর প্রেমে আবদ্ধ থেকেও একজন মানুষ যে পরকিয়া করতে পারে তা নিজের চোখে না দেখলে কখনও বিশ্বাস করতাম না"

"যেই মানুষটা জ্বরের উষ্ণতা নিজের শরীরে নিতে চায়, সেই মানুষটাও অন্যকারো শরীর থেকে উষ্ণতা খোজে"

"আপনার বয়স ত্রিশ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে,সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভাল আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার। কিন্তু আপনাকে সেটা ও মেনে নিতে হবে। কারন আপনি ম্যাচিউরড।

কিন্তু তারপরে ও তো কথা থেকে যায়! মাঝেরাতে ঘুম ভাঙলে কাউকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, আমাদের একসাথে দেখা স্বপ্নগুলোর তবে কী হলো? কোথায় হারালো?”

নাটক, সিনেমা আর বাস্তব জীবন যাই বলেন না কেন! অতিপ্রকাশিত প্রেমগুলো বোধয় এমনই ঠুনকো হয়। জন্মদিনে জ্বরের উষ্ণতা নিজের শরীরে নিতে চাওয়া বা খুব যত্ন করে বলে যাওয়া You are the coloure of my blood এসব কিছুই মিথ্যা হতে পারে, তা যত দ্রুত বুঝবেন ততই আপনার জন্য মঙ্গল, নয়তো এমন নিঃসঙ্গ আবদ্ধ ঘরে জীবন্ত লাশ হয়ে দিনের পর দিন পরে থাকবেন তাতে কোন লাভ হবে না।

"বেঁচে থাকার শক্তি নেই
মরে যাওয়ার সাহস নেই''
এমন পরিস্থিতি বুকে নিয়ে যারা ধুকে ধুকে মরছেন তাদের জন্যই মূলত এই নাটকটি....

জীবন ঘনিষ্ঠ এমন অনবদ্য সৃষ্টির জন্য নির্মাতাকে অনেক অনেক ধন্যবাদ! হাজারো মানুষের ঘুরে দাড়ানোর জন্য, নিজের কনফিডেন্সকে জাগ্রত করার জন্য, নিজেকে নতুন করে আবিষ্কারেরে জন্য নাটকটি অনেকেরই দেখা উচিত।
Nasim Khan

আমি তো এমন ভালোবাসা চাইনি, যে ভালোবাসায় কেউ থাকার পরেও নিজেকে ভীষণ নিঃস্ব মনে হয়! আমি তো দিনরাত এক করে চব্বিশ ঘন্টা সময় ...
01/07/2024

আমি তো এমন ভালোবাসা চাইনি, যে ভালোবাসায় কেউ থাকার পরেও নিজেকে ভীষণ নিঃস্ব মনে হয়!

আমি তো দিনরাত এক করে চব্বিশ ঘন্টা সময় চাইনি। শুধু আমার মন খারাপে, আমার একা লাগা মূহুর্তে, খারাপ সময়ে, দুঃখের দিনে, আমার সব যন্ত্রণা ভুলিয়ে দিতে সামান্য একটু সঙ্গ চেয়েছি।

আমি তো খুব বেশি কিছু চাইনি।
যতটুকু পেলে পাওয়া মনে হয়, যতটুকু পেলে অভাব দূর হয়, যতটুকু পাওয়ার পর আর ইচ্ছে জাগে না, ঠিক ততটুকুই তো চেয়েছি আদর।

ভণ্ডদের যুগে আমি তো অনেকের মাঝে ডুবে যেতে চাইনা। আমি তো একজনের মাঝেও ডুবে যেতে চাই। হতাশায় নয়। কারো কাজল চোখে, মসৃণ শাড়িতে, কোমল স্পর্শে, বিশ্বাসে।

আমায় খুশি করা এত কঠিন নয়।
শুধুমাত্র মন থেকে ভালোবাসা, আদর, বিশ্বাস, এটুকুই পেলেই যে আমি মহাখুশি।

ছেড়ে যাওয়ার এ যুগে, শত ঝড়-ঝঞ্ঝায় হাত দু'টো খুব শক্ত করে ধরে রাখে। মোহ কেটে গেলে আগ্রহ হারায় না, ভালোবাসে শেষ নিঃশ্বাস অবধি, আমি তো এমন কাউকে চেয়েছি।

প্রচন্ড মন খারাপ নিয়ে যার সাথে কথা বলে মনটা হালকা হয়, যার হাসিতে পৃথিবীর জাগতিক দুঃখ ভুলে যাওয়া যায়, যে আবেগের মূল্য দেয়, যত্ন নেয়, আমি তো তার মাঝেই স্থিত হতে চাই।

শেষ চিঠি ツ

অনেকগুলো বছর একসাথে কাটানোর পর আমরা বেশিরভাগ মানুষেরা ভাবি, আমি কি ভুল মানুষের সাথে জীবন পার করছি?আসলে জীবনের কোনো না কো...
01/07/2024

