Sakib Hossain

Sakib Hossain Assalamualaikum
Everyone's Welcome to Page
Follow Page & Share

Page : Owner & Hossain Ovi

আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -হ্যালো আব্বু?- হ্যা,বাবু কেমন আছিস?বাবা আমি...
25/04/2024

আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?
আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?
বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।
- বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।
তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।
- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!
- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।

সংগ্রহে মাহবুব আলম

24/04/2024

মে বরবাদ হোনাচাতাহু🥴😂

গরমের পার্সোনাল লেবুর শরবত😩
23/04/2024

গরমের পার্সোনাল লেবুর শরবত😩

23/04/2024

আল্লাহ তোমার রহমতে বৃষ্টি দাও
আল্লাহ দুনিয়াবি ঠান্ডা করে দাও
#আমিন 🤲🤲

22/04/2024

আপনার সন্তান যদি এর থেকে ভালো থাকে আলহামদুলিল্লাহ বলুন 🥹🩶🥲

21/04/2024

চলার পথে ছোট বড় কত ঢেউই তো আসে জীবনে। কিছু দেয় ভাসিয়ে, কিছু দেয় শিখিয়ে। আবার কিছু দেয় হারিয়ে, কিছু দেয় ফিরিয়ে। ব্যর্থ হলে হতাশ না হয়ে ব্যর্থতা কাটিয়ে সামনে এগিয়ে চলার নামই জীবন। আর চেষ্টা থাকলে সাফল্য আসবেই ইন শা আল্লাহ।🖤

21/04/2024

প্রকাশ্যে পুলিশের সামনে মিথিলাকে পে'টাল টিম 😂 রাকিব | Mithila | Rakib Hossain | Nusrat Jahan Ontora

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বা...
20/04/2024

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।
আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।
স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়াহ্।শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে। না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন। কেননা আল্লাহ্ র কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না হাদিসের কথা।

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কস্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেবো পরকালে।

Collected

এই তীব্র গরমে হিট স্ট্রোক হলে যায় করবেন
20/04/2024

এই তীব্র গরমে হিট স্ট্রোক হলে যায় করবেন

20/04/2024

সব কিছু খুলে ফেলার
মতো ওয়েদার।🥴

খুব গরম পড়েছে, তাইনা? দোষ কার?📷 তারেক হাসান (ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক, ফেনী)।
20/04/2024

খুব গরম পড়েছে, তাইনা? দোষ কার?

📷 তারেক হাসান (ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক, ফেনী)।

20/04/2024

#সন্তান_জন্ম_দিলেই_মা_হওয়া_যায়_না 🥲
১৬ মাসের কন্যা সন্তানকে রেখে দশ দিনের জন্য ঘুরতে গেছিলেন তাঁর মা।
ফিরে এসে দেখে শিশুর নিথ দেহ পড়ে আছে, শিশুটিকে মৃ*ত্যু বলে ঘোষণা করা হয়,
সেই মায়ের কঠোর শা*স্তির আবেদন করেছিল সবাই, আর তার শা*স্তি কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে সকলকে দেখানোর সুযোগ করে দেয়া হলো।

20/04/2024

Money is not Everything but Everything need money.💸🖤

19/04/2024

বেঁচে থাকুক ভালোবাসার 😊🥴

18/04/2024

জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি?'😊

18/04/2024

তানভির ভাইয়ের দুইটা কিডনি অচল।
১০ টাকা দিয়ে পাশে থাকুন। একটা শেয়ার দিন।

নাম : তানভীর আহমেদ চৌধুরী
পিতা : আবুল হোসেন চৌধুরী
বয়স: 39 বছর।
2 টি কিডনি খারাপ হয়ে গেছে।
ডায়ালাইসিস : 14 মাস যাবৎ।
গ্রাম: সুহিল পুর ( তেলিপাড়া )
পো: সুহিল পুর।
ব্রাহ্মণবাড়িয়া সদর।
01711455395 Bkash & Nogod.
Bank: AB BANK LTD
A/C NO: 4134-358400-300
A/C Name: Tanvir Ahmed Chowdhury

#একটিভালোকাজ #অনুদানদিতেনাপারলেওশেয়ারকরুন 🙏

18/04/2024

দুবাই'র ভয়াবহ অবস্থা!🥲

#ঘূর্ণিঝড়😭 আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন ।

18/04/2024

এই ছোট জীবনে যাই শিখি না কেন এতটুকু শিখেছি টাকা 💸
ছাড়া পুরুষ মানুষ অসহায় 🥲

18/04/2024

ভাগ্য কতো অদ্ভুত ব্যাপার, যার নাসিবে থাকে তার সুখ শান্তি ভালোবাসা সব দিক দিয়েই থাকে, আর যার থাকেনা তার নাসিবে কোনো দিক দিয়েই থাকে না তার শুধু 'আল্লাহ ভরসা' ছাড়া আর কিছুই বলার থাকেনা!🖤

17/04/2024

জীবনে যাদের সাথে থাকার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছি, সব পরিকল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাদের সাথে সম্পর্কটাই থাকে নাই! আমি এখন বুঝে গেছি কেউ'ই আসলে থাকেনা! কেউ না - কিছুই না!

17/04/2024

চল বন্ধু যাই ভাবির দুধের চা খেয়ে আসি 🙂
G. Mostofa Nur Mohammad Ridoy MH Sohel Rokon Ahammad Ahmed Sorder Nayem

© News 24

 Marketing Service  এইসব প্রতারণা থেকে বিরত থাকে । মানুষের সাথে কাজের কথায় বলে প্রতারণা করছে ।
17/04/2024

Marketing Service
এইসব প্রতারণা থেকে বিরত থাকে । মানুষের সাথে কাজের কথায় বলে প্রতারণা করছে ।

16/04/2024

জীবনে কি করলাম ভাই😅

#আরেদুঃখ 🥴🥴

ফরিদপুরে বাস-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৩ জনের। 😭ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
16/04/2024

ফরিদপুরে বাস-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৩ জনের। 😭
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

16/04/2024

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ
ভ্যান সং/ঘ/র্ষে ১৩ জন নি/হ/ত হয়েছেন। 🥲🥲
বাসটি ