HRS KhAn

HRS KhAn follow me

23/06/2024

কখনো কি মনে হয়েছে, শ্বশুড়বাড়িতে যত কাজ করছেন তার চারভাগের একভাগও যদি বাবারবাড়িতে করতেন, তবে মা অনেক খুশী হতেন? আপনি নিজেও অনেক শান্তি এবং তৃপ্তি পেতেন? আজ যে মানুষগুলোর জন্য আপনি নিজেকে পুরো অগোছালো রেখে সর্বোচ্চটা শ্রম দিচ্ছেন, কাজ করছেন, তবুও তাদের মন পাচ্ছেন না? নাম পাচ্ছেন না? উল্টো তারা কথায় কথায় আরো ভুল ধরছে?

আমি বেশীরভাগ বিবাহিতা নারীদেরকে এ ধরনের আফসোস করতে দেখেছি। তাই অবিবাহিতা আপুদেরকে বলব, এখান থেকে একটু বুঝা দরকার। যে মা আপনাকে কষ্ট করে বড় করেছেন, যত্ন করেছেন, তার দু'টি কাজে হেল্প করলে কখনোই আপনার হাত-পা ভেঙ্গে যাবে না। বাবার রাজকন্যা হওয়ার জন্য শুধু শুয়ে-বসে কাটিয়ে দিতে হয় না।
বরং বাবা-মায়ের কাজে হেল্প করে কিংবা তাদের কষ্ট একটু লাঘব করাটাকেই রাজকন্যা বলা হয়।

পরের মানুষদেরকে আপনি পুরো পৃথিবী দিয়ে দিলেও তাদের মন ভরবে না৷ এটাই স্বাভাবিক। কিন্তু, নিজের মায়ের কাজে একটু হেল্প করে তাঁকে যে স্বস্তিটুকু দিবেন, এই শান্তি আপনি আর কোথাও পাবেন না। আপনার নিজেকেও পরবর্তীতে আফসোস করতে হবে না।

12/06/2024

আপনার স্বামীকে কিভাবে খুশি করবেন:

1. তাকে খাওয়ান
2. তার সাথে ঘুমান
3. তাকে শান্তিতে ছেড়ে দিন
4. তার গতিবিধি নিয়ে তাকে বিরক্ত করবেন না
5. ঘর পরিষ্কার করুন
6. তার কাপড় ধোয়া
7. সর্বদা তার জন্য প্রার্থনা করুন

তাই যে সম্পর্কে এত কঠিন কি?

কিভাবে আপনার স্ত্রীকে খুশি করবেন

এটা সত্যিই খুব কঠিন নয় কিন্তু... একজন স্ত্রীকে খুশি করতে একজন স্বামীকে শুধুমাত্র হতে হবে:

1. একজন বন্ধু
2. একজন সঙ্গী
3. একজন প্রেমিক
4. একজন ভাই
5. একজন পিতা
6. একজন মাস্টার
7. একজন শেফ
8. একজন ইলেকট্রিশিয়ান
9. একজন প্লাম্বার
10. একজন মেকানিক
11. একজন কাঠমিস্ত্রি
12. একটি ডেকোরেটর
13. একজন স্টাইলিস্ট
14. একজন সেক্সোলজিস্ট
15. একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
16. একজন মনোবিজ্ঞানী
17. একটি কীটপতঙ্গ নির্মূলকারী
18. একজন মনোরোগ বিশেষজ্ঞ
19. একজন নিরাময়কারী/প্রার্থনা
20. একজন ভালো শ্রোতা
21. একজন সংগঠক
22. একজন ভালো বাবা
23. খুব পরিষ্কার
24. সহানুভূতিশীল
25. অ্যাথলেটিক
26. উষ্ণ
27. মনোযোগী
28. সাহসী
29. বুদ্ধিমান
30. মজার
31. সৃজনশীল
32. দরপত্র
33. শক্তিশালী
34. বোঝা
35. সহনশীল
36. বিচক্ষণ
37. উচ্চাভিলাষী
38. সক্ষম
39. সাহসী
40. নির্ধারিত
41. সত্য
42. নির্ভরযোগ্য
43. আবেগপ্রবণ

এগুলো একদম ভুলবেন না

44. নিয়মিত তার প্রশংসা করুন
45. তার সাথে কেনাকাটা করতে যান
46. সৎ হও
47. তাকে জোর না
48. অন্য মেয়েদের দিকে তাকাবেন না