অনেকগুলো বছর একসাথে কাটানোর পর আমরা বেশিরভাগ মানুষেরা ভাবি, আমি কি ভুল মানুষের সাথে জীবন পার করছি?আসলে জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকের মনেই একবারের জন্য হলেও এই প্রশ্ন আসে।এটার একটা কারণ আছে।আমরা যখন কারো প্রেমে পড়ি আমাদের আাসলে কোনো প্রচেষ্টা করতে হয় না।এটা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে।আমাদের তখন ওই মানুষটার সবকিছুই ভালো লাগে।সময় যায় আমরা আগ্রহ হাড়াতে থাকি!অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর একসময়ের সবচাইতে ভালোলাগার মানুষটা আমাদের কাছে হয়ে ওঠে বিরক্তির কারণ।প্রেমে পরার সময় যে মানুষকে আমাদের পৃথিবীর সবকিছুর চেয়ে সুন্দর মনে হত অনেকটা সময় কাটানোর পর মানুষটা হয়ে ওঠে চোখের কাঁটা।যেন মনে হয় উপরে ফেলেলেই আমরা ভালো থাকবো।আর ঠিক এই মূহুর্তেই আমরা বেছে নেই ছেড়ে চলে যাওয়া কে।খাঁটি বাংলায় যাকে বলে ঠকানো।অনেকে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে সুখ খোজে,কেউবা একা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় আবার অনেকে নেশা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করে।তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই ঘটে।কেননা আমরা জানি মানুষ হিসাবে একা জীবন কাটানো সম্ভব নয়।এটাও প্রাকৃতিক নিয়ম যে মানুষ একা বেশিদিন থাকতে পারে না।তবে জীবনের তাগিদে বা সুখের খোঁজে আমরা যাই করি না কেনো পাবো সাময়িক শান্তি!একটা সময় সেটাও পুরনো হবে সেটার ওপরও বিরক্ত আাসবে।তখন?এইভাবে জায়গা পরিবর্তন করতে থাকবো আমরা?কতদিন কত কাল?এটা সম্ভব না।আমরা মানুষেরা সব সময় উওম বিকল্প খুজি।তবে ভুলে যাই উওমের চেয়েও উওম পৃথিবীতে বিদ্যমান।এভাবে ছুটলে সারাটাজীবন ছুটতেই যাবে।স্থিরতা কখনোই আসবে না!আসলে বোঝাতে চেয়েছি প্রত্যকটা সম্পর্ক একটা বৃওাকারে ঘুরতে তাকে।আমাদের উচিত সঠিক মানুষকে খুজতে না থেকে যে মানুষটাকে খুজে পেয়েছি তাকে সঠিকভাবে ভালোবাসা যায় কি ভাবে সেটা খোজা।কারণ খুতিয়ে যদি দেখতে যাই সত্যি বলতে পৃথিবীর কোনো মানুষকেই সঠিক মনে হবে না।আমি আমার ছোটো জীবনে সঠিক মানুষ কখনো খুঁজতে যাই নি তার মানে আমার এটা মনে হয়নি যে আমি কি ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছি তা না!হাজার বার মনে হয়েছে কিন্তু আমি ভালোবাসা বাদ দেই নি।আসলে কি ভালোবাসা সহজ কারণ ভালোবাসার জন্য আমাদের কিছুই করতে হয় না কিন্তু ভালোবাসতে থাকাটা বড়ই কঠিন। কারণ ভালোবাসতে থাকতে আমাদের অনেক বেশি কিছু করতে হয় যা আসলে সবাই পারে না।আমার মনে হয় আপনি যদি কাওকে সত্যিই ভালোবাসেন তাকে ছাড়া আপনার চলবে না।যাই মনে হক যত বাধাই আসুক আপনি সবকিছু পিছনে ফেলে আপনার মানুষটার কাছে ফিরে আসতে বাধ্য।কারণ পৃথিবীতে এমন কোনো বাধা বা সমস্যা নেই যার সমাধান হয় না।যার কোনো সমাধান নেই সেটা আসলে কোনো সমস্যাই না।তাই ভালোবাসুন,ভালোবাসাকে আগলে রাখুন,সারাজীবন একসাথে থাকুন।বিশ্বাস করুন একটু চেষ্টাতে যদি সব সম্ভব হয় তবে সম্ভব করাটাই শ্রেয়।কারণ জীবনের শেষ দিনগুলোতে মধ্যরাতে যখন পাশ ফিরে নিজের মানুষটাকে পাশে শুয়ে থাকতে দেখবেন আপনার আত্মা প্রশান্তিতে ভরে যাবে আপনি মনে মনে একবার হলেও বলবেন,"আসলেই সম্পর্কে সাফল্য আনার একটাই উপায় সঠিক মানুষকে না খুঁজে যাকে খুঁজে পেয়েছিলাম তাকে সঠিক করে গড়ে নেওয়া ও সঠিক উপায়ে ভালোবাসা।"ভালোবাসা ভুল হতে পারে না! সবার জীবনে কেউ একজন থাকুক যে কিনা সত্যিই আমাদের ভালোবাসে।

শেষ চিঠি ツ

আমি ভাবতাম আমাকে ভুলে যাওয়া সহজ নয়। যার সাথে লেপ্টে থেকেছি, পাগলামি সাজিয়েছি, আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি, ভুল না করেও ম...
30/06/2024

আমি ভাবতাম আমাকে ভুলে যাওয়া সহজ নয়। যার সাথে লেপ্টে থেকেছি, পাগলামি সাজিয়েছি, আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি, ভুল না করেও মাথা নত করেছি, বুক ফুলিয়ে কাছের মানুষ বলেছি; ভাবতাম আর যে যাই করুক সে অন্তত আমায় ভুলে যেতে পারবে না।

কিন্তু আমি ভুল ছিলাম। ভুল ছিলাম ভুল জায়গায় বিশ্বাসকে আটকে রেখে। মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে ফেলে। কারণ আমাকে ভুলে যাওয়ার মতো সহজ কিছু আর ছিল না তার কাছে। ভুলে গেল তো এমন ভাবে গেল, যেন আমি কখনো তার পরিচিত কেউ ছিলামই না।

দুঃখ আসলে তার ভুলে যাওয়াতে নয় আমার। দুঃখ তো এখানেই, যেখানে আমার বিশ্বাসটা মিথ্যে প্রমাণ হলো। হয়ে গেলাম বোকা ভীষণভাবে।
দুঃখটা আমার এখানেই আসলে, কেন আমি মানুষ চিনতে ভুল করি বারেবারে!

এই চাঁদ স্বাক্ষী, স্বাক্ষী এই কোমল হাওয়া। আমি কথা দিচ্ছি। কথা দিচ্ছি নিজেক, যে ভুল করতে করতে আমি ঠিক একদিন নিজেকে শুধরে নিবো। সেদিন মুখ চেপে সহ্য করতে হবে না আর কিছু। কারণ সে সুযোগটাই দিবো না কাউকে। কথা দিচ্ছি, আমি একদিন ভেঙে যেতে যেতে পাথর হবো। যাকে কেউ কখনো আর ভা'ঙতে পারবে না এবং সাহসও দেখাবে না।

শেষ চিঠি ツ

ভাগ্যিস কান্নার জলের কোন গন্ধ হয় না,,যদি তাই হত,তাহলে পৃথিবীটা হত একটা পঁচা ডাজবিন এর মত😭😭😭😭
30/06/2024

ভাগ্যিস কান্নার জলের কোন গন্ধ হয় না,,
যদি তাই হত,তাহলে পৃথিবীটা হত একটা পঁচা ডাজবিন এর মত😭😭😭😭

পুরুষ মানুষ ইচ্ছে করেই বিচ্ছেদ করে, আর..বিচ্ছেদের সময় দিবে নানান (EXCUSES) !!পুরুষ মানুষ চাইলে একটা মেয়েকে জোর করে বিয...
30/06/2024

পুরুষ মানুষ ইচ্ছে করেই বিচ্ছেদ করে, আর..
বিচ্ছেদের সময় দিবে নানান (EXCUSES) !!

