Online Marketer Nazir

Online Marketer Nazir IT বিষয়ক যেকোনো সার্ভিস পেতে এবং কোর্স কিনতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে:01953595367(Whatsapp)

আপনি শুনলে অবাক হবেন 😲❗🇧🇩 বাংলাদেশ সর্বপ্রথম ২০০৮ সালে ফ্রিল্যান্সিং যুগে প্রবেশ করে। তখন মাত্র 💲 ৪ মিলিয়ন ইউএস ডলার অর...
12/06/2024

আপনি শুনলে অবাক হবেন 😲❗
🇧🇩 বাংলাদেশ সর্বপ্রথম ২০০৮ সালে ফ্রিল্যান্সিং যুগে প্রবেশ করে। তখন মাত্র 💲 ৪ মিলিয়ন ইউএস ডলার অর্জন করতে সক্ষম হয়- যা এখন বেড়ে 💲 ৫০০ মিলিয়ন ইউএস ডলার।
🎯 যা প্রতিনিয়ত রকেটের গতিতে বেড়ে চলেছে ❗
বৈদেশিক ঋণের বোঝা মোকাবেলা করতে বর্তমান সরকারও এই ফ্রিল্যান্সিং খাতকে সমৃদ্ধির অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে। 🩷

বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল বা দক্ষতার মূল্য বেশি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে:১. অর্থনৈতিক উন্নয়ন: বাংলাদেশ একটি দ্রুত বর...
12/06/2024

বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল বা দক্ষতার মূল্য বেশি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে:

১. অর্থনৈতিক উন্নয়ন: বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ক্রমবর্ধমান শিল্প ও সেবা খাতে দক্ষ জনবলের চাহিদা বাড়ছে।

২. জনসংখ্যার বৃদ্ধি: বাংলাদেশের বিপুল জনসংখ্যা রয়েছে, যা চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়িয়েছে। দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা থাকায় তাদের মূল্যায়নও বেশি।

৩. বিশ্বায়ন: বিশ্বায়নের ফলে বাংলাদেশের শ্রমবাজার এখন আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। ফলে উন্নত দক্ষতা সম্পন্ন কর্মীদের প্রয়োজনীয়তা বেড়েছে।

৪. টেকনোলজির ব্যবহার: প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন খাতে দক্ষ জনবলের চাহিদা বাড়ছে, যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা, ইত্যাদি।

৫. শিক্ষার উন্নয়ন: শিক্ষাব্যবস্থার উন্নতির ফলে বিশেষায়িত ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত দক্ষ কর্মীদের সংখ্যা বাড়ছে।

৬. বিনিয়োগ: দেশী ও বিদেশী বিনিয়োগের ফলে নতুন নতুন উদ্যোগ ও কোম্পানির সূচনা হয়েছে, যা দক্ষ কর্মীদের প্রয়োজনীয়তা বাড়িয়েছে।

এই কারণগুলোর জন্যই বাংলাদেশে দক্ষতার মূল্য বেশি, কারণ দক্ষ কর্মী ছাড়া এই সেক্টরগুলোতে উন্নয়ন ও প্রতিযোগিতা ধরে রাখা কঠিন।


ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ1️. রিসার্চের অভাব।2️. ধৈর্য্য না থাকা।3️. সঠিকভাবে স্কিল না শিখা।4️. স্কিল ডেভলপ ...
09/06/2024

