RATDIN TV

RATDIN TV RATDIN TV (কালোর মাঝে আলো)

ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলন জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে--- ম...
31/10/2025

ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলন
জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে
--- মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধুমাত্র নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার। তিনি আরও বলেন, যারা দাড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছে তাদেও হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবেনা। হিন্দুদের কেউ বাধা দিলে জনগন প্রতিরোধ গড়ে তুলবে। এখন হিন্দুদের শ্লোগান-‘সব মার্কা দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ।’ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির উদ্যোগে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও অতিরিক্ত জিপি এডভোকেট আবুল খায়ের, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোসলেম উদ্দিন, শরাফপুর সর্বজনীন পূজা মন্দিরের ঘোসাই সাধু প্রমথ গাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সরদার, মাগুরখালী ইউনিয়ন সহ-সভাপতি সুজিৎ কুমার সরকার, ডুমুরিয়া সার্বজনীন পূজা মন্দির সহ-সভাপতি এডভোকেট আপোষ সিংহ, ধামালিয়া ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুন্ডু, রুদাঘয়া ইউনিয়ন সভাপতি বিপ্লব সরকার, রঘুনাথপুর ইউনিয়ন সভাপতি কার্তিক চন্দ্র সরকার, খর্ণিয়া ইউনিয়ন সভাপতি নারায়ন রাহা, মাগুরঘোনা ইউনিয়ন সভাপতি বিশ্বনাথ দাস, সাহস ইউনিয়ন তন্ময় মন্ডল সভাপতি, ভান্ডারপাড়া ইউনিয়ন সভাপতি নিরঞ্জন রায়, রংপুর ইউনিয়ন সভাপতি তরুন কুমার মন্ডল, শোভনা ইউনিয়ন হিন্দু কমিটির মহিলা সম্পাদক শ্রীমতি প্রিয়ংকা মন্ডল, মাগুরখালী ইউনিয়ন সভাপতি প্রদীপ কুমার সরকার, আটলিয়া ইউনিয়ন সভাপতি অনিমেষ মন্ডল, গুটুদিয়া ইউনিয়ন সভাপতি মনোরঞ্জন মন্ডল, শরাফপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুমার বিশ্বাস, শোভনা ইউনিয়ন সভাপতি স্বদেশ হালদার, ডুমুরিয়া ইউনিয়ন সভাপতি অরুন কুমার আচার্য প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাগ্যের উন্নয়ন ও ডুমুরিয়া-ফুলতলারসহ দেশের সার্বিক অবকাঠামো উন্নয়নে এখন প্রয়োজন ইসলামী সরকার। যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে ভয়-হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে হিন্দুরা আর ভয় পাবে না। হিন্দুদের বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, ৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির মাধ্যমে হিন্দুদের শোষণ করেছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের নির্মূল করা হবে। দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনতে চাই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকী- জামায়াতে ইসলামী, তার প্রতীক দাঁড়িপাল্লা।”
চব্বিশ সালের আন্দোলনে দেড় হাজার শহীদ ও ৪০ হাজার আহতের কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাবি, চবি, রাবি, জাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে, আগামীতেও সেই বার্তা জনগণ দেবে।
সভাপতির বক্তব্যে কৃষ্ণ নন্দী বলেন, “নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।” আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মিয়া গোলাম পরওয়ারকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
মতুয়া সংঘের সভাপতি ডা. সুদীপ্ত কুমার সুন্দর মন্ডল বলেন, “আমরা আর সংখ্যালঘু বলে পরিচয় শুনতে চাই না। আমরা সবাই বাংলাদেশি। স্বাধীনতার পর কোনো সরকার হিন্দুদের দাবিতে কাজ করেনি। এবার প্রমাণ হবে হিন্দু মানেই একটি নির্দিষ্ট দল নয়।”
এদিকে, হিন্দু সম্মেলন ঘিরে ডুমুরিয়ার ১৪টি ইউনিয়ন থেকে বর্ণিল মিছিল এসে জমায়েত হয়। বাদ্যযন্ত্রসহ নারী-পুরুষ ও যুবকরা এতে অংশ নেন। সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী। #

