![একটা মানুষ থাকবে।যে একদম হঠাৎ করেই, ভিড় থেকে বেরিয়ে এসে বলবে," ভালোবাসি।"গায়ে গা ঘেঁষে চলবে।রাস্তা পার হতে তোমার ডান ...](https://img5.medioq.com/538/334/376040875383344.jpg)
20/02/2024
একটা মানুষ থাকবে।
যে একদম হঠাৎ করেই, ভিড় থেকে বেরিয়ে এসে বলবে," ভালোবাসি।"
গায়ে গা ঘেঁষে চলবে।
রাস্তা পার হতে তোমার ডান হাতের একটা আঙুল শক্ত মুঠোয় ধরবে,
রাস্তায় দাঁড়িয়ে লাল চা, একটা পশম দেওয়া সস্তার পুতুল।
গোলাপ না হলেও চলবে,
তবে রামধনু রঙা হাসি আঁকড়ে নিয়ে থাকবে।
একটা মানুষ,
যে হঠাৎ করেই বলবে, " সাথে থাকবো, ব্যস।"