Sheikh's Info

Sheikh's Info Stay With Sheikh's Info.

06/12/2023

Late night

22/11/2023

খুলনা ফুলতলা ষ্টেশনের পরিত্যাক্ত লাইন তুলে ফেলা হচ্ছে নতুন লাইন বসানোর জন্য।

Duties 🇧🇩👮‍♂️
19/11/2023

Duties 🇧🇩👮‍♂️

19/11/2023

শুভ সকাল❤️

কান্দিস না বন্ধু!! 😂
15/11/2023

কান্দিস না বন্ধু!! 😂

13/11/2023

টেস্টিং লাইভ🙂

জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার (এআইজি), পুলিশ হেডকোয়ার্টার্স, অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।জনাব মোহা...
08/11/2023

জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার (এআইজি), পুলিশ হেডকোয়ার্টার্স, অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

জনাব মোহাম্মদ কামরুল হাসান অতিঃ পুলিশ সুপার, মাদারীপুর, পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।


মাগুরা জেলা পুলিশের সাবেক এই দুইজন কর্মকর্তা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করে পুলিশের উপর মাগুরা জেলার জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন। তাদের উভয়ের একত্রে কর্ম কালীন সময়ে মাগুরা জেলায় জনবান্ধব পুলিশিংয়ের সফল বাস্তবায়ন ঘটেছিল। তৎকালীন মাগুরা জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের সার্বিক ওয়েলফেয়ারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।

সম্মানিত মহোদয় দ্বয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নতুন দায়িত্বে আরও সাফল্যমন্ডিত হোক তাদের প্রতিটি পদচারণা।

রক্ত রঞ্জিত পবিত্র পোষাকে আমার নির্জীব দেহখানা পড়ে রয়েছে। তবুও সরকারি অস্ত্রটা পরম যত্নে আগলে রেখেছি কারণ তোমরা যারা আমা...
28/10/2023

রক্ত রঞ্জিত পবিত্র পোষাকে আমার নির্জীব দেহখানা পড়ে রয়েছে। তবুও সরকারি অস্ত্রটা পরম যত্নে আগলে রেখেছি কারণ তোমরা যারা আমাকে অমানবীয় নিষ্ঠুরতায় মারতে মারতে মৃত্যু নিশ্চিত করে ফেলে গেলে তাদের কষ্টের টাকায় কেনা অস্ত্রটা রক্ষা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তোমরা যারা আমার নির্জীব দেহটা দেখে "আলহামদুলিল্লাহ" বলছো তাদের জন্য বলতে চাই-
"আলহামদুলিল্লাহ"-এর অর্থ জানোতো? "সকল প্রশংসা আল্লাহর জন্য"

আমি তোমাদের এসব কথায় রাগ করা বা উত্তর দেয়ার মত সীমানার বাহিরে বহু দূরে। তবে যে মহান আল্লাহতা'আলার প্রশংসা তোমরা করছো তার অতি নিকটে আমি চলে এসেছি। সেই আল্লাহর কসম কেয়ামতের মাঠে শেষ বিচারের দিন আমি আল্লাহর কাছে বিচার চাইবো। আমি কোন ব্যাক্তি বিরোধের আক্রোশে তোমাদেরকে প্রতিহত করতে গিয়েছিলাম না। আমি আমার উপর অর্পিত পবিত্র রাষ্ট্রীয় দ্বায়িত্ব পালন করার জন্য তোমাদের অন্যায়কে প্রতিহত করতে গিয়েছিলাম।

© Sheikh's Info

দেশপ্রেমিক একজন পুলিশ সদস্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগনের জানমালের নিরাপত্তা রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। সন্ত্রা...
28/10/2023

দেশপ্রেমিক একজন পুলিশ সদস্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগনের জানমালের নিরাপত্তা রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। সন্ত্রাসী, ঘৃণ্য, বর্বর এবং নাশকতাকারী কালহাত থেকে জনগনের জান মাল রক্ষা করতে গিয়ে নির্মমতার শিকার হয়ে জীবন দিল আমাদের প্রিয় সহকর্মী আমাদের ভাই। ঘৃণ্য বর্বর নাশকতাকারী এবং বর্বর হত্যাকারীদের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।বীরের মৃত্যু নেই। বীরেরা বেঁচে থাকে বীরত্বের গল্প কবিতায় এবং গণমানুষের হৃদয়ে। হে আল্লাহ দেশের শান্তি রক্ষার জন্য জীবন উৎসর্গকারী আমার সহকর্মী ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।

একটি বিলুপ্ত প্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা!!
28/10/2023

একটি বিলুপ্ত প্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা!!

অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম বহুদিন পর বাংলাদেশ ফুটবলের একটি ভাল সংবাদ বিশ্বকাপ বাছাই এর ২য় রাউন্ডে এর হোম ম্যাচে মালদ্বী...
17/10/2023

অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম
বহুদিন পর বাংলাদেশ ফুটবলের একটি ভাল সংবাদ
বিশ্বকাপ বাছাই এর ২য় রাউন্ডে এর হোম ম্যাচে মালদ্বীপ কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই এর মূল পর্বে এ কোয়ালিফাই করলো বাংলাদেশ ফুটবল টিম 🥰

শুভ জন্মদিন বাংলার হার না মানা এক যোদ্ধা Mashrafe Bin Mortaza  🥺✨পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগ বাঁকা করে চ্যালেঞ্জ করবো...
05/10/2023

শুভ জন্মদিন বাংলার হার না মানা এক যোদ্ধা
Mashrafe Bin Mortaza 🥺✨

পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগ বাঁকা করে চ্যালেঞ্জ করবো নিজেকেই, শুধু একটা বল করতে
চাই বাংলাদেশের হয়ে!!💫

🗣️ মাশরাফি বিন মুর্তজা

নিঃসন্দেহে কোন যুক্তি তর্ক ছাড়া বর্তমানে বাংলাদেশের সেরা অলরাউন্ডার তো বটেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে মেহে...
02/10/2023

নিঃসন্দেহে কোন যুক্তি তর্ক ছাড়া বর্তমানে বাংলাদেশের সেরা অলরাউন্ডার তো বটেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ একজন! 🥰
Mehidy Hasan Miraz

হোয়াট এ থ্রো বাই মাহমুদউল্লাহ 🔥ডিরেক্ট থ্রো তে রান আউট করে দিমুথ করুনারত্নে কে রান আউট করে প্যাভিলিয়নে পাঠালো মাহমুদউল্ল...
29/09/2023

হোয়াট এ থ্রো বাই মাহমুদউল্লাহ 🔥

ডিরেক্ট থ্রো তে রান আউট করে দিমুথ করুনারত্নে কে রান আউট করে প্যাভিলিয়নে পাঠালো মাহমুদউল্লাহ।❤️

আজ দুপুরে ফেসবুকে খবরটা দেখেই একটা ধাক্কা খেলাম।শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আমাদের প্রিয় মাহবুব স্...
24/09/2023

আজ দুপুরে ফেসবুকে খবরটা দেখেই একটা ধাক্কা খেলাম।
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আমাদের প্রিয় মাহবুব স্যার আর নেই।
স্কুল জীবনে আমার মত এক ফাঁকিবাজ ছাত্রের মনে যে সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ দাগ কেটেছেন, যাদের নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়া আলোয় আলোকিত হয়েছে জ্ঞান ভান্ডার, যাদের শেখানো আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধে অজান্তেই শানিত হয়েছি তাদের একজন পরম শ্রদ্ধাভাজন ও প্রিয় শিক্ষক মাহাবুব স্যার। আহারে! স্যারের শাসনগুলোর আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা যদি তখন বুঝতাম।

স্যারের আদর্শ, মূল্যবোধ ও নৈতিকতার বাতিঘর থেকে যত আলো ছড়িয়ে অন্যত্র আলোকিত হয়েছে তার বিনিময়ে সর্বশক্তিমান আল্লাহ যেন স্যারের আখিরাতের পথকে উজ্জ্বল আলোয় আলোকিত করেন।

মাঝে মাঝে এমন অনেক কিছু চলে আসে ফেসবুক ফিডে, না পারি কমেন্ট করতে না পারি হা হা রিঅ্যাক্ট দিতে 😂😂এই পোষ্টে 😄 হা হা রিঅ্যা...
22/09/2023

মাঝে মাঝে এমন অনেক কিছু চলে আসে ফেসবুক ফিডে, না পারি কমেন্ট করতে না পারি হা হা রিঅ্যাক্ট দিতে 😂😂

এই পোষ্টে 😄 হা হা রিঅ্যাক্ট দিয়ে সঙ্গে থাকুন।

এই ধরনের হিডেন ওয়ার্ড অপটিক্যাল ইল্যুশন যুগে যুগে আর্টিস্টরা তৈরি করে এসেছে। এখন এআই এসে সেই জায়গা দখল করে নিচ্ছে। এই ছব...
22/09/2023

এই ধরনের হিডেন ওয়ার্ড অপটিক্যাল ইল্যুশন যুগে যুগে আর্টিস্টরা তৈরি করে এসেছে। এখন এআই এসে সেই জায়গা দখল করে নিচ্ছে।

এই ছবিটা এআই দিয়ে তৈরি। আপাতদৃষ্টিতে সাড়ে তিন জোড়া মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। নিরীহ একটা ছবি।

কিন্তু ছবিটা ফোনে ওপেন করে বেশ কয়েক মিটার দূরে গিয়ে দেখেন, অথবা চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখেন; কিছু কি পড়তে পারছেন?