খুলনায় প্রতারণার অভিযোগে সাচ্চু কাজী গ্রেপ্তার খুলনায় একটি বিবাহের ঘটনা নিয়ে প্রতারণার অভিযোগে সাচ্চু কাজীকে গ্রেপ্তার ক...
21/10/2025

খুলনায় প্রতারণার অভিযোগে সাচ্চু কাজী গ্রেপ্তার

খুলনায় একটি বিবাহের ঘটনা নিয়ে প্রতারণার অভিযোগে সাচ্চু কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সোসাইটি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাচ্চু কাজী শহীদুল্লাহ কাজীর ছেলে এবং নগরীর বাগমারা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানিয়েছেন, দুই বছর আগে পূর্ব বণিয়াখামার এলাকার বাসিন্দা হিরামনির সাথে সোনাডাঙ্গা থানার নজিরঘাট এলাকার বাসিন্দা শাহীনুর ইসলাম সুমনের ছেলে সাফওয়ান হোসেন সাইদের বিবাহ হয়। এই বিবাহের কাজী ছিলেন সাচ্চু কাজী। তবে বিবাহের পর মেয়ের পরিবার কাজীর কাছে গিয়ে কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি এবং মুড়িবইয়ে সই হলেও রেজিস্ট্রি বইয়ে তাদের সই নেই। মেয়ের পরিবার এটি প্রতারণা মনে করে আদালতে মামলা করেন।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হিরামনি। সাচ্চু কাজী এ মামলার ৬ নম্বর আসামি। আদালত মামলাটি গ্রহণ করার নির্দেশ দেয় এবং পরবর্তীতে থানায় মামলা নং ৩৩ হিসাবে রেকর্ড করা হয়।

এসআই আব্দুল হাই আরও জানান, সাচ্চু কাজীর বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে। তিনি বহু বিবাহের হোতা হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে, যেখানে আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। #

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’  স্বাক্ষর করেছে আমজনতার দল; এর সম্মানিত সভাপতি অবঃ কর্নেল মিয়া মশিউজ্জামান ও সাধারন সম...
17/10/2025

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর করেছে আমজনতার দল; এর সম্মানিত সভাপতি অবঃ কর্নেল মিয়া মশিউজ্জামান ও সাধারন সম্পাদক তারেক রহমান। আমজনতার দল; খুলনায় যোগ দিতে যোগাযোগ করুন - 01301-336889

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব ৬ ও র‍্যাব-১১ রাতদিন ...
17/10/2025

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব ৬ ও র‍্যাব-১১
রাতদিন ডেস্ক -
আজ ( ১৭/১০/২৫ ইং ) রাতে র‌্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার ১নং এজাহার নামীয় আসামি ইস্রাফিল (৫০), পিতা- মৃত সালাম, গ্রাম- হাড়িখালী, থানা- বাগেরহাট সদর, জেলা বাগেরহাটকে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে, গত ০৩/১০/২৫ ইং সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর থানা এলাকার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। #

আমজনতার দল খুলনা জেলার সাংগঠনিক কর্মশালা ও মতবিনিময় সভার নিউজ খুলনার আঞ্চলিক বহুল প্রচারিত সব পত্রিকাগুলোতে ছাপিয়েছে। আম...
11/10/2025

আমজনতার দল খুলনা জেলার সাংগঠনিক কর্মশালা ও মতবিনিময় সভার নিউজ খুলনার আঞ্চলিক বহুল প্রচারিত সব পত্রিকাগুলোতে ছাপিয়েছে। আমজনতার দল খুলনা জেলার পক্ষ থেকে পত্রিকার সম্পাদক মহোদয় ও সম্মানিত সাংবাদিকদ বন্ধুদের ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি... ❤️

আমজনতার দল খুলনা জেলার সাংগঠনিক কর্মশালা ও মতবিনিময় সভা  অনুষ্ঠিত ।আমজনতার দল খুলনা জেলার উদ্যোগে তৃণমূলে দলের সাংগঠনিক ...
10/10/2025

আমজনতার দল খুলনা জেলার সাংগঠনিক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

