Live in Canada

Live in Canada আমি কাজী হালিমা আফরীন। আমার কানাডিয়ান জীবনের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় আপনাদের জন্য শেয়ার করি।
(2)

02/02/2025

কামডা কে করলেন!

কানাডায় ওপেন ওয়ার্ক পারমিটের পরিবর্তন!ওপেন ওয়ার্ক পারমিট মানে আপনি যে কোনো emplyoyer এর অধিনে কাজ করতে পারবেন। কানাডার স...
01/02/2025

কানাডায় ওপেন ওয়ার্ক পারমিটের পরিবর্তন!

ওপেন ওয়ার্ক পারমিট মানে আপনি যে কোনো emplyoyer এর অধিনে কাজ করতে পারবেন।

কানাডার সরকার আবার অপারেশন চালিয়ে ওপেন ওয়ার্ক পারমিট কাটছাঁট করেছেন। সেটা কার্যকর হয়েছে ২১ জানুয়ারি ২০২৫ থেকে।

এই পরিবর্তনে যারা পড়বেন তারা হলেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ফরেন ওয়ার্ক এবং তাদের ফ্যামিলি মেম্বার।

স্টুডেন্ট: আগেই ঘোষণা দেওয়া হয়েছে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা ডিপ্লোমা স্টুডেন্ট তাদের স্পাউসরা কোনো ওপেন ওয়ার্ক পারমিট পাবেন না। তবে যারা মাস্টার্স ও পিএইচডি স্টুডেন্ট তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। এটা ছিল পূর্ব ঘোষণা।

এখন বর্তমানে নতুন ঘোষণায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এক বছরের মাস্টার্স ডিগ্রিধারীদের স্পাউসরা কোনো ওপেন ওয়ার্ক পারমিট পাবেন না। কোর্স হতে হবে ১৬ মাসের বা তার বেশি। ধরেন দুই বছরের।

তবে পিএইচডি ডিগ্রিধারীদের স্পাউসরা এখনো পাবেন।

কেন এই পরিবর্তন করা হয়েছে: কারণ ঐ যে একটাই কথা। হাইলি স্কিলড ডিমান্ড। লম্বা কোর্সে স্টুডেন্টরা এ্যাডভান্স কোর্সে পড়তে পারেন আর পড়ার পর তারা যেন প্রফেশনাল কিছু করে দেশের অর্থনীতিতে সাহায্য করতে পারেন।

ফরেন ওয়ার্কার: যারা জব অফার নিয়ে কানাডায় এসেছেন বা আছেন তাদের স্পাউসদেরও ওপেন পারমিটে শর্ত দেওয়া হয়েছে।

যদি কোনো ফরেন ওয়ার্ক যিনি প্রাইমারি এপ্লিক্যান্ট তার পেশা থাকে নিচের নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মধ্যে:

যেমন; TEER 0 (Management)

TEER 1 (Professional)

Select TEER 2 or 3 occupations, especially in high-demand sectors such as:

Healthcare: Nurses, medical technologists, and caregivers.

Construction: Electricians, plumbers, and heavy equipment operators.

Education: Teachers, academic assistants, and early childhood educators.

উপরের যে ফিল্ডগুলোর কথা বলা হলো একজন ফরেন ওয়ার্ক যদি এসব ফিল্ডে কাজ করেন তাহলে তার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। না করলে পাবেন না।

এটাই কিন্তু শেষ কথা না। আরো কথা আছে। সেটা আবার কী?

সেটা হলো উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি শুনুন।

উদাহরণ : আপনি হলেন করিম। করিমের স্পাউস লুনা। করিম তিন বছরের ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন এবং লুনা স্পাউস হিসেবে ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছেন কারণ করিম উপরে উল্লেখিত ফিল্ডে কাজ করছেন। কিন্তু করিমের যদি ওয়ার্ক পারমিট ১০ মাস বাকি থাকে লুনা আর ওয়ার্ক পারমিট পাবেন না।

আমার এক ইন্ডিয়ান কলিগ ওপেন ওয়ার্ক পারমিটে কাজ করছে ফরেন ওয়ার্কের স্পাউস হিসেবে।

তাকে আমি সকালে মেসেজ দিয়ে বলেছি, তুমি কী জানো এসব সিস্টেম হয়েছে? সে এখনো উত্তর দেয় নি।

যেহেতু এই সিস্টেম চালু হয়েছে তাই তার এর আওতায় পড়ার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়।

আমার কিছু কথা: উপরের কাজের ফিল্ডগুলো খেয়াল করেন। সবগুলো স্কিল্ড ওয়ার্কের ওকুপেশন।

কেউ কেউ তো বলবেন ইমিগ্রান্টদের কানাডার সরকার কামলা কাটাচ্ছে। তো সরকার কী আপনার জোর করে নিয়ে এসেছে?

আর আপনার যদি ট্রুডোর জবের যোগ্যতা না থাকে তাহলে ফেডারেল মিনিস্ট্রিতে কাজ করবেন কীভাবে? না, আপনি চান সরকার আপনার বসিয়ে মানি দেবে? যদিও অনেকেই বসেই সোস্যালে আছেন।

সুতরাং ওয়ার্ক পারমিটে আপনি নির্দিষ্ট জবের জন্য আসলে এদেশে সুবিধা পাবেন। স্পাউস ওয়ার্ক পারমিট পাবেন। আপনি PRও পাবেন।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।

ফেব্রুয়ারি ১, ২০২৫

আমরা বড়োদের জন্য তো শেয়ার করি কী ধরণের ব্রেকফাস্ট শরীরের বিভিন্ন উপকারে আসতে পারে। কিন্তু এই ব্রেকফাস্টটা হলো আমিমার জন্...
01/02/2025

আমরা বড়োদের জন্য তো শেয়ার করি কী ধরণের ব্রেকফাস্ট শরীরের বিভিন্ন উপকারে আসতে পারে।

কিন্তু এই ব্রেকফাস্টটা হলো আমিমার জন্য। সকালে সে যখন স্কুল ও মাদ্রাসাতে যায়, আমি এই ব্রেকফাস্টটা তৈরি করে তাকে খাইয়ে দিই।

সে নিজে খেলে সময় লাগে বেশি তাই আমি হেল্প করে দিই। একটু ফান করি এভাবে 'দেখি কতো দ্রুত ট্রেন যায় দেখি' ইত্যাদি বলে খাওয়াই দিই আরকি।

একটা সেদ্ধ ডিম ও smoothie.
Smoothie রেসিপি তো আগেই বলেছি। দুধ, oat ও আপেল। পরিমাণ আন্দাজ মতো নিলে হবে।

এই ব্রেকফাস্ট খেয়ে মাদ্রাসায় গেছে সে একটু আগে। আজ শনিবার। ছুটির দিন। শীত এই মুহূর্তে মোটামুটি বেশ ভালোই। ফিল লাইক -21 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে।

আমারও ব্রেকফাস্ট ঐ একই।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।

কানাডায় আরো যে সব করা যায়!কানাডায় বিভিন্ন রকম জবের কথা আমি আপনাদের সঙ্গে উল্লেখ করেছি আগে। আরেকটা জব আছে। যেটা অনেকেই কর...
31/01/2025

কানাডায় আরো যে সব করা যায়!