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ
1️. রিসার্চের অভাব।
2️. ধৈর্য্য না থাকা।
3️. সঠিকভাবে স্কিল না শিখা।
4️. স্কিল ডেভলপ না করে টাকার পিছনে ছুটা
5️. কাজ করতে বা শিখতে অলসতা করা।
6️. সঠিক গাইডলাইন না পাওয়া।
7️. সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করা।
8️. সঠিক সাপোর্ট না পাওয়া।
9. ক্রিয়েটিভ চিন্তাভাবনা না থাকা।
10. ক্লাইন্ট কমিউনিকেশন।
11. সহজে হাল ছেড়ে দেওয়া।
12. সময় না দেওয়া।
13. পরিশ্রম করতে না পারা।
14. ভালো মেন্টরশিপ না পাওয়া।
15. নিজের কাজের ক্যাটাগরি পরিবর্তন করা।
16. দ্রুত ইনকাম শুরু করার প্রবনতা।
17. প্রতিযোগিতা অংশগ্রহন করতে না পারা।
18. মার্কেটপ্লেসের ওপর ডিপেন্ড হয়ে থাকা।
19. নিজের কাজ নিজে খুজে বের করতে না পারা।

ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ কারন হচ্ছে এই সব
এই কয়টা কারনের জন্য অনেকেই ব্যর্থ হয়ে যায়, সফল হতে পারে নাহ 😊
সফল হয়ে উঠা এতো সহজ নাহ যে বললেই হওয়া যায়🙃

# freelancer

📢 কেন বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন শেখা প্রয়োজন? 📢আপনি কি জানেন, বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইন শেখা কতটা গুরুত্বপূর্ণ? ...
08/06/2024

📢 কেন বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন শেখা প্রয়োজন? 📢
আপনি কি জানেন, বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইন শেখা কতটা গুরুত্বপূর্ণ? 🖌️💡

🟢 বাজার চাহিদা:
ব্যবসা, বিজ্ঞাপন এবং ডিজিটাল মিডিয়ায় গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা প্রচুর। তাই এই স্কিলটি আপনার ক্যারিয়ারের জন্য হতে পারে একটি বিশাল বুস্ট! 🚀

🟢 সৃজনশীলতা প্রকাশ:
গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল মাধ্যম যা আপনাকে আপনার ভাবনা এবং আইডিয়াস গুলো সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করে। 🎨

🟢 ডিজিটাল মার্কেটিং:
ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন অপরিহার্য। ভালো ডিজাইন মানেই ভালো মার্কেটিং স্ট্রাটেজি। 📈

🟢 ব্র্যান্ডিং ও ভিজ্যুয়াল আইডেন্টিটি:
একটি প্রফেশনাল লোগো বা ব্র্যান্ডিং উপকরণ আপনার ব্র্যান্ডকে আলাদা করে তুলতে পারে। 👑

🟢 কমিউনিকেশন:
ভিজ্যুয়াল ডিজাইন সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং বার্তা পৌঁছায়। 📢

🟢 অনলাইন কন্টেন্ট:
সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্লগ এবং ওয়েবসাইট সবখানেই গ্রাফিক্স ডিজাইন অপরিহার্য। 🌐

🟢 ফ্রিল্যান্সিং সুযোগ:
গ্রাফিক্স ডিজাইন শেখার মাধ্যমে ফ্রিল্যান্সিং এর দারুণ সুযোগ রয়েছে। 🌍

🎯 তো আর অপেক্ষা কেন? আজই গ্রাফিক্স ডিজাইন শিখুন এবং আপনার ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছান! 🌟



এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন গ্রাফিক্স ডিজাইনের গুরুত্ব সম্পর্কে! 👍📲

07/06/2024

যে ব্যক্তি সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তার যতই সময় লাগুক না কেন। সে তার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে✅
পক্ষান্তরে যে ব্যক্তি সুযোগ পেলো কিন্তু কাজে লাগালো না। সে সফল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না❌
পৃথিবীতে আমরা যে সকল সফল ব্যক্তিদের চিনি তারা সকলেই ছিলেন সুযোগ সন্ধানী।




ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য আবশ্যক শর্তইউটিউব থেকে আয় করতে হলে আপনাকে ইউটিউবের কিছু শর্ত মেনে চলতে হবে। আপনাকে ইউটি...
05/06/2024

ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য আবশ্যক শর্ত
ইউটিউব থেকে আয় করতে হলে আপনাকে ইউটিউবের কিছু শর্ত মেনে চলতে হবে। আপনাকে ইউটিউব মনিটাইজ পলিসি গ্রহণ করতে হবে। এর সাথে আপনার চ্যানেলকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, সেগুলি হল –

১.আপনার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে।
২.আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই 4000 ঘন্টা ভিউ থাকতে হবে।
৩.এই দুটি শর্ত এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে।
৪.এর পাশাপাশি 3 মাসে ইউটিউব শর্টসে 10 লাখ ভিউ থাকা প্রয়োজন।
৫.আপনার চ্যানেলে যেকোনো ধরনের কপিরাইট বা ৬.কমিউনিটি স্ট্যান্ডার্ড স্ট্রাইক যেন না থাকে।
৭.আপনার চ্যানেলে যেন ইউটিউব শর্তাবলী লঙ্ঘন না করা হয়।




04/06/2024

আমি কেন ফ্রিল্যান্সিং করি-

👉-এটি একটি মুক্ত পেশা।
👉-এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।
👉-এই কাজের জন্য আমার উপর কতৃত্ত সৃষ্টি করার মতো কেউ থাকবেনা। আমি নিজেই আমার বস হিসেবে কাজ করতে পারব।
👉-আমার সুবিধা মতো সময়ে কাজ করে ইনকাম করতে পারব।
👉-এই কাজের মাধ্যমে নিজেকে একজন দক্ষতাসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো
👉- অন্য একজন পার্সনকেউ চাইলে শিখাতে পারবো,তার স্কিল ডেভেলপমেন্টে সহযোগিতা করতে পারবো।


02/06/2024

এরকম একটি প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে করছি।
স্কুল জীবনে কখনো এক্সট্রা কারিকুলার কাজের সাথে সংযুক্ত হতে পারিনি এটা আমার ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাকের উসিলায় এমন একটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছি যেখানে ফ্রিল্যান্সিং বিষয়ক সকল দক্ষতা অর্জনের পাশাপাশি নিজ জীবনে কিভাবে খুবই দ্রুত সফল হওয়া যায় সে সম্পর্কে সকল ধরনের সুবিধা ও সাপোর্ট পাচ্ছি😊




31/05/2024
প্রশ্ন :পড়ালেখা করেন কেনো? উ: চাকরি পাওয়ার জন্য ।প্রশ্ন: চাকরি পেয়েছেন❓উ: না পাইনি ।প্রশ্ন: কেনো পাননি❓উ: ঘুষ চাইছে ১...
30/05/2024

প্রশ্ন :পড়ালেখা করেন কেনো?
উ: চাকরি পাওয়ার জন্য ।

প্রশ্ন: চাকরি পেয়েছেন❓
উ: না পাইনি ।

প্রশ্ন: কেনো পাননি❓
উ: ঘুষ চাইছে ১০ লাখ। দেওয়া সম্ভব না।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং করেন না কেনো❓
উ: সব জায়গায় টাকা দিয়ে শিখায় তাই । এত টাকা দিয়ে করা সম্ভব না।

প্রশ্ন: চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করলেন কত বছর❓
উ: অনার্স পাস করেছি।

প্রশ্ন: অর্থাৎ আপনি যে ১৬ বছর পড়ালেখা করলেন এতে আপনার মোট কত টাকা খরচ হয়েছে ❓
উ: আইডিয়া নেই।

প্রতি মাসে স্কুল কলেজের বেতন যদি ১৫০ টাকা হয় তাহলে স্কুল কলেজ মিলে ১২ বছরে মোট খরচ হয় ২১,৬০০ টাকা।
আর প্রাইভেট কোচিং মিলে প্রতি মাসে ১০০০ করে হলে ১২ বছরে দাড়াই ১,৪৪০০০ টাকা।