ডিএমপি কমিশনার হিসেবে নিযুক্তির আদেশ পেলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)...
20/09/2023

ডিএমপি কমিশনার হিসেবে নিযুক্তির আদেশ পেলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
অভিনন্দন ও শুভকামনা নবনিযুক্ত ডিএমপি কমিশনার মহোদয়ের জন্য।

অভিনন্দন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য এসআই আব্দুস সালাম ও তার মেয়ে ক্যাপ্টেন ডাঃ শাহনাজ পারভীনকে।
20/09/2023

অভিনন্দন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য এসআই আব্দুস সালাম ও তার মেয়ে ক্যাপ্টেন ডাঃ শাহনাজ পারভীনকে।

কারও ভাঙ্গাভাঙ্গীর দরকার হলে যোগাযোগ করতে পারেন।
19/09/2023

কারও ভাঙ্গাভাঙ্গীর দরকার হলে যোগাযোগ করতে পারেন।

বা ঙ গা লী!!
18/09/2023

বা ঙ গা লী!!

মুশফিক বাদেই দুই তামিম এক সাকিব ও এক মাহমুদউল্লাহকে নিয়ে  নিউজিল্যান্ডের সাথে সিরিজের জন্য টাইগার স্কোয়াড ঘোষনা।
17/09/2023

মুশফিক বাদেই দুই তামিম এক সাকিব ও এক মাহমুদউল্লাহকে নিয়ে নিউজিল্যান্ডের সাথে সিরিজের জন্য টাইগার স্কোয়াড ঘোষনা।

মেহেরাব হোসেন জুনিয়র'ই বুদ্ধিমান মানুষ।কানাডাতে পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন জুনিয়র। একসময়...
09/09/2023

মেহেরাব হোসেন জুনিয়র'ই বুদ্ধিমান মানুষ।

কানাডাতে পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন জুনিয়র। একসময়ের প্রিয় খেলোয়াড়। দেশান্তরি হয়ে কানাডায় আবাস গড়েছেন পরিবার নিয়ে।

এবার শুরু করলেন জীবনের একটা নতুন ইনিংস। অভিনন্দন ❤️

লক্ষ টাকা আয়ের সুযোগ 😂😂
06/09/2023

লক্ষ টাকা আয়ের সুযোগ 😂😂

এখনও কিছু জানায়নি
05/09/2023

এখনও কিছু জানায়নি

01/09/2023
সাবধান সজাগ সচেতন:ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কা প্রাণ গেল তিন পুলিশের:এমন একটি মর্মান্তিক ঘটনার সংবাদপত্রের ফেসবুক পেইজে ক...
31/08/2023

সাবধান সজাগ সচেতন:

ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কা প্রাণ গেল তিন পুলিশের:
এমন একটি মর্মান্তিক ঘটনার সংবাদপত্রের ফেসবুক পেইজে কমেন্ট সেকশনে "আলহামদুলিল্লাহ" বলায় সিপিসির একটি টিম এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুল্লাহ। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

তার কমেন্টের উপর বহু লোক এই আলহামদুলিল্লাহ কমেন্ট করতে থাকে। অনলাইন নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ কমেন্ট সর্বত্র ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যদের মধ্যে ব্যপক ক্ষোভ অসন্তোষ এবং অস্থিরতা তৈরি হতে থাকে।ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উপক্রম হয়।

সিআইডি সাইবার ইন্টেলিজেন্স এর একটি টিম তাকে শনাক্ত করে। আজ সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন তিনি। তিনি মূলতঃ কওমি এবং হেফাজত ইসলাম পন্থী একটি মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম।

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩১ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অনলাইনে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় তাহা হইলে উক্ত ব্যক্তির এ অপরাধে ৭ (সাত) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
বর্তমানে সাইবার নিরাপত্তা ২০২৩ আইনেও এ ধারাটি কার্যকর রয়েছে, তবে সাজা দুবছর কমিয়ে ৫ বছর করা হয়েছে।

