আবু হানিফ বিন মোহর

আবু হানিফ বিন মোহর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবু হানিফ বিন মোহর, Digital creator, Magura, Khulna.

প্রেস বিজ্ঞপ্তিজুলাই আন্দোলন নিয়ে পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বাতিল করে সঠিক ইতিহাস ও অবদান অন্তর্ভ...
07/01/2025

প্রেস বিজ্ঞপ্তি

জুলাই আন্দোলন নিয়ে পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বাতিল করে সঠিক ইতিহাস ও অবদান অন্তর্ভুক্ত করতে হবে।
বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

আজ ০৭ জানুয়ারি ২০২৫ ঈসায়ী মঙ্গলবার, বিকাল ৩ টায়, জাতীয় প্রেসক্লাব চত্বরে জুলাই আন্দোলন নিয়ে পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ এবং সত্য ইতিহাস ও অবদান সংযুক্ত করার দাবিতে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

এইসময় বক্তারা বলেন, সম্প্রতি প্রকাশিত পাঠ্যপুস্তকে "জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণীর অবদানের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ৭০ এর অধিক শাহাদাত বরণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের সাহসিকতার কথা তুলে ধরা হয়নি। আমরা মনে করি এটি একধরনের বৈষম্য ও ইতিহাস গোপনের অপচেষ্টা। যা কওমি শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।

এমন পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরুন।

তাছাড়াও উক্ত মানববন্ধন থেকে চারদফা দবি করে সংগঠনটি:

১. জাতীয় শিক্ষা সিলেবাসে ইসলামপন্থীদের নিয়ে বৈষম্যমূলক ইতিহাস বাতিল করে সঠিক ইতিহাস ও অবদান অন্তর্ভুক্ত করতে হবে। এবং যারা কৌশলে ইসলামপন্থীদের ইতিহাস ও অবদান এড়িয়ে গিয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

২. কওমি সনদের যথাযথ মূল্যায়ন এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৩. বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় সহ বহি:বিশ্বে কওমি শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. জেনারেল শিক্ষায় সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং এক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে।

এতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের দায়িত্বশীল ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

07/01/2025
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার ২০২৫ সেশনের নবগঠিত কমিটি।★সভাপতি— এইচ এম নাঈম মাহমুদ★সহ-সভাপতি— এম আব্দ...
04/01/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার ২০২৫ সেশনের নবগঠিত কমিটি।

★সভাপতি— এইচ এম নাঈম মাহমুদ
★সহ-সভাপতি— এম আব্দুর রহমান
★সাধারন সম্পাদক— উসামা বিন সাঈদ

আপনাদের সহযোগিতা এবং ভালোবাসাই আমার পথচলার অনুপ্রেরণা। আমরা একসঙ্গে কাজ করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি।

আল্লাহ তায়ালা সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমিন।

আজ ৩ জানুয়ারী'২৫, শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন...
03/01/2025

আজ ৩ জানুয়ারী'২৫, শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা।

সভাপতি: মাওলানা খলিলুর রহমান
সিনিয়র সহ-সভাপতি: মাওলানা সিদ্দিকুর রহমান
সহ-সভাপতি: মুফতি মোস্তফা কামাল
সেক্রেটারী জেনারেল: কে এম বিল্লাল হোসাইন।

নব মনোনীত সকল দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিক অভিনন্দন।

অভিনন্দন!!
02/01/2025

অভিনন্দন!!

*শোক সংবাদ* খুলনা দারুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের সাবেক নায়েবে মুহতামিম,মাওলানা রফিকুর রহমান সাহেব আজ০২/০১/২০২৫ ইং তারি...
02/01/2025

*শোক সংবাদ*
খুলনা দারুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের সাবেক নায়েবে মুহতামিম,
মাওলানা রফিকুর রহমান সাহেব আজ০২/০১/২০২৫ ইং তারিখ , রোজ বৃহস্পতিবার ,সকাল ৭:২৫ মিনিটে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
28/10/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