অর্থাৎ (২১,৬০০+১,৪৪,০০০)= ১,৬৫,৬০০ টাকা আপনার পড়া লেখার খরচ।
এত টাকা খরচ করে পড়া লেখা শিখলেন চাকরি পাওয়ার জন্য। আবার চাকরির ক্ষেত্রেও চাই ১০ লাখ টাকা।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং শিখার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে পারবেন না কেনো❓
উ: বাসা থেকে রাজি হবে না এত টাকা দিতে।

প্রশ্ন: মোবাইল কিনার জন্য তো কতই না জেদ করেন। তখন ঠিকই আপনার পরিবার রাজি হয় ১৫০০০/২০০০০ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে। তাহলে আপনি আপনার সুন্দর ক্যারিয়ার গড়তে সামান্য কিছু টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখার জন্য কেনো জেদ করতে পারবেননা ❓

দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে 😌




29/05/2024

🔸আমাদের সুদর্শন ও সৌন্দর্য নির্ভর করে আমাদের উপস্থাপনের উপর।

🔶ঠিক যেন একটা পণ্য দোকানে রাখার মতই!!!

🔶আপনার পণ্যটা যতই ভালো হোক, সেটার ভিজিব্লিটি নিশ্চিত না করলে সেটার সৌন্দর্য উপকারে আসেনা।




❤️❤️'পারব না' বলে সবাই যখন ছেড়ে দেয়, হারবো না' বলে আপনি তখন লেগে থাকুন।   কিছুই হবে না ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, ক...
29/05/2024

❤️❤️'পারব না' বলে সবাই যখন ছেড়ে দেয়, হারবো না' বলে আপনি তখন লেগে থাকুন।

কিছুই হবে না ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, কিছু না কিছু একটা হবেই এই বিশ্বাসে আপনি তখনোও লেগে থাকুন।

সবাই যখন অন্যকে অজুহাত দেখায়, আপনি তখন নিজেকে স্বপ্ন দেখান।

সবাই যখন অলস থাকে, আপনি তখন কাজে থাকেন।
ঠিক কয়েকটা বছর পর দেখবেন ওরা সবাই যখন লাইফ নিয়ে হতাশ থাকবে, আপনি তখন সুখে থাকবেন।
এটাই বাস্তব ।❤️❤️



28/05/2024

আমার প্রাণের মেন্টর ভাই GM Hossain 😍😍
একজন সফল ফ্রিল্যান্সার😍

28/05/2024
😳ফ্রিতে কোটি টাকার স্বপ্ন দেখা যায়, তবে বাস্তবে তা স্বপ্নই মাত্র।কিছু পেতে হলে কিছু দিতে হয়।👌অনলাইনে কাজ করতে হলে আপনাকে...
28/05/2024

😳ফ্রিতে কোটি টাকার স্বপ্ন দেখা যায়, তবে বাস্তবে তা স্বপ্নই মাত্র।
কিছু পেতে হলে কিছু দিতে হয়।

👌অনলাইনে কাজ করতে হলে আপনাকে ৩ টি জিনিস দিতে হবে

১। বিশ্বাস, ধৈর্য এবং সাহস
২। সঠিক গাইডলাইন
৩। অল্পকিছু টাকা

# যারা এই তিনটা কাজ করতে পারে না তারা সারাজীবনেও কোন কিছু করতে পারে না ক্যারিয়ারে🥰👉


26/05/2024

ফ্রিল্যান্সিং এমন একটি পেশা, যেখানে নিজের স্বাধীনতা বজায় রেখে, নিজের সুবিধামতো সময় ও জায়গায় বসে কাজ করেই মোটা অঙ্কের ইনকাম করে স্বাবলম্বী হওয়া সম্ভব।

তবে ফ্রিল্যান্সিং-এ সফল ক্যারিয়ার গড়ার জন্য কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

