Mousumi Akther Hira

Mousumi Akther Hira তুমি ছাড়া আমি এই পৃথিবীতে শূণ্য���

একটা মানুষ থাকবে।যে একদম হঠাৎ করেই, ভিড় থেকে বেরিয়ে এসে বলবে," ভালোবাসি।"গায়ে গা ঘেঁষে চলবে।রাস্তা পার হতে তোমার ডান ...
20/02/2024

একটা মানুষ থাকবে।
যে একদম হঠাৎ করেই, ভিড় থেকে বেরিয়ে এসে বলবে," ভালোবাসি।"
গায়ে গা ঘেঁষে চলবে।
রাস্তা পার হতে তোমার ডান হাতের একটা আঙুল শক্ত মুঠোয় ধরবে,
রাস্তায় দাঁড়িয়ে লাল চা, একটা পশম দেওয়া সস্তার পুতুল।
গোলাপ না হলেও চলবে,
তবে রামধনু রঙা হাসি আঁকড়ে নিয়ে থাকবে।
একটা মানুষ,
যে হঠাৎ করেই বলবে, " সাথে থাকবো, ব্যস।"

স্বামী ব্যস্ত ভঙ্গিতে বলল " আর কত সুন্দর করে সাজবা?এগারোটায় ট্রেন! দেরি হলে তো ধরতে পারবো না "স্ত্রী ঠোঁ"টে লিপস্টিক দিত...
20/02/2024

স্বামী ব্যস্ত ভঙ্গিতে বলল " আর কত সুন্দর করে সাজবা?এগারোটায় ট্রেন! দেরি হলে তো ধরতে পারবো না "

স্ত্রী ঠোঁ"টে লিপস্টিক দিতে দিতে বললো " এইতো হয়ে গেছে,আর একটু দাঁড়াও "

স্বামী ইতস্তত করে বারবার ঘড়ি দেখছে।মিনিট পনেরো পর স্ত্রী শাড়ির কুঁচি ঠিক করতে করতে এসে বললো " কুঁচিটা ধরো তো,বারবার খুলে যাচ্ছে "

" এখনো শাড়ির কুঁচি ঠিক করোনি! "

কথাটা বলে স্বামী শাড়ির কুঁচি ধরলো,স্ত্রী স্তরেস্তরে সাজালো।

স্টেশনে আসতেই স্ত্রীর বায়না, তরমুজ খাবে।দ্রুত এক ফালি তরমুজ কিনে স্ত্রীর হাতে দিয়ে স্বামী গেলো টিকিট কাউন্টারের ঘরে।হাঁপাতে হাঁপাতে বললো

" দাদা ১১ টার ট্রেনটা কি এসছে? "

" ১০ মিনিট আগে চলে গেছে "

মুখ ভার করে ফিরলো স্বামী।স্ত্রীর মুখ হাসি হাসি।বললো

" তরমুজটা ভিষণ মিষ্টি,খাবে? আসো খাইয়ে দিই,ট্রেন কখন আসবে? "

স্ত্রীর খারাপ লাগা যেন তৈরী নাহয় সেদিকে খেয়াল রেখে স্বামী বললো " ট্রেনে যেতে ইচ্ছে করছে না গো।চলো না বাসে করে যাই! "

" বাসে আমার বমি পায় তো "

" পাবে না,জানালার কাছে বসবে।আমার কাঁধে মাথা রাখবে "

১৬ বছরের সংসার জীবন।স্ত্রী ভুল,ভালো যাই করুক,স্বামী এভাবেই সবসময় মানিয়ে নেয়।ভালোবেসে বিয়ে তাদের।বাসররাতে স্বামী প্রতিজ্ঞা করেছিলো, স্ত্রীর উপর কখনো রাগ করবে না।এতবছরেও সেই কথার খেলাপ হয়নি।

গল্প মানিয়ে নেওয়া

19/02/2024
19/02/2024

Assalamu Alaikum

Address

Shirgati, Rupsha/khulna
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mousumi Akther Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mousumi Akther Hira:

Videos

Share