02/11/2025
বই : পঁচাত্তর থেকে শাপলা
লেখক : মনযূর আহমাদ
বিষয় : রাজনৈতিক ইতিহাস
প্রকাশনায় : কাতেবিন প্রকাশন
---
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একদিকে যেমন বেদনার, অন্যদিকে তেমনি তা শিক্ষণীয়। ’৭৫ সালের আগস্ট থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত—এই দীর্ঘ চার দশকের রাজনৈতিক ঘটনাপ্রবাহে দেশের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রকাঠামোয় এসেছে বহু নাটকীয় পরিবর্তন।
‘পঁচাত্তর থেকে শাপলা’ বইটি সেই ইতিহাসের এক বস্তুনিষ্ঠ দলিল। লেখক মনযূর আহমাদ তাঁর সাংবাদিকসুলভ দৃষ্টিভঙ্গি ও প্রাজ্ঞ বিশ্লেষণধর্মী লেখনীর মাধ্যমে রাজনৈতিক ঘটনাগুলো তুলে ধরেছেন এমনভাবে, যা পাঠককে কেবল তথ্য দেয় না—চিন্তা করতেও বাধ্য করে।
এ বই শুধু ইতিহাস নয়, বরং সময়ের আয়না—যেখানে আমরা দেখতে পাই ক্ষমতার পালাবদল, মতাদর্শের সংঘর্ষ, এবং রাষ্ট্রের অন্তরালে লুকানো নানা বাস্তবতা।
যারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস বুঝতে চান, ঘটনাগুলোর পেছনের প্রেক্ষাপট জানতে চান—তাদের জন্য এই বইটি হবে এক মূল্যবান পাঠ।
---
রাজনীতি, ইতিহাস ও বাস্তবতার মিশেলে গড়া এক অনন্য গ্রন্থ — ‘পঁচাত্তর থেকে শাপলা’।
#কাতেবিন_প্রকাশন
#মনযূর_আহমাদ
#বাংলাদেশের_রাজনীতি
#পঁচাত্তর_থেকে_শাপলা
#রাজনৈতিক_ইতিহাস