✅ ফ্রিল্যান্সিং হচ্ছে স্কিল সংক্রান্ত পেশা। এখানে বায়ার কেবল আপনার কাজের যোগ্যতাটুকুই দেখবেন। আপনি কে, কিংবা আপনার সার্টিফিকেটের যোগ্যতা কতোটা - এটা তারা দেখবে না। তাই এই সেক্টরে প্রবেশ করতে চাইলে আগেই আপনাকে চাহিদাসম্পন্ন এমন কোন কাজে পারদর্শী হতে হবে, যে কাজগুলোর চাহিদা অনেক বেশি এবং যার দ্বারা ভালো ইনকাম করা সম্ভব।

এরপর হচ্ছে- ধৈর্য্যশক্তি। আপনার যদি এই সেক্টরে লেগে থাকার মতো ধৈর্য্যশক্তি থেকে থাকে, তাহলে আপনার জন্য শুভ সংবাদ- আপনি সফল হবেনই ইনশাআল্লাহ্‌।





26/05/2024

চাইলে আপনিও এখন থেকেই দক্ষতা অর্জন করে মার্কেটিং ক্যারিয়ারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন ✅

🗣️ডিজিটাল মার্কেটিং কেন করবেন?ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমান পৃথিবীতে সব থেকে চাহিদা সম্পন্ন জব সেক্টর গুলোর মধ্যে অন্য...
25/05/2024

🗣️ডিজিটাল মার্কেটিং কেন করবেন?

ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমান পৃথিবীতে সব থেকে চাহিদা সম্পন্ন জব সেক্টর গুলোর মধ্যে অন্যতম। যতই দিন যাচ্ছে ডিজিটাল মার্কেটারদের চাহিদা হু হু করে বেড়েই চলেছে।

আমাদের দেশে খুব কম মানুষই এই পেশায় সক্রিয়। তাই জব পাওয়া তুলনামূলক সহজ হবে । আপনিও চাইলে দুই এক মাস ট্রেনিং নিয়ে কাজে লেগে যেতে পারেন। যতই দিন যাচ্ছে মানুষ ততই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় হচ্ছে ।

আমরা প্রত্যেকেই কোন না কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত । সেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই যদি লাইফটাইম ইনকাম জেনারেট করা যায় তাহলে ক্ষতি কি !



24/05/2024
24/05/2024

চাইলে আপনিও খুব সুন্দর ভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন✅

🌕চাঁদ যেমন নিজের রূপ ও সৌন্দর্যের💫মাধ্যমে মানুষের মনকে পুলকিত💓 করার পাশাপাশি গ্রামের রাতের আঁধারে জোস্নাময়✨পরিবেশ সৃষ্ট...
24/05/2024

🌕চাঁদ যেমন নিজের রূপ ও সৌন্দর্যের💫মাধ্যমে মানুষের মনকে পুলকিত💓 করার পাশাপাশি গ্রামের রাতের আঁধারে জোস্নাময়✨পরিবেশ সৃষ্টি করে মানব সমাজের মাঝে নিজের মূল্যায়ন সৃষ্টি করতে পারে✅।
ঠিক তেমনি💁‍♂️আমরাও পড়াশোনার🧑‍🎓পাশাপাশি যেকোনোভাবে একটি আয়ের উৎস$থেকে সৎভাবে একটি হ্যান্ডসাম ইনকামের মাধ্যমে সমাজে☺️নিজেদেরকে মূল্যায়ন করতে পারি✅।

সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনে এক প্রতিবেদনে ফ্রিল্যান্সার নিয়োগে শীর্ষ ৩০ দেশের তালিকা প্রকাশ করেছে। যাতে যুক্তরাষ...
23/05/2024

সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনে এক প্রতিবেদনে ফ্রিল্যান্সার নিয়োগে শীর্ষ ৩০ দেশের তালিকা প্রকাশ করেছে। যাতে যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও বাংলাদেশের...

