18/08/2023
# যদি কারো অন্তরে এ ভাবনা আসে যে,আমি সমাজের অন্যদের মত নই,সমাজে আমার একটা প্রতিপত্তি রয়েছে।আমি সমাজের একজন বড় মাপের মানুষ। আমার প্রভাব প্রতিপত্তি রয়েছে।যদি কারো অন্তরে অহমিকা জাগে,তখন মানুষ অপরকে বলে,জানোনা আমি কে!
একবার এক বুযুর্গ জনৈক ব্যক্তিকে সংশোধনমূলক একটা কথা বললে পতিউত্তরে সে বল্লো, জানো না আমি কে! অর্থাৎ, আমি এক বিরাট ব্যাক্তিত্ব, তুমি আমার ইসলাহ করছো!জবাবে ঐ বুযুর্গ বললেন, হ্যা! আমি জানি তুমি কে,তোমার হাকীকত তো এই যে,
__________
"তোমার শুরুটা একটা দুর্গন্ধময় এবং নাপাক বীর্যের ফোটা ছিল।মূলত তা হলো তোমার মূল ও সুচনা।আর তোমার পরিণতি হলো,তুমি এক দুর্গন্ধময় মৃত লাশে পরিনত হবে"
__________
এমন দুর্গন্ধময় হবে যে, তোমার পরিবারের লোকেরাও তোমাকে চব্বিশ ঘন্টার জন্যেও নিজেদের ঘরে রাখতে রাজি হবেনা।তোমার মরনে তারা কাদবে ঠিকই কিন্তু ঘরে রাখতে রাজি হবেনা।তারা বলবে লাশের গন্ধ সহ্য করার ক্ষমতা আমাদের নেই।
সুতরাং অবলম্বে তোমাকে কবরস্তানে নিয়ে মাটি চাওয়া দিবে।এদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি নাপাক বোঝা বয়ে চলেছো।এটা কোনো অতিরঞ্জিত কথা নয় বরং একান্তই বাস্তব কথা।বাস্তবিক চিন্তা করলে দেখতে পাবে যে, মানুষ আপদমস্তক নাতায়ালার পোটলা।
আল্লাহপাক দয়া করে চামড়া দ্বারা এগুলো আড়ালা করে দিয়েছেন।দোষ ত্রুটি গুপ্ত আছে,দুর্গন্ধ আবৃত আছে,নয়ত এই সুন্দর চেহারায় সামান্য চিড়ে ধরলে দেখবেন নাপাক বেরিয়ে আসছে।কোথাও রক্ত কোথাও পেশাব,কোথাও পায়খানা ভরপুর।
এখন তো সকলে মহ করছে,নিকটে বসাচ্ছে।কিন্তু চেহারা থেকে চামড়া সরে গেলে কেও আর ধারের কাছে বসতেও চাইবেনা।বরং ঘৃনা করবে।কেও আর এমনকি কেও আর ওদিকে তাকাতেও চাইবেনা।সুন্দর এই চেহারা তখন ভয়ংকর রুপ ধারন করবে। দেখে সকলে শিওরে উঠবে।
সুতরাং তোমার সূচনা দুর্গন্ধময় বীর্য থেকে আর সমাপ্তি পচা লাশে।মাঝের সময়টা নাপাকি বহন করে চলেছো।এই হলো তোমার বাস্তবতা।
তার পরেও তুমি বলো!
তুমি/ তোমরা জানো আমি কে? তুমি বলো তোমরা জানো আমি কোন ব্যাক্তি?
©তাসাওউফ ও আত্নশুদ্ধি