মুহাম্মদ আবু ছাদেক নোমান
আমি_আল্লামা_সাঈদী_সাহেবের_কণ্ঠ_হবো❤️🔥
নেদারল্যান্ডসের আর্নহেম শহরে কুর'আনুল কারিম পোড়া'নোর চেষ্টা করেছিল ক!ফিরেরা। পুরোটা সময়ই সেখানের পুলিশ বাহিনী নিরাপত্তা দিয়ে রেখেছিল। এত নিরাপত্তার মাঝেই, সেখানে উপস্থিত এক মুসলিম ভাই হঠাৎ দৌড়ে এসে ওদের মুখে লাথি মারেন.. ফলে ওরা কাপুরুষের মতো পালিয়ে যায়। দু'বার কুর'আনুল কারিম পোড়ানোর চেষ্টা করেও ওরা ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর্নহে*মের মুসলিম ভাইদের প্রতি সালাম এবং বিশেষ করে সেই ভাইকে অভিনন্দন তার কার্যকরী 'ফ্লাইং কিকের' জন্য……
©️
এজন্যই আমার আল্লাহ সূরা আল-ইমরান এর ২৬ নং আয়াতে বলেন - وَ تُعِزُّ مَنۡ تَشَآءُ وَ تُذِلُّ مَنۡ تَشَآءُ - তিনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। Dear #followers, তাকে বলে দিয়েন ডিগবাজী দিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না।
কেউ যেন বলতে না পারে এখানে তার বক্তব্য এডিট করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, তাই সম্পুর্ণ বক্তব্যটি প্রথম কমেন্টে দিয়ে দিলাম -
পেশায় একজন রিক্সা চালক দির্ঘ ১ মাসের ধরে গোসল করে না।তাই তাকে জোর পূর্ব গোসল করানো হচ্ছে ।
ওনার মতো মানুষের মাঝেই মানুষ বেঁচে থাকুক...!!🥺🖤
একটি মাছি কতটুকু ভয়নকর হতে পারে
💀☠️☠️
বাবা কি জিনিস তা হয়তো কখন উপলব্ধি করা যায় না। এমন অনেকেই আছেন যারা ফেসবুক এ অনেক ছবি আপলোড দিলেও, বাবার সাথে ছবি আপলোড দেয় না। তারা ভাবে আমি লেখাপড়া করে চাকরি করি কিন্তু বাবা তো কৃষি কাজ করে লুঙ্গি পরে চলাফেরা করে। এমন ছবি আপলোড দিলে কলিগরা কি ভাববে তার সমন্ধে! আবার গ্রামের অনেকের বাড়িতে টিনের চাল কিন্তু তাদের ফেসবুক আইডি তন্নতন্ন করে খুজলেও এমন একটা ছবি পাবেন না; যে ছবির ব্যাকগ্রাউন্ড এ টিন দেখা যায়। এরা নিজেকে মনে মনে কতটা হীন মনে করে চলাফেরা করে ভাবতেই অবাক লাগে। তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। আরো ভালো কিছু করার চেষ্টা করো। ভবিষ্যত ভালো করো কিন্তু বর্তমানে তোমার যা কিছু আছে ততটুকু দিয়েই জীবনটা উপভোগ করো। প্রতিযোগিতামূলক জীবন না গড়ে সহযোগিতামূলক জীবন গড়ে তোল।