পুরুষ মানুষ চাইলে একটা মেয়েকে জোর করে বিয়ে করতে পারে,নিজের করে নিতে পারে,যেটা একটা মেয়ে পারে না। উঁচু গলায় বাবা-মা কে বলতে পারে আমার ওরেই লাগবে,আমি ওকেই বিয়ে করব,দরকার হলে রিক্সা-অটো চালিয়ে খাওয়াবো।
কিন্তু দেখবেন হাতে ঘোনা দু'একজন পুরুষ শখের নারীকে এভাবে সবার বিরুদ্ধে গিয়ে আপন করে নেই।

~ আতিফ ইসলাম (Owner)

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা ...
30/06/2024

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে;
যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে।
নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।

শুধু "আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে;
মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না!

যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন ...
30/06/2024

যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে-কোন সম্পর্কেরই রঙ হারিয়ে যায়।

মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় দেয় না। অথচ মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না।

তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যাস্ততা তো থাকেই, তবুও ব্যাস্ততার মাঝেও তোমাকে একটা টেক্স অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কী না জিজ্ঞেস করার মানে, আমি আছি। অহেতুক যে কোন ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক ধরে সময় গল্প করার মানে হলো, তুমি আশে-পাশে থাকলে আমার ভালো লাগে।

সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যাক্তি সুঁই হয়ে ঢুকে কুড়োল হয়ে সম্পর্কের বুক ছিড়েখুঁড়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না।

সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের
চেয়ে কম দিলে ' সম্পর্ক' ভেঙেচুরে ধসে যায়।

শেষ চিঠি ツ

কথা ছিলো এক সাথে বাঁচার,আমি ফুরানোর আগে, আমার ভালোবাসা ফুরানোর আগে তুমি ক্যান হারাইয়া গেলে??তাহলে কি এই পৃথিবীর কেউ কথা ...
29/06/2024

কথা ছিলো এক সাথে বাঁচার,
আমি ফুরানোর আগে, আমার ভালোবাসা ফুরানোর আগে তুমি ক্যান হারাইয়া গেলে??
তাহলে কি এই পৃথিবীর কেউ কথা রাখে না?

শারীরিক চাহিদা মিটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র। যদি স্তনের স্পর্শে ভালোবাসা ...
29/06/2024

শারীরিক চাহিদা মিটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র। যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকতো তাহলে প্রত্যেকটা বেশ্যাই পেতো প্রেমিকার মর্যাদা।
পার্কের কোণে ভালোবাসা লুকানো থাকে না। প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না।
ভালোবাসা থাকে প্রিয়জন এর শাসনে। ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে। যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছে জাগবে, তখন বুঝে নিবেন, আপনি তাকে কখনো ভালোই বাসেন নি।
যখন আপনি তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আপনি তার থেকে দূরে থাকা সত্বেও তার মনের এক একটা কথার বিশ্লেষণ করতে পারবেন, তখন বুঝবেন, আপনি তাকে ভালোবাসেন। যখন আপনি তার না বলা কথা গুলো বুঝতে পারবেন, তখন বুঝবেন আপনি তাকে সত্যিই অনেক ভালোবাসেন।
ভালোলাগা আর ভালোবাসা দুইটা জিনিস কখনোই এক হতে পারে না। ভালোবাসা আর ভালোলাগা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস।
যখন আমরা কারো প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ি তাকে বলে ভালোবাসা। আর অল্প মুহুর্তের জন্য যে আসক্তির সৃষ্টি হয় তাকে বলে ভালোলাগা।
দীর্ঘসময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয়। বরং তার পড়ালেখার কথা চিন্তা করে তাকে বারবার ফোন না দেয়ার নামই ভালোবাসা।
প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয়।
বরং দূরত্ব থাকা সত্বেও প্রিয়জনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা।
ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না। ভালোবাসা হয় গোপনে। নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয়। দুজনের মনের কথা কখনোই তৃতীয় জন জানতে পারবে না। প্রিয়জনের কথা ভেবে নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা।
গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে তাহলে বুঝবেন আপনি তাকে সত্যিকারে ভালোবাসেন।
রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন তাহলে আপনি তাকে সত্যিই ভালোবাসেন।
তার একটা মেসেজ যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয় তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ।
ভালোবাসা কখনোই দেখানো যায় না। ভালোবাসা কেবল অনুভব করা যায়। যতই মুখ দিয়ে বলুক না কেন ''ভালোবাসি'', যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃৎস্পন্দন না বাড়ায়, বুঝে নিবেন, ভালোবাসায় ভেজাল আছে। যদি ভালোবাসায় দুটো কবিতা লিখতে না পারেন, তাহলে বুঝে নিবেন যে, আদৌ আপনি ভালোবাসতে পারেননি।❤️

#অভিমানী 🌸

সময়ের স্রোতে ভাসতে ভাসতে একটা নিদৃষ্ট বয়সের  সময় সীমা পেরিয়ে যাওয়ার পর, আপনি দেখবেন আপনার চার  পাশে কেউ নেই।একদম কেউ না।...
29/06/2024

সময়ের স্রোতে ভাসতে ভাসতে একটা নিদৃষ্ট বয়সের সময় সীমা পেরিয়ে যাওয়ার পর, আপনি দেখবেন আপনার চার পাশে কেউ নেই।
একদম কেউ না। একবুক হতাশা আর দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই দেখতে পাবেন না।

আপনি কাউকে বলতে পারবেন না,আমি তোমাকে বড্ড ভালোবাসি।
অতীতে যে আপনার মন ভেঙে চুরমার করে দিয়েছল, আপনি হাতের চুড়ি ভেঙে গেলে যেমন দাপিয়ে মরা কান্নার মত কেঁদে ছিলেন।।
এই বয়সে এসে আপনাকে কেউ চিতায় পুড়ালেও আপনার চোখে জল আসবে না।
লোনা জলটুকুন শক্ত হয়ে চোখে আঘাত করবে, কিন্তু গড়িয়ে পড়বে না।।

আপনি তীর্থের কাকের মত ভেতরটা খাখা করে জ্বল্লেও আমি বলতে পারবেন না আপনি বড্ড একা হয়ে আছেন।। বলতে পারবেন না আমার একটা বন্ধু বড্ড প্রয়োজন।

এই যে বয়সটা যখন ৩৫/৪০ পেরলো তখনই সুরু হলো আপনার এই একা পথ চলার জীবন যুদ্ধ। এই যুদ্ধ কেবলই একান্ত আপনার ব্যক্তিগত যুদ্ধ।

