08/08/2024
আওয়ামী লীগ, বিএনপি যেখানে দেশীয় সম্পদ হওয়ার কথা ছিলো, সেখানে তারা হইছে পারিবারিক সম্পত্তি। যে জায়গায় এই দল দুইটায় নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই, দলের মধ্যেই মত প্রকাশের স্বাধীনতা নাই, কর্তাবাবুর কথার বাইরে কথা বললেই লাথি মাইরা বের করে দেয়ার ভয় থাকে, সেখানে তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এইটা আসা করা ভুল। আবার এরা রইছে দেশের ক্ষমতা পাওয়ার আশায়, কাওরে বলতে শুনলাম না দেশের দায়িত্ব নিতে চায়। বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা রাজনৈতিক দল যে এক পরিবার কেন্দ্রিক বা এক ব্যাক্তি কেন্দ্রিক অবকাঠামোতে গড়ে উঠেছে, তাতে পরিবর্তন এনে গণতন্ত্র অনুশীলনর করা উচিত, এবং ক্ষমতা অধিগ্রহণের মানসিকতা ত্যাগ করে দায়িত্ব গ্রহণের মানসিকতার অনুশীলন করা উচিত, যা এখনকার ছাত্র বা Gen-Z (গেঞ্জি😂) সমাজ করছে।