Katebeen-কাতেবিন

Katebeen-কাতেবিন আপনার সকল কাজের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ঠিকানা।

আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদা লিল্লাহ। প্রকাশিত হয়েছে। তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ) বইটি।বই সম্পর্কে ক...
15/12/2023

আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদা লিল্লাহ। প্রকাশিত হয়েছে। তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ) বইটি।

বই সম্পর্কে কিছু কথা।

পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে দামী সম্পদ কী? নিশ্চয় আপনার সন্তান? এই সন্তান যেমন আল্লাহর নিয়ামত, সে এই একই সাথে মহা আমানত। তাই আল্লাহর নির্দেশমতই তার আমানতের দেখাশোনা করতে হবে, নববি পন্থায় বড় করতে হবে এবং উম্মাহর সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

“তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ)” বইয়ে সেই পথটিই অভিভাবকদের খুব সুন্দর করে দেখানো হয়েছে। সন্তান প্রতিপালনে নবী ও নেককারদের উদাহরণ, জরুরি কিছু মূলনীতি, বিয়ের সময়ে নেককার সঙ্গী বেছে নেওয়া, সন্তানের আকিকা ও সুন্দর নাম নির্বাচন, পরিবারের জন্য শুধু হালাল ইনকাম খরচ করা— ইত্যাদি বিষয়ে লেখক বিস্তারিত আলোচনা করেছেন। সন্তানকে দ্বীন শিক্ষা দেয়া, সম্মানজনক পেশায় দক্ষ করে তোলা, তাদের চরিত্র গঠন এবং বিবেক-বুদ্ধির পরিচর্যা করা, তাদেরকে নববি আদর্শে উজ্জীবিত করে তোলা— এরকম অনেকগুলো অতীব প্রয়োজনীয় দিক নিয়েও অসাধারণ গাইডলাইন দেয়া হয়েছে। এমনকি সন্তান যৌবনপ্রাপ্ত হওয়ার পর তারবিয়াত কেমন হবে, এখানে তারও বিস্তারিত নির্দেশনা আছে।
সবমিলিয়ে আল্লাহর আমানতের হক যথাযথভাবে আদায় করার জন্য এই বই আপনাকে পূর্ণাঙ্গ গাইড করবে।

এই ফিতনা ফাসাদের যুগে সন্তানের যথার্থ প্রতিপালন নিয়ে প্রতিটি অভিভাবক ভয়াবহ দুশ্চিন্তায় থাকেন। কোথায় যায়, কার সাথে মিশে, কী করে না করে, মোবাইলে আবার কী করে, পড়ালেখায় পুরোপুরি মনোযোগ দিচ্ছে না কেন— ইত্যাদি বিষয় নিয়ে আমরা খুব পেরেশান থাকি। এবং আমরা সবাই কলিজার টুকরো সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ ‘তারবিয়াতুল আওলাদ’ বইটি আমাদের হৃদয়ের এই প্রত্যাশা পূরণে সফল হবে।

এ বিষয়ে বাজারে বেশকিছু বই থাকলেও এই বইয়ের লেখক হচ্ছেন আরবের বিখ্যাত গবেষক, মুহাম্মাদ বিন সাউদ ইউনিভার্সিটির প্রফেসর এবং বিখ্যাত হিসনুল মুসলিম বইয়ের লেখক শায়েখ ড. সাইদ ইবনে আলি কাহতানি রহ.৷ তিনি কুরআন, হাদীস, সালাফদের বক্তব্য এবং বাস্তব অভিজ্ঞতার মিশেলে এমনভাবে বইটি সাজিয়েছেন, যার ফলে এটি তথ্য, বিন্যাস এবং বিষয়বস্তুর গভীরতায় এটি এই বিষয়ের অন্যান্য বইয়ের তুলনায় বিশেষ একটা অবস্থান লাভ করেছে।

আজকাল প্যারেন্টিং, ফ্যামিলি কেয়ারিং বা ফ্যামিলি ম্যানেজম্যান্ট ইত্যাদি টপিকে আমরা পশ্চিমা মোটিভেশন থেকে শেখার চেষ্টা করি। অথচ অন্যান্য সাবজেক্ট এর মত সন্তান প্রতিপালনের ক্ষেত্রেও আমাদের জন্য পারফেক্ট মডেল হচ্ছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আস্থার সাথে বলতে পারি, প্রিয়নবীর অনুসরণের মাধ্যমে সন্তানদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে এই বইটি আপনার রোল মডেল হতে পারে। আপনি স্ক্রিনের নম্বরে বা পেইজের ইনবক্সে যোগাযোগ করলে অসাধারণ এই বইটি কোন অগ্রীম পেমেন্ট ছাড়াই আপনার ঠিকানায় পৌছে যাবে।

#বই : তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ)
লেখক : ড. সাইদ ইবনে আলি কাহতানি রহ.
অনুবাদ : Mufty Shoriful Islam Naeem
সম্পদনায় : Sajjad Sharif
নিরীক্ষণ ও তথ্য সম্পাদনা : মিশকাত আহমদ

প্রকাশনায় : Katebeen-কাতেবিন Katebeen BookShop কাতেবিন বুকশপ কাতেবিন টিম Katebeen Prokashon

বইটি সংগ্রহ করতে পারেন রকমারি থেকে

https://www.rokomari.com/book/359547/tarbiyatul-awlad-shontan-protipalon-nababi-dar-a

ওয়াফি লিঙ্ক

https://www.wafilife.com/tarbiyatul-awlad-nobobi-adorshe-shontan-protipalon/dp/804423

কিতাবঘর.কম

https://www.kitabghor.com/products/details/c63480fb932c11eea4a02a6c60b8696b/tarbiyatul-awlad-nobobi-adorshe-shontan-protipalon

যিয়াদাহ

https://ziyadahbd.com/product/tarbiyatul-awlad/

ইসলামিক বইঘর

https://islamicboighor.com/books/tarbiyatul-awlad-nobobi-adorshe-shontan-protipalon/

বইফেরি

https://boiferry.com/book/tarbiyatul-awlad-shontan-protipalon-nababider-adorsho

অনলাইন বুক শপ

https://onlinebookshop.com.bd/product/tarbiyatul-awlad/

জাজিরা.কম
https://jajeera.com/

আপনার পছন্দের যে কোনো অনলাইন শপ থেকে নিতে পারেন। চাইলে আমাকে নক দিলেও সংগ্রহ করতে পারবেন।

11/12/2023

সন্তান প্রতিপালন : নববি আদর্শে গড়ে তুলুন উম্মাহর সম্পদ
সন্তান আল্লাহ তা’আলার তরফ থেকে আসা এমন এক নিয়ামত, যা মানুষের চোখ জুড়িয়ে দেয়। সন্তান যেমন নিয়ামত, তেমনি সেটা আল্লাহর আমানতও। তাই আল্লাহর আমানতের দেখভাল আল্লাহর আদেশমতোই করতে হবে। সন্তানকে বড় করতে হবে নববি পন্থায়, গড়ে তুলতে হবে উম্মাহর সম্পদ হিসেবে।
“তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ)” বইটিতে সেই পথটিই দেখিয়ে দেওয়া হয়েছে সম্মানিত অভিভাবকদের। সন্তান প্রতিপালনে নবী ও নেককারদের উদাহরণ, জরুরি কিছু মূলনীতি, বিয়ের সময়ে নেককার সঙ্গী বেছে নেওয়া, সন্তানের আকিকা ও সুন্দর নাম নির্বাচন, পরিবারের জন্য হালাল উপার্জন ব্যয়ের গুরুত্ব ইত্যাদি বিষয়ে লেখক বিস্তারিত আলোচনা পেশ করেছেন। আলোচনা এনেছেন সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, সম্মানজনক পেশায় দক্ষ করে তোলা, তাদের চরিত্র গঠন ও বিবেক-বুদ্ধির পরিচর্যা করা, তাদেরকে নববি আদর্শে উজ্জীবিত করে তোলা এরকম অনেকগুলো অতীব প্রয়োজনীয় দিক নিয়েও। এমনকি সন্তান যৌবনপ্রাপ্ত হওয়ার পর তারবিয়াত কেমন হবে, তারও বিস্তারিত নির্দেশনা আছে বইটিতে।
আল্লাহর আমানতের যথাযথ দেখভাল করার জন্য একটি গাইডলাইন এই বই।
সেই সাথে বলে রাখি চলছে WINTER FEST অফার!
এই অফারে পাচ্ছেন-
😍 নির্দিষ্ট ৫০+ প্রকাশনীর বইতে থাকছে সর্বোচ্চ ছাড়!
📱 বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।*
🏷️ ৪৯৯ টাকার প্রতি অর্ডারে ১টি প্রিমিয়াম বুকমার্ক ফ্রি।
বিস্তারিত কমেন্টে।

সংগ্রহ রাখার মতো গুরুত্বপূর্ণ একটা বই।
05/12/2023

সংগ্রহ রাখার মতো গুরুত্বপূর্ণ একটা বই।

আলহামদুলিল্লাহ ইন্নাল হামদা লিল্লাহ বইটি আউটলেটে চলে এসেছে। বই : তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ) লেখক : ...
04/12/2023

আলহামদুলিল্লাহ ইন্নাল হামদা লিল্লাহ

বইটি আউটলেটে চলে এসেছে।

বই : তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ)
লেখক : ড. সাইদ ইবনে আলি কাহতানি রহ.
অনুবাদ : মুফতি শরীফুল ইসলাম নাঈম
সম্পাদনা : মিশকাত আহমদ ও সাজ্জাদ শরিফ

মুদ্রিত মূল্য : ৫০০/-
ছাড় মূল্য : ২৫০/-

খুশির সংবাদ আসছে...প্রি অর্ডারের সময় অচিরেই ঘোষণা হবে।
02/12/2023

খুশির সংবাদ আসছে...
প্রি অর্ডারের সময় অচিরেই ঘোষণা হবে।

সংগ্রহে আছে তো?
25/11/2023

সংগ্রহে আছে তো?