একটু পেছন ফিরে তাকালে দেখা যাবে
যে ছেলেটা আঙুল কেটে ভালোবাসার পরিমান বোঝাত, সেই ছেলেটাই লাল চুড়ি কিংবা লাল টিপ পরিয়ে অর্ধাঙ্গিনীর সারাদিনের ক্লান্তি দূর করতে ব্যস্ত।

যে বন্ধুটা বলত তোকে দেখে এক জনম কাটিয়ে দেওয়া যায়,,
সে বছর দশেক আগেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

আসলে ৪০ উর্ধ বয়সিদের কোন বন্ধু থাকে না, বয়ফ্রেন্ড থাকে না।।
গল্প করার মানুষ থাকে না।।
উপন্যাস পড়ার আগ্রহ থাকে না।।
এরা আসলে বয়সের জালেই কেবল আটকে যায়।
মনটা একজন ষোলোতে পা দেওয়া কিশোরী অথবা অতীতেই পড়ে থাকে।
ভালোবাসাও সেই আগের মতোই থাকে, চাওয়াটাও সেই আগর মতই।।
দিনশেষে প্রাপ্তি খাতাটা শূন্য থেকে যায়।
প্রকাশের দরজাটাও আর খোলা থাকে না।

#প্রাক্তন

এই যে তুমি আগের মতো হাসো না, ভালোবাসো না, চুপচাপ একা থাকো। আমার বুঝি আফসোস হয় না?এই যে আগের মতো রাত জেগে কথা বলা, হুটহাট...
29/06/2024

এই যে তুমি আগের মতো হাসো না, ভালোবাসো না, চুপচাপ একা থাকো। আমার বুঝি আফসোস হয় না?

এই যে আগের মতো রাত জেগে কথা বলা, হুটহাট অভিমান হলে গাল দুটো লাল হওয়া, জড়িয়ে ধরার বায়নায় দিনরাত অপেক্ষা, কই? এখন তো দেখি না।

এমন ঝিরিঝিরি বৃষ্টির দিনে, আগের মতো ভিজো না। উতলা হয়ে কাছে ডাকো না।

আমার বুঝি কষ্ট হয় না? দুঃখ হয় না?
এটা যে ভালোবাসা নয়। ভালোবাসলে কী কেউ একা ভোগে? একা পুড়ে বিরহ অনলে? দুঃখ-কষ্টে, রোগে-শোকে এভাবে ফুরিয়ে যেতে চায়?

এই যে তুমি আগের মতো হাসো না, কাছে আসো না, দূরে থাকো। এতে কী দুঃখ কমে? অসুখ সারে? ভালোবাসা কাছাকাছি না থাকলে, শ্বাসকষ্ট হয়, অসুখ হয়, জ্বর আসে!

এভাবে ভালোবাসা অবজ্ঞা করতে নেই পাখি।
জড়িয়ে ধরো, মুক্ত নিঃশ্বাস নাও এবং দুঃখকে ভাগ করো। এভাবে একা একা নিজে নিজে দুঃখ বয়ে বেড়ানো যে যন্ত্রণার–ভীষণ কষ্টের!

ভালো না বাসো, বিরহের ভাগ দাও, রোগ-শোকে পাশে রাখো। এভাবে আমায় দূরে ঠেলে দিয়ে তুমি কী আদৌ ভালো থাকতে পারো? হয়তো পারো, তবে আমি যে পারি না। তোমার মুখে হাসি না দেখলেই, আমার পৃথিবী জুড়ে নেমে আসে শোকের আভাস!

শেষ চিঠি ツ

28/06/2024

আমার একজনের সাথে ৪ বছরের সম্পর্ক হাজার বার Block হাজার বার Breakup তার পরেও আমার Ex আমাকে ছাড়া থাকতে পারে না। আমিও Ex রে ছাড়া থাকতে পারি না। আমরা না চাইতেও আমাদের মাঝে আবার কথা হয়,অনেক ঝগড়া এত কিছু ,গালি দেয় আমিও দি,, তার পরেও যেন আমরা আলাদা হতে পারছি না। কত শেষ কথা হলো যে আজকেই শেষ আর কথা হবে না,বেশি হলে এক মাস কথা না বলে থেকেছি। মুহূর্তে মুহূর্তে ঝগড়া হয় তারপরও আবার কথা হচ্ছে। কেন এমন হয় দুজন দুজনকে ছাড়া থাকতে পারতেছি না। ভালো কথা না হলেও ঝগড়া করবো তবুও ওর সাথে আমার কথা বলা লাগবেই।

সম্পর্কটা কেমন যেন হয়ে গেল,, কথা বললেও ভালো লাগে না,আর না বলেও থাকতে পারিনা,, এ সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কতখানি,কোনভাবে যদি বিয়ে হয় তাহলে কি আমি সুখী হব?

©Nusrat Jahan

আমি পূর্নিমা চাঁদের মত সুন্দর নই, আমি তারার মত এমন এক নক্ষত্রআমার মৃদু আলোয় তোমার পথ চলাতে অসুবিধা হত না সুভাষ। আমি নিত্...
28/06/2024

আমি পূর্নিমা চাঁদের মত সুন্দর নই,
আমি তারার মত এমন এক নক্ষত্র
আমার মৃদু আলোয় তোমার পথ চলাতে অসুবিধা হত না সুভাষ।

আমি নিত্যদিনই উদয় হতাম,,এমন কি তোমার নিকষ কালো অমাবস্যায় আমি
আমি তোমার সঙ্গী হতাম।।আঁধারে আঁকড়ে ধরে রাখতাম বুকের আষ্ঠেপৃষ্ঠে।।

তুমি চলে গেলে ঠিকই, কিন্তু আমারে একলা থাকার যন্ত্রনা সহ্য করাটা শিখাইলা না প্রিয়😭😭তুমি রাত জেগে যৌবন ভরা পূর্ণিমা উপভোগ ...
28/06/2024

তুমি চলে গেলে ঠিকই, কিন্তু আমারে একলা থাকার যন্ত্রনা সহ্য করাটা শিখাইলা না প্রিয়😭😭
তুমি রাত জেগে যৌবন ভরা পূর্ণিমা উপভোগ করতে শিখাই ছিলা,,
কিন্তু রাত জেগে বাকরুদ্ধ বালিশটাকে কথা বলা শিখাইলা না ক্যান??😭😭😭
নিস্তব্ধ বালিশ ক্যান চোখের জলের ভাষা বোঝে না??
নোনা জলের নীরব অত্যাচার নির্বেকার সহ্য করে চলেছে রাতের পর রাত।।
তোমার কি কিছুই মনে পড়ে না??

