
07/01/2025
প্রেস বিজ্ঞপ্তি
জুলাই আন্দোলন নিয়ে পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বাতিল করে সঠিক ইতিহাস ও অবদান অন্তর্ভুক্ত করতে হবে।
বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।
আজ ০৭ জানুয়ারি ২০২৫ ঈসায়ী মঙ্গলবার, বিকাল ৩ টায়, জাতীয় প্রেসক্লাব চত্বরে জুলাই আন্দোলন নিয়ে পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ এবং সত্য ইতিহাস ও অবদান সংযুক্ত করার দাবিতে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।
এইসময় বক্তারা বলেন, সম্প্রতি প্রকাশিত পাঠ্যপুস্তকে "জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণীর অবদানের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ৭০ এর অধিক শাহাদাত বরণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের সাহসিকতার কথা তুলে ধরা হয়নি। আমরা মনে করি এটি একধরনের বৈষম্য ও ইতিহাস গোপনের অপচেষ্টা। যা কওমি শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।
এমন পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরুন।
তাছাড়াও উক্ত মানববন্ধন থেকে চারদফা দবি করে সংগঠনটি:
১. জাতীয় শিক্ষা সিলেবাসে ইসলামপন্থীদের নিয়ে বৈষম্যমূলক ইতিহাস বাতিল করে সঠিক ইতিহাস ও অবদান অন্তর্ভুক্ত করতে হবে। এবং যারা কৌশলে ইসলামপন্থীদের ইতিহাস ও অবদান এড়িয়ে গিয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
২. কওমি সনদের যথাযথ মূল্যায়ন এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৩. বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় সহ বহি:বিশ্বে কওমি শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. জেনারেল শিক্ষায় সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং এক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে।
এতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের দায়িত্বশীল ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।