আমজনতার দল খুলনা জেলার উদ্যোগে তৃণমূলে দলের সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করার লক্ষ্য আজ ( ১০/১০/২৫ইং ) খুলনা ডাকবাংলাস্থ মনোয়ারা ম্যানশন দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমজনতার দল এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও খুলনা জেলা আহবায়ক মোঃ সাইফুল্লাহ বাবু,র সভাপতিত্বে সাংগঠনিক কর্মশালা ও মতবিনিময় সভায় আলোচনা করেন কবি, সাহিত্যিক ও কলামিস্ট ডাঃ চৌধুরী ফরিদ আহমেদ, মিশকাত শরীফ, মোঃ কাওসার খান, মোঃ আব্দুল্লাহ শেখ, মোঃ মনিরুল ইসলাম, মন্টু শেখ, মোঃ সাইফুল আজম (পবন), সালমুতুল্লাহ প্রমুখ ।
সাংগঠনিক কর্মশালায় আলোচকরা সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন। কীভাবে একজন দক্ষ সংগঠক হওয়া যায় এ বিষয়ে আলোচনা করেন কবি, সাহিত্যিক ও কলামিস্ট ডাঃ চৌধুরী ফরিদ আহমেদ । তিনি বলেন, একজন সংগঠক বুদ্ধিমত্তা ও তাঁর কাজ দিয়ে অন্যদের আকৃষ্ট করেন। তাই সংগঠনে দক্ষ সংগঠক অবশ্যই থাকতে হবে। তিনি আরো বলেন, মানুষের অনেক চাহিদা রয়েছে যেমন জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তি চাহিদা ও আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলতে বোঝায় মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকার চাহিদা। মৃত্যুর পর স্মরণীয় হয়ে থাকা যায় ভাল কাজের মাধ্যমে। এই কাজ করার সুযোগ করে দেয় একমাত্র ভাল সংগঠন। এ ছাড়াও তিনি কর্মশালায় ভাল সংগঠক কিভাবে হওয়া যায় এ নিয়ে নানা ধরনের আলোচনা করেন।
কর্মশালায় তৃণমূলের কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন আমজনতার দল এর খুলনা জেলা আহবায়ক মোঃ সাইফুল্লাহ বাবু। তিনি আরো বলেন, দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা আগামী দিনের সকল রাজনৈতিক চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করবো। #

আমজনতার দল খুলনা জেলার নবাগত নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মশালা ও মতবিনিময় সভা আগামীকাল (১০ অক্টোবর ২০২৫ ইং) শুক্রবার ...
09/10/2025

আমজনতার দল খুলনা জেলার নবাগত নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মশালা ও মতবিনিময় সভা আগামীকাল (১০ অক্টোবর ২০২৫ ইং) শুক্রবার বিকাল ৫ টায় খুলনা ডাকবাংলাস্থ আমজনতার দল; এর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আমজনতার দল; এর খুলনা জেলার নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।
ধন্যবাদান্তে
মোঃ সাইফুল্লাহ বাবু
আমজনতার দল
আহবায়ক
খুলনা জেলা।
প্রয়োজনে - 01301-336889

06/10/2025

খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী পুলিশ না। দায়ী সন্ত্রাসীদের গডফাদারা।গডফাদারদের ক্রসফায়ার এখন সময়ের দাবী..

👉আমজনতার দলসভাপতি মিয়া মশিউজ্জামান[১]সাধারন সম্পাদক তারেক রহমান প্রতিষ্ঠাতা রেজা কিবরিয়া প্রতিষ্ঠা জুলাই ২০২৩বিভক্তি গ...
06/10/2025

👉আমজনতার দল
সভাপতি মিয়া মশিউজ্জামান[১]
সাধারন সম্পাদক তারেক রহমান
প্রতিষ্ঠাতা রেজা কিবরিয়া
প্রতিষ্ঠা জুলাই ২০২৩
বিভক্তি গণঅধিকার পরিষদ
সদর দপ্তর জামান টাওয়ার, ৩৭/২ পুরাতন পল্টন, ঢাকা
ভাবাদর্শ সার্বভৌমত্ব, স্বনির্ভতা, সুশাসন
স্লোগান - স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি।