অভিমানী!! তুমি বেটার অপশন খুজে পেয়ে
আমার হৃদয় নিংড়ানো ভালোবাসাটা অপশনাল করে রেখেছিলে দিনের পরে দিন।।
ডানা ভাঙ্গা পাখির মত একা করে চলে গেলে ঠিকই??
কিন্তু একা বেঁচে থাকাটা শিখাইয়া গেলা না😭😭

প্রিয়তম বলতে পারো?? কি দোষ ছিল আমার?? কি অপরাধে মৃত্যুদণ্ড দিয়ে দিলে আমার ভালোবাসাকে??
আজ জ্যান্ত একটা লাশের বোঝা ক্যারি করে চলেছি এই আমি।।

এই যে আমার ভরা যৌবনে, ভালোবাসার অপমৃত্যুর ঘটালে তুমি, এ দায় তুমি কিভাবে এড়াবে প্রিয়তম? কাউকে না কাউকে তো পাশে রাখবেই,,আমাকে রাইখা দিলে কি এমন ক্ষতি হইয়া যাইত??
#প্রাক্তন

বড্ড দয়া করেছিলে আমায়। যে কপালে স্রেফ অবহেলা–অবজ্ঞা জুটতো, সেই কপালে চুমু খেতে চেয়েছিলে। ভালোবাসাহীন জীবনে ভালোবাসা দিবে...
27/06/2024

বড্ড দয়া করেছিলে আমায়। যে কপালে স্রেফ অবহেলা–অবজ্ঞা জুটতো, সেই কপালে চুমু খেতে চেয়েছিলে। ভালোবাসাহীন জীবনে ভালোবাসা দিবে বলে, অনেকদূর নিয়ে এসেছিলে।

ভালোবাসা কী আর সবার কপালে জুটে? জুটে না। যে তুমি আমায় ভালোবাসবে ভেবেছি, সেই তুমিও ব্যতিক্রম রইলে না। অবহেলায় ফেলে রাখলে, ঠিক যেমন ফেলে রাখে পুরোনো চিঠি, হাতের ঘড়ি কিংবা প্রয়োজনহীন টিস্যু।

বড্ড করুনা করেছো আমায়।
ভালোবাসার যোগ্য না হয়েও তুমি যে আমায় ভালোবাসতে চেয়েছো, সেই তো অনেক। এ ঋণ আমায় শোধাবো কীভাবে? বলো...

তোমার সময় কাটে না, অবসরে তোমার একা লাগে। বিষাদময় স্মৃতি আর অতীত তোমাকে ঘ্রাস করে নেয়। অথচ পৃথিবীতে এতকিছু থাকার পরেও তুমি সেই মনটাকে বেছে নিলে আমার। তোমায় সঙ্গ দিয়ে মূহুর্ত সুন্দর হলো, এই মূহুর্তগুলোই আজ আমার কাছে বিষাক্ত স্মৃতি!

তুমি ঠিকই বলতে, তোমার মতো করে কেউ ভালোবাসবে না আমায়। বাসেনি তো, বাসবে না কোনোদিন। মিথ্যে করে হলেও তো বলেছো “ ভালোবাসি। ” অনাদরে পড়ে থাকা আর অভাবী মানুষ কারো ভালোবাসা পায় না।

আজ দেখো না, তোমার মতো আর কেউ করুনা করেও ভালোবাসে না! এমন ভালোবাসাহীন একাকিত্ব জীবন নিয়ে কী করে ভালো থাকি? বলো...

কতশত আয়োজন চলে, অথচ কোনো আয়োজন আমায় হাসাতে পারে না! মনে তীব্র শোক নিয়ে কে'বা হাসতে পারে? বলো...

করুনা নিয়েই তো ভালো ছিলাম। তবে সেই ভালো থাকা টুকুও কেড়ে নিলে? ভালো তুমি নাইবা বাসতে, অন্তত আর ক'টা দিন তোমার করুনা নিয়েই ভালো ভাবে বাঁচতে পারতাম। এই অভিমান, অবহেলায় অভিযোগ, সবকিছু ভুলে তুমি বললেই তো আমি সব মেনে নিতাম। যেভাবে চাও, যেমনটা চাও ঠিক সেভাবেই না হয় ভালোবাসতে।

মিথ্যে করে হলেও তো নিজেকে সুখী ভাবতে পারতাম। অন্তত কেউ আছে ভেবে ভালো থাকা যেত। এই নিঃসঙ্গতা আর একাকিত্ব যে আমার কাটছেই না! তোমার সঙ্গ আমাকে যে বড্ড বেশি একা করে দিলো, বড্ড বেশি একা করে দিলো!

শেষ চিঠি ツ

যেই মনে তোমারে  একটা বাসা কইরা দিছিলাম একটা ময়না পাখির লাহান। ভাবছিলাম মন খারাপের যতো কথা রাইত জাইগা তোমার  কইব। অতীতের ...
27/06/2024

যেই মনে তোমারে একটা বাসা কইরা দিছিলাম একটা ময়না পাখির লাহান।
ভাবছিলাম মন খারাপের যতো কথা রাইত জাইগা তোমার কইব।

অতীতের ক্ষত খানা তোমাকে দেখাইয়া অশান্ত অস্থির মনটারে একটুখানি শান্ত করব।
কিন্তু তুমি আমার দাগ পড়া নরম ক্ষতস্থানে কাঠঠোকরার মত খুচিয়ে খুচিয়ে পচন ধরাইয়া দিলা।।

এই দুমিয়ায় কারে বিশ্বাস করুম বলতে পারো??

