23/06/2024
কখনো কি মনে হয়েছে, শ্বশুড়বাড়িতে যত কাজ করছেন তার চারভাগের একভাগও যদি বাবারবাড়িতে করতেন, তবে মা অনেক খুশী হতেন? আপনি নিজেও অনেক শান্তি এবং তৃপ্তি পেতেন? আজ যে মানুষগুলোর জন্য আপনি নিজেকে পুরো অগোছালো রেখে সর্বোচ্চটা শ্রম দিচ্ছেন, কাজ করছেন, তবুও তাদের মন পাচ্ছেন না? নাম পাচ্ছেন না? উল্টো তারা কথায় কথায় আরো ভুল ধরছে?
আমি বেশীরভাগ বিবাহিতা নারীদেরকে এ ধরনের আফসোস করতে দেখেছি। তাই অবিবাহিতা আপুদেরকে বলব, এখান থেকে একটু বুঝা দরকার। যে মা আপনাকে কষ্ট করে বড় করেছেন, যত্ন করেছেন, তার দু'টি কাজে হেল্প করলে কখনোই আপনার হাত-পা ভেঙ্গে যাবে না। বাবার রাজকন্যা হওয়ার জন্য শুধু শুয়ে-বসে কাটিয়ে দিতে হয় না।
বরং বাবা-মায়ের কাজে হেল্প করে কিংবা তাদের কষ্ট একটু লাঘব করাটাকেই রাজকন্যা বলা হয়।
পরের মানুষদেরকে আপনি পুরো পৃথিবী দিয়ে দিলেও তাদের মন ভরবে না৷ এটাই স্বাভাবিক। কিন্তু, নিজের মায়ের কাজে একটু হেল্প করে তাঁকে যে স্বস্তিটুকু দিবেন, এই শান্তি আপনি আর কোথাও পাবেন না। আপনার নিজেকেও পরবর্তীতে আফসোস করতে হবে না।