👉আমজনতার দলের মূলনীতিঃ
আমজনতার দলের মূলনীতি হচ্ছে সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন । এই তিনটি মূলনীতি আমজনতার দলের কাঠামো এবং উদ্দেশ্যকে নির্দেশ করবে। তিন মূলনীতির স্বপক্ষে নিম্নোক্ত ব্যাখ্যা নির্ধারণ করা হলোঃ
১. সার্বভৌমত্বঃ
বাংলাদেশের সার্বভৌমত্বের অর্থ হলো আমাদের দেশের স্বাধীনতা এবং আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এটি নিশ্চিত করে যে, দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলোতে বিদেশি হস্তক্ষেপ আমরা করতে দেব না এবং আমাদের নিজেদের তৈরী করা আইন ও নীতিমালা অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হবে। সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও সামাজিক আগ্রাসন থেকে রক্ষা করব।
২. স্বনির্ভরতাঃ
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমাদের নিজস্ব সম্পদ এবং সক্ষমতার মাধ্যমে আমরা স্বনির্ভরতা অর্জনের লড়াই করব। দেশের জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধির উপর আমাদের জোর প্রচেষ্টা থাকবে।
৩. সুশাসনঃ
সরকার পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা সুশাসন প্রতিষ্ঠার লড়াই করব। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নিশ্চিত করবে যে, রাষ্ট্রের সকল কার্যক্রম জনগণের কল্যাণে পরিচালিত হচ্ছে এবং সর্বস্তরের জনগণের অধিকার রক্ষা করা হচ্ছে।