কানাডায় বিভিন্ন রকম জবের কথা আমি আপনাদের সঙ্গে উল্লেখ করেছি আগে। আরেকটা জব আছে। যেটা অনেকেই করেন। সেটা হলো স্কুল বাস অপারেটর। এই কথা শুনে গেল তো আপনার নাকটা কুচকে? বলতেছেন মনে মনে 'এ ম্যা এই চাকরি মানুষ করে? দরকার নেই কানাডায় যাওয়ার এসব কাজ করতে" নানা কিছু আপনারা ভাবতে পারেন, বলতেও পারেন।

আবার আরো কিছু মানুষ বলে উঠবেন এসব জব suitable না।

সে আপনারা যাই ভাবুন , আপনাদের এ ব্যাপারে কিছু ইনফরমেশন জানিয়ে রাখছি। মনে রাখবেন জগতে কোনো কাজ মায়ের হাতে চোখ বুঝে ভাত খাওয়ার মতো suitable বা সহজ না।

আচ্ছা এখন বলতেছি। অন্টারিও প্রভিন্সের কথা বলি। অন্য প্রভিন্সে একই রকম হতে পারে বা একটু ভিন্ন হতে পারে।

প্রথমে যেটা বলে নিচ্ছি সেটা হলো কানাডায় যে কোনো গাড়ি চালানোর জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে এক ধরণের লাইসেন্স দিয়ে সব গাড়ি চালানো যাবে না।

স্কুল বাস অপারেটর চাকরি অনেকেই করেন। আমার পরিচিত কয়েক জন বাঙালি আপা স্কুল বাস অপারেটরের কাজ করছেন। আজকেও একজন আপার সঙ্গে আমার ভোর সাড়ে ছয়টার সময় কথা হলো। উনার বাড়ি আমাদের বাড়ির পাশেই। উনি যাচ্ছিলেন কাজে মানে বাসের কাছে। বাসগুলো স্কুলের ক্যাম্পাসে দাঁড়ানো থাকে। অপারেটররা বাসের কাছে গিয়ে বাসটা রেডি করেন। তারপর গাড়ি নিয়ে চলে যান স্টুডেন্ট পিক-আপ করতে। এটা সকালে দুই ঘণ্টার কাজ। আবার স্কুল ছুটি হলে স্টুডেন্ট ড্রপ-অফ করতে যেতে হয়। বিকেলে দুই ঘণ্টার কাজ।

এই চাকরির বেতন দেওয়া হয় প্রভিন্সির মিনিমাম ওয়েজে।

তবে স্কুল বাস অপারেটরের কাজ করতে হলে আপনাকে অনেক দায়িত্বশীল হতে হবে। সব কাজেই তো হতে হয়।

এই চাকরি করতে যা থাকতে হবে আপনার:

সর্বপ্রথম আপনার লোকাল বাস কোম্পানিতে আবেদন করতে হবে তারপর তাদের ট্রেনিং নিতে হবে। ইন্টারনেটে জানা যাবে বা কোম্পানিই বলে দেবে কীভাবে বা কী ট্রেনিং নিতে হবে। এছাড়া যা লাগবে তা হলো;

Be at least 21 years old

Have a valid driver's license

Have a clean driving record

Have a high school diploma or equivalent

Pass a vision test

Submit a valid medical report

Pass a Criminal Record and Judicial Matters (CRJM) Check

Have a Vulnerable Sector Check (VSC)

স্কুল বাস অপারেটরের জন্য লাইসেন্স লাগবে ক্লাস B ও ক্লাস E.

যাই হোক, এই কাজটা মূলত স্কুলের বাচ্চাদের পিকিং-আপ- ড্রপ-অফের কাজ। আপনি যদি স্কুল বাস অপেরেটরের লাইসেন্স অর্জন করতে পারেন তাহলে আপনিও এই জব করতে পারবেন।

কানাডায় কোনো কাজের কোনো বাঁধা নেই। কাজ মানে কাজ। আর এসব কাজগুলো আমার কাছে খুবই স্মার্ট কাজ মনে হয়। সিটির পাবলিক বাস অপারেটর হতে আমার খুব ভালো লাগে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।

জানুয়ারি ৩১, ২০২৫

কানাডার মেট্রিক পরীক্ষা!একবার ভাবুন দেশে যখন আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম তখন কী মনে হতো? একটা বিশাল কিছু ঘটতে যাচ্ছে ...
30/01/2025

কানাডার মেট্রিক পরীক্ষা!

একবার ভাবুন দেশে যখন আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম তখন কী মনে হতো? একটা বিশাল কিছু ঘটতে যাচ্ছে এমনটাই মনে হতো। পরিবার-পরিজনদের মধ্য টানটান উত্তেজনা, বাবা-মায়ের ঘুম হারাম, পরীক্ষার ক্যান্ডিডেটদের পড়তে-পড়তে জ্ঞান হারানো উপক্রম আরো কতো কী। তারপর তো আছে পরীক্ষার হলে পরীক্ষার্থীর সঙ্গে যাওয়া অসংখ্য ফ্যামিলি মেম্বার, বাবা-মা পরীক্ষা শুরু থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত পরীক্ষার হলের গেইটের সামনে বসে থাকা বাধ্যতামূলক বলা যায়। সবকিছু মিলিয়ে দেশে ছেলেমেয়ের মেট্রিক পরীক্ষা মানে জীবনের প্রথম ইতিহাস শুরু।

এবার দেখা যাক কানাডার মেট্রিক পরীক্ষা কেমন। অনেকেই তো সচকিত হয়ে গেছেন শুনে 'ওমা কি বলে কানাডায় মেট্রিক পরীক্ষা হয় নাকি?"

না হয় না। তবে হিসেবটা মেলাতে হবে। কানাডায় গ্রেড টেন হলো দেশের মেট্রিক পরীক্ষার সমমান। পার্থক্য হলো দেশে মেট্রিক পরীক্ষা পাশের পর একটা সার্টিফিকেট দেওয়া হয়। এখানে গ্রেড টেন পাশের পর কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা দেওয়া হয় না।

ইলেভেন ও টুয়েলভ হলো এইসএসসি পরীক্ষার সমমান। মানে এদেশে স্টুডেন্টরা টুয়েলভ গ্রেড পাশ করার পর তারা হাই স্কুল ডিপ্লোমা বা সার্টিফিকেট পায়। তারপর তারা মেধা অনুযায়ী কলেজে বা ইউনিভার্সিটিতে যায়।

ধরেন এদেশের টেন গ্রেড হলো মেট্রিক পরীক্ষা। এবার বলি গ্রেড টেন বা ইলেভেন টু টুয়েলভ কীভাবে পরীক্ষা হয়।

টেনেরটা বলি প্রথমে যেহেতু আমার বড়ো মেয়ে বর্তমানে গ্রেড টেনে আছে।

তো প্রত্যেকটা গ্রেডে দুইটা করে সেমিস্টার আছে। একেকটা সেমিস্টারে চারটার মতো সাবজেক্ট আছে। কিছু ম্যান্ডেটরি আর দুই-একটা নিজের পছন্দ মতো নেওয়া যায়। আগেই সাবজেক্ট পছন্দের লিস্ট স্কুলে সাবমিট করতে হয়। ক্রাইটেরিয়া অনুযায়ী পারমিটেড হয়।

আমার মেয়ে যেহেতু গ্রেড টেনে তার টেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে এই সপ্তাহে। পরপর তিনদিন তিনটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে। একটা সাবজেক্টের পরীক্ষার বদলে assignment, টেস্ট, কুইজ এসবের ওপর ভিত্তি করে ক্রেডিট দেওয়া হয়েছে। একেকটা পরীক্ষার সময় হলো দুই ঘণ্টার বেশি।

কী আশ্চর্য দেখেন, পরপর চারদিন পরীক্ষা হলো এবং সে পরীক্ষা শেষ হয়েছে বুধবারে। গতকাল বৃহস্পতিবার ছিল। গতকালই তার প্রথম সেমিস্টারের রেজাল্ট দিয়ে দিয়েছে। কোনো কালক্ষেপন নেই।

অথচ সে এতগুলো পরীক্ষা দিল নিজেই পড়েছে, নিজেই সবকিছু করেছে। একাই স্কুলে যাওয়া-আসা সব নরমাল। দেশের সেই মেট্রিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ হলেও, নেই কোনো চরম মাত্রার উত্তেজনা। অবশ্যই আছে তার রেজাল্ট কেমন হবে, কতো পাবে একেকটা বিষয়ে সেসব জানার আগ্রহ ও অপেক্ষা।

যাই হোক, গতকাল সে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরে আমাকে তার রেজাল্টটা ইমেইল করে দিয়েছে।

" Mama, this is my marks for semester one:

math 97%, science 98%, English 99%, Technology 100%. I got 99% on my math exam."

