It's Nahid

It's Nahid আমি Just আমি

21/01/2025
21/01/2025

"একধাপ এগিয়ে যান, SEO কে সাথে নিয়ে! 🚶‍♂️

19/01/2025

যখন থেকে রেজাল্ট আসা শুরু হবে এবং টাকা ব্যাংকে আসা শুরু করবে,,তখন বুঝবা যে কাজ করার আসল মজাটা কেথায়...!!!

উল্টাপাল্টা চিন্তা বাদ দেন😌যার হাত ধরে পথ চলা শুরু, তার হাত ধরেই পথ চলা শেষ করতে চাই ইনশাআল্লাহ ✊
06/10/2024

উল্টাপাল্টা চিন্তা বাদ দেন😌
যার হাত ধরে পথ চলা শুরু, তার হাত ধরেই পথ চলা শেষ করতে চাই ইনশাআল্লাহ ✊

"সুখী মুহূর্তগুলো আমাদের জীবনের রঙ। প্রতিটি ছবি নতুন একটি গল্পের সূচনা!"    ゚
23/09/2024

"সুখী মুহূর্তগুলো আমাদের জীবনের রঙ। প্রতিটি ছবি নতুন একটি গল্পের সূচনা!"



আশা করি -শিক্ষা ব্যবস্থায় দারুণ এক পরিবর্তন আনা হবে! যেখানে ক্রিয়েটিভিটর মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাব...
12/08/2024

আশা করি -
শিক্ষা ব্যবস্থায় দারুণ এক পরিবর্তন আনা হবে!

যেখানে ক্রিয়েটিভিটর মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে!
উদ্যোক্তা তৈরি করতে যথেষ্ট পরিবেশ মেইক করা হবে৷
ইন শা আল্লাহ 🤍


ইউটিউব 𝗦𝗘𝗢 কি??  💥ইউটিউবের যে ভিডিও র‍্যাংকিং  প্রসেস রয়েছে  তাকে ইউটিউব  SEO বলে। 💥 ইউটিউব SEO করা কি দরকারী? ইউটিউবে প...
08/07/2024

ইউটিউব 𝗦𝗘𝗢 কি??

💥ইউটিউবের যে ভিডিও র‍্যাংকিং প্রসেস রয়েছে তাকে ইউটিউব SEO বলে।

💥 ইউটিউব SEO করা কি দরকারী?

ইউটিউবে প্রতিনিয়ত একই কিওয়ার্ডে লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে। কোন ভিডিও আগে /পরে দেখাবে তা সার্চ ইঞ্জিন দ্বারা নিধারিত হয়।সার্চ ইঞ্জিনে ভিডিও র‍্যাংকিং করার জন্য SEO দরকার।

💥 SEO করলে কি ভিউ বা সাবস্ক্রাইবার বাড়বে?

SEO এর সাথে ভিউের সম্পর্ক নাই।এসইও ভিডিও সার্চ র‍্যাংকিং নিয়ে আসবে। ভিডিও থাম্বনেল,কোয়ালিটি ভালো হলে ক্লিক বাড়বে,ক্লিক বাড়লে ভিউ ও সাবস্কাইবার বাড়বে।




অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি...
06/07/2024

অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।

এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।

আমি আর কিছু বলবো না 🙂💔🥀সময় আছে এখনও পড়াশোনার পাশাপাশি নিজেকে অন্য দিক থেকে স্কিল করে তুলন✊💪
02/07/2024

আমি আর কিছু বলবো না 🙂💔🥀

সময় আছে এখনও পড়াশোনার পাশাপাশি নিজেকে অন্য দিক থেকে স্কিল করে তুলন✊💪

👉নিজেকে বিশ্বাস করুন আপনার জন্মই হয়েছে সফলতার জন্য " অন্যের সাথে নয় নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিন  "✍️ আশরাফুল মাখলুক...
01/07/2024

👉নিজেকে বিশ্বাস করুন আপনার জন্মই হয়েছে সফলতার জন্য " অন্যের সাথে নয় নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিন "

✍️ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আপনি আপনার দ্বারা সবকিছু করা সম্ভব " শুধু দরকার প্রবাল ইচ্ছা শক্তি পরিশ্রম এবং আত্মবিশ্বাস ব্যাস আপনার জয় নিশ্চিত " ইন-শা-আল্লাহ্ ।






আপওয়ার্ক ও ফাইভারে (জুন ২০২৪) নতুন আপডেট!♻️আপওয়ার্ক:✅প্রথমবারের ডিরেক্ট অফারের জন্য ফি: এখন থেকে, আপওয়ার্কে প্রথমবারে...
30/06/2024

আপওয়ার্ক ও ফাইভারে (জুন ২০২৪) নতুন আপডেট!