এবং একই সময়ে, আপনাকে আরো করতে হবে

49. তার মনোযোগ অনেক দিন
50. তাকে প্রচুর সময় দিন, বিশেষ করে নিজের জন্য সময় দিন
51. তাকে প্রচুর জায়গা দিন, তার পরিবারের সদস্যদের এবং আপনার আত্মীয়দের সাথে দেখা করার অনুমতি দিন।

তবে সর্বোপরি এটি খুবই গুরুত্বপূর্ণ।

52. কেনাকাটার জন্য টাকা দেওয়ার সময় পরিবর্তনের জন্য জিজ্ঞাসা না করা শিখতে। নোট যত বড়ই হোক না কেন আপনি যা দেন তা ঠিকই তার হয়ে যায়।
........
একজন স্ত্রীকে খুশি করা একটি গুরুতর ব্যাপার।
🥴😄😀😃😜🌹

অল্প কিছু টিপস মেনে নিলে নারী হ্যাপি😁

11/06/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই কোন কাপড় পড়লে শান্তি পাবো সেটা খুজে বের করি। আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুল যেতাম! এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা! আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।

এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও,,,,😞😊

10/06/2024

মনে রাখবেন,

কর্মফল খুব ভয়ানক জিনিস,
আজ আপনি যা করবেন, কাল তা'ই ফিরে পাবেন😊

10/06/2024

ফেসবুকে ইদানিং একটা কথা খুব দেখতেছি যে মেয়ের মা যত চালাক, সেই মেয়ের তত তালাক না কি যেনো একটা কথা। মেয়ের মায়েদের নাকি মেয়ের সংসারে বেশি নাক গলাতে হয় না। আমি ১০০% একমত। মেয়ের সংসার স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিবে এইখানে মেয়ের মা কেনো নাক গলাবে? কিন্তু ছেলেরা যে বউয়ের সাথে ঘুরতে যাইতে হইলেও বলবে আমার মায়ের থেকে জিজ্ঞাসা করি, বউ কিছু বললেই বলে আগে মাকে জিজ্ঞাসা করো, বউ ঘরের কিছু কিনতে গেলেও মায়ের থেকে জিজ্ঞাসা করো তখন কি ছেলের মা নাক গলাচ্ছে না? মেয়ের মা নাক গলালে সমস্যা ছেলের মা নাক গলালে মা আমাদের ভালো চায়? আপনারা মেয়েকে অত্যাচার করবেন আর মেয়ের মা চুপ করে থাকবে? কেনো মেয়ে সে কষ্ট করে জন্ম দেয় নাই? নাকি মেলা থেকে কুড়ায় পাইছে? সব কিছুরই লিমিট আছে। সেটা মেয়ের মা হোক আর ছেলের মা কারোই কারো জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই, নাক গলানোর অধিকার নাই।

10/06/2024

- ছোট বেলার সবচেয়ে কষ্টের কাহিনী.!🥺

- আম্মুর সাথে কোথাও গেলে উ-ষ্টা খেয়ে পড়ে গেলে, আম্মু উঠাইয়া আবার থা"প্প"ড় দিতো.!🙂

10/06/2024

চ্যাট করতে করতে ঘুমিয়ে পড়াটা একটা আর্ট...😁😁
ঘুমিয়ে পড়ার ১ মিনিট আগে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন—"ঘুম পাচ্ছে?" আমি উত্তরে বলবো— "কই না তো!" কিন্তু তার ঠিক ৫০ সেকেন্ডের ভিতর আপনি আর আমার থেকে রিপ্লাই পাবেন না। কারণ আমি সেই মুহূর্তে hyaywtwg টাইপ করে, সেটা সেন্ড না করেই ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ! তারপর আমাকে সারারাত অনলাইন দেখাবে। আপনার মনে হবে মানুষটা কী?? অনলাইন আছে অথচ রিপ্লাই করছে না। এত Attitude এই সেই হাজার কথা কিন্তু ততক্ষণে আমি যে স্বপ্নের মধ্যে ডাইনোসরের ডিম দিয়ে গলফ খেলছি, তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। তাই সাবধান 😆😆

10/06/2024

স্বামীর টাকা 💵থাকা দরকার। যার স্বামীর যত টাকা💵 তার ততবেশি দাম, 😊সত্যি বলতে স্বামীর টাকা 💵দেখেই সবাই মুল্যায়ন করে😞,টাকা থাকলে আপনি সবার চোখের মনি আপনার সন্তানেরা সবার কলিজার টুকরা।😊