এখানে একটু বলি। সে অংকে 97% per cent পেয়েছে এটা ওভারালে। ম্যাথে individual and group ওয়ার্ক দুইটোই থাকে assignment এর বেলায়। গ্রুপের ওয়ার্কে 96 এর মতো ওঠে তার গ্রুপে। কিন্তু individual এ সে সব সময় 99-100% পায়। তো দুটো মিলে ওভারালে 97% এর মতো দাঁড়িয়েছে।

এদেশে ইউনিভার্সিটিতে চান্স হয় গ্রেড ইলেভেন ও টুয়েলভের রেজাল্ট ও extracurriculars ওপর নির্ভর করে।

এখানে দুটো বিষয় আছে। এক, কেউ যদি গ্রেড ইলেভেনে অনেক ভালো করে বা ধরেন আমার মেয়ের রেজাল্টের মতোও হয়, তাহলে স্টুডেন্টরা গ্রেড ইলেভেনর রেজাল্ট নিয়ে গ্রেড টুয়েলভ গ্রেডের প্রথমে বর্ষেই ইউনিভার্সিটির জন্য আবেদন করতে পারবে। একে বলে early acceptance. কোনো কোনো ইউনিভার্সিটি বিশেষ কোনো বিষয়ের জন্য early acceptance এর জন্য গ্রেড টুয়েলভের কিছু রেজাল্টও দেখতে চায়।

আর যারা গ্রেড ইলেভেনে ভালো করতে পারবে না তারা টুয়েলভে ভালো করতে পারলেও ইউনিভার্সিটিতে চান্স পাবে।

আমার মেয়ে চেষ্টা করবে গ্রেড 11 রেজাল্ট দিয়ে আবেদন করার। টুয়েলভও দরকার হবে ।

University of Toronto এবং The University of Waterloo এই দুটোতে সর্বোচ্চ নম্বর না থাকলে চান্স পাওয়া যায় না। Very difficult. 90-100% স্কোর থাকলে সম্ভাবনা থাকে। তবে সাবজেক্ট বুঝে percentage এদিক-ওদিক হতে পারে। Engineering, life science ইত্যাদিতে সর্বোচ্চ রেজাল্ট দেখাতে হবে।

আমার মেয়ে University of Waterloo পছন্দ করে U of T'র চেয়ে। দেখা যাক গ্রেড ইলেভেনে কেমন করে সে। সে French immersion এর স্টুডেন্ট। French immersion এ থাকলে দুই ভাষার জন্য ভবিষ্যতে চাকরির জন্য ভালো হবে এটাই ধারণা করা হচ্ছে। তার গ্রেড টেনের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু আজ থেকে। শেষ হবে মে-জুনের দিকে। স্কুল ছুটির আগেই রেজাল্ট পাবে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
জানুয়ারি ৩০, ২০২৫

কানাডায় কীভাবে ডিগ্রি ছাড়াও বেশি বেতনে চাকরি করা যায়!এটা সত্য যে ইউনিভার্সিটি ডিগ্রি ও পূর্ব অভিজ্ঞতা ছাড়া উচ্চ বেতনের ক...
29/01/2025

কানাডায় কীভাবে ডিগ্রি ছাড়াও বেশি বেতনে চাকরি করা যায়!

এটা সত্য যে ইউনিভার্সিটি ডিগ্রি ও পূর্ব অভিজ্ঞতা ছাড়া উচ্চ বেতনের কাজ পাওয়া যায় না। কিন্তু এসব ডিগ্রি ছাড়াও ভালো ইনকাম করার সুযোগ রয়েছে।

আমি বেশ কিছু হাই-পেয়িং জবের নাম উল্লেখ করতেছি যেগুলোতে কানাডিয়ান হাইয়ার ডিগ্রি না হলেও চলবে। এসব জবের নাম আপনারা গুগলে সার্স করলেই বিস্তারিত জানতে পারবেন। তবে একটা জব নিয়ে আলোচনা করব শেষে।

হাই-পেয়িং কিছু জবের মধ্যে আছে:

# 1 Miners: Salary: $127,840 CAD per year
এটা transportation pathways রিলেটেড জব।

এই জবের জন্য ব্যাচেলর ডিগ্রি দরকার নেই। হাই স্কুল ডিপ্লোমা হলেই চলে।

# 2 plumbers Salary : $72,099 per year.

এটা সবাই জানেন কী ধরণের কাজ। হাই স্কুল বা সমমানের অথবা apprentice program হলেও চলবে। এটা নিয়ে পরে বলছি কিছু।

#3 Landscape technician. Salary: $88, 691 CAD per year.

এটার জন্য অনেকেই কলেজ ডিপ্লোমা নেয় landscaping এর ওপর।

#4 Police officer: Salary: $89,850 CAD per year.

মিনিমাম যোগ্যতা হাই স্কুল ডিপ্লোমা বা সমমানের এবং ট্রেনিং।

# 5 Firefighter : Salary: $175,259 CAD per year.

এটার জন্য অনেকের আছে সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা বা সমমানের যোগ্যতা এবং সার্টিফিকেশন ইন ফার্স্ট এইড। প্রভিন্স অনুযায়ী ডিপেন্ড করে।

#6 Executive chef: $73,380 CAD per year.

কোনো ডিগ্রির দরকার নেই তবে নিতে হতে পারে chef train at a culinary স্কুল অথবা apprenticeship program এর ভর্তি হওয়া লাগতে পারে।

আরো অনেক আছে। যেগুলো ইউনিভার্সিটি ডিগ্রি ইভেন ডিপ্লোমাও লাগে না।

এখন একটু বলি plumbing সম্পর্কে একটু বলি। আমার পরিচিত একজন বাঙালি ছেলে আছে সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় এসেছিল অনেক দিন আগে। এখানে এসে plumbing নিয়ে পড়েছে। তার PR হয়ে গেছে অনেক আগেই। আগে অবশ্য একটু সহজ ছিল।

যাই হোক সে এই লাইনে প্রচুর ইনকাম করতেছে। মোট কথা হলো তার ডেডিকেশন আছে কাজ করার। নাক উঁচু সিকায় বেঁধে রাখলে বিদেশ বিভুঁই তাদের জন্য না সোজা কথায়।

ঐ ছেলেকে আমি যখনই ডাকি সে সময় মেনেজ করে চলে আসে। "আমি আসতেছি আপু"। অথচ সে কিন্তু অনেক বিজি। কয়েকটা প্রজেক্টের কাজ করে সব সময়ই।

আমার কানাডিয়ান দম্পতি যে টেন্যান্ট সেদিন সাত-সকালে ইমেল দিয়েছে তাদের একটা জিনিস কাজ করতেছে না। আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত ওটা পাল্টিয়ে দেব। চলে গেলাম home depot এ। সেখান থেকে জিনিসটা কিনলাম। গাড়িতে করে এনে টেন্যান্টের বাসায় নিয়ে গেলাম। তার আগে ঐ ছেলেকে মেসেজ দিয়েছি আসার জন্য। তার অন্য জায়গায় appointment ছিল। তাও সে চলে আসল আমি ডেকেছি তাই। অনেক কৃতজ্ঞ তার ওপরে। কারণ plumber দের ডাকলে তাদের schedule এর ওপর নির্ভর করতে হয়।

যাই হোক সর্বোচ্চ চল্লিশ মিনিটের মতো লাগল installation করতে। আমি বললাম কতো দেব? সে বলল, "আপু, দেওয়ার দরকার নেই।" আমি বললাম রেটটা বলেন জাস্ট। তারপর বলল, ঠিক আছে $150 cad দেন। আমি তাকে পুরো $200 cad দিলাম। সে সব সময় বাড়তি নিতে চায় না। আমি প্রত্যেকেই বাড়তি দিই বাঙালিদের। হোক সেটা $50 বা $100 cad বেশি।

যাই হোক আমি যেটা বোঝাতে চাচ্ছি এই যে দেখুন মাত্র চল্লিশ মিনিটে $150 বাড়তিটা নাই ধরলাম এটা কী কম?