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-05-23/B9H1CORU

23/05/2024

✅_সাফল্য অবিচলের পক্ষে, নিখুঁত নয়❌

🎯_আজ থেকে ১০ বছর পর আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান সেটা নির্ভর করে আজ আপনি কি করছেন! 🙂💹_আজ এখন থেকে একটু একটু  আপনার...
23/05/2024

🎯_আজ থেকে ১০ বছর পর আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান সেটা নির্ভর করে আজ আপনি কি করছেন! 🙂
💹_আজ এখন থেকে একটু একটু আপনার স্বপ্নের পথে যাত্রা শুরু করুন একটা সময় পর দেখবেন আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌছে গিয়েছেন। ✅
🤔_আর যদি নির্বোধ এর মতো বসে বসে চিন্তাই করতে থাকেন যে আপনার কি করা উচিত তাহলে আপনি আজ, কাল,পরশু অথবা ১০ বছর পরেও ঠিক চিন্তাই করতে থাকবেন। অবস্থান এর পরিবর্তন করতে পারবেন না। 🥲
🧑‍💻_তাই অতিরিক্ত চিন্তা না করে কাজে নেমে পরুন। 👨‍🔧
✅_ধৈর্য, সাহস, মনোবল নিয়ে স্বপ্নের পথে এগিয়ে যান ইনশাআল্লাহ বিজয়ী আপনিই হবেন।💚🌹

ক্যারিয়ার নিয়ে সকলেই মোটামুটি চিন্তিত থাকি। অনেক কিছুই কল্পনার জগতে অঙ্কন করি। বেশিরভাগ মধ্যবিত্ত ঘরের সন্তানরা ভাবি হয়ত...
23/05/2024

ক্যারিয়ার নিয়ে সকলেই মোটামুটি চিন্তিত থাকি। অনেক কিছুই কল্পনার জগতে অঙ্কন করি। বেশিরভাগ মধ্যবিত্ত ঘরের সন্তানরা ভাবি হয়তবা, "এখন আমার একটা কিছু করতেই হবে, এভাবে আর কতদিন। নিজের খরচটা অন্তত নিজে যদি চালাতে পারতাম কতই না ভালো হতো।
তবে বাস্তবতা কি এরকম! মোটেই নাহ। যদি এরকমই হতো তবে হয়তবা বাংলাদেশে এত বেকার বসে থাকতো না। অনেকে লাইফের ২৫-২৭ বছর ভালো করে পড়াশোনা করেও তাদের রুচি অনুযায়ী কোন কাজ পেতে ব্যর্থ হয়। অথচ যে ব্যক্তিটি শুরু থেকেই কোন কাজ করার উদ্যোগ নিল, জীবনের কোন না কোন একটি সময় পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সে আজ সফল।
তাই সকলেরই উচিত পড়ালেখার পাশাপাশি অতিরিক্ত কোন একটি দক্ষতা অর্জন করা এবং এমন একটি বিশিষ্ট দক্ষতা অর্জন করা যা আমাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে থাকতে সাহায্য করবে ও উক্ত দক্ষতার মাধ্যমে আমার ইনকামের উৎস তৈরি হবে।

22/05/2024

ডিজিটাল মার্কেটিং সেক্টরে শপিফাই এর সম্ভাবনা নিয়ে খুব শীগ্রই সিরিজ ভিডিও আসতে যাচ্ছে। এই সিরিজ ভিডিও নিয়ে আমাদের সবার প্রিয় আবু বকর চৌধুরী স্যার থাকবেন আমাদের সাথে। তাই চোখ রাখুন আগামী সিরিজ ভিডিওতে।

22/05/2024

ফ্রিল্যান্সিং বিষয়ক যাবতীয় সকল প্রশ্নের উত্তর পেতে আমার পেইজের সাথেই থাকুন।

Address

Sipahibag Bazar
Khilgaon
1219

Alerts

Be the first to know and let us send you an email when Online Marketer Nazir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Marketer Nazir:

Videos

Share


Other Digital creator in Khilgaon

Show All

You may also like