কাতেবিন প্রকাশন
17/11/2023

কাতেবিন প্রকাশন

বই : আশ শিহাবুস সাকিব লেখক : হোসাইন আহমেদ মাদানী রহ.অনুবাদক : আল্লামা মুফতি নুরুল্লাহ রহ.  মুফতি মোহাম্মদ নুসরাত উল্লাহ ...
14/11/2023

বই : আশ শিহাবুস সাকিব
লেখক : হোসাইন আহমেদ মাদানী রহ.
অনুবাদক :
আল্লামা মুফতি নুরুল্লাহ রহ.
মুফতি মোহাম্মদ নুসরাত উল্লাহ নূর
প্রকাশনায় : কাতেবিন

বই : স্টোরিজ ফ্রম সহিহ বুখারি (হাদিসের গল্প ১)লেখক : সাবেত চৌধুরীমুদ্রিত মূল্য : ২৩০/-স্পেশাল মূল্য : ১০০/- (পাবেন শুধুম...
06/11/2023

বই : স্টোরিজ ফ্রম সহিহ বুখারি (হাদিসের গল্প ১)
লেখক : সাবেত চৌধুরী
মুদ্রিত মূল্য : ২৩০/-
স্পেশাল মূল্য : ১০০/-

(পাবেন শুধুমাত্র ৫০ জন) সারাদেশে ডেলিভারি চার্জ : ৪১ টাকা মাত্র। সাথে কাতেবিনের যে কোনো বই অর্ডার করতে পারেন। কিংবা পছন্দের যে কোনো বই।

ব্রেকিং...আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদা লিল্লাহকাতেবিন প্রকাশন এখন ইসলামী টাওয়ারের দ্বিতীয় তলায়। আপনারা স্ববান্ধব আমন্ত্র...
01/11/2023

ব্রেকিং...
আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদা লিল্লাহ
কাতেবিন প্রকাশন এখন ইসলামী টাওয়ারের দ্বিতীয় তলায়। আপনারা স্ববান্ধব আমন্ত্রিত। অচিরেই আউটলেট উদ্ভোধন হবে।
সে উপলক্ষ্যে একটা ছাড় হয়ে যাবে নাকি?

05/10/2023

সন্তানকে দেয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে তারবিয়াত। সন্তানকে উত্তম মানুষ হিসেবে গড়তে সকল অভিভাবকের বইটি পড়া উচিত।

প্রি অর্ডার করতে ইনবক্স করুন।

04/10/2023

ময়মনসিংহ বইমেলায় কাতেবিনের সব বই পাচ্ছেন, তারুণ্য প্রকাশনের স্টলে।

আপনি পড়ুন... নিজে কিনুন... মানুষের মাঝে বিতরণ করুন...বই : ফাতেমা বিনতে মুহাম্মাদ সা.লেখক : শাহাদাত হুসাইনসম্পাদক : সাজ্জ...
21/09/2023

আপনি পড়ুন... নিজে কিনুন... মানুষের মাঝে বিতরণ করুন...

বই : ফাতেমা বিনতে মুহাম্মাদ সা.
লেখক : শাহাদাত হুসাইন
সম্পাদক : সাজ্জাদ শরিফ
পৃষ্ঠা সংখ্যা : ১১২
হার্ড কভার

বই থেকে কিছু কথা...

স্ত্রীর প্রতি আস্থা
ফাতেমা রা.-এর সংসারে কেবল দু-জন সদস্য। শাশুড়ি এবং স্বামী। কারণ, শ্বশুর মক্কায় ইন্তেকাল করেছেন। বউ এবং শাশুড়ির মাঝে বেশ কয়েকটি মিল আছে। দু-জনের নাম এক। দু-জনের নাম ফাতেমা। বউ হলেন ফাতেমা বিনতে মুহাম্মাদ। শাশুড়ি হলেন ফাতেমা বিনতে আসাদ। দু-জনই হাশেমি বংশের। পরবর্তীতে দু-জনের দু-সন্তান মুসলমানদের খলিফা হয়।

আলি রা. মায়ের কাছে স্ত্রীর কিছু কিছু গুণগান গাইলেন। যদিও ফাতেমা বিনতে মুহাম্মাদ সা. সম্পর্কে সবকিছু আগে থেকেই জানতেন। কারণ, ফাতেমা তো তার সামনেই বড় হয়েছে। তার স্বভাব, অভ্যাস সবই তার দেখা। তারপরও আলি রা. মাকে বললেন, ‘মা! তুমি ঘরের বাইরের অল্পকিছু কাজ করলেই যথেষ্ঠ হবে। ভেতরের কোনো কাজ করা লাগবে না। ঘরের সবকাজ করার জন্য ফাতেমা একাই যথেষ্ঠ। যেমন আটা পেশা, রুটির খামিরা তৈরি করা ইত্যাদি। এসব কাজে তোমার হাত দেওয়ার প্রয়োজন হবে না।

#সিরাত #সীরাত #রবিউল #আওয়াল

৫৫% ছাড়ে কাতেবিন-এর সকল বইয়ের মূল্য তালিকা। 👇বি : দ্র : পুরো প্যাকেজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি। কেউ চাইলে আলাদা বই সংগ্রহ...
14/09/2023

৫৫% ছাড়ে কাতেবিন-এর সকল বইয়ের মূল্য তালিকা। 👇

বি : দ্র : পুরো প্যাকেজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি। কেউ চাইলে আলাদা বই সংগ্রহ করতে পারেন। সে ক্ষেত্রে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। তবে ক্যাশ অন ডেলিভারির সুযোগ থাকবে সর্বাস্থায়!

১. আশ শিহাবুস সাকিব
ওয়াহাবি, বেদাআতি, দেওবন্দি (সত্য কোন পথে?)
লেখক : শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ.
অনু্বাদক : মুফতি নুরুল্লাহ রহ. ও মুফতি নুসরাতুল্লাহ নূর
পৃষ্ঠা : ৩২০
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ৬০০/-
অফার মূল্য: ২৭০/-

২. স্টোরিজ ফ্রম সহিহ বুখারি
লেখক : সাবেত চৌধুরী
পৃষ্ঠা : ১২০/
কভার: হার্ডকভার
মুদ্রিত মূল্য : ২৩০/-
অফার মূল্য: ১০৫/-

৩. ফাতেমা বিনতে মুহাম্মাদ সা.
লেখক : শাহাদাত হুসাইন
পৃষ্ঠা : ১১২
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২৩০/-
অফার মূল্য: ১০৫/-

৪. আহকামে মাইয়েত (মৃতব্যক্তি সম্পর্কিত বিধিবিধান)
লেখক : মাওলানা মুহাম্মাদ মুয়াজ্জাম হুসাইন ফারুকী
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
কভার: হার্ড কভার
মুদ্রিত মূল্য : ২৮০/-
অফার মূল্য: ১২৫/-

৫. ফিরে এসো তাওবার পথে
লেখক : সাইয়্যেদা হাবীবা
পৃষ্ঠা : ১১২
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২০০/-
অফার মূল্য: ৯০/-

14/09/2023

৫৫% ছাড়ে কাতেবিন-এর সকল বইয়ের মূল্য তালিকা। 👇

১. আশ শিহাবুস সাকিব
ওয়াহাবি, বেদাআতি, দেওবন্দি (সত্য কোন পথে?)
লেখক : শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ.
অনু্বাদক : মুফতি নুরুল্লাহ রহ. ও মুফতি নুসরাতুল্লাহ নূর
পৃষ্ঠা : ৩২০
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ৬০০/-
অফার মূল্য: ২৭০/-

২. স্টোরিজ ফ্রম সহিহ বুখারি
লেখক : সাবেত চৌধুরী
পৃষ্ঠা : ১২০/
কভার: হার্ডকভার
মুদ্রিত মূল্য : ২৩০/-
অফার মূল্য: ১০৫/-

৩. ফাতেমা বিনতে মুহাম্মাদ সা.
লেখক : শাহাদাত হুসাইন
পৃষ্ঠা : ১১২
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২৩০/-
অফার মূল্য: ১০৫/-

৪. আহকামে মাইয়েত (মৃতব্যক্তি সম্পর্কিত বিধিবিধান)
লেখক : মাওলানা মুহাম্মাদ মুয়াজ্জাম হুসাইন ফারুকী
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
কভার: হার্ড কভার
মুদ্রিত মূল্য : ২৮০/-
অফার মূল্য: ১২৫/-

৫. ফিরে এসো তাওবার পথে
লেখক : সাইয়্যেদা হাবীবা
পৃষ্ঠা : ১১২
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২০০/-
অফার মূল্য: ৯০/-

বই সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেখুন!
11/09/2023

বই সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেখুন!