তারপর তো আরো কাজ থাকেই। আপনি সিটিতে চাকরি করতে পারেন অথবা অন্য কোম্পানিতে অথবা ব্যক্তিগত বিজনেস দিতে পারেন আপনার ইচ্ছে।

যে কোনো কাজ করার জন্য আপনার দরকার ডেডিকেশন, ইচ্ছে-আগ্রহ, চেষ্টা ও পরিশ্রম।

কানাডায় প্রতিষ্ঠিত হওয়ার অনেক উপায় আছে। যদিও বর্তমানে অনেক বেশি চ্যালেঞ্জিং ফেস করতে হচ্ছে। তারপরেও সম্ভাবনা সবসময়ই থাকবে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
জানুয়ারি ২৯, ২০২৫

29/01/2025

এ যেন সিনেমাকেও হার মানিয়েছে!

কানাডায় "Canada is not for sale" হ্যাট রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা!আপনারা সবাই জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ক...
28/01/2025

কানাডায় "Canada is not for sale" হ্যাট রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা!

আপনারা সবাই জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে আমেরিকার 51 state বানাতে চেয়েছে।

এই মন্তব্যে কানাডার ফেডারেল সরকার ও প্রভিন্সিয়াল সরকারসহ বিরোধী দলগুলোর পাল্টা মন্তব্যও উঠে এসেছে। এরই প্রেক্ষিতে অন্টারিও'র প্রিমিয়ার ডাগ ফোর্ড একদিন Fox news কে ইন্টারভিউ দেন। ঐ ইন্টারভিউয়ে জনাব ফোর্ড বলেছিলেন " Canada is not for sale."

এদিকে ফোর্ডের এই উক্তি শুনে অটোয়া-বেইজড মার্কেটারের দুইজন অনুপ্রাণিত হোন। তারা হলেন Liam mooney and Emma Cochrane. এই দুইজন স্বপ্ন দেখেন তারা ফোর্ডের Canada is not for sale এই উক্তির লোগো দিয়ে হ্যাট বানাবেন। তো তারা সেটা তৈরি করেন। অর্থাৎ হ্যাটের সামনে লোগোটা দেওয়া হয়েছে।

এই হ্যাট পরে স্বয়ং ফোর্ড প্রধানমন্ত্রী ট্রুডোর মিটিংয়ে আসেন। আর তখনই হ্যাট ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে দশ হাজারেরও বেশি অর্ডার আসে। তখন চারিদিকে শুধু "Canada is not for sale" হ্যাটের চাহিদা পড়ে যায়। দাম $40 CAD পর্যন্ত রাখা হয়।

কিন্তু ঘটনা হলো যে, কানাডায় ফুললি এই হ্যাট ম্যানুফ্যাকচার করা অনেক ব্যয়বহুল।

এ ধরণের হ্যাটকে বলা হয় বল হ্যাট। জানা যায় যে কানাডায় মেড করা অনেক খরচের ব্যাপার তাই মোস্টলি এসব বল হ্যাট কানাডায় রপ্তানি করছে বাংলাদেশ, ভিয়েতনাম ও চায়না থেকে।

সুতরাং বাংলাদেশ যদি এই মুহূর্তে "Canada is not for sale" লোগো দেওয়া হ্যাট কানাডায় রপ্তানি করতে পারে তাহলে বিশাল আকারে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।
এখন আপনারা জিজ্ঞেস করবেন কীভাবে রপ্তানি করা যায়?

সত্যি কথা বলতে আমি রপ্তানি-আমদানির কৌশল এতটা বুঝি না। তবে যেসব কোম্পানি আগে থেকেই কানাডায় বল হ্যাট রপ্তানি করে আসতেছে তারা যদি এই ট্রেন্ডে 'Canada is not for sale' লোগো দিয়ে হ্যাট বানিয়ে কানাডায় পাঠিয়ে দেয় তাহলে অনেক ভালো হবে। মানুষ কম দামে কিনতে পারবে। বিক্রি বেশি হবে। বাংলাদেশের নাম হবে। সবাই দেখবে Canada is not for sale হ্যাট মেড ইন বাংলাদেশ।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
জানুয়ারি ২৮, ২০২৫

28/01/2025

কানাডার ওয়াটার ডগ। বৈচিত্র্যময় জীবনযাপন! জীবনের শেষ প্রান্তে এসে যেভাবে চলতে হচ্ছে।

লাইসেন্স পাওয়ার আনন্দ!আমার husband একজন বাঙালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ওনার কর্মস্থলে হায়ার করেছিলেন বছরখানিক আগে হবে...
27/01/2025

লাইসেন্স পাওয়ার আনন্দ!

আমার husband একজন বাঙালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ওনার কর্মস্থলে হায়ার করেছিলেন বছরখানিক আগে হবে। ছেলেটা দুইবছরের মতো হবে এসেছে কানাডায় টরন্টোতে। সে কাজ খুঁজতে গিয়েছিল ওখানে তো আমার husband তাকে পছন্দ করেন ও হায়ার করেন। ছেলেটা সেই থেকে অটো সেকশনে কাজ করে যাচ্ছে। সে কিছুই জানত না প্রথমে। ধরতে গেলে আমার husband তাকে একেবারে হাতে ধরে ধরে শিখিয়েছেন। প্রত্যেকটা বিষয় বুঝিয়েছেন।

ছেলেটাও খুব ভালো, কর্মঠ ও অতীব ভদ্র। তার মধ্যে সম্ভাবনা আছে। অনেকেই কাজ পাওয়ার পর ধরে রাখতে পারে না। যাই হোক এই ছেলেটা এখন খুব দক্ষ হয়ে গেছে বলা যায়। মানে তার দায়িত্ব অনুযায়ী সে সবকিছু ঠিকঠাক মতো করতে পারছে আলহামদুলিল্লাহ।

এই ছেলেকে আমার husband যখন হায়ার করেন তখন কিন্তু তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। অটো সেকশনে কাজ করতে হলে গাড়ি চালানো শেখা থাকা ভালো। তো আমার husband ঐ ছেলেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য তাকে অনুপ্রাণিত করেন। তারপর সে জয়েন করার আগেই ড্রাইভিংয়ের প্রথম পরীক্ষা লিখিত যেটা ওটাকে G1 বলে সেটা দিয়ে পাশ করল।

তারপর সে বাঝে মাঝে লেসন নিয়েছে G2 পরীক্ষা দেওয়ার জন্য। দুইদিন আগে G2 পরীক্ষা দিয়ে এক চান্সে সে পাশ করেছে। গিয়েছিল সে শহর থেকে একটু দূরে। পাশ করার সঙ্গে -সঙ্গে সে আমার husband কে মেসেজ দেয়। বলে "স্যার আমি পরীক্ষায় পাশ করেছি। আপনি বলেছিলেন আমি পাশ করলে মিষ্টি খাওয়াবেন। কবে খাওয়াবেন স্যার?

উনি তো বাসায় এসে বললেন, "আমাকে মিষ্টি কিনতে যেতে হবে ছেলেটা G2 পরীক্ষায় পাশ করেছে"

আমি মনে করলাম মিষ্টি তো খাওয়া যাবেই। তারজন্য কিছু রান্না করি লাইসেন্স পাওয়া উপলক্ষে।

সেইজন্য কিছু রান্না করেছি গতকাল। কারোর জন্য রান্না করতে
গেলে তো খুব একটা ভালো হয় না। কিন্তু ভাগ্যচক্রে সবগুলো রান্নার স্বাদ ও ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ। ঢেঁরস কুচি করে আলু কুচি দিয়ে ভাজি করেছি। সাদা ভাত রান্না করেছি যেন সব কিছু দিয়ে খাওয়া যায়। সঙ্গে আছে মাছের ঝোল, দুই পদের চিকেন, সালাদ, ডিজার্ট ইত্যাদি।

আমার husband কাজ থেকে আসা মাত্র সবকিছু গুছিয়ে নিয়ে তাকে দিতে গেলাম। সে অনেক ধন্যবাদ জানালো খুব করে। আমি বললাম, তুমি লাইসেন্স পেয়েছ বলে আমি অল্প কিছু রান্না করে নিয়ে এসেছি। সে খুব খুশি হলো। তখন সে বলল, "একমাত্র স্যারের কারণে আমার এই লাইসেন্স পরীক্ষা দেওয়া হয়েছে। উনিই আমাকে অনেক করে অনুপ্রাণিত করেছিলেন। সেইজন্য পরীক্ষাটা দেওয়া হয়েছে। তা নাহলে আমি এখনো তিন বছর পরে দিতাম।"