13/03/2024

🙅‍♀️🙅‍♀️প্রয়োজনীয় কিছু টিপস:-✌️✌️

১: ডিপ ফ্রিজে আদা রসুন বাটা সংরক্ষণ করে রাখতে চাইলে সামান্য লবন ও সয়াবিন তেল মিশিয়ে রাখলে আদা রসুন বাটা শক্ত হয়ে থাকেনা তাই যখন ইচ্ছে সাথে সাথে নিয়ে রান্নায় ব্যবহার করতে পারেন

২: লেয়ার মুরগির মাংস রান্নার সময় জয়ফল গুঁড়া মিশিয়ে নিলে মাংশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে

৩: প্রেশার কুকারে মাংস রান্না করলে মাংসের স্বাদ কিছুটা কমে যায় তাই মাংস রান্নার জন্য মশলা প্রথমে কষিয়ে নিয়ে তারপর মাংস দেওয়ার পর কুকারের ঢাকনা দিয়ে রান্না করুন
মাংসের স্বাদ অটুট থাকবে

৪: মাংস নরম করতে কাঁচা পেঁপে বাটা ব্যবহার করলে মাংসে তেল ঝাল বেশি দিতে হয় তাই পেঁপের পরিবর্তে জয়ফন গুড়া করে দিলে মাংস নরম হওয়ার পাশাপাশি সুঘ্রাণ ও স্বাদও হয় বেশি

৫: হাঁসের মাংস রান্না করার আগে মাংস গুলো কুসুম গরম পানিতে সামান্য লবন মিশিয়ে ৩০মি: ভিজিয়ে রাখুন
৩০মি: পর মাংস গুলো লবন পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিন
এতে হাঁসের নিজস্ব একটা গন্ধ আছে তা দূর হবে এই গন্ধটা যারা পছন্দ করেন না তাদের উপকারে আসবে

৬: আমরা স্যান্ডুউইচ তৈরির সময় পাউরুটির চারপাশের ব্রাউন অংশ টুকু কেটে ফেলে দিয়ে থাকি
এই ব্রাউন অংশ টুকু ফেলে নাদিয়ে রোদে শুকিয়ে গুড়া করে ব্রেডক্রাম তৈরি করে নিতে পারি

৭: চড়া দামে বাজার থেকে এলাচ গুড়া কিনে না এনে ঘরেই তৈরি করে নিতে পারেন এলাচ গুড়া
এলাচ ব্লেন্ডারে গুড়া করে চালনি দিয়ে চেলে গুড়া ঝারে সংরক্ষণ করে রাখুন আর প্রয়োজনে ব্যাবহার করুন

৮: যে মাছের উগ্র গন্ধ ভালো লাগে না তা রান্নার সময় লেবুপাতা দিয়ে রান্না করলে সুঘ্রাণ ছড়াবে

বি: দ্র: মাছ চুলা থেকে নামানোর ৪-৫ মি: আগে লেবুপাতা দিতে হবে এর বেশি আগে দিলে রান্না তিতা হয়ে যাবে

৯: বিরিয়ানি রান্নায় স্টার মশলা/Star anise ব্যবহার করলে বিরিয়ানি বেশি সুস্বাদু হয়

08/03/2024

শশুর বাড়ির রাষ্ট্রপতি হলেন শাশুড়ি, প্রধানমন্ত্রী ননদ , আর বউ হলো বিরোধী দল যা করে তাতেই দো'ষ!🤣

27/02/2024
27/02/2024

😊

পুরুষের অন্যতম স্বপ্ন
27/02/2024

পুরুষের অন্যতম স্বপ্ন

যে মেয়েটা তোমাকে ভালোবাসবে তার জেলাসি থাকবেই,নিজের যত্ন নাও_না বলে রাগ দেখাবে, তোমাকে ভালো রাখার জন্য নিয়মমাফিক চলার জ...
25/02/2024

যে মেয়েটা তোমাকে ভালোবাসবে তার জেলাসি থাকবেই,
নিজের যত্ন নাও_না বলে রাগ দেখাবে, তোমাকে ভালো রাখার জন্য নিয়মমাফিক চলার জন্য চাপে রাখবে।
এই গুলো এইজন্যেই করে সে কারণ আপনাকে ভালোবাসে।❤️🌺🖇️

03/08/2023

viral funny song video

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when HRS KhAn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HRS KhAn:

Videos

Share