সন্ধ্যার অপেক্ষা করো না। আবার মৃত্যুকামনাও করো না।
11/09/2023

সন্ধ্যার অপেক্ষা করো না। আবার মৃত্যুকামনাও করো না।

তারুণ্য প্রকাশন ২য় বর্ষপূর্তী অফারে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন।
05/09/2023

তারুণ্য প্রকাশন ২য় বর্ষপূর্তী অফারে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন।

তারুণ্য প্রকাশনীর অফার-এর কমিশন তালিকা
অফার চলবে- ২৫/০৯/২০২৩ইং পর্যন্ত।
(রয়েছে সারাদেশব্যপী ক্যাশঅন হোম ডেলিভারি সুবিধা।)

তারুণ্য প্রকাশন-এর ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে ৬৩টি প্রকাশনীর বই-এ থাকছে সর্বচ্চ ৬৫% ছাড়!
প্রকাশনীর নাম ও কমিশন নিচে দেওয়া হলো👇

1. তারুণ্য প্রকাশন - ৪০% ছাড়
2. নবপ্রকাশ - ৩৫% ছাড়
3. গার্ডিয়ান পাবলিকেশন - ১০% ছাড় (ফিক্সড প্রাইস এর বই)
4. দ্বীন পাবলিকেশন - ১৫% ছাড় ফিক্সড প্রাইস এর বই অনান্য বই ৪০% ছাড়
5. সুলতানস - ৩৭% ছাড়
6. দাওয়া পাবলিকেশন - ৫৬% ছাড়
7. ইহসান পাবলিকেশন - ৪০% ছাড়
8. হসন্ত প্রকাশন- ৪০% ছাড়
9. ইজরা পাবলিকেশন - ৪০% ছাড়
10. মাকতাবাতুল ক্বলব- ৩৭% ছাড়
11. মাকতাবাতুল নূর- ৪০% ছাড়
12. পুনরায় প্রকাশন- ৩৭% ছাড়
13. পেইফিল্ড পাবলিকেশন - ৩৫% ছাড়
14. সঞ্চালন প্রকাশন- ৬৫% ছাড়
15. আবরণ প্রকাশন- ৫৫% ছাড়
16. মক্কা প্রকাশন- ৫৫% ছাড়
17. চেতনা প্রকাশন- ৩৯% ছাড়
18. কালান্তর প্রকাশন- ৩৮% ছাড়
19. সঞ্জীবন প্রকাশন - ৫৭% ছাড়
20. প্রত্যয় প্রকাশন- ৪০% ছাড়
21. বইকেন্দ্র পাবলিকেশন- ৪০% ছাড়
22. তাজকিয়া পাবলিকেশন - ৩৮% ছাড়
23. নাবিক প্রকাশন- ৫৭% ছাড়
24. কানন- ৪০% ছাড়
25. মাকতাবাতুল ইব্রাহীম- ৩৮% ছাড়
26. আর-রিহাব পাবলিকেশন - ৫৬% ছাড়
27. আল-ইখলাস পাবলিকেশন- ৫৫% ছাড়
28. মাকতাবাতুল আরাফ- ৫৫% ছাড়
29. কেন্দ্রবিন্দু প্রকাশন- ২৫% ছাড়
30. ফাউন্টেন্ট পাবলিকেশন - ৪০% ছাড়
31. নাশাত পাবলিকেশন - ৩৫% ছাড়
32. সিজদা পাবলিকেশন- ৩৫% ছাড়
33. রাইয়ান প্রকাশন- ৩৮% ছাড়
34. আয়ান প্রকাশন- ৫৫% ছাড়
35. কাতেবিন- ৫৫% ছাড়
36. মাকতাবাতুল আযহার - ৫৫% ছাড়
37. মাকতাবাতুল ইসলাম- ৫৫% ছাড়
38. অর্পণ প্রকাশন- ৪০% ছাড়
39. নিয়ন পাবলিকেশন - ৩৫% ছাড়
40. উমেদ প্রকাশ- ৩৫% ছাড়
41. দারুল ফিকর- ৫% ছাড়
42. ফেরা প্রকাশন- ৪০% ছাড়
43. আয়াত প্রকাশন- ৫৫% ছাড়
44. মাকতাবাতুত তাসনীম- ৫৭% ছাড়
45. দারুল ইলম- ৫৫% ছাড়
46. সিরাত পাবলিকেশন - ৩৮% ছাড়
47. বুকর্মাক পাবলিকেশন- ৩৭% ছাড়
48. মিফতা পাবলিকেশন - ৩৫% ছাড়
49. ফিলহাল পাবলিকেশন - ৪০% ছাড়
50. ইরবাত পাবলিকেশন - ৪০% ছাড়
51. সন্দীপন প্রকাশন- ৩৬% ছাড়
52. আনোয়ারার লাইব্রেরি - ৫৬% ছাড়
53. অশ্রু প্রকাশ- ৩৮% ছাড়
54. দি পাথফাইন্ডার পাবলিকেশন্স - ৪০% ছাড়
55. দারুল আরকাম - ৫৬% ছাড়
56. ফাতিহ পাবলিকেশন - ৩৫% ছাড়
57. ইলান-নূর পাবলিকেশন - ১০% ছাড়
58. রেইনড্রপস - ১০% ছাড়
59. ইবাদাহ পাবলিকেশন - ৪০% ছাড়
60. তাসনিফ পাবলিকেশন- ৪৫% ছাড়
61. প্রয়াস প্রকাশন- ৩৮% ছাড়
62. পরশমণি প্রকাশন- ৫২% ছাড়
63. ইকরা পাবলিকেশন- ৬০% ছাড়

আলোর পথে ভালোর সাথে...
31/08/2023

আলোর পথে ভালোর সাথে...

আপকামিং বই...প্রশংসা মাত্রই আল্লাহ তায়ালার। তাঁর কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। কুপ্রবৃত্তি এবং মন্দ কর্মের অকল্যাণ থ...
30/08/2023

আপকামিং বই...

প্রশংসা মাত্রই আল্লাহ তায়ালার। তাঁর কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। কুপ্রবৃত্তি এবং মন্দ কর্মের অকল্যাণ থেকে আমরা পানাহ চাই আল্লাহর কাছেই। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর যাকে তিনি পথ দেখান না কেউ তাকে পথ দেখাতে পারেনা। আমি সাক্ষ্য দিচ্ছি, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নেই তাঁর কোনো অংশীদার। আরও স্বীকৃতি দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার বান্দা ও রাসুল। আল্লাহ তায়ালা মুহাম্মদ, তাঁর পরিবার, সাহাবায়ে কেরাম এবং কেয়ামত পর্যন্ত আগত তাঁদের একনিষ্ঠ অনুসারীদের উপর দরুদ নাযিল করুন।

জেনে রাখুন, নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হল আল্লাহর কিতাব। শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে নববি আদর্শ। আর নিকৃষ্টতম কাজ হল দীনের মধ্যে নতুন সৃষ্টি। এবং প্রত্যেক নতুন সৃষ্টিই হ’ল বিদআত। আর প্রতিটি বিদআতই ভ্রষ্টতা। প্রত্যেক বিদআতের পরিণতি জাহান্নাম। বক্ষমান “সন্তান গড়ার নববি আদর্শ” নামক গ্রন্থটি আমি লিখে শেষ করেছি ১৪০২ হিজরীর দ্বিতীয়ার্ধে। এরপর ১৪৩১ হিজরী সনে উপকারী অনেক সংযোজন, বিয়োজন ও পরিমার্জন এতে করেছি। এর আলোচনাগুলো আমি সুবিন্যস্ত করেছি মোট ২৪ টি অধ্যায়ে। অধ্যায়গুলোর শিরোনাম নিম্নরূপ:

1. ইসলামে সন্তান প্রতিপালনের গুরুত্ব।
2. সন্তান প্রতিপালনে নেককার স্ত্রী বাছাইয়ের প্রভাব।
3. আকিকা করা, সন্তানের সুন্দর নাম রাখা বাবার কাছে সন্তানের প্রাপ্য অধিকার।
4. পরিবারের জন্য হালাল সম্পদ খরচ করা।
5. সন্তানদের সাথে খুনসুটি করা।
6. সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকা।
7. দুগ্ধপান।
8. প্রতিপালন।
9. সন্তানের জন্য সম্পদ ব্যয় করা।
10. সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া।
11. উপার্জনের স্বার্থে সম্মানজনক কোনো পেশায় দক্ষ করে তোলা সন্তানদেরকে।
12. সন্তানের বিবেক বুদ্ধির পরিচর্যা।
13. সন্তানদেরকে উন্নত চরিত্রে অভ্যস্ত করে তোলা।
14. নববি আদর্শে উজ্জীবিত করা।
15. সন্তানদের পরস্পরের মধ্যে ইনসাফ বজায় রাখা।
16. সন্তানদের প্রতি কোমল ও সহনশীল হওয়া।
17. সন্তানদেরকে আদর-স্নেহ করা।
18. ছেলে মেয়েদের সাথে হাসি-ঠাট্টা ও আনন্দ উল্লাস করা।
19. প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সন্তানদেরকে সঙ্গ দেওয়া।
20. বাচ্চাদেরকে সৎসঙ্গ ও নেককার সাথী নির্বাচন শেখানো।
21. সন্তানকে উত্তম তরবিয়ত দেওয়ার উপকারিতা ও ফলাফল।
22. ছেলেমেয়েকে খারাপ দীক্ষা দেওয়ার অপকারিতা সমূহ।
23. যুবকদেরকে তরবিয়ত করার নববি আদর্শ।
24. প্রয়োজনে সন্তানাদিকে শক্তি প্রয়োগ করে আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া।

তারবিয়াতুল আওলাদ
(সন্তান প্রতিপালনে নববি আদর্শ)
লেখক : ড. সাইদ ইবনে আলি ইবনে ওয়াহফ কাহতানি
অনুবাদ : মুফতি শরিফুল ইসলাম নাঈম

প্রায় ১৬ ফর্মা ২৫৬ পৃষ্ঠা হবে। দাম কতো হতে পারে বলে মনে করেন?
যার উত্তর মিলে যাবে সে পাবে এই বইটি ফ্রি!!!

আমরা প্রস্তুত হচ্ছি আপনারা প্রস্তুত তো?
29/08/2023

আমরা প্রস্তুত হচ্ছি আপনারা প্রস্তুত তো?

ফ্ল্যাশ সেল অফারে ৫৫% মূল্যছাড়!পুরো প্যাকেজ অর্ডারে একটি বই ফ্রি!কাতেবিন প্রকাশন থেকে প্রকাশিত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ...
28/08/2023

ফ্ল্যাশ সেল অফারে ৫৫% মূল্যছাড়!
পুরো প্যাকেজ অর্ডারে একটি বই ফ্রি!
কাতেবিন প্রকাশন থেকে প্রকাশিত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ৫টি বইয়ের প্যাকেজে চলছে ফ্ল্যাশ সেল অফার। প্যাকেজর প্রতিটি বইয়ে থাকছে ফ্ল্যাট ৫৫% মূল্য ছাড়। সেই সাথে পুরো প্যাকেজ অর্ডার করলে রাসূল সা. থেকে বর্ণিত জীবন ঘনিষ্ঠ নির্বাচিত দুইশত হাদিস নিয়ে রচিত '২০০ গোল্ডেন হাদিস' বইটি সম্পূর্ণ ফ্রি। অফার চলবে স্টক থাকা পর্যন্ত।
অফারের বিস্তারিত বিবরণ:
১. ফিরে এসো তাওবার পথে
লেখক : সাইয়্যেদা হাবীবা
পৃষ্ঠা : ১১২
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২০০/-
অফার মূল্য: ৯০/-
উলামায়ে কেরাম ও সূফিয়ানে কেরাম এ বিষয়ে একমত যে, ইসলাহে নাফস ও আত্মার সংশোধনের প্রথম ধাপ হচ্ছে পরিপূর্ণরূপে তাওবা করা। তবে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে, পরিপূর্ণ তাওবা কাকে বলে? কখন বলা যাবে যে, আমি ‘মুকাম্মাল’ তাওবা করেছি বা আমার তাওবা এখন পূর্ণতা লাভ করেছে? সুতরাং তাওবা করার সময় যদি ভবিষ্যতে গুনাহটি না করার দৃঢ় প্রতিজ্ঞা থাকে, গুনাহটি না করার ইচ্ছাও পরিপূর্ণ থাকে এবং গুনাহের উপকরণ থেকে দূরে থাকারও মন-মানসিকতা থাকে, পাশাপাশি পেছনের গুনাহসমূহের উপর লজ্জা ও অনুশোচনাও থাকে, তাহলেই তার তাওবা ‘মুকাম্মাল’ ও সহীহ হয়ে যাবে। আর আল্লাহ তা‘য়ালা যখন কাউকে স্বীয় ইসলাহ ও সংশোধনের ফিকির দান করেন এবং সেও ইসলাহের নিয়তে উলামায়ে কেরামের খেদমতে হাযির হয়, তখন প্রথমেই তারা তাকে তাওবার তালকীন করেন, যেন সে খাঁটি তাওবার মাধ্যমে পিছনের সমস্ত গুনাহের পাপ-পঙ্কিলতা থেকে নিজেকে পাকসাফ করে নেয়। এভাবে তাওবার মাধ্যমে যখন সে নতুন জীবন শুরু করবে, তখন তার উপর আল্লাহ তা‘য়ালার রহমত নাযিল হবে। এজন্যই তাওবার এত গুরুত্ব এবং তাওবাই হচ্ছে ইসলাহে নফস ও আত্মশুদ্ধির প্রথম সিঁড়ি।

২. স্টোরিজ ফ্রম সহিহ বুখারি
লেখক : সাবেত চৌধুরী
পৃষ্ঠা : ১২০/
কভার: হার্ডকভার
মুদ্রিত মূল্য : ২৩০/-
অফার মূল্য: ১০৫/-
যেকোনো কিছু শেখার চমৎকার একটি মাধ্যম হলো গল্প। মানুষ সবসময়ই গল্প শুনতে খুব পছন্দ করে। কুরআনে ও হাদিসে অনেক এমন ঘটনা আছে, যেগুলোকে খুব সহজেই গল্পের মতো করে উপস্থাপন করা যায়। সহিহ বুখারিতে উল্লেখিত তেমন কিছু ঘটনা নিয়েই রচিত “স্টোরিজ ফ্রম সহিহ বুখারি : হাদিসের গল্প" বইটি লেখা।
সহিহ বুখারিতে বিভিন্ন প্রসঙ্গে এসেছে রাসূল ﷺ ও তাঁর সাহাবিদের অনেকগুলো ঘটনা। তরুণ লেখক সাবেত চৌধুরী হাদিসের সেই ঘটনাগুলোকেই শুধু গল্পভাষ্যে সাজিয়ে তুলে ধরেছেন পাঠকের সামনে। এগল্পগুলো কারও কল্পনার অলীক কোনো কথা নয়। বইটিতে আসা ৬৩টি গল্পের প্রত্যেকটি হচ্ছে অমূল্য সব শিক্ষার একেকটি আধার। গল্পের আনন্দের চেয়েও বড় যে জিনিস এ বইয়ে আমরা পেয়ে যাবো সেটা হলো, রাসূল ﷺ-এর হাদিস ও তাঁর জীবন সংশ্লিষ্ট অনেক ঘটনা।

৩. আশ শিহাবুস সাকিব
ওয়াহাবি, বেদাআতি, দেওবন্দি (সত্য কোন পথে?)
লেখক : শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ.
অনু্বাদক : মুফতি নুরুল্লাহ রহ. ও মুফতি নুসরাতুল্লাহ নূর
পৃষ্ঠা : ৩২০
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ৬০০/-
অফার মূল্য: ২৭০/-
একজন পাঠক এখানে ইতিহাস পাঠের আনন্দ যেমন পাবেন তেমনি তাওহিদ-রিসালাতসহ দ্বীনের গুরত্বপূর্ণ মূলনীতি এবং আকিদা বিশ্বাসের জ্ঞানও আয়ত্ব করতে পারবেন। আকাবিরদের ওপর লাগানো অপবাদের অপনোদন যেমন পাবেন তেমনি আকাবিরদের শান ও মর্যাদা সম্পর্কেও অবগতি লাভ করতে পারবেন। অপরদিকে সময়ের সবচেয়ে মজলুম বিষয় ‘মাযহাব ও তাসাওউফ’ সম্পর্কেও স্বচ্ছ ও সঠিক ধারণা হাসিল হয়ে যাবে। পাশাপাশি লা-মাযহাবী, বেদআতীসহ দেওবন্দ-বিরোধীদের জন্য ‘আশ-শিহাবুস সাকিব’ গ্রন্থটি একটি সচেতনতামূলক দাওয়াতনামা। তাদের চোখে শত্রুতার যে কালো চশমা আছে, আল্লাহ চাইলে তা বন্ধুত্বের সাদা চশমায় পরিণত হবে। আমাদের বিশ্বাস তওবা করে তারাও সত্যপথের পথিক হবেন। ফিরে পাবেন ঊষাসিনিগ্ধ আলোর দিশা। ইনশাআল্লাহ!
ইশকে মুহাম্মদীর শরাবান তাহুরাতে বিভোর ওলামায়ে দেওবন্দ আত্মিক দর্শনে তো মুহুর্মুহু হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যিয়ারতের স্বাদ গ্রহণ করছেন।
আর বাহ্যিক দর্শন ও নৈকট্য লাভের জন্যও রাত দিন ব্যকুল বেকারার হয়ে থাকেন। সর্বদা ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগুন তাঁদেরকে বিদগ্ধ করতে থাকে