আমি জানতে চাইলাম তোমার লেখাপড়া কেমন হচ্ছে। সে বলল ভালো। আমি বললাম তুমি তো জান অনেকেই ওয়ার্ক পারমিট পাবে না। তুমি পাবা তো? সে বলল, "জি আন্টি আমি পাব ইনশাআল্লাহ। কারণ আমি যে বিষয়ে প্রথমে পড়তে এসেছিলাম সেটা আমি চেঞ্জ করে অটোমোটিভে পড়ব।" সে যে কলেজে পড়ে সেখানে অটোমোটিভ টেকনিশিয়ান কোর্স আছে।

কিছুদিন আগে নিয়ম করেছে সরকার কোনো প্রতিষ্ঠান চেঞ্জ করা যাবে না। বদল করলে ফের ওয়ার্ক পারমিট নেওয়া লাগবে।সে যেহেতু কলেজ চেঞ্জ করছে না শুধু বিষয়টা চেঞ্জ করতেছে তাই কোনো সমস্যা হবে না।

এখন যখন সে অটোমোটিভ পড়বে এই বিষয়টা study of field এর মধ্যে আছে। আর যখন পড়া শেষ হবে তখন সে ওয়ার্ক পারমিট পেয়ে যাবে। তারপর সে তো এখন পার্ট টাইম কাজ করছে। ওয়ার্ক পারমিট পেলে সে ফুলটাইম কাজ করতে পারবে। তারপর এক বছর কাজ করার পর express entry পুলে ফাইল সাবমিট করবে। যেহেতু সে skilled trade এ কাজ করবে সেহেতু তার PR এর জন্য ইনভাইটেশন আসবে ধারণা করা যায়।

আমি কিন্তু সেই শুরু থেকেই সবাইকে বলে যাচ্ছি যারা এখনো পড়তেছে তাদের কোর্স যদি study of field এর মধ্যে না পড়ে তাহলে চেঞ্জ করে ফেলা দরকার।

যাই হোক সব স্টুডেন্টরা PR পেয়ে যাক এটাই কাম্য।

এদিকে তাকে খাবার দিয়ে বাড়িতে আসলে সে মেসেজ পাঠিয়েছে। বলেছে সব খাবারই খুব ভালো হয়েছে। মাছটা তার আরো ভালো লেগেছে। আমি জেনে খুশি হলাম।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।
কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
জানুয়ারি ২৭, ২০২৫

আজ জানুয়ারি ২৬ রোববার। চমৎকার একটা দিন আজ। নেই কোনো শীতের বাড়াবাড়ি। নীলাকাশে সাদা মেঘের ভেলা। আগামীকাল থেকে আবার পুরোদমে...
26/01/2025

আজ জানুয়ারি ২৬ রোববার। চমৎকার একটা দিন আজ। নেই কোনো শীতের বাড়াবাড়ি। নীলাকাশে সাদা মেঘের ভেলা। আগামীকাল থেকে আবার পুরোদমে সাপ্তাহিক কাজকর্ম শুরু হবে আমার। তবে সপ্তাহের ছুটির দিন বলে যে দুইদিন সে দুইদিনেও আসলে আমাদের কারোর ছুটি থাকে না। বাচ্চাদেরও না। কারণ সপ্তাহে পাঁচদিন তারা যায় স্কুলে। আর ছুটির দুইদিন শনিবার ও রবিবার যায় তারা মাদ্রাসায় ফুল টাইম।

আমিমা সবে সাড়ে পাঁচ বছরে পড়ল। সেও সপ্তাহে পাঁচদিন ফুল টাইম স্কুল ও মাদ্রাসায় যাচ্ছে। আমিই সিদ্ধান্ত নিয়েছি আবহাওয়া যেমনই থাকুক it doesn't matter. তারা সারা বছর উইকেন্ডে মাদ্রাতে যাবেই। তো ছোট্ট আমিমাও হিজাব পরে যাচ্ছে মাদ্রাসায়। মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না। ইসলামিক শিক্ষা, হাদিস, কুইজ সব থাকে বাচ্চাদের শেখানোর জন্য।

আমরা পশ্চিমা বিশ্বে থাকি। ইচ্ছে করলেই কতো কী করে বেড়ানো যায়। কারোর কোনো কিছুতে বাঁধা নেই। চৌকস সব লাইফ স্টাইলে গা ভাসানো মোটেও তো ব্যাপার না। হাত বাড়ালেই ম**দ, পা বাড়ালেই নাইট ক্লাব, মন চাইলেই পর*কীয়া কোনো কিছুর অভাব হবে না। আনন্দ-বিনোদনের জন্য রয়েছে অজস্র সুযোগ। এদেশে যে যেরকম পারে পোশাক পরতে পারে তাতে বিন্দুমাত্র কারোর বাঁধা নেই, সমস্যা নেই। কেউ কারোর দিকে তাকাবেও না। কেউ কোনো কুনজরে তাকালে তার নামে কেস হয়ে যাবে। এত কিছু সুযোগ রয়েছে তাই সেগুলোয় গা ভাসিয়ে দিতে হবে এমন তো কোনো কথা নেই। ওসব না করে বেড়ালে নিজেকে সমাজের যোগ্য মনে করা যাবে না সেটা মোটেও না।

মোট কথা হলো নিজের জীবন ধারণ কেমন হবে সেটা নিজের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করে। কোন জীবন বেছে নেব সেটা নিজের ওপরেই নির্ভর করবে। কেউ কাউকে জোর করে নীতিভ্রষ্ট করাতে পারে না।

আপনার সমাজে যোগ্যতার মাপকাঠি হলো আপনি সুন্দর একটা জীবন ধারণের মাধ্যমে সমাজকে আপনি কীভাবে সাহায্য করতে পারেন এটাই। আপনার সৌন্দর্যের চাবিকাঠি হলো আপনার ঝকঝকে একটা চরিত্র। যে চরিত্রের মাধ্যমে আপনি বেহায়াপনা থেকে মুক্ত থাকবেন, কাউকে উপকার না করতে পারেন ক্ষতি করার চেষ্টা করবেন না, মানুষের ওপর মানবিকতা বজায় থাকবে, অসৎ ইনকাম বা মানুষকে ধোঁকা দিয়ে অর্থ না নেওয়া ইত্যাদি থাকতে হবে আপনার চরিত্রে।

আপনি নিজেকে স্মার্ট করতে ক্যারিয়ারে যুক্ত করতে পারেন নানা রকম কোয়ালিটি। সেগুলো কী হতে পারে? গাড়ি চালানো শিখতে পারেন, আপনার ভেতরের যে কোনো সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে পারেন। আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার সর্বোচ্চ মেধা খাটান কীভাবে আপনি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন। আপনি বিজনেস করলে চেষ্টা করুন কীভাবে একজন ইলন মাস্ক হওয়া যায়। অতদূর না হলেও আপনি নিজেই কোনো কিছুর উদ্যোক্তা এটাই যথেষ্ট।

তবে মনে রাখতে হবে এসবের কোনো কিছুর জন্য নিজের ইজ্জত নিলামে দেওয়া যাবে না। মানে আপনি যা খুশি বা যেমনভাবে পারেন নিজেকে উন্মুক্ত করতে পারেন না। পৃথিবীর এখনো অনেক নজির রয়েছে ভালোভাবে নিজেকে এগিয়ে নেওয়ার উদাহরণ।

মনে রাখতে হবে পৃথিবীর সবার জন্য একটা কথা চিরন্তন সত্য। সেটা হলো ম*রণ। ম*রণের পর আপনার পার্থিব ভালো কাজকর্ম আপনাকে স্মরণ করবে, খারাপ কাজ না। তাছাড়া জীবিতাবস্থার কথাই ধরুন। একটুখানি বয়স পেরুলে কী আর কারোর কোনো গুরুত্ব থাকে? তা সে যৌবনে যতই বাহাদূর থাকুক না কেন।