27/06/2024

আমি তোরে ছাড়া থাকতে পারুম😭😭
কিন্তু তোরে ভুইলা যাইতে পারুম না।
সাথে থাকলে গেলে অনুমিত লাইত।
কিন্তু মনে রাখতে অনুমতি লাগে না পরাণ💔💔

তুমি কইছিলা পৃথিবী উলটে গেলেও তুমি আমারে ছাইরা যাইবা না,,তুমি সত্য কথাই কইছিলা।।তুমি কিন্তু আমারে ছাইরা যাও' ও নাই।।তোমা...
27/06/2024

তুমি কইছিলা পৃথিবী উলটে গেলেও তুমি আমারে ছাইরা যাইবা না,,

তুমি সত্য কথাই কইছিলা।।
তুমি কিন্তু আমারে ছাইরা যাও' ও নাই।।

তোমারে যেন আমি ছাইরা আসি তুমি সেইটা খুব সূক্ষ্মভাবে করেছিলে।।

আমি ছাইরা আইছি এই দোষটা আমার উপর চাপাইয়া দিয়া তুমি ওতটাই মজা পাও যতোটা মীর জাফর খুশি হয়েছিল তার নবাবের সাথে বেইমানী করে।।

সব চেয়ে বড় দুঃখ কি জানো??
এই যে আমি তোমারে ছাইড়া আইছি কেন
সেটা পৃথিবীর কাউরে বুঝাইতে পারিনাই।।

সবাই জানে আমি খুব খারাপ আমি সংসার বুঝি না,ভালোবাসা বুঝি না কমিটমেন্ট বুঝি না আমি খুব খারাপ।।

শুধু আমি জানি সেটা নয় তুমিও জানো,
অবহেলা অপমান আর মানুষিক নির্যাতন একটা সময় মানুষকে খুব একা করে দেয়।

কতো অবহেলাই না করেছ, একটা কলের অপেক্ষায় চোখ দুটো ধূসর গোধূলি মত হয়ে যাইত।

বাংলালিংক কিংবা গ্রামীণ সিমের মেসেজ আসলেও পরাণ ছ্যাৎ কইরা উঠত এই বুঝি তোমর মেসেজ এলো।

হ্যাজিটেশনে ভুগছিলাম জানো?? মনে হত কল বাজছে দৌরে যাইয়া মোবাইলটা হাতে নিয়া বড্ড হতাশার নিশ্বাস ফেলতাম।
খুব বাজে ভাবে বদলাইছিলা তুমি

তোমার কথার আঘাত খঞ্জরির মত ধারালো
প্রত্যেকটা কথা কলিজায় গিয়ে লাগত।
মনে পরে তোমার? আমি ধীরে ধীরে বিছানায় শুয়ে থাকা রোগী হয়েও চাইতাম একটা কল দাও, হাজার হাজার লাখ লাখ মেসেজে আমি একটা কথাই বলতাম "একটা কল দাও" আমি অসুস্থ,।।

তুমি বিরক্ত হয়ে বলতে অসুস্থ হলে ডাক্তার দেখাও আমাকে কেন বলছ আমি ডাক্তার না।।

বিশ্বাস করো, রোগটা মনের কোথায় যে ঢুকাই দিয়েছ, ঔষধ সেখানে প্রবেশ করে না।

ডাক্তার যতটা ঔষধ দেয় তার কয়েক গুণ তুমি অসুখ খাওয়াও।কিভাবে সুস্থ হব।

আমি তোমাকে ভালোবেসে হুমায়ুন আহমেদের গল্পের রুপা হতে চাইনিআমি চাইনি জীবনানন্দ দাসের কবিতায় বনলতা সেনের মত ফুটে উঠতে।আমার ...
27/06/2024

আমি তোমাকে ভালোবেসে হুমায়ুন আহমেদের গল্পের রুপা হতে চাইনি

আমি চাইনি জীবনানন্দ দাসের কবিতায় বনলতা সেনের মত ফুটে উঠতে।

আমার কল্পনায় তুমি ছিলে মুর্খসুর্খ সহজ সরল গ্রামের এক রাখালের ন্যায়।

যার ঘামে ভেজা শরীরে অলৌকিক শক্তি আমাকে কাছে টানে,
যার বাশির সুর আমাকে ঘর ছাড়া করে।

#প্রাক্তন

,

তুমি যেমনি হও আমার সমস্যা নেই, আমার শুধু তোমারে লাগবে,তোমার অতীতে কি ছিল কোন সমস্যা আছে কিনা আমার এগুলো জানার কোন প্রয়ো...
27/06/2024

তুমি যেমনি হও আমার সমস্যা নেই, আমার শুধু তোমারে লাগবে,তোমার অতীতে কি ছিল কোন সমস্যা আছে কিনা আমার এগুলো জানার কোন প্রয়োজন নেই। তোমার ফ্যামিলি কেমন ফ্যামিলির অবস্থা কেমন এগুলোও আমার কিচ্ছু যায় আসে না।

আমি শুধু তোমারে চাই,শুধু তোমারেই লাগবে,পুরো পৃথিবী একদিকে আর যদি অন্য দিকে তুমি থাকো তাহলে ও আমি তোমাকে নিব,প্লিজ ফিরিয়ে দিও না গো....🥹

হ্যাঁ ভাই ...
এভাবেই পঠিয়েছে আমারে তারপর সে আমার শখের পুরুষ হলো, তার জন্যই আমার সব সখ আহ্লাদ বিসর্জন দিতে হলো, মাত্র ১ মাস ১২ দিনের সম্পর্ক, পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করি... বিয়ের ৯দিনের থেকে শুরু হয় অমা*বিক নির্যা*ন, বিয়ের মাত্র এখন তিন মাস হলো, এই তিন মাসে এমন কোন দিন বাদ যায়নি যে শখের বেডার অত্যা***র সহ্য করতে হয়নি,আমারে মা**র সময় তার মা মুচকি মুচকি হাসে আর পান গিলে.. মায়ের কাছে বলেও শান্তি পাই না, বলে তুই তোর ইচ্ছেতে গেলি আমরা কি করবো,আমার বাবার কড়া নিষেধ,আমাকে আর মেয়ে বলে দেখেনা।

আমার লেখাটি যদি আমার এলাকার অথবা আমার কাজিনদের মধ্যে কেউ দেখে থাকেন, প্লিজ আমার বাবা মায়ের কাছে পৌঁছে দিবেন।

বাবা মায়ের উদ্দেশ্যে কিছু কথা,
মা-বাবা আমি তো তোমাদেরই সন্তান তাইনা? ভুল করলে তো আমি করেছি,আমাকে ক্ষমা করে দাও🥺 আমি এখানে আর কিছুদিন থাকলে বাঁ*বো না, আমাকে বাঁ*চা*ও,ছোটবেলায় তো কত অন্যায় করেছি তোমরা কি তখন আমায় ক্ষমা কর নাই?হঠাৎ হঠাৎ করেই যে তোমাদের কোলে টয়লেট করে দিতাম তোমরা কি পানিতে ফেলে দিতে,?বলো মা.. ..
আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমি মানুষ ভেবে এক জানো**র এর কাছে এসেছি। আমাকে বাঁচাও মা বাঁচাও বাবা 😭😭🥺