৪. ফাতেমা বিনতে মুহাম্মাদ সা.
লেখক : শাহাদাত হুসাইন
পৃষ্ঠা : ১১২
কভার: হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২৩০/-
অফার মূল্য: ১০৫/-
বলা হয়, মেয়েরা বাবার অনুগত হয়। সবচেয়ে বেশি ভালোবাসে বাবাকে। সে ভালোবাসার জোরেই ছোটো ফাতেমা রা.-এর অন্তর থেকে অত্যাচারীদের ভয় চলে গিয়েছিল একদিন। সেদিন অত্যাচারীরা তাঁর বাবাকে কাবা শরীফের সামনে অপমান করছিল। ঘাড়ের উপর উটের নাড়িভুঁড়ি রেখে দিয়েছিল। তখন এইটুকুন ছোট্ট ফাতেমা ভয়ে পালিয়ে যাননি; বরং অত্যাচারীদের সামনে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন। মক্কার মুশরিকদের সামনে যে অগ্নিঝড়া বক্তব্য দিয়েছিলেন; তা ইতিহাসে আজও অবিস্মরণীয় হয়ে আছে।বাবার সাথে তিন বছর বন্দি ছিলেন। ক্ষুধার জ্বালায় পাতা চিবিয়ে খেয়েছেন। একবারও বাবাকে অনুরোধ করেননি, ‘বাবা! কাফেরদের প্রস্তাব তুমি মেনে নাও, আর পারছি না। জীবন তো শেষ হয়ে যাচ্ছে।’ বরং বাবা যখন বিষণ্ণ থাকতেন তখন পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতেন। বলতেন, ‘বাবা! আমরা একদিন বিজয়ী হবো ইনশা আল্লাহ।’

৫. আহকামে মাইয়েত (মৃতব্যক্তি সম্পর্কিত বিধিবিধান)
লেখক : মাওলানা মুহাম্মাদ মুয়াজ্জাম হুসাইন ফারুকী
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
কভার: হার্ড কভার
মুদ্রিত মূল্য : ২৮০/-
অফার মূল্য: ১২৫/-
কারও মৃত্যুর পর তার আপনজন ও অন্যান্যদের করণীয় ও বর্জনীয় বিষয়াবলি জানা, মৃতকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাযার নামায, দাফন, দাফনের পর করণীয় ও বর্জনীয় ইত্যাদি বিষয়াদি সম্পর্কে ইসলামী শরীয়তের জ্ঞান লাভ করা ও তদোনুযায়ী আমল ও কাজ করা প্রত্যেক সচেতন মুমিন-মুসলমানের জন্য একান্ত জরুরি। যেন স্বীয় রব ও মাওলা পাকের সাথে তার মিলন স্বয়ং মাওলা পাকের বিধান ও পছন্দ অনুযায়ী সম্পন্ন হয় এবং মৃত ব্যক্তিরও উপকার হয়। বড়ই দুঃখজনক যে, আল্লাহ তাআলার বান্দা হয়েও আমরা অনেকে আল্লাহ তাআলার পছন্দনীয় ইসলামী শরীয়তের বিধি-বিধান ছেড়ে আঞ্চলিক ও সামাজিক রীতি-রেওয়াজের অনুগামী হয়ে পড়েছি। এভাবে একদিকে মৃত ব্যক্তির সাথেও সুন্নতের বরখেলাপ আচরণ করছি, অপরদিকে নিজেরাও গোনাহগার হচ্ছি। সুুতরাং মুমূর্ষ ব্যক্তির সাথে কিরূপ আচরণ করতে হবে, তার মৃত্যুর পর তার সাথে কী করণীয়, কীভাবে তাকে গোসল, কাফন, জানাযা, দাফন ইত্যাদি দিতে হবে এবং দাফন পরবর্তী সময়ে মৃতের পরিবার-পরিজন ও অন্যান্যদের কী করণীয় রয়েছে? ইত্যাদি বিষয়ে অত্র পুস্তিকায় সংক্ষিপ্তাকারে তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছে।
পাঁচটি বইয়ে মূদ্রিত মূল্য: ১,৫৪০/-
৫৫% ছাড়ে অফার মূল্য: ৬৯৫/-
সাথে 'রাসূল সা. বর্ণিত ২০০ গোল্ডেন হাদিস' বইটি ফ্রি!
প্যাকেজটি অর্ডার করার জন্য অনু্গ্রহ করে ইনবক্সে নক দিন।

একটু থামুন...হ্যাঁ আপনাকেই বলছি, এই যে দৌড়ঝাপ, এই যে ছুটে চলছেন, কীসের এতো তাড়া! স্থায়ী নিবাস গড়বেন, টাকা-পয়সা অর্থকড়ি দ...
27/08/2023

একটু থামুন...
হ্যাঁ আপনাকেই বলছি,
এই যে দৌড়ঝাপ, এই যে ছুটে চলছেন, কীসের এতো তাড়া! স্থায়ী নিবাস গড়বেন, টাকা-পয়সা অর্থকড়ি দিনশেষে ভালো থাকা! এই ভালো থাকার দৌঁড়ে কী কখনও ভেবেছেন? অস্থায়ী নিবাস গড়ার কী ব্যগ্রতা! অথচ অনন্তকাল থাকবেন যেই বাড়িতে তার জন্য কী করছেন?

কবরই শেষ ঠিকানা, কেউ আগে রাওয়ানা তো কেউ পিছে রাওয়ানা!

পথিক তুমি থমকে দাঁড়াও! একটু ভাবো পরকালের সামান কী প্রস্তুত করেছো?

বই : আশ শিহাবুস সাকিবওয়াহাবি, বেদাআতি, দেওবন্দি (সত্য কোন পথে?)লেখক : শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ.অনু্বাদক : মুফত...
20/08/2023

বই : আশ শিহাবুস সাকিব
ওয়াহাবি, বেদাআতি, দেওবন্দি (সত্য কোন পথে?)
লেখক : শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ.
অনু্বাদক : মুফতি নুরুল্লাহ রহ. ও মুফতি নুসরাতুল্লাহ নূর
পৃষ্ঠা : ৩২০
হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ৬০০/-

বই থেকে কিছু কথা...
মুর্খরা যখন বাগবিতণ্ডা করবে তখন তারা বলে সালাম। সুরা ফুরকান : ২৩।
আল্লাহভীরুগন যখন অযথা কাজকর্মের সম্মুখিন হন তখন সম্মান বাঁচিয়ে চলে আসেন। সুরা ফুরকান : ৭২।

হারামাইন শরিফাইনের অভিজ্ঞতা

সায়্যেদ হুসাইন আহমদ মাদানি রহ.। পবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে ১৮ বছর কোরআন-হাদিস ও ইসলামিক নানান বিষয়ের পাঠ দান ও শিক্ষকতা করেছেন। আরবি-অনারবিসহ পৃথিবীর বিভিন্ন দেশের জ্ঞানপিপাসুরা তার কাছ থেকে শিক্ষা লাভ করায় তাকে শায়খুল আরব ওয়াল আযম বলা হয়।

তিনি বলেন,
এ যাবৎ জীবনের যতটা অংশ অতিবাহিত হয়েছে জীবনকে সেসব কাজেই ব্যস্ত রাখতে যথাসাধ্য চেষ্টা করেছি। আর এ কারণেই সেই পবিত্র ভূমির (মদিনার) আহলে ইলম বুজুর্গানে দীনের সঙ্গে পূর্ণ ভালোবাসা ও মহব্বত গড়ে ওঠে। এর ফলে তাদের জীবনাচার, ধর্ম-কর্ম, ধ্যান-ধারনা, সাধারণ অবস্থা এবং আকিদা-বিশ্বাসসহ যাবতীয় বিষয়ে পরিপূর্ণভাবে জানতে থাকি।

আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এ কথা বলতে পারি, মদিনার ওলামায়ে কেরামের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাআত ও আকাবের আসলাফের আকিদা-বিশ্বাসের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কোনো বিরোধ নেই। তাদের আকিদা দেওবন্দ ও সাহারানপুরের বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের সব আকিদার মতই নিখুত। খুঁটিনাটি ও মৌলিক আকিদার দিক দিয়েও তাদের সাথে বিন্দু পরিমাণ পার্থক্য নেই।

বই : স্টোরিজ ফ্রম সহিহ বুখারি
লেখক : সাবেত চৌধুরী
সম্পাদক : সাজ্জাদ শরিফ
পৃষ্ঠা : ১২০/
হার্ডকভার মুদ্রিত মূল্য : ২৩০/-

গল্পভাষ্যে সহিহ বুখারির হাদিস...