আমি আঠারো বছর ধরে কানাডায় বাস করছি। ফুলটাইম কাজ করতেছি আঠারো বছর ধরে। সঙ্গে বিগ টাইম পড়াশোনা শেষ করেছি। আমি শুধুমাত্র কাজে যাই আর কাজ শেষে বাড়ি ফিরি। সংসারের যাবতীয় কাজ করি, বাজার করি, বাচ্চাদের জন্য যা করার দরকার করি, স্কুলে ড্রপ-অপ, পিক-আপ করেছি ও করি সময় সুযোগ মতো। বাসাতেই রান্না করি সবাই খাই।

কখনো কোনো পার্টিতে যাওয়া, বিউটি পার্লারে গিয়ে মেকআপ নেওয়া চুলের স্টাইল করানো, কোনো মেকআপ প্রসাধনী কেনা কোনো কিছুই করি নি। আমি আঠারো বছর আগে এসেছিলাম ইয়াশা সাগরের মতো লম্বা আর ছিপছিপে, এখনো তার থেকে তেমন কোনো ব্যক্তিক্রম ঘটে নি। এখনো আমার কেউ কেউ মেয়ে কলিগ বলে "you look like teenager " এটা বলে আমি যেটা বোঝাতে চাচ্ছি ইচ্ছে করলেই আমিও নানা রকম উন্মোদনায় নিজেকে ভাসিয়ে দিতে পারতাম কিন্তু সেদিকে পা বাড়াই নি। আমিও তো বছরে অনেকেই ইনকাম করি। যা আমি যেকোনো মজ মাস্তিতে উড়িয়ে দিতে পারতাম। বরং নিজেকে অনেক বেশি সংরক্ষিত করেছি।

ইচ্ছে করলেই তো পুরুষ বন্ধু জোটাতে পারতাম। একজনকেও তো চিনি না। চেনার চেষ্টাও তো করি নি। যেখানে চারিদিকে পরকীয়ার ছোবলে জর্জরিত সমাজ।

আমার কোনো মেয়ে বন্ধুও নেই। আমার মূলত সমস্ত কাজকর্ম সংসার কেন্দ্রিক।

আমি যেটা বোঝাইতে চেয়েছি সেটা হলো, আপনি অনেক সুন্দর বা সুন্দরী, আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন বা আপনার আরো অনেক কিছু যোগ্যতা রয়েছে সেসব প্রদর্শন করে সমাজে আপনি নোংরামি করে বেড়াবেন এটা মোটেও কাম্য নয়। মার্জিতভাবে অনেক কিছু করা যায়।

যাই হোক এভাবেই আপেল কেটে ফুল বানিয়েছি। আমিমা ও মহিমাকে আকর্ষণ করানোর জন্য। আপেল, oat ও দুধ দিয়ে ব্লেন্ড করে smoothie করে দিয়েছি। তারা খেয়ে মাদ্রাসায় গেছে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
জানুয়ারি ২৬, ২০২৫

কানাডায় থাকতে হলে কী করা উচিত!সর্ব প্রথম বলে নিচ্ছি সব সময় যেকোনো কিছুর জন্য আল্লাহর ওপর ভরসা রাখবেন। কখনোই হতাশা ফিল কর...
25/01/2025

কানাডায় থাকতে হলে কী করা উচিত!

সর্ব প্রথম বলে নিচ্ছি সব সময় যেকোনো কিছুর জন্য আল্লাহর ওপর ভরসা রাখবেন। কখনোই হতাশা ফিল করে কোনো কিছু গিভ-আপ করবেন না।

আমি কিছুক্ষণ আগে একটা ইংরেজি আর্টিকেল পড়েছি। এত সুন্দর করে মোটিভেশনাল মূলক কথা ও উপদেশ উপস্থিত করেছে যে পড়লেই অনুপ্রাণিত হওয়া যায়।

কানাডায় যারা থাকেন বা আসবেন, তারা সবাই চাকরি খোঁজেন। চাকরির জন্য আবেদন করার জন্য এড খোঁজেন। employer চাকরির বিজ্ঞাপন লিস্টে অনেক ক্রাইটেরিয়া পোস্ট করেন। আপনারা যারা সবগুলো ক্রাইটেরিয়া মিট করতেছেন না ঐ লিস্টে, তারা আর ঐসব জবের জন্য আবেদন করতে চান না।

আপনার মতো অনেকেই এটা ভাবেন এসব জবে তারা আবেদন করতে পারবেন না। কিন্তু আপনি যেভাবে ভাবছেন সেটা না। হ্যাঁ, আপনি আবেদন করুন। আপনাকে কেউ তো নিষেধ করে নি আবেদন করতে।
কিন্তু কথা আছে, সেটা হলো আপনি এমনভাবে নিজেকে employer এর কাছে উপস্থান করবেন যেখানে থাকবে আপনার 100% কনফিডেন্স এবং হাইলাইটস করবেন আপনার নিজের ইউনিক ভ্যালু।

একটা কথা মনে রাখবেন সেটা হলো আপনার স্কিল এবং অভিজ্ঞতা আপনি employerএর টেবিলে রাখবেন।

আপনি যখন কানাডায় প্রথম আসবেন বা যেকোনো সময়ে, যে কাজটা আপনি করতে পারেন সেটা হলো, যেকোনো জব রিলেটেড volunteering কাজ করবেন, যে কোনো শর্ট কোর্স অনলাইনে করা যায় বা সার্টিফিকেশন কোর্স ইত্যাদি করে ফেলবেন। এগুলো জব আবেদনের সময়ে উল্লেখ করবেন। এগুলোর ভ্যালু আছে। আপনার কোয়ালিফিকেশন হিসেবে ধরা হবে।

যে জবের জন‍্য আপনি আবেদন করেছেন সেটার জন্য আপনি সর্বোচ্চ ইন্টারেস্ট ও কনফিডেন্ট আছেন এটা থেকেই আপনি ভালো পারফর্ম করতে পারবেন এটাই হলো আপনার যে কোনো জবে আবেদনের পূর্বশর্ত।

একটা উদাহরণ হলো, আপনি মার্কেটিং পদের জন্য আবেদন করেছেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হলো সেলস। যদিও আপনার মার্কেটিংয়ে ডাইরেক্ট ল্যাক অফ এ্যাক্সপেরিয়েন্স আছে, তারপরেও আপনার সেলসের অভিজ্ঞতায় আছে কমিউনিকেশন, প্রবলেম সলভিং এবং কাস্টমার ডিলিং অভিজ্ঞতা। সেগুলোই মার্কেটিংয়ের জন্য অত্যন্ত জরুরি।

এই যে আপনি অভিজ্ঞতা এক্সচেঞ্জ করতেছেন এইটা হবে আপনার জন্য একটা ব্রিজ। আপনি আগে কী করেছেন সেটা থেকে আপনার নতুন জবের প্রবেশ।

তাছাড়া সবচেয়ে সত্যি কথা যেটা, যে কোনো কাজে আপনার দৃঢ় প্রত্যয় থাকাটা জরুরি। কাজটা আপনাকে এমনভাবে করতে হবে যেন employer এর কাছে আপনি একজন মূল্যবান employee হতে পারেন।

একটা উদাহরণ দিচ্ছি এবার। আমার husband এর কর্মস্থলে একজন গ্রেড ইলিভেনের স্টুডেন্ট co-op করতে এসেছে। ছেলেটার অরিজিন হলো ফিলিপিনো। তার বাবা-মা মাত্র ছয়মাস এসেছে কানাডায়। তো ছেলেটা হাইস্কুলে পড়ছে। ইলিভেন-টুয়েলভ স্টুডেন্টদের co-op করতে হয়।

ছেলেটা অটো সেকশনে co-op করছে কারণ অন্টারিও'র সরকার ডাগ ফোর্ড স্কুলে গ্রেড ইলিভেন ও টুয়েলভের স্টুডেন্টদের skills training করার আহ্বান করেছেন।

Ontario Premier Doug Ford has implemented a new program allowing Grade 11 and 12 students to participate in a "Focused Apprenticeship Skills Training" (FAST) stream।

ঐরকম অনেক স্টুডেন্ট অটো সেকশনে co-op করতে আসে।

তো ঐ ফিলিপিনো অরিজিন ছেলেটা এমন আন্তরিকতা নিয়ে কাজ করতেছে যে এক কথায় সবার প্রিয় হয়ে গেছে। তাকে কিছু বলে দিতে হয় না এটা করো-ওটা করো। সে নিজেই বুঝে গেছে তার দায়িত্ব ও responsibilities. অথচ তার আগে কিন্তু এসব কাজে তেমন অভিজ্ঞতাও ছিল না।

সে এমন একটা পর্যায়ে এসে গেছে নিজের ইন্টারেস্টের ওপর ভর করে সর্বোচ্চ দক্ষতা ও দায়িত্ববোধ দেখিয়ে, যে ঐ প্রতিষ্ঠানটার মালিক বলেছেন ঐ ছেলেকে তিনি পার্মানেন্টলি হায়ার করতে চান। দেখেছেন তো?