♻️আপওয়ার্ক:

✅প্রথমবারের ডিরেক্ট অফারের জন্য ফি: এখন থেকে, আপওয়ার্কে প্রথমবারের মতো কোন ক্লায়েন্টের কাছ থেকে ডিরেক্ট অফার গ্রহণ করার জন্য $4.99 "ইনস্ট্যান্ট কানেকশন ফি" প্রযোজ্য হবে।

✅জব পোস্টিং চার্জ: ক্লায়েন্টরা এখন থেকে জব পোস্ট করে কন্ট্রাক্ট শুরু করার জন্য চার্জ প্রদান করবেন (প্রতিটি পোস্টের জন্য প্রোজেক্ট স্কোপ অনুযায়ী $9.95 পর্যন্ত)। এই পদক্ষেপটির কারনে ফেক জব পোস্ট অনেকাংশে কমে যাবে। (এটি ১৯ জুন ২০২৪ থেকে কার্যকর হয়েছে)

✅প্রজেক্ট বুস্ট বন্ধ: জুলাই ২০২৪ থেকে, আপওয়ার্কে আর "প্রজেক্ট বুস্ট" অপশন থাকবে না। (এটি ইতিমধ্যেই সর্বোচ্চ অ্যাকাউন্টগুলিতে সরিয়ে ফেলা হয়েছে)

✅অ্যাভেইলেবিলিটি ব্যাজ লিমিট বৃদ্ধি: আপওয়ার্কে, অ্যাভেইলেবিলিটি ব্যাজের সাপ্তাহিক লিমিট ৭ থেকে বাড়িয়ে ১৪ করা হয়েছে।

♻️ফাইভার:

✅ফাইভার প্রোফেশনস: একটি নতুন ফিচার যেখানে ইনভাইটকৃত ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে নির্দিষ্ট পেশা (যেমন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার) যোগ করতে পারবেন।

✅বায়ার রিভিউ এডিট: বায়াররা এখন তাদের দেওয়া প্রতিক্রিয়া পুনরায় এডিটিং করতে পারবেন, তবে:
অবশ্যই অর্ডার সম্পূর্ণ হওয়ার 14 দিনের মধ্যে করতে হবে।
একবার সেলার তার প্রতিক্রিয়া জানালে, বায়ার আর রিভিউ পরিবর্তন করতে পারবে না।

♻️♻️♻️আপওয়ার্ক ও ফাইভার উভয়ই ক্রমাগত তাদের প্ল্যাটফর্মগুলিতে উন্নতি করার জন্য কাজ করছে। নতুন ফিচার, সার্ভিস এবং নিয়ম-নীতি পরিবর্তন সম্পর্কে আপডেটের জন্য তাদের ওয়েবসাইট এবং ব্লগগুলি নিয়মিত ভিজিট করুন।

©️ Md Masud Rana স্যার😍
Future IT Students Support Group

 #অজুহাত_কখনো_জীবন_পরিবর্তন_করতে_পারে_না❌ ১/ আমাকে দিয়ে হবে না ?২/ আমি পারবো না ?৩/ আমার হাতে সময় নেই ?৪/ আমার কাছে টা...
27/06/2024

#অজুহাত_কখনো_জীবন_পরিবর্তন_করতে_পারে_না❌
১/ আমাকে দিয়ে হবে না ?
২/ আমি পারবো না ?
৩/ আমার হাতে সময় নেই ?
৪/ আমার কাছে টাকা নেই ?
-এই শব্দগুলো আপনার জীবন আর ভবিষ্যৎ অন্ধকার করে দিবে✅
যখন বুঝবেন, তখন অনেক সময় চলে যাবে। ☺️
- তাই আমি বলবো, এখনই আপনাদের মূল্যবান সময়টুকু কাজে লাগান। নিজেকে ইচ্ছা ও ধৈর্য শক্তির মাধ্যমে তৈরি করুন। ইনশাল্লাহ একদিন সফলতা আসবে।💖🌼

#একটায়_লক্ষ_হতে_হবে_দক্ষ

বিদ্যা অর্জনের জন্য জিহাদ করো এবং  স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো 🤲✌️💪Future-IT Institute এর FFC টিচার প্যানেল       ゚  ...
27/06/2024

বিদ্যা অর্জনের জন্য জিহাদ করো এবং স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো 🤲✌️💪
Future-IT Institute এর FFC টিচার প্যানেল




আফসোস করার চেয়ে ঝুঁকি নেওয়া ভালো 😊
21/06/2024

আফসোস করার চেয়ে
ঝুঁকি নেওয়া ভালো 😊

17/06/2024

Eid mubarak

Address

Swaruppur
Khulna

Telephone

+8801928144374

Website

https://www.instagram.com/mdnah.idulislam?igsh

Alerts

Be the first to know and let us send you an email when It's Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Nahid:

Videos

Share