জীবনটা এমন ই
23/11/2023

জীবনটা এমন ই

23/11/2023

আসসালামু আলাইকুম

আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার একটি বিশাল অনুগ্রহ যে, তিনি বান্দার গুনাহ মোচনের বিভিন্ন ব্যবস্থা রেখেছেন। গুনাহ মোচনের ব্যবস্থা না থাকলে নিশ্চিতভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হতো। নিশ্চয় মহান আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল।
যাহোক, যে সকল মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মোচন করে থাকেন সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল, আল্লাহর নিকট খাঁটি অন্তরে তওবা-ইস্তিগফার করা।

▪ এ মর্মে আল্লাহ তাআলা বলেন:

وَ الَّذِیْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوْبِهِمْ وَ مَنْ یَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللهُ، وَ لَمْ یُصِرُّوْا عَلٰی مَا فَعَلُوْا وَ هُمْ یَعْلَمُوْنَ.
“এবং তারা সেই সকল লোক, যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা (অন্য কোনোভাবে) নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কেই বা আছে, যে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনেশুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না।“ (সূরা আলে ইমরান: ১৩৫)

▪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

إِنّ اللهَ عَزّ وَجَلّ يَبْسُطُ يَدَهُ بِاللّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النّهَارِ، وَيَبْسُطُ يَدَهُ بِالنّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللّيْلِ، حَتّى تَطْلُعَ الشّمْسُ مِنْ مَغْرِبِهَا
“আল্লাহ তাআলা রাতে তাঁর (ক্ষমার) হাত প্রসারিত করেন, যাতে দিনে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে। আর দিনে তাঁর (ক্ষমার) হাত প্রসারিত করেন, যাতে রাতে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে। এভাবে (তাঁর অবারিত ক্ষমা) চলতে থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত।“ (সহীহ মুসলিম, হাদিস ২৭৫৯)

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে বেশি বেশি তওবা -ইস্তেগফার করার মাধ্যমে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেচে থাকার তাওফীক দান করুন,, আমিন।

প্রাণ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায়ে এমদাদীয়া দারুল উলুম কুশাবাড়ীয়া র বার্ষিক মাহফিল সফল ও কল্যাণময় হোক।সকলেই আ...
07/11/2023

প্রাণ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায়ে এমদাদীয়া দারুল উলুম কুশাবাড়ীয়া র বার্ষিক মাহফিল সফল ও কল্যাণময় হোক।
সকলেই আমন্ত্রিত।

৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশ।
31/10/2023

৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশ।

26/10/2023

🍁🍁সলাতে সালাম ফিরানোর পূর্বে সুন্দর একটি দোয়া

✅✅আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

"তোমাদের কেউ সলাতের শেষে শেষ তাশাহুদ পড়ে অবসর হয়ে যেন আল্লাহর কাছে চারটি জিনিস হতে পানাহ চায়। (১) জাহান্নামের ‘আযাব। (২) ক্ববরের ‘আযাব। (৩) জীবন ও মৃত্যুর ফিতনাহ্ (ফিতনা)। (৪) মাসীহুদ্ দাজ্জালের অনিষ্ট।" [1]

[1] সহীহ : মুসলিম ৫৮৮, আবূ দাঊদ ৯৮৩, নাসায়ী ১৩১০, ইবনু মাজাহ্ ৯০৯, আহমাদ ৭২৩৭, দারেমী ১৩৮৩, সহীহ আল জামি‘ ৬৯৯, মিশকাত ৯৪০। হাদিসের মানঃ সহিহ।

➖➖➖➖➖➖➖➖➖➖
🔰দোয়াটি নিম্নরূপ-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

‘‘আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন ‘আযা-বি জাহান্নাম, ওয়া আ‘ঊযুবিকা মিন ‘আযা-বিল ক্ববরি, ওয়া আ‘ঊযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-ল ওয়া আ‘ঊযুবিকা মিন ফিতনাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-তি’’

(অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি হতে। তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি হতে। তোমার নিকট আশ্রয় চাই দাজ্জালের পরীক্ষা হতে। তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা হতে।)। [মুসলিম ৫৯০, মিশকাত ৯৪১]

Address

Magura
Khulna

Telephone

+8801832997148

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবু হানিফ বিন মোহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share