সতর্কতাঃ
অনলাইনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে
১ মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার
২ আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য প্রেরণ, প্রকাশ
৩ রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণু করিবার, বা বিভ্রান্তি ছড়াইবার, বা তদুদ্দেশ্যে, অপপ্রচার প্রকাশ, বা প্রচার
৪এমন কিছু প্রকাশ বা প্রচার যা বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটায়

এসবই ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা সম্প্রতি পাশ হওয়া সাইবার নিরাপত্তা আইনে অপরাধ। তাই অপরাধের শাস্তির খড়গ প্রয়োগের পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতার কোন বিকল্প নেই॥

সাতক্ষীরার জামাইদের মেনশন করুন।
30/08/2023

সাতক্ষীরার জামাইদের মেনশন করুন।

পুলিশ তো আর দশ জন মানুষের মতই মানুষ। একজন মানুষের মৃত্যুতে যে সকল মানুষগুলো আলহামদুলিল্লাহ,  মাশা-আল্লাহ বলে আনন্দ প্রকা...
27/08/2023

পুলিশ তো আর দশ জন মানুষের মতই মানুষ। একজন মানুষের মৃত্যুতে যে সকল মানুষগুলো আলহামদুলিল্লাহ, মাশা-আল্লাহ বলে আনন্দ প্রকাশ করছে তাদের ভিতর থেকেই মানুষরূপী পুলিশগুলো এসেছে। তাদের আত্নীয়/ বন্ধু/ পাড়া-প্রতিবেশি/ এলাকাবাসীর ভেতর থেকেই পুলিশে জয়েন করেছে, করছে এবং তাদের সমমনা মানুষগুলোই পুলিশে আসছে। নিজের লোকের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া অভ্যাস করছি আমরা।

একটি সামাজের মানুষের সার্বিক গুণাবলি প্রতিফলিত হয় পুলিশে। সেখানকার মানুষ যতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় আইন মেনে চলতে যতটা উৎসাহ দেখায় পুলিশের সার্বিক কার্যক্রম ততটা পেশাদার হয়।

আমাদের দেশের মানুষ আইন মানতে যতখানি উদাসীনতা দেখায় পুলিশও ততটা অপেশাদার আচরণ করার সুযোগ পায়।

কে দুর্নীতি করে না? প্রত্যেকটা সংস্থায় দুর্নীতিবাজ লোক আছে। নিরেট ভালো লোকের সংখ্যা অপ্রতুল কারণ কিছু লোক ইচ্ছা থাকলেও দুর্নীতির দুষ্টচক্রের বেড়াজাল ছিন্ন করে বের হতে পারে না। সেরা দশ দুর্নীতিগ্রস্থ সংস্থায় নেই পুলিশের নাম। তবুও শুধুমাত্র পুলিশই সর্বোচ্চ আক্রোশের স্বীকার। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটায় আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষ পুলিশি সেবা। সমাজের সর্বত্র রয়েছে পুলিশের পেশাগত বিচরণ এবং ইউনিফর্মড সার্ভিস হওয়ার দরুন তাদের কার্যক্রম দ্রুত দৃষ্টিগোচর হয় ফলে আলোচনা-সমালোচনা, কটাক্ষ সব কিছুর কেন্দ্র বিন্দুতে তারা বিরাজমান।

গত কয়েক বছরে পুলিশে অনেক পরিবর্তন এসেছে। অন্য সকল সংস্থার নিয়োগ প্রক্রিয়ার তুলনায় পুলিশ এখন শতভাগ সচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিচ্ছে। পুলিশকে জনবান্ধব করতে অনেক গবেষণা/ প্রশিক্ষণ/ চর্চা চলমান রয়েছে। তাতে লাভ কি আমাদের সমাজ ব্যবস্থা যদি এগুলো গ্রহণ করার উপযোগী না হয় বা সক্ষমতা না থাকে??

⛔কপি করবেন না, শেয়ার করুন⛔

জেনে রাখা ভাল। শিক্ষনীয়ঃ ⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার...
25/08/2023

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

(সংগৃহীত)

“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গে...
22/08/2023

“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-

: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ?

সে বল্লো -
: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন ।

রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো , সে বললো-

: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন ? একটু পরেই তাে ঝুম বৃষ্টি হবে !

রাজা রেগে বল্লেন -
: বেটা জেলের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি ।

রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলাে ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! জেলে তো পড়লাে মহা বিপদে! সে তাে আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-

: মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।

রাজা বল্লো -
: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি !

জেলে উত্তর দিল ,
: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে !

তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়।”

Collected

21/08/2023

৩ মাসেরও অধিক সময় আগে বলে দিয়েছিলাম এটা স্ক্যাম করবে। বিস্তারিত বিশ্লেষণ করেও বলেছিলাম যে, কেন এটা করবে। তখন অন্ধ আর লোভী বাঙ্গালী আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর কমেন্টে অকথ্য ভাষায় গালাগাল করে ধুয়ে দিয়েছিলো।

যারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেছিলো তারা অবশ্য অ্যাপ্রসিয়েট করেছে।

এখন সব পেইজ/চ্যানেল, নামকরা সব নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল স্ক্যাম করার পর নিউজ করছে। করবে না কেন? ভাইরাল টপিক ভিউ বেশী, টিআরপি বেশী সাথে তাদের লাভও বেশী।

The full news link is in the comment.
16/08/2023

The full news link is in the comment.

অসভ্য হয়ে বেড়ে উঠছে এই জেনারেশনের বড় একটা অংশ। একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এই শিক্ষাটা পায়নি যে, মন্ত্রী পদে আসীন এক...
08/08/2023

অসভ্য হয়ে বেড়ে উঠছে এই জেনারেশনের বড় একটা অংশ। একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এই শিক্ষাটা পায়নি যে, মন্ত্রী পদে আসীন একজন ব্যাক্তিকে কিভাবে সম্বোধন করতে হয়!!
হ্যালো টিকটকার জেনারেশন, হ্যা আপনাদেরকে বলছি, গত ১৫ বছরে যত পুলিশ কনষ্টেবল নিয়োগ হয়েছে তার ৭০-৮০% উচ্চ মাধ্যমিক পাশ। এদের মধ্যে ৫০% এর অধিক চাকুরীর পাশাপাশি স্নাতক পাশ অর্থাৎ গ্রাজুয়েট।
আর আপনাদের বাঁধা দেওয়ার কথা বলছেন? আপনারা কোন মহৎ উদ্দেশ্যে, কোন যুক্তিযুক্ত দাবি আদায়ে এসব করছেন যে তাতে বাঁধা দেওয়া বেআইনি?
যারা পড়াশোনা করেছে তারা পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর আপনারা টিকটকাররা এসেছেন তামাশা করতে?

07/08/2023

MTFE বর্তমান অবস্থা | কাজ করার আগে একটু জেনে নিন | Mtfe trading platform.
⁕ GrowingBulls - Erfan
Disclaimer :
This video does not promote the use of cryptocurrencies. Its purpose is to create public awareness.
The use of cryptocurrencies in Bangladesh is prohibited by the Foreign Exchange Control Act 1947, the Anti-Terrorism Act 2009 and the Prevention of Money Laundering Act 2012.

জাতীয় দৈনিকে নিউজ আসা শুরু হয়েছে। তথাকথিত সিইও গুলো এবার গাঁ ঢাকা দেবার পালা।
22/07/2023

জাতীয় দৈনিকে নিউজ আসা শুরু হয়েছে। তথাকথিত সিইও গুলো এবার গাঁ ঢাকা দেবার পালা।

আপনি ইউনিফর্ম পরে টিভি ক্যামেরায় কথা বলতে এসেছেন মানে আপনি বাংলাদেশ পুলিশকে রিপ্রেজেন্ট করছেন। ভালো কাজে আরও অনেক দূর  এ...
07/07/2023

আপনি ইউনিফর্ম পরে টিভি ক্যামেরায় কথা বলতে এসেছেন মানে আপনি বাংলাদেশ পুলিশকে রিপ্রেজেন্ট করছেন।

ভালো কাজে আরও অনেক দূর এগিয়ে যান শুভকামনা রইলো তবে নিজের পেশা ও পোষাকের সম্মান সমুন্নত রেখে।

ভালবাসি ক্যাপ্টেন ম্যাশ আপনাকে। আজ আপনার ভূমিকা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার কাছে ভেঙ্গে গেল খান সাহেবের অভিমান। ব...
07/07/2023

ভালবাসি ক্যাপ্টেন ম্যাশ আপনাকে। আজ আপনার ভূমিকা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার কাছে ভেঙ্গে গেল খান সাহেবের অভিমান। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট পাগল মানুষের মত মাননীয় প্রধানমন্ত্রীকেও যে খান সাহেবের অবসরের ঘোষণা ব্যাথীত করেছে এটা তারই বহিঃপ্রকাশ।
খান সাহেবের এ প্রত্যাবর্তন হোক চীর অম্লান।

05/11/2021
01/11/2021

পুলিশের নতুন পোশাক!
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়!

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh's Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Khulna

Show All

You may also like