Mr. Khan

Mr. Khan Mr. Khan is a dynamic tribune that provide trending & creative contents.Feel free to Follow & Support

05/08/2024

আমরা সুযোগ পাওয়া মাত্রই যেমন গণভবনের ছাগল, মাছ, এসি চুরি করতে যেমন দ্বিধা করলাম না, নেতারাও তেমনি আমাদের কষ্টের ট্যাক্সের টাকা ও দেশের সম্পদ চুরি করতে বিন্দুমাত্র ভাবে না। যেমন মানুষ, তেমন তাদের নেতা। একজন নেতা যায়, আরেকজন আসে, কিন্তু আমাদের জীবন আর ভাগ্যের পরিবর্তন হয় না।

একটা কথা আছে—যেই দেশের মানুষ যেমন, সেই দেশের নেতাও তেমনই হয়। এই বাস্তবতা বদলাতে হলে আমাদেরই পরিবর্তন হতে হবে। আমরা ভালো হলে, আমাদের নেতৃত্বও ভালো হবে। সময় এসেছে নিজেদের দিকে তাকানোর এবং দেশের ভালো ভবিষ্যতের জন্য সঠিক পথ বেছে নেওয়ার। ✊

02/08/2024

আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকেছে, হ্যাঁ! তারা হলো দেশের সর্বস্তরের জনগন!
That's loud and clear.

Continue it brothers, sun will rise soon☀️🇧🇩✅

14/06/2024

আমাদের মৃত্যুর চেয়ে ভবিষ্যতের
চিন্তা বেশি।
অথচ মৃত্যুই আমাদের
ভবিষ্যত!!

দুঃসময়ের প্রতিও কৃতজ্ঞ থাকুন;কারণ, এই সময়টাই আমাদের প্রকৃত বন্ধুদের চিনে নিতে শেখায়।
12/06/2024

দুঃসময়ের প্রতিও কৃতজ্ঞ থাকুন;
কারণ, এই সময়টাই আমাদের প্রকৃত বন্ধুদের চিনে নিতে শেখায়।

01/06/2024

প্রচণ্ড মাথাব্যথা, মন খারাপ নিয়ে একটা টাফনিল খেয়ে নদীর ধারে গিয়েছিলাম।
টনিক হিসেবে যে কোনটা কাজ করেছে আমি কনফিউজড🤔

মানুষ তার পছন্দের কারও বেলায় কোনো ধরাবাঁধা নিয়ম মানে না। মানুষের তৈরি সব কঠিন নিয়ম‌ই হচ্ছে তার অপছন্দের মানুষদের জন্য।
31/05/2024

মানুষ তার পছন্দের কারও বেলায় কোনো ধরাবাঁধা নিয়ম মানে না। মানুষের তৈরি সব কঠিন নিয়ম‌ই হচ্ছে তার অপছন্দের মানুষদের জন্য।

তুমি বৃষ্টি চেয়েছো বলে, কতো মেঘের ভেঙ্গেছি মন🌧️💔আমি নিজের বলতে তোমায় চেয়েছি😌💚
20/05/2024

তুমি বৃষ্টি চেয়েছো বলে, কতো মেঘের ভেঙ্গেছি মন🌧️💔
আমি নিজের বলতে তোমায় চেয়েছি😌💚

তুমি এসে সাজাবে বলে, উসকোখুসকো রই!আবার বসন্ত এলো ঠিকই, তুমি এলে কই!
14/02/2024

তুমি এসে সাজাবে বলে, উসকোখুসকো রই!
আবার বসন্ত এলো ঠিকই, তুমি এলে কই!

পৃথিবীতে পুরুষ মানুষ অর্ধেক কষ্ট পায় টাকার জন্য আর বাকী অর্ধেক পায় নারীর জন্য।। #বাস্তবতা  #জীবন_সুন্দর
28/01/2024

পৃথিবীতে পুরুষ মানুষ অর্ধেক কষ্ট পায় টাকার জন্য আর বাকী অর্ধেক পায় নারীর জন্য।।
#বাস্তবতা #জীবন_সুন্দর

12/04/2023

তোমরা কি ডিজিটাল অনলাইন ভিক্ষুক🤔
যারা কিনা পাঞ্জাবির সাইজ লিখে পোস্ট করতেছো 🥴

27/03/2023

এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোনো ছবি হয় না।
____শিল্পাচার্য জয়নুল আবেদিন

শুক্রও চাঁদের কাছাকাছি চলে এলো, আর তুমি এখনো আমার কাছে আসলে না!🥴🥰
24/03/2023

শুক্রও চাঁদের কাছাকাছি চলে এলো, আর তুমি এখনো আমার কাছে আসলে না!🥴🥰

13/03/2023

বাজারের সব দই বগুড়ার, সব ইলিশ পদ্মার আর বাসার সব দোষ আমার!🙂

সাবধান‼️
03/03/2023

সাবধান‼️

তুমি আমার সব সুখের উৎস 🥰
25/02/2023

তুমি আমার সব সুখের উৎস 🥰

14/02/2023

ফাগুনের শুভেচ্ছা নিও🌸🌼🏵️🌻

Candid😊
03/02/2023

Candid😊

26/01/2023

'....
ডুবতে বড়ই ইচ্ছে করে,
পশ্চিম খুব প্রিয়―
সূর্য তুমি ডোবার সময়
আমায় সঙ্গে নিও। ..।'
MarZuk Sha'r MaZar

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Khan:

Videos

Share