👉আমজনতার দলের ১০ দফা কর্মসূচীঃ
দলের মূলনীতি সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও সুশাসনকে সামনে রেখে আমজনতার দল নিম্নোক্ত ১০ দফা কর্মসূচী ঘোষণা করছে।
১. জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন
সকল প্রকার সাম্রাজ্যবাদী ও বৈদেশিক হস্তক্ষেপ থেকে মুক্ত একটি রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক কাঠামো গঠন করা হবে। বিশেষ করে প্রতিরক্ষা বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিদেশি প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত করে জাতীয় স্বার্থে পুনর্গঠন করা হবে। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের একমাত্র ভিত্তি হবে বাংলাদেশের জনগণের চিন্তা, আকাঙ্ক্ষা ও কল্যাণ ।
২. অর্থনৈতিক স্বনির্ভরতা ও জনকল্যাণমূলক অর্থনীতি প্রতিষ্ঠা
দেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা, দুর্নীতি ও বৈদেশিক দখলদারিত্ব থেকে মুক্ত করে একটি উৎপাদনমুখী, জনকল্যাণভিত্তিক ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তথ্যপ্রযুক্তি ও সেবা খাতে দেশীয় উদ্যোগ ও উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া হবে।
৩. প্রাকৃতিক ও খনিজ সম্পদের মালিকানা জনগণের হাতে
পানি, গ্যাস, কয়লা, সোনা, তেলসহ সকল প্রাকৃতিক ও খনিজ সম্পদ জনগণের যৌথ মালিকানায় ঘোষণা করা হবে। এসব সম্পদ ব্যবস্থাপনার
মাধ্যমে অর্জিত রাজস্ব জনগণের মৌলিক কল্যাণে ব্যয় করা হবে, এবং এই খাতে বিদেশি কোম্পানির একচেটিয়া দখল ও লুটপাট প্রতিহত করা হবে।
৪. কর্মসংস্থান, শিল্পায়ন ও শ্রমিক অধিকার
দেশজ শিল্প, কারিগরি খাত ও তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বিস্তার ঘটানো হবে। শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ, ট্রেড ইউনিয়নের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় বিশেষ আইন ও দূতাবাস কার্যক্রম জোরদার করা হবে।
৫. যুগোপযোগী, কর্মমুখী ও মূল্যবোধনির্ভর শিক্ষা ব্যবস্থা
আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও বাস্তবমুখী জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী বিশ্বাস, চিন্তা ও আবেগকে মূল অনুপ্রেরণা হিসেবে অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ ও জাতীয় লক্ষ্যনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষায় শ্রেণিবৈষম্য দূর করে সকলের জন্য মানসম্মত ও সমান
সুযোগ নিশ্চিতকল্পে (আপরাপর ধর্ম খৃস্টান, হিন্দু, বৌদ্ধ) নানা ধর্ম, সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর চিন্তা ও বিশ্বাসের যথাযথ মূল্যায়ন করা হবে।
৬. জনমতভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবাধিকারসম্মত্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা
রাষ্ট্র পরিচালনায় জনগণের মতকে কেন্দ্রীয়ভাবে স্থান দিয়ে জবাবদিহিতা, সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি
দমন কমিশন, মানবাধিকার কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন ও কার্যকর করা হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করে জনগণের অংশগ্রহণমূলক ও মানবিক শাসনব্যবস্থা গড়ে তোলা হবে ।
৭. নারী-পুরুষ সকলের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ
নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ, মাতৃত্ব ও পারিবারিক দায়িত্ব সম্মত কর্মনীতি এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সম্মত অধিকার নিশ্চিত করা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন বাস্তবায়ন করা হবে। একইসাথে পুরুষদের সামাজিক ও পিতৃত্ব-সম্পর্কিত দায়িত্ব ও
অধিকারকেও সম্মান ও সুরক্ষা দেওয়া হবে ।
৮. প্রতিরক্ষা, নিরাপত্তা ও নাগরিক সচেতনতায় জাতীয় প্রস্তুতি
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে জাতীয় নিয়ন্ত্রণে এনে উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তি ও মনোবলসম্পন্ন বাহিনী গড়ে তোলা হবে। সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য সংক্ষিপ্ত সামরিক শিক্ষা বাধ্যতামূলক করে দুর্যোগ মোকাবেলা, নিরাপত্তা ও জাতীয় সংকটে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
৯. সর্বজনীন স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা
সকল নাগরিকের জন্য মানসম্পন্ন ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। খাদ্য, চিকিৎসা, বাসস্থান, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন- ই
মৌলিক অধিকারগুলো রক্ষায় রাষ্ট্র সক্রিয় দায়িত্ব পালন করবে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী দখল, বায়ু ও শব্দদূষণ রোধে কার্যর
পরিবেশনীতি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
১০. দুর্নীতি, মাদক, অপসংস্কৃতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স
রাষ্ট্রীয় ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিচারবহির্ভূত প্রভাবমুক্ত তদন্ত ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে। মাদক, পর্নোগ্রাফি ও সামাজিক অবক্ষয়মূলক সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে আইন, সংস্কৃতি ও শিক্ষার সমন্বিত কৌশল গ্রহণ করা হবে।
বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ সাহসী সন্তানদের নিয়ে একটি দেশ, যা লড়াইয়ের মাধ্যমে মায়ের ভাষাকে রক্ষা করেছে, দীর্ঘ ৯ মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে। বিভিন্ন সময় এ দেশের উপর কালো মেঘ জমলে সাহসী সন্তানরা জীবন দিয়ে সেই মেঘ দূর করে আলো টেনে এনেছে। দেশের জন্য, মানুষের জন্য, ভবিষ্যতের জন্য একটি সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখে আমজনতার দল । আমরা কারো করুণা চাইনা, আমরা
নিজের পায়ে দাঁড়াতে চাই। আমরা এক সাথে বদলাতে চাই, রাজনীতি, শাসন ও দেশের ভবিষ্যত। আমরা পঞ্চগড় সীমাঙ্কে যেমন ভারতের
আগ্রাসন রুখে দেব তেমনি কক্সবাজার বা পার্বত্য সীমান্তেও আমেরিকা বা জাতিসংঘের করিডোর রুখে দেব।।।। #

03/10/2025

শান্তির নগরী খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে ' আমজনতার দল; খুলনা জেলা.. 😔

02/10/2025

ব্রেকিং নিউজ
খুলনা বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে ছেলে কর্তৃক পিতাকে হত্যা

Address


Telephone

+8801301336889

Website

Alerts

Be the first to know and let us send you an email when RATDIN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RATDIN TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share