সুতরাং এই তো হলো আপনার যে কোনো কাজ শুরু করা ও সেটা থেকে আপনার নিজেকে ওপরে উঠানোর কৌশল।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন

টরন্টো, কানাডা।
জানুয়ারি ২৫, ২০২৫

24/01/2025

কানাডার সবচেয়ে ব্যয়বহুল দালান!

কানাডায় করুণ পরিণতি !কানাডা এখন নানা রকম টানাপোড়েনের মধ্যে আছে। তার মধ্যে থেকে সব ছাড়িয়ে যে ইস্যুটা প্রথম স্থান অধিকার ক...
23/01/2025

কানাডায় করুণ পরিণতি !

কানাডা এখন নানা রকম টানাপোড়েনের মধ্যে আছে। তার মধ্যে থেকে সব ছাড়িয়ে যে ইস্যুটা প্রথম স্থান অধিকার করেছে সেটা হলো আসছে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে কার্যকর হতে যাওয়া ট্রাম্পের বেঁধে দেওয়া কানাডিয়ান পণ্যের ওপরে 25% শুল্ক আরোপের ঘটনা।

তবে তাতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিন্দুমাত্র ভয় পান নি। তিনি "very strong" retaliatory measures ঘোষণা করেছেন। মানে আমেরিকা কানাডিয়ান পণ্যে বেশি শুল্ক দিলে, আমেরিকার পণ্যেও কানাডা দেবে বেশি শুল্ক এটাই হলো retaliatory measures।

তাছাড়া আরো অনেক শক্ত পদক্ষেপ নিচ্ছে কানাডা ট্রাম্পের জবাব দেওয়ার জন্য।

তবে আজকের মূল আলোচ্য বিষয় আরেকটা। সেটাও একটা করুন পরিণতির ফলাফল।

আপনারা তো জানেন, গত বছর বিভিন্ন ধাপে ধাপে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন সিস্টেমে রুলস বদল বা আরো শক্ত করা ইত্যাদি হয়েছে। যেসব রুলস জারি করা হয়েছিল তার মধ্যে আমার কাছে মনে হয়েছে দুইটা প্রধান ও এর কারণে নানাভাবে সমস্যা হবে দুইপক্ষেরই।

এক, কানাডার ফেডারেল সরকার ঘোষণা করেছেন যে স্টুডেন্ট সংখ্যায় ক্যাপ লাগানো হলো। মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার টার্গেট যা ছিল তার থেকে কম নেওয়া হবে বা সুযোগ কম পাবে কানাডায় পড়তে আসার জন্য।

দুই, ফেডারেল সরকার ঘোষণা করেছিলেন যে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের field of study থেকে প্রোগ্রামে না থাকলে নভেম্বরের ১, ২০২৪ তারিখ থেকে PGWP দেওয়া হবে না। মানে ক্লিয়ার। মন চাইলেই যেকোনো বিষয়ে পড়লে PGWP পাওয়া যাবে না।

"IRCC has published new PGWP eligibility requirements for students who have applied for a study permit on or after November 1, 2024, which include graduating from a program linked to one of five priority fields of study: agriculture and agri-food, healthcare, science/technology/engineering/mathematics, trade and ..."

এখন ঘটনা হয়েছে কী বলি, দুইপক্ষই ক্ষতিগ্রস্থ হয়েছে। দুইপক্ষ কে? আপনি আর আমি? না। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা ও কানাডার প্রায় সব কলেজই।

কীভাবে?

যেহেতু স্টুডেন্ট কম নেওয়া হবে তাই স্টুডেন্টরা সুযোগ পাচ্ছে না। আবার অনেকেই পড়তে আসার সাহসই পাচ্ছে না ও আবেদনই করছে না। এটা স্টুডেন্টদের জন্য ক্ষতি বা লস বলা যায়। তারা পড়ার সুযোগ হারিয়েছে।

এদিকে কানাডার প্রায় সব কলেজের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এডমিশন ডিপার্টমেন্ট এক লাফে ডাব গাছের মাথায় ওঠে গেছে। স্টুডেন্ট ভর্তি হচ্ছে না তো কাকে পড়াবে তারা শুনি। ফাঁকা।

অন্টারিও'র সেনেকা কলেজের একটা শাখা হলো সেনেকা পলিটেকনিকস। সেখানে শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তি নেওয়া হতো। এইসব ঘোষণা পর থেকে সেটা টেমপুরারি বন্ধ করে দেওয়া হয়েছে।

এখন আসা যাক পড়ার বিষয় বা program এর অবস্থা কি সেটার বিষয়ে।

অন্টারিও'র সবচেয়ে জনপ্রিয় ও বড়ো কলেজ সেন্টিনিয়াল কলেজ। আমি ও আমার husband এই কলেজ থেকেই ডিপ্লোমা করেছি। আমি করেছি early childhood education কোর্স। আর আমার husband করেছেন automotive technician কোর্স। অধিকাংশ বাঙালিরা এই কলেজে পড়েছেন ও পড়ছেন।

যাই হোক, যেহেতু আন্ডার গ্রাজুয়েটদের প্রোগ্রামে একটা নজর পড়েছে তার একটা রেজাল্ট কলেজেও ঘটেছে। সেন্টিনিয়াল কলেজ 49 full time প্রোগ্রামে নতুন স্টুডেন্টদের আর ভর্তি নিবে না 2025-26 একাডেমিক সেশনে। এর মধ্যে 16 টা বিজনেসে, 14 টা মিডিয়া স্কুলে, 7 টা ইঞ্জিনিয়ারিং স্কুলে। এর আগেও অন্যান্য কলেজে অনেক প্রোগ্রাম বন্ধ ঘোষণার কথা শোনা গেছে।

এই কলেজের চেয়ারম্যান বলেছেন, ফেডারেল গভার্মেন্টের ইমিগ্রেশন পলিসি চেঞ্জ হওয়ার ফলে এসব হচ্ছে। এর ফলে চলতি একাডেমিক ইয়ারে প্রায় 5,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হারাচ্ছে এই কলেজ।

এদিকে বিভিন্ন কলেজ ঘোষণা দিয়েছে বাই আগস্ট 2026 এর মধ্যে তাদের কিছু কিছু ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র ফিনান্সিয়ার দুরবস্থার কারণে।

এদিকে Algonquin কলেজের প্রেসিডেন্ট বলেছেন, "স্কুল কমিউনিটির জন্য একটা মেসেজ হলো, জানুয়ারির ৯ তারিখ থেকে ইন্সন্টিটিউশন প্রোজেক্টিং করতেছে $32 million cad লস ইন রেভিনিউ 2024-25 সালে, এবং ধারণা করা হচ্ছে ক্ষতি হবে $60 million cad 2025-26 সালে, $96 million cad হলো 2026-27 সালে, যদি বড়ো ধরণে কোনো পদক্ষেপ না নেওয়া হয় বাজেট ঘাটতি পূরণে।" তিনি বলেছেন "আমরা মারাত্মক ফিনান্সিয়াল চ্যালেঞ্জিং আছি।"

এসব ধাক্কা কলেজগুলো হয়তো কাটিয়ে উঠবে যদিও অনেক দিন সময় লাগবে। তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আগে যেকোনো একটা বিষয়ে পড়তে চলে আসত সেটা আর হবে না। এখন অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক জেনে-বুঝে না আসলে শুধু টাকাই নষ্ট হবে না, মানসিক স্ট্রেস চরম পর্যায়ে গিয়ে ঠেকবে যা মোটেও কাম্য নয়।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
জানুয়ারি ২৩, ২০২৫

গুডবাই কানাডা, আমার নিজের দেশই ভালো!আমি একজন মেয়েকে চিনি বেশ ভালো ঘনিষ্ঠ বলা যায়। মেয়েটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় ...
22/01/2025

গুডবাই কানাডা, আমার নিজের দেশই ভালো!