যেকোনো কিছু শেখার চমৎকার একটি মাধ্যম হলো গল্প। মানুষ সবসময়ই গল্প শুনতে খুব পছন্দ করে। কুরআনে ও হাদিসে অনেক এমন ঘটনা আছে, যেগুলোকে খুব সহজেই গল্পের মতো করে উপস্থাপন করা যায়। সহিহ বুখারিতে উল্লেখিত তেমন কিছু ঘটনা নিয়েই রচিত “স্টোরিজ ফ্রম সহিহ বুখারি : হাদিসের গল্প : ০১” বইটি লেখা।

সহিহ বুখারিতে বিভিন্ন প্রসঙ্গে এসেছে রাসূল ﷺ ও তাঁর সাহাবিদের অনেকগুলো ঘটনা। তরুণ লেখক সাবেত চৌধুরী হাদিসের সেই ঘটনাগুলোকেই শুধু গল্পভাষ্যে সাজিয়ে তুলে ধরেছেন পাঠকের সামনে। এগল্পগুলো কারও কল্পনার অলীক কোনো কথা নয়। বইটিতে আসা ৬৩টি গল্পের প্রত্যেকটি হচ্ছে অমূল্য সব শিক্ষার একেকটি আধার। গল্পের আনন্দের চেয়েও বড় যে জিনিস এ বইয়ে আমরা পেয়ে যাবো সেটা হলো, রাসূল ﷺ-এর হাদিস ও তাঁর জীবন সংশ্লিষ্ট অনেক ঘটনা।

বই : আহকামে মাইয়েত
(মৃতব্যক্তি সম্পর্কিত বিধিবিধান)
লেখক : মাওলানা মুহাম্মাদ মুয়াজ্জাম হুসাইন ফারুকী
মুদ্রিত মূল্য : ২৮০/-
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬/-
হার্ড কভার।

কারও মৃত্যুর পর তার আপনজন ও অন্যান্যদের করণীয় ও বর্জনীয় বিষয়াবলি জানা, মৃতকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাযার নামায, দাফন, দাফনের পর করণীয় ও বর্জনীয় ইত্যাদি বিষয়াদি সম্পর্কে ইসলামী শরীয়তের জ্ঞান লাভ করা ও তদোনুযায়ী আমল ও কাজ করা প্রত্যেক সচেতন মুমিন-মুসলমানের জন্য একান্ত জরুরি। যেন স্বীয় রব ও মাওলা পাকের সাথে তার মিলন স্বয়ং মাওলা পাকের বিধান ও পছন্দ অনুযায়ী সম্পন্ন হয় এবং মৃত ব্যক্তিরও উপকার হয়।

বড়ই দুঃখজনক যে, আল্লাহ তাআলার বান্দা হয়েও আমরা অনেকে আল্লাহ তাআলার পছন্দনীয় ইসলামী শরীয়তের বিধি-বিধান ছেড়ে আঞ্চলিক ও সামাজিক রীতি-রেওয়াজের অনুগামী হয়ে পড়েছি। এভাবে একদিকে মৃত ব্যক্তির সাথেও সুন্নতের বরখেলাপ আচরণ করছি, অপরদিকে নিজেরাও গোনাহগার হচ্ছি। সুুতরাং মুমূর্ষ ব্যক্তির সাথে কিরূপ আচরণ করতে হবে, তার মৃত্যুর পর তার সাথে কী করণীয়, কীভাবে তাকে গোসল, কাফন, জানাযা, দাফন ইত্যাদি দিতে হবে এবং দাফন পরবর্তী সময়ে মৃতের পরিবার-পরিজন ও অন্যান্যদের কী করণীয় রয়েছে? ইত্যাদি বিষয়ে অত্র পুস্তিকায় সংক্ষিপ্তাকারে তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছে।

বই : ফাতেমা বিনতে মুহাম্মাদ সা.
লেখক : শাহাদাত হুসাইন
সম্পাদক : সাজ্জাদ শরিফ
পৃষ্ঠা : ১১২
হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২৩০/-

বই থেকে কিছু কথা...

ফাতেমা রা. দেখেন তাঁর বাবা সব সময় সবাইকে দাওয়াত দেন। সবাইকে এক আল্লাহর প্রতি আহবান করেন। পরিবারের আত্মীয় স্বজনকে যেমন দাওয়াত দেন তেমনি অপরিচিতদেরও দাওয়াত দেন। হাঁটে বাজারে সবখানে আল্লাহ তায়ালার কথা বলেন। আরবের সব গোত্রে দাওয়াত নিয়ে গমন করেন। তাই ছোটো ফাতেমাও বাবার দেখাদেখি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন। তার বয়সী ছেলে মেয়েদেরকে জমায়েত করে বলেন, ‘তোমরা সবাই মূর্তিপূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। ভালো এবং কল্যাণের কাজে অংশগ্রহণ করো। যেন তোমরা নিজেদেরকে আল্লাহ তায়ালার আজাব থেকে রক্ষা করতে পার। আল্লাহ তায়ালার রহমত এবং সন্তুষ্টি অর্জন করতে পার।’

বই : ফিরে এসো তাওবার পথে
লেখক : সাইয়্যেদা হাবীবা
সম্পাদক : মুফতি সিফাত মাসরূর
পৃষ্ঠা : ১১২
হার্ডকাভার মুদ্রিত মূল্য : ২০০/-

বই থেকে কিছু কথা...
উলামায়ে কেরাম ও সূফিয়ানে কেরাম এ বিষয়ে একমত যে, ইসলাহে নাফস ও আত্মার সংশোধনের প্রথম ধাপ হচ্ছে পরিপূর্ণরূপে তাওবা করা। তবে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে, পরিপূর্ণ তাওবা কাকে বলে? কখন বলা যাবে যে, আমি ‘মুকাম্মাল’ তাওবা করেছি বা আমার তাওবা এখন পূর্ণতা লাভ করেছে? সুতরাং তাওবা করার সময় যদি ভবিষ্যতে গুনাহটি না করার দৃঢ় প্রতিজ্ঞা থাকে, গুনাহটি না করার ইচ্ছাও পরিপূর্ণ থাকে এবং গুনাহের উপকরণ থেকে দূরে থাকারও মন-মানসিকতা থাকে, পাশাপাশি পেছনের গুনাহসমূহের উপর লজ্জা ও অনুশোচনাও থাকে, তাহলেই তার তাওবা ‘মুকাম্মাল’ ও সহীহ হয়ে যাবে। আর আল্লাহ তা‘য়ালা যখন কাউকে স্বীয় ইসলাহ ও সংশোধনের ফিকির দান করেন এবং সেও ইসলাহের নিয়তে উলামায়ে কেরামের খেদমতে হাযির হয়, তখন প্রথমেই তারা তাকে তাওবার তালকীন করেন, যেন সে খাঁটি তাওবার মাধ্যমে পিছনের সমস্ত গুনাহের পাপ-পঙ্কিলতা থেকে নিজেকে পাকসাফ করে নেয়। এভাবে তাওবার মাধ্যমে যখন সে নতুন জীবন শুরু করবে, তখন তার উপর আল্লাহ তা‘য়ালার রহমত নাযিল হবে। এজন্যই তাওবার এত গুরুত্ব এবং তাওবাই হচ্ছে ইসলাহে নফস ও আত্মশুদ্ধির প্রথম সিঁড়ি।

যে বইটি ফ্রি পাচ্ছেন

এখানে পাবে আলোর দিশা
লেখক : সাবেত চৌধুরী
মুদ্রিত মূল্য : ২০০/- টাকা।

বই থেকে কিছু কথা...

মানুষ গল্প ভালোবাসে। সে স্বভাবজাত ভাবেই গল্প শুনতে পড়তে লিখতে ভালোবাসে। ছোটবেলায় দাদির পাশে শুয়ে ঘুম পারানি গল্প হোক, কিংবা বড় বেলায় সংবাদপত্রের লেখা মন ভোলানো গল্প সবকিছুই থাকে মানুষের মনযোগের কেন্দ্র হয়ে। কিন্তু সব গল্প কি পড়া যায়? বইয়ের পাতায় কালো কালির অক্ষরে ছাপা সব অক্ষরই কি হাতে তুলে নিয়ে পড়তে শুরু করা যায়?! হয়তো যায় না।

তাই আমরা সবাই ভালো বই ভালো গল্পের খোঁজে থাকি। সব সময় এমন বই না পাওয়া যায় না হয়তো। তবে একে বারে দুষ্প্রাপ্যও নয়।

তেমনই একটি গল্পগ্রন্থ "এখানে পাবে আলোর দিশা"। লিখেছেন প্রিয় সাবেত চৌধুরি। পৃষ্ঠা দেড় পৃষ্ঠার ছোট ছোট গল্প। সুন্দর মনোরম ভাষায় লেখা। প্রতিটি গল্পের শেষে পুনশ্চ দিয়ে গল্পের মূল কথা ও শিক্ষা লিখে বলে দেয়া হয়েছে গল্পটা থেকে আপনি কী শিখতে পারেন।

বইটি সুন্দর। গল্পগুলোও সুন্দর। বইটি ছোট বড় সবার জন্য। আপনার জন্য। আপনার সন্তানের জন্যও। আপনার ছোট বোনের জন্যও। আপনার বৃদ্ধ দাদুও বইটি পড়ে আনন্দ পাবেন।

আশা করি সুন্দর কিছু গল্পের স্বাদ গ্রহণ থেকে আপনি বঞ্চিত হবেন না।

‘পঁচাত্তর থেকে শাপলা’ কী ও কেনো?শাপলা ও শাহবাগের সংঘাত। এই ভূ-খন্ডে এই সংঘাতের শুরু কবে থেকে?শাপলা-শাহবাগের সূচনা দুই হা...
14/08/2023

‘পঁচাত্তর থেকে শাপলা’ কী ও কেনো?