এই লেখাটা ইনবক্সে দিয়ে,ওনার আর কোন খোঁজ নেই, লেখাটি ২৩ তারিখ রাত ২:৪০ এ এসেছে।
কালকে থেকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, বারবার ব্যর্থ হলাম ।

ওনার আইডির নাম ছিলো,(অবুঝ মনের কান্না)(

হাই গাইজ আপনার প্রিয়জনকে আমাদের পেজে টুশ করে  ইভাইট দিয়ে দিন😁😁আর আপনার না বলা কথা গুলা আমাদের লিখে পাঠান।আপনার হয়ে আমরা ...
27/06/2024

হাই গাইজ আপনার প্রিয়জনকে আমাদের পেজে টুশ করে ইভাইট দিয়ে দিন😁😁
আর আপনার না বলা কথা গুলা আমাদের লিখে পাঠান।

আপনার হয়ে আমরা প্রকাশ করে পৌঁছে দিব আপনার প্রিয়জনের কাছে।।

আমি আবারও চাই,বছর কুড়ি ৫০ পর তোমার সাথে আমার দেখা হোক!দেখা হোক তোমার সেই সুন্দর অপূর্ব রূপ।দেখা হোক মায়া ভরা কাজল কালো চ...
27/06/2024

আমি আবারও চাই,বছর কুড়ি ৫০ পর
তোমার সাথে আমার দেখা হোক!
দেখা হোক তোমার সেই সুন্দর অপূর্ব রূপ।
দেখা হোক মায়া ভরা কাজল কালো চোখ।

আমি দেখতে চাই আজও কি তুমি সাজো
খোঁপায় পরে বেলী,কানে লাল পদ্ম ফুল,আজও কি তুমি রাখো।
আমি দেখতে চাই তোমার সেই হাসিমাখা টোল পরা গাল
আজও কি চামড়া আগের মতই রাখো।

আমি দেখতে চাই বছর কুড়ি ৫০ পর
ভালোলাগা ভালোবাসায়!
নিজেকে কতটা ভালোবাসো।

আমি জানি, বছর কুড়ি ৫০ পেরিয়ে গেলে
সবই ভুলে যাবে তুমি,সবই ভুলে যাবে!
যৌবনের টগবগ থাকবে না তোমার গায়ে।

শুধু ভালোলাগা ভালোবাসা
এত টুকই থাকবে মনে।
শেষে চাইবে যত্ন করার মানুষ একজন
জন্মান্তরের জন্য তোমারই পাশে।

আমি দেখতে চাই বছর কুড়ি ৫০ পর
কে তোমাকে এতো আগলে রাখে।
আমি দেখতে চাই মুষলধারার বৃষ্টি
আজও কি তোমার নাম বলেই আসে।

কবিতা---আমি আবারও দেখতে চাই তোমাকে
বছর কুড়ি ৫০ পেরিয়ে গেলে।

কার্টেসি

আপনে কইলেন ভালোবাসলে মানাইয়া নিতে হয়। যে ভালোবাসে সে ছাইড়া যায় না, মানাইয়া নিয়া থাইকা যায়। তেল আর জল কোনদিন মিশ খায়না জা...
26/06/2024

আপনে কইলেন ভালোবাসলে মানাইয়া নিতে হয়। যে ভালোবাসে সে ছাইড়া যায় না, মানাইয়া নিয়া থাইকা যায়। তেল আর জল কোনদিন মিশ খায়না জানাবার পরেও আমি নিজেরে আপনের লগে মানাইয়া নিলাম তিল তিল কইরা।

আপনে আমারে কইলেন ভালোবাসা কখনো হিসাব কইরা হয়না, কাউরে ভালোবাসলে তার লাইগা বুকের ভিতরে এক সমুদ্র ভালোবাসা লইয়া তারে ভালোবাসতে হয়। আমি আপনেরে সমুদ্রের লাহান ভাইঙা চুইরা ভালোবাসলাম।

আপনে কইলেন গুরুত্ব না দিলে কঠিন লোহায়ও মরিচা ধরে। আমি তামাম দুনিয়া ছুইড়া ফালাইয়া আপনেরে আগে গুরুত্বের আসনে বসাইয়া মায়া করলাম।

নির্মুলেন্দু বাবু কইছিল, বাহির থেকে ধাক্কা দিয়ে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। আপনি যেনো নির্মুলেন্দু বাবুর লাহান অমন ক্লান্ত না হইয়া যান তার লাইগা আমি দরজার লগে কান পাইতা রাখলাম সারাক্ষণ। আপনার একটা ডাকেই যেন সাড়া দেওন যায়, খুইলা দেওয়া যায় মনের সদর দুয়ার।

হাজারটা অপমানের বদলে সামান্য মিষ্টি কথাতে গইলা গেছি, হাজারটা অপরাধের বিপরীতে ক্ষমা কইরা দিছি সহজেই, হাজার রাগ অভিমান ভুলে বারংবার সরল মনে বিশ্বাস কইরা গেছি, আপনে আমারে ভালোবাসেন।

এতকিছু করবার পরেও শেষমেশ আপনে আমার গোছানো জীবনটারে এলোমেলো কইরা সোজা চইলা গেলেন। আর আমি বুঝলাম, যারা একটু বেশী ভালোবাসার বিনিয়মে সামান্য ভালোবাসা চায়, আশ্রয় চায়। দিনশেষে তারা নিজেদের সর্বোচ্চ টুকুন দিয়াও ওই সামান্য ভালোবাসা টুকুনও পায় না। তারা যা পায় তা শুধুই অবহেলা আর অপেক্ষায়।
©post
শেষ চিঠি ツ

আপনাকে কেউ কখনো ভালো রাখবে না, রাখতে পারবেও না... যদি না আপনি আপনাকে ভালো রাখেন,আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু ভালো থা...
26/06/2024

আপনাকে কেউ কখনো ভালো রাখবে না, রাখতে পারবেও না... যদি না আপনি আপনাকে ভালো রাখেন,
আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার
মূলমন্ত্র-ই কেউ রপ্ত করতে পারি না... তাই তো হাজার পাওয়ার ভীড়েও না-পাওয়া গুলো নিয়ে ভু'গতে থাকি, পাওয়া গুলো নিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারি না;