আমি একজন মেয়েকে চিনি বেশ ভালো ঘনিষ্ঠ বলা যায়। মেয়েটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় এসেছিল ইন্ডিয়া থেকে। তারপর সে কানাডার টরন্টোতে একটা কলেজে Early childhood education বিষয়ে ডিপ্লোমা করেছে। সে এসেছিল ২০১৯ সালের দিকে।

পড়া শেষ করে সে তিন বছরের ওয়ার্ক পারমিট পায়। সে সময় আন্ডার গ্রাজুয়েটদের ওয়ার্ক পারমিটে তেমন সমস্যা ছিল না। তবে এখন হবে। যারা ফিল্ড অফ স্টাডিতে থাকবে না তারা ওয়ার্ক পারমিট পাবে না এখনকার নিয়ম অনুযায়ী।

যাই হোক, তারপর সে খুব ভালো কোম্পানিতে চাকরি পায় ও এখনো করছি। তার খুব বেশিদিনের অভিজ্ঞতা না থাকলেও সে বেতন পাচ্ছে ভালোই। ঘণ্টায় প্রায় $29 cad করে পায়।

সে এক বছর কাজ করার পর তো সে তার প্রোফাইল express entry পুলে সাবমিট করেছে। যখন পয়েন্টস ডাউনে যাবে তখন সে PR এর আবেদন করার জন্য ইনভাইটেশন পাবে।

কিন্তু বিধিবাম। প্রতিকূল ভাগ্যের কারণে পয়েন্টস তো কমছেই না। এদিকে তার ওয়ার্ক পারমিট শেষ হবে এই আসছে জুনে।

তার সঙ্গে গতকালকে কথা হলো অনেকক্ষণ। আমি জানতে চাইলাম কী অবস্থা? সে জানাল কোনো সাড়া পায় নি সে এখনো। পয়েন্টস অনেক হাই। সে বলল, "যদি এই কয় মাসের মধ্যে PR এর জন্য আবেদন করার কোনো সাড়া বা ইনভাইটেশন না পাই, আর ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায় আমি এখানে আর কাজ করতে পারব না"। তারমানে তাকে কাজ ছেড়ে দিতে হবে।

আমি খুবই মর্মহত হলাম। জানতে চাইলাম আর কোনো অপশন তার জন্য আছে কিনা। সে বলল, সে ভিজিট ভিসায় থাকতে পারবে ছয়মাসের মতো। আর লিগ্যালি কোনো কাজের অপশন থাকবে না।

আমি ব্যথিত হলাম। মনে হচ্ছিল আমি কিছু করলে যদি কারোর উপকার হতো তাহলে করতাম। যেমন, গতকাল আমার পরিচিত একজন আমার কাছ থেকে একটা ডকুমেন্ট নিয়েছে তার PR এর জন্য অত্যন্ত জরুরি সেটা। তবে সবার জন্য সেটা প্রযোজ্য না। মিলবে না। কিন্তু যাকে দিয়েছি তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি নাও করে দিতে পারতাম। কিন্তু আমি চেয়েছি যে যেভাবে হোক থেকে যাক। তাই গতরাতে সে আমার বাসায় ডকুমেন্টটা নিতে আসলে -30° সেলসিয়াসের মধ্যে বাইরে গিয়ে তাকে দিয়ে আসি। সে খুবই কৃতজ্ঞ হলো। সবকিছুতেই আল্লাহ ভরসা।

তো যে মেয়েটার কথা বলছিলাম তাকে জিজ্ঞেস করলাম তাহলে তোমার পরিকল্পনা কী? তার মনের গভীরে একটা প্রচণ্ড আঘাতের ব্যথায় সে কাতর মনে হয়েছে আমার কাছে। বলল, জানি না। আমি বললাম, কোনো কিছু জানি না বলে হাল ছেড়ে দিও না। এখন ঠিক করে রাখ ছয়মাস পরের সিদ্ধান্ত।

সে বলল, সে দেশে চলে যাবে। ইন্ডিয়ায়। পৃথিবীর আর কোনো দেশে সে যাবে না। তার ভাইবোন ইউকে'তে আছে। আমি বললাম, সেখানে গিয়ে ইউনাইটেড হও। সে নারাজ। সে বলল, ইউকে বসবাসের জন্য খুবই টাফ। কানাডার মতো এতটা উদার না। হেল্থ ইনসুরেন্স অন্যান্য অনেক কিছুই সেখানে সুবিধা নেই। যা কানাডায় আছে। তার কাছে বসবাসের জন্য কানাডা ভালো।

তবে সে তার মতামত জানাল, কানাডা এখন আগের মতো এতটা ভালো নেই। তারচেয়ে তার নিজের দেশ অনেক ভালো। কিছুটা অভিমানের সুরেই বলল সে, কয়েক বছর পরে কানাডা আরো খারাপ হবে। সাফার করবে। আর ইন্ডিয়া অনেক উপরে উঠে যাবে। এখনই অনেক উপরে। তখন সারা বিশ্ব থেকে ইন্ডিয়াতেই যাবে ইমিগ্রেশন নিতে, কিন্তু ইন্ডিয়ার সরকার নেবে না।

জানি তার তরফ থেকে কথাগুলো সত্য। তবে অনেকটাই আবেগ ও দুঃখ মিশ্রিত হয়েই সে এসব বলেছে।

চিন্তা করতে পারেন! সে বলল, তার কোর্সের টিউশন ফি বাবদই শুধু লেগেছে $50K এর মতো। তারপর থাকা-খাওয়া ও অন্যান্য খরচের হিসেব তো আলাদা। তারপর কতোটা কষ্ট করতে হয়েছে পথ চলতে। স্ট্রেস হয়েছে দিগন্ত ছোঁয়া। সব সামলে নিয়েছে সামনে একটা স্বপ্নীল দিনের অপেক্ষায়। আজ যা হতাশায় আচ্ছাদিত।

যারা আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট আপাতত তাদের এসব সমস্যা। মাস্টার্স বা ডক্টরেটদের তেমন সমস্যা হবে না আশা করা হচ্ছে।

আমার পরামর্শ হলো skilled trade ছাড়া কোনো কিছুই আন্ডার গ্রাজুয়েটদের জন্য কাজ দেবে না। শুধু এ ক্যাটাগরির স্টুডেন্টরাই না। Skilled trade সবার জন্য পথ সহজ করবে।

আজ থেকে বছরখানিক আগে আমি এই পরামর্শ দিয়েছিলাম একটা লেখায়। তখন একজন ফলোয়ার আপা খুবই মশকরা করে কমেন্টে লিখেছিলেন, "আমাদের ছেলেমেয়েদের এত কষ্ট করে, টাকা খরচ করে কানাডায় পড়িয়ে এসব কাজ করার পরামর্শ দিচ্ছেন?"

পরামর্শ যে কেউ দিতে পারে। পরামর্শ গ্রহণ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের হাতে। এখন দেখেন ঐ পরামর্শের মূল্য কতো!

এ বছরের শেষে অসংখ্য আন্ডার গ্রাজুয়েটদের ওয়ার্ক পারমিট শেষ হবে আর বাড়ি ফিরে যেতে হবে PR না নিয়েই। যদি তারা skilled trade এ পড়ত ও কাজ করত তাহলে সব সহজ হতো। কানাডা এখন দক্ষ মানুষ চায়।

তাই আগামীতে যারা আসবেন হয় মাস্টার্স করতে আসবেন, নাহলে skilled trade বিষয়ে পড়তে আসবেন। কাজও সেটা নিয়ে করবেন। PR পাবেন, ইনকামও ভালো হবে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
জানুয়ারি ২২, ২০২৫

Address

Satkhira
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Live in Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category