শাপলা ও শাহবাগের সংঘাত। এই ভূ-খন্ডে এই সংঘাতের শুরু কবে থেকে?

শাপলা-শাহবাগের সূচনা দুই হাজার তেরোতে হয়নি, শেষও হয়নি। এর সূচনা হয়েছিল রাজা গনেশের মোকাবেলায় শায়েখ নুর কুতুবুল আলম ও তিতুমীরের অত্যাচারী জমিদারদের প্রতিরোধের মধ্যদিয়ে। যা রাষ্ট্র কাঠামোর ভিতরে ঢুকেছিল পাকিস্তান আমলে। মূলত বিষয়টি আইয়ুব সরকারের পৃষ্ঠপোষকতায় বিকশিত সেক্যুলারাইজেশনেরই ধারাবাহিকতা। বস্তুত আইয়ুব সরকারের সেক্যুলারাইজেশন প্রকল্প সফল না হলে শাহবাগ সৃষ্টি হতো কিনা নিশ্চিত বলা যায় না। এক কথায় ১৯৭৫ সাল থেকে ২০১৩ সাল অবধি বহুমুখী ইতিহাস তুলে ধরা হয়েছে।
এই বইয়ে গত পঞ্চাশ বছরের রাজনীতির ধারায় কিছু প্রশ্ন কিছু জবাব ও কিছু বয়ান তুলে ধরা হয়েছে। রাজনীতি, সমাজ ও শিক্ষা সম্বন্ধে সমান গুরুত্বের সাথে আলোকপাত করা হয়েছে।
দশ বছর আগের ইতিহাস, তারও অনেক কিছু মানুষ ভুলে যাচ্ছে! তাই আপনাকে শাহবাগি অনাচারের কথা স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে। আল্লাহ আমাদের জিকির করতে উৎসাহিত করেছেন। জিকির মানে স্মরণ। পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাসাস— ইতিহাস। আপনি যদি অতীত ইতিহাস রক্ষা ও ভবিষ্যৎ কল্পনা ও পরিকল্পনা করতে না পারেন, তবে আপনি নিশ্চিত হেরে যাবেন ও হারিয়ে যাবেন।

পচাত্তর থেকে শাপলা (২ ভলিউম)

-মনযূর আহমাদ
(সাবেক সম্পাদক : মাসিক রহমত)

পৃষ্ঠা সংখ্যা : ৯৪৮
মুদ্রিত মূল্য : ১৫০০৳
বিক্রয় মুল্য : ৭৫০৳

বইয়ের বিস্তারিত কমেন্টে।

বিশেষ ছাড় : কাতেবিন প্রকাশনের চারটি বই থেকে যে কোনো একটি বই সম্পূর্ণ ফ্রী। তাই দেরি না করে আজই সংগ্রহ করুন।

প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে।কারও মৃত্যুর পর তার আপনজন ও অন্যান্যদের করণীয় ও বর্জনীয় বিষয়াবলি জানা, মৃ...
12/08/2023

প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে।

কারও মৃত্যুর পর তার আপনজন ও অন্যান্যদের করণীয় ও বর্জনীয় বিষয়াবলি জানা, মৃতকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাযার নামায, দাফন, দাফনের পর করণীয় ও বর্জনীয় ইত্যাদি বিষয়াদি সম্পর্কে ইসলামী শরীয়তের জ্ঞান লাভ করা ও তদোনুযায়ী আমল ও কাজ করা প্রত্যেক সচেতন মুমিন-মুসলমানের জন্য একান্ত জরুরি। যেন স্বীয় রব ও মাওলা পাকের সাথে তার মিলন স্বয়ং মাওলা পাকের বিধান ও পছন্দ অনুযায়ী সম্পন্ন হয় এবং মৃত ব্যক্তিরও উপকার হয়।

বড়ই দুঃখজনক যে, আল্লাহ তাআলার বান্দা হয়েও আমরা অনেকে আল্লাহ তাআলার পছন্দনীয় ইসলামী শরীয়তের বিধি-বিধান ছেড়ে আঞ্চলিক ও সামাজিক রীতি-রেওয়াজের অনুগামী হয়ে পড়েছি। এভাবে একদিকে মৃত ব্যক্তির সাথেও সুন্নতের বরখেলাপ আচরণ করছি, অপরদিকে নিজেরাও গোনাহগার হচ্ছি। সুুতরাং মুমূর্ষ ব্যক্তির সাথে কিরূপ আচরণ করতে হবে, তার মৃত্যুর পর তার সাথে কী করণীয়, কীভাবে তাকে গোসল, কাফন, জানাযা, দাফন ইত্যাদি দিতে হবে এবং দাফন পরবর্তী সময়ে মৃতের পরিবার-পরিজন ও অন্যান্যদের কী করণীয় রয়েছে? ইত্যাদি বিষয়ে অত্র পুস্তিকায় সংক্ষিপ্তাকারে তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছে।

বই আহকামে মাইয়েত
(মৃতব্যক্তি সম্পর্কিত বিধিবিধান)
লেখক : মাওলানা মুহাম্মাদ মুয়াজ্জাম হুসাইন ফারুকী
মুদ্রিত মূল্য : ২৮০/-
ছাড় মূল্য : ১৪০/-
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬/-

হার্ড কভার।

বই সম্পর্কে বিস্তারিত জানতে
https://drive.google.com/drive/folders/11_bII7-tQAzw3UT6bpQ5J01fmy116IjL?usp=drive_link

‘পঁচাত্তর থেকে শাপলা’ কী ও কেনো?শাপলা ও শাহবাগের সংঘাত। এই ভূ-খন্ডে এই সংঘাতের শুরু কবে থেকে?শাপলা-শাহবাগের সূচনা দুই হা...
10/08/2023

‘পঁচাত্তর থেকে শাপলা’ কী ও কেনো?

শাপলা ও শাহবাগের সংঘাত। এই ভূ-খন্ডে এই সংঘাতের শুরু কবে থেকে?
শাপলা-শাহবাগের সূচনা দুই হাজার তেরোতে হয়নি, শেষও হয়নি। এর সূচনা হয়েছিল রাজা গনেশের মোকাবেলায় শায়েখ নুর কুতুবুল আলম ও তিতুমীরের অত্যাচারী জমিদারদের প্রতিরোধের মধ্যদিয়ে। যা রাষ্ট্র কাঠামোর ভিতরে ঢুকেছিল পাকিস্তান আমলে। মূলত বিষয়টি আইয়ুব সরকারের পৃষ্ঠপোষকতায় বিকশিত সেক্যুলারাইজেশনেরই ধারাবাহিকতা। বস্তুত আইয়ুব সরকারের সেক্যুলারাইজেশন প্রকল্প সফল না হলে শাহবাগ সৃষ্টি হতো কিনা নিশ্চিত বলা যায় না। এক কথায় ১৯৭৫ সাল থেকে ২০১৩ সাল অবধি বহুমুখী ইতিহাস তুলে ধরা হয়েছে।
এই বইয়ে গত পঞ্চাশ বছরের রাজনীতির ধারায় কিছু প্রশ্ন কিছু জবাব ও কিছু বয়ান তুলে ধরা হয়েছে। রাজনীতি, সমাজ ও শিক্ষা সম্বন্ধে সমান গুরুত্বের সাথে আলোকপাত করা হয়েছে।

দশ বছর আগের ইতিহাস, তারও অনেক কিছু মানুষ ভুলে যাচ্ছে! তাই আপনাকে শাহবাগি অনাচারের কথা স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে। আল্লাহ আমাদের জিকির করতে উৎসাহিত করেছেন। জিকির মানে স্মরণ। পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাসাস— ইতিহাস। আপনি যদি অতীত ইতিহাস রক্ষা ও ভবিষ্যৎ কল্পনা ও পরিকল্পনা করতে না পারেন, তবে আপনি নিশ্চিত হেরে যাবেন ও হারিয়ে যাবেন।

পচাত্তর থেকে শাপলা (২ ভলিউম)
-মনযূর আহমাদ
(সাবেক সম্পাদক : মাসিক রহমত)

পৃষ্ঠা সংখ্যা : ৯৪৮
মুদ্রিত মূল্য : ১৫০০৳
বিক্রয় মুল্য : ৭৫০৳

বইয়ের বিস্তারিত জানতে
https://drive.google.com/drive/folders/1nNWS4xoEP1DDTDJjhx-J6cX5P5feJW8V

বিশেষ ছাড় : কাতেবিন প্রকাশনের চারটি বই থেকে যে কোনো একটি বই সম্পূর্ণ ফ্রী। তাই দেরি না করে আজই সংগ্রহ করুন।