আমরা যে যত ভালো থাকি... তার তত আরও ভালো থাকার নে'শা আমাদের ভালো না থাকার প্রধান কারণ,
আমরা যে যত পাই, তার আরও তত চাই, চাওয়া পাওয়ার বাহিরেও যে একটা জীবন আছে, দানেও যে সুখ আছে, কিছু কিছু না পাওয়াতেও যে সন্তুষ্ট হতে হয়, এসব আজকাল আমরা নব্বই শতাংশ মানুষ ভাবনাতেও আনি না, তাই তো আমরা কখনোই সন্তুষ্টি আদায় করতে পারি না, আর এটাই আমাদের মানব জীবনের সবচেয়ে বড় ব্য'র্থ'তা;

জীবন থাকলে সুখ যেমন থাকবে... তেমন দুঃ'খও থাকবে, উত্থান যেমন থাকবে তেমন প'তনও থাকবে, দুঃ'খ কিংবা প'তন এসব যদি না-ই থাকে তবে সুখের কিংবা জয়ের আনন্দ উপলব্ধি করবেন কি ভাবে! কখনো ভেবে দেখেছেন? জানি! হয়তো ভেবেই দেখেননি;

জানেন তো! মাছ, মাংস, ফ্রাইড রাইস, পোলাও ও ফাস্ট ফুড পছন্দের ও মুখরোচক খাবার হলেও... এগুলো কিন্তু আমরা কেউ-ই সব সময় খাই না, কারণ! সব সময় খাওয়াটা স্বাস্থ্যের জন্য ঠিক না, আবার অন্যদিকে নিরামিষ কিংবা শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সেটাও আমরা সব সময় খাই না, বা খেতে পারি না, কারণ মুখের টেস্টের পরিবর্তন ও স্বাস্থ্যের জন্য;

আর এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে,... ভালো - ম'ন্দ সবটার মধ্যেই কিছুটা হলেও ভালো দিক থাকে, আর ম'ন্দটার থেকে সে ভালো দিকটা খুঁজে বের করে সে ভালোটা গ্রহণ করার দ্বায়িত্ব আমাদেরটা আমাদেরকেই নিতে হবে;

ছোট এই জীবন হচ্ছে সুখ-দুঃখের পালাবদলের এক মঞ্চ... এখানে সুখ কিংবা দুঃ'খ কোনোটাই স্থায়ী না,
যেখানে আমি, আপনি, আমরা কেউ-ই স্থায়ী না সেখানে আমারা সুখ'কে স্থায়ীভাবে পেতে চাই, সে কারণেই আমাদের আর ভালো থাকা হয়ে উঠে না;

আমাদের ভালো না থাকার কারণ গুলোর মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে-- আমরা অন্যের দ্বারা ভালো থাকতে চাই, আমরা আশা করি কেউ একজন আমাদের ভালো রাখবে, ভালো-বাসবে, বাস্তবতায় যার কখনো প্রতিফলন ঘটে না;

মানুষই বড়ই স্বা'র্থ'ন্বে'সী প্রাণী... নিজ স্বা'র্থ ছাড়া কেউ এক চুলও নড়ে না, প্রয়োজনে-অপ্রয়োজনে তারা বহু গুণ আর চরিত্রের অধিকারী হয়, খুব সহজেই তারা অন্যদের আপন করে নেয়, আবার! স্বা'র্থ ফুরিয়ে যাওয়া মাত্রই দূরত্ব বাড়ায়, তাই ভালো থাকতে চেয়েও আর কারোর-ই ভালো থাকা হয়ে উঠে না;

কেউ কেউ ঠ'কিয়ে মানসিক অ'শান্তিতে নিজের বিবেকের কাছে ভালো থাকতে পারে না... কেউ কেউ ঠ'কে গিয়ে বিশ্বাসের কাছে পরাজিত হয়ে ভালো থাকতে পারে না, বেলা শেষে ঠ'কে যাওয়া আর ঠ'কানো উভয়ের কারোরই ভালো থাকা হয় না;

দিন শেষে ভালো থাকতে চাইলে... নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিন, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালো রাখার আগে নিজেকে ভালো রাখুন, অন্যের কাছে প্রত্যাশা করা ছেড়ে দিন,
(কার্টেসি)

লোকে বলে, “তুমি ভালো নাকি খারাপ এটা চারপাশের মানুষই তোমায় বলে দিবে।আমি এসব কথায় এক মত হতে পারি না। কারণ নিজের চেয়ে নিজেক...
26/06/2024

লোকে বলে, “তুমি ভালো নাকি খারাপ এটা চারপাশের মানুষই তোমায় বলে দিবে।

আমি এসব কথায় এক মত হতে পারি না। কারণ নিজের চেয়ে নিজেকে আর কে বা বেশি চিনে? কেউ নাহ্। কেউ যেমন তোমার ভেতরে থাকা দুঃখগুলো জানতে পারে না কোনোদিন, ঠিক তেমনি তুমি ভালো নাকি খারাপ এটাও তোমার চেহারা দেখে বলে দেওয়ার উপায় থাকে না তাদের হাতে।

বাহ্যিক আচরণ? উঁহু, এটাও ভুল উপায় আসলে। কারণ মানুষ মুখোশ পরতে ভালোবাসে। সে যেমন তার বুকের ক্ষত মুখের হাসি দিয়ে ঢেকে রাখতে পারে, তেমনি ভালো মুখোশ দিয়ে ভেতরের প'শুত্বটাকেও আড়াল করতে পারে। কী লাভ দিনের আলোয় ভালো হয়ে রাতের আধারে কালো হয়ে যাওয়ায়! যে কালোতে সবার ভয়। তাহলে কীভাবে বাহ্যিকতা দিয়ে পুরো মানুষটাকে যাচাই করা যায়? এটা তেমন, যেমন একটা প্রচলিত প্রবাদ আছে, “চকচক করলেই সোনা হয় না।”

“তুমি কেমন?”
এ প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। যদি খুঁজে না পাও। তবে আমি বলবো আয়নার সামনে দাঁড়াও ঠান্ডা মাথায়। দীর্ঘ একটা শ্বাস নিয়ে আয়নায় থাকা তুমিটাকে প্রশ্ন করো। যদি মাথা নিচু না হয়, তবে দেখবে প্রশান্তিতে তোমার মুখে হাসি চলে এসেছে। আর যদি নিচু হয়ে যায়, তবে বুঝবে এখনোও অনেক পথ বাকি। যে পথের পুরোটাই নিজেকে শুধরে নেওয়ার যু'দ্ধ করে যেতে হবে তোমায়।
আর যেদিন তুমি এ যুদ্ধে জিতে যাবে সেদিন আপনা আপনি তোমার ঠোঁটেট কোণে এক চিতলে হাসির রেখা স্পষ্ট হবে।

#প্রাক্তন

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাক্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Rajshahi

Show All