ইমোশনাল

  • Home
  • ইমোশনাল

ইমোশনাল fb.com/stars 🌸লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন
(20)

01/09/2024

- পুরনো ক্যালেন্ডারের মতো অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেয়ালে...।🦋💔

01/09/2024

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়..!! 🖤🥀

01/09/2024

_নিজের মেয়েকে শেখান রাস্তায় কেউ ছোঁ'য়ার চেষ্টা করলে তার হা'ত পা কিভাবে ভা'ঙ'তে হয়, রুটি বানানো পরে শিখলেও চলবে..! 😊🖤

01/09/2024

যদি কখনো মনে হয় ফিরে আসা দরকার তাহলে তুমি ফিরে এসো কয়েক মাস বছর কিংবা যুগ তবুও তুমি ফিরে আইসো..!! 🖤

01/09/2024

ইচ্ছা করতাছে রিকশা দিয়া পুরো শহর ঘুরে বৃষ্টিবিলাস করি...!! 🙂💚

01/09/2024

দুর্দিনে দলবেঁধে আসা এইসব দুঃসময়
ইনশাআল্লাহ একদিন ফুরিয়ে যাবে।
যেহেতু সবসময়ই একটা সময় গিয়ে ফুরায়,
জীবন তো মূলতই সময়ই, তাইনা..?😊

01/09/2024

অসময়ে সঙ্গ দিও..!
সুসময়ে সঙ্গী কেনা যায়..!! 🖤

01/09/2024

_অভিশপ্ত নক্ষত্র চেনো
চেনো বিদীর্ণ দর্পণ..!

আচ্ছা -তুমি আমায় চেনো কি..?

01/09/2024

- স্মৃতি ভয়ংকর"..!!🙃

01/09/2024

_ আঁধারে থেকো না_আলো হও;
কাঠ তুমি অনেক পালঙ্ক হয়েছো_এবার না হয় কয়লা হও।

01/09/2024

এসো শূণ্যতা তোমাকে চাষাবাদ করি..!!🙂

01/09/2024

আমি আজকাল খুব একা হয়ে যাচ্ছি_কারণ আমি আজকাল আমাকে খুঁজে পাচ্ছি..!!🖤

01/09/2024

_জমছে জমুক মেঘের পাহাড় মনের গহীন কোণে,
বর্ষন হোক আজ সারাদিন, অশ্রুর অভিমানে..!! 😊

01/09/2024

"আমি একদিন নিখোঁজ হবো"
উধাও হবো রাত প্রহরে
সড়ক বাতির আবছা আলোয়
খুঁজবে না কেউ এই শহরে..!!🤍

01/09/2024

মূল‍্যহীন জায়গা থেকে সরে যাওয়া বেটার..!😊

01/09/2024

- কে জেনো আমাকে ডাকে,
আমি খুঁজি কিন্তু পাই না"!
কেন পাই না কেউ কি কইবার পারো..?

01/09/2024

যারা আমার থেকে যতটুকু দুরত্ব চেয়েছে,
আল্লাহ যেনো তাদের থেকে তার চেয়েও
বেশি দুরত্বে আমাকে রাখে..!!🖤

01/09/2024

মানুষকে ভালোবাসে যতোটা নিজের কাছে রাখতে জানি, একবার মন থেকে উটলে ততোটাই দূরে সরে আসতে পারি..। তার চেহারার দিকেও তাকাতে ইচ্ছে করে না তখন..।

Address


Alerts

Be the first to know and let us send you an email when ইমোশনাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইমোশনাল:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Want your business to be the top-listed Media Company?

Share