বই স্টোরিজ ফ্রম সহিহ বুখারি
লেখক : সাবেত চৌধুরী
সম্পাদক : সাজ্জাদ শরিফ
পৃষ্ঠা : ১২০/
হার্ডকভার মুদ্রিত মূল্য : ২৩০/-

গল্পভাষ্যে সহিহ বুখারির হাদীস
যেকোনো কিছু শেখার চমৎকার একটি মাধ্যম হলো গল্প। মানুষ সবসময়ই গল্প শুনতে খুব পছন্দ করে। কুরআনে ও হাদীসে অনেক এমন ঘটনা আছে, যেগুলোকে খুব সহজেই গল্পের মতো করে উপস্থাপন করা যায়। সহিহ বুখারিতে উল্লেখিত তেমন কিছু ঘটনা নিয়েই রচিত “স্টোরিজ ফ্রম সহিহ বুখারি : হাদিসের গল্প : ০১” বইটি লেখা।
সহিহ বুখারিতে বিভিন্ন প্রসঙ্গে এসেছে রাসূল ﷺ ও তাঁর সাহাবিদের অনেকগুলো ঘটনা। তরুণ লেখক সাবেত চৌধুরী হাদীসের সেই ঘটনাগুলোকেই শুধু গল্পভাষ্যে সাজিয়ে তুলে ধরেছেন পাঠকের সামনে। এগল্পগুলো কারও কল্পনার অলীক কোনো কথা নয়। বইটিতে আসা ৬৩টি গল্পের প্রত্যেকটি হচ্ছে অমূল্য সব শিক্ষার একেকটি আধার। গল্পের আনন্দের চেয়েও বড় যে জিনিস এ বইয়ে আমরা পেয়ে যাবো সেটা হলো, রাসূল ﷺ-এর হাদিস ও তাঁর জীবন সংশ্লিষ্ট অনেক ঘটনা। বইসম্পর্কে বিস্তারিত জানতে https://drive.google.com/drive/folders/1NYCE5QqnweuaNM-1xT__gCotlsI-BA69?usp=drive_link

বই : ফাতেমা বিনতে মুহাম্মাদ সা.
লেখক : শাহাদাত হুসাইন
সম্পাদক : সাজ্জাদ শরিফ
পৃষ্ঠা : ১১২
হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ২৩০/-

বই থেকে কিছু কথা
ফাতেমা রা. দেখেন তাঁর বাবা সব সময় সবাইকে দাওয়াত দেন। সবাইকে এক আল্লাহর প্রতি আহবান করেন। পরিবারের আত্মীয় স্বজনকে যেমন দাওয়াত দেন তেমনি অপরিচিতদেরও দাওয়াত দেন। হাঁটে বাজারে সবখানে আল্লাহ তায়ালার কথা বলেন। আরবের সব গোত্রে দাওয়াত নিয়ে গমন করেন। তাই ছোটো ফাতেমাও বাবার দেখাদেখি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন। তার বয়সী ছেলে মেয়েদেরকে জমায়েত করে বলেন, ‘তোমরা সবাই মূর্তিপূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। ভালো এবং কল্যাণের কাজে অংশগ্রহণ করো। যেন তোমরা নিজেদেরকে আল্লাহ তায়ালার আজাব থেকে রক্ষা করতে পার। আল্লাহ তায়ালার রহমত এবং সন্তুষ্টি অর্জন করতে পার।’ বইসম্পর্কে বিস্তারিত জানতে
https://drive.google.com/drive/folders/1ZsSUDmi08U4yOUPNbKu1aLFwj_xNBsFI?usp=drive_link

বই : আশ শিহাবুস সাকিব
ওয়াহাবি, বেদাআতি, দেওবন্দি (সত্য কোন পথে?)
লেখক : শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ.
অনু্বাদক : মুফতি নুরুল্লাহ রহ. ও মুফতি নুসরাতুল্লাহ নূর
পৃষ্ঠা : ৩২০
হার্ডকাভার
মুদ্রিত মূল্য : ৬০০/-

বই থেকে
মুর্খরা যখন বাগবিতণ্ডা করবে তখন তারা বলে সালাম। সুরা ফুরকান : ২৩।
আল্লাহভীরুগন যখন অযথা কাজকর্মের সম্মুখিন হন তখন সম্মান বাঁচিয়ে চলে আসেন। সুরা ফুরকান : ৭২।

হারামাইন শরিফাইনের অভিজ্ঞতা
সায়্যেদ হুসাইন আহমদ মাদানি রহ.। পবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে ১৮ বছর কোরআন-হাদিস ও ইসলামিক নানান বিষয়ের পাঠ দান ও শিক্ষকতা করেছেন। আরবি-অনারবিসহ পৃথিবীর বিভিন্ন দেশের জ্ঞানপিপাসুরা তার কাছ থেকে শিক্ষা লাভ করায় তাকে শায়খুল আরব ওয়াল আযম বলা হয়।
তিনি বলেন,
এ যাবৎ জীবনের যতটা অংশ অতিবাহিত হয়েছে জীবনকে সেসব কাজেই ব্যস্ত রাখতে যথাসাধ্য চেষ্টা করেছি। আর এ কারণেই সেই পবিত্র ভূমির (মদিনার) আহলে ইলম বুজুর্গানে দীনের সঙ্গে পূর্ণ ভালোবাসা ও মহব্বত গড়ে ওঠে। এর ফলে তাদের জীবনাচার, ধর্ম-কর্ম, ধ্যান-ধারনা, সাধারণ অবস্থা এবং আকিদা-বিশ্বাসসহ যাবতীয় বিষয়ে পরিপূর্ণভাবে জানতে থাকি।
আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এ কথা বলতে পারি, মদিনার ওলামায়ে কেরামের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাআত ও আকাবের আসলাফের আকিদা-বিশ্বাসের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কোনো বিরোধ নেই। তাদের আকিদা দেওবন্দ ও সাহারানপুরের বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের সব আকিদার মতই নিখুত। খুঁটিনাটি ও মৌলিক আকিদার দিক দিয়েও তাদের সাথে বিন্দু পরিমাণ পার্থক্য নেই। বই সম্পর্কে বিস্তারিত জানতে https://drive.google.com/drive/folders/1CQOio_APox9r8dU2eocxLH4WjfESX-02?usp=drive_link

বই : ফিরে এসো তাওবার পথে
লেখক : সাইয়্যেদা হাবীবা
সম্পাদক : মুফতি সিফাত মাসরূর
পৃষ্ঠা : ১১২
হার্ডকাভার মুদ্রিত মূল্য : ২০০/-

বই থেকে
উলামায়ে কেরাম ও সূফিয়ানে কেরাম এ বিষয়ে একমত যে, ইসলাহে নাফস ও আত্মার সংশোধনের প্রথম ধাপ হচ্ছে পরিপূর্ণরূপে তাওবা করা। তবে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে, পরিপূর্ণ তাওবা কাকে বলে? কখন বলা যাবে যে, আমি ‘মুকাম্মাল’ তাওবা করেছি বা আমার তাওবা এখন পূর্ণতা লাভ করেছে? সুতরাং তাওবা করার সময় যদি ভবিষ্যতে গুনাহটি না করার দৃঢ় প্রতিজ্ঞা থাকে, গুনাহটি না করার ইচ্ছাও পরিপূর্ণ থাকে এবং গুনাহের উপকরণ থেকে দূরে থাকারও মন-মানসিকতা থাকে, পাশাপাশি পেছনের গুনাহসমূহের উপর লজ্জা ও অনুশোচনাও থাকে, তাহলেই তার তাওবা ‘মুকাম্মাল’ ও সহীহ হয়ে যাবে। আর আল্লাহ তা‘য়ালা যখন কাউকে স্বীয় ইসলাহ ও সংশোধনের ফিকির দান করেন এবং সেও ইসলাহের নিয়তে উলামায়ে কেরামের খেদমতে হাযির হয়, তখন প্রথমেই তারা তাকে তাওবার তালকীন করেন, যেন সে খাঁটি তাওবার মাধ্যমে পিছনের সমস্ত গুনাহের পাপ-পঙ্কিলতা থেকে নিজেকে পাকসাফ করে নেয়। এভাবে তাওবার মাধ্যমে যখন সে নতুন জীবন শুরু করবে, তখন তার উপর আল্লাহ তা‘য়ালার রহমত নাযিল হবে। এজন্যই তাওবার এত গুরুত্ব এবং তাওবাই হচ্ছে ইসলাহে নফস ও আত্মশুদ্ধির প্রথম সিঁড়ি। বিস্তারিত জানতে
https://drive.google.com/drive/folders/1qcL-gVrQkJOQ-zXgcrAYIwBBTgemnd-f?usp=drive_link

Address

11/1, Islami Tower Bangla Bazaar Dhaka-1100
Khilgaon
1219

Alerts

Be the first to know and let us send you an email when Katebeen-কাতেবিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Katebeen-কাতেবিন:

Videos

Share

Category


Other Publishers in Khilgaon

Show All