ইসলামের বাণী

ইসলামের বাণী পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন

08/12/2024

"আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন" সূরা ফাতিহা, আয়াত-০১ এর তাফসির

আলহামদুলিল্লাহি:
"আলহামদুলিল্লাহি" অর্থ "সকল প্রশংসা আল্লাহর জন্য।" এটি বোঝায় যে সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা এবং মহিমা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পরিচালিত করছেন এবং আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু প্রদান করছেন। এই বাক্যাংশটি আমাদের শেখায় কৃতজ্ঞতা ও প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হওয়া উচিত।

রব্বিল আলামিন:
"রব্ব" শব্দের অর্থ পালনকর্তা, প্রতিপালক, পরিচালনাকারী। "আলামিন" শব্দটি বহুবচন এবং এটি সমগ্র সৃষ্টি বা জগৎ বোঝায়। অর্থাৎ, আল্লাহ এমন সত্তা যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। তিনি এককভাবে সবকিছুর সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রক এবং তাদের জীবিকা দানকারী।

সম্পূর্ণ অর্থ:
"সকল প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগৎ বা সৃষ্টি জগতের পালনকর্তা।"

তাফসিরের মুল বক্তব্য:

1. আল্লাহর প্রতি কৃতজ্ঞতা: এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা কিছু পাই, তা আল্লাহর দেয়া। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।

2. বিশ্বজগতের মালিকানা: আল্লাহ একমাত্র রব্ব বা পালনকর্তা। তিনি এককভাবে সৃষ্টিকর্তা এবং জগৎ পরিচালনার দায়িত্ব তাঁরই।

3. সৃষ্টির সামগ্রিকতা: "আলামিন" শব্দটি মানুষের, ফেরেশতাদের, পশুপাখি, আকাশ, পৃথিবীসহ সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এর দ্বারা বোঝা যায়, আল্লাহর দয়া এবং কৃপা সৃষ্টির প্রতিটি অংশে প্রবাহিত।

4. তাওহিদের প্রমাণ: এই আয়াতের মাধ্যমে একত্ববাদের শিক্ষা দেয়া হয়, যে আল্লাহই একমাত্র প্রভু এবং তিনি ছাড়া আর কেউ প্রশংসার যোগ্য নয়।

এই আয়াতটি সূরা ফাতিহার প্রথম আয়াত এবং এটি মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের আল্লাহর প্রতি আনুগত্য, কৃতজ্ঞতা এবং তাঁর সর্বশক্তিমান রূপে বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়।

10/12/2023

সূরা ইখলাস
বাংলা অনুবাদ সহ

07/12/2023
28/11/2023

তারাই সত্যিকার মুমিন, যারা আল্লাহ ও রাসূলের ওপর ঈমান এনেছে, এরপর এতে কোন সন্দেহ করেনি এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে। এরাই সাচ্চা লোক। (সূরা হুজুরাত- ৪৯:১৫)

27/11/2023

হযরত আবু হুরায়রা ” থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও কার্যপ্রণালীর দিকে লক্ষ্য রাখেন।-
(মুসলিম: বাবু তাহরিমি জুলমিল মুসলিমি, ৪৬৫১

26/11/2023

হযরত আলী ( রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন.

রাসূল (স) ইরশাদ করেন.
একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা :

১. কোন মুসলমানের সাথে সাক্ষাত্‍ হলে তাকে সালাম দেয়া
২, কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া
৩, কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া
৪. রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা
৫, কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া
৬. নিজের যা পছন্দ অন্যের জন্যে ও তা পছন্দ করা
তিরমীযি ও দারেমী
হাদিস নং ৪৪৩৬

23/11/2023

এসো কোরআন শিখি
মাখরাজের সহিত আরবি হরফ উচ্চারণ

20/11/2023

এসো কোরআন শিখি পর্ব - ৩

15/11/2023

এসো কোরআন শিখি পর্ব - ০২



14/11/2023

সূরা হাক্কাহ
আয়াতঃ ২১ থেকে ৩০
বাংলা অনুবাদসহ
তিলাওয়াতে কন্ঠঃ আব্দুর রহমান আল ওয়াসি

14/11/2023

উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি এ বলে দু’আ করতেন-
,اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صلى الله عليه وسلم
হে আল্লাহ্‌! আমাকে তোমার রাস্তায় শাহাদাত লাভের তাওফীক দান কর এবং আমার মৃত্যু তোমার রাসূলের শহরে প্রদান কর।
(বুখারী; ১৮৯০, অধ্যায় ২৯/১৩)

13/11/2023

আজকে থেকে শুরু করছি কোরআন শিক্ষা
আগে আমরা সহীহভাবে হরফের উচ্চারন শিখবো
এই পর্বে থাকছে ১০ টি হরফ
এসো কোরআন শিখি পর্ব -০১

12/11/2023

সূরা হাক্কাহ
আয়াতঃ ১১ থেকে ২০
বাংলা অনুবাদসহ
তিলাওয়াতে কন্ঠঃ আব্দুর রহমান আল ওয়াসি

03/11/2023

সূরা হাক্কাহ
আয়াতঃ ১-১০
তিলাওয়াতে কন্ঠঃ আব্দুর রহমান আল ওয়াসি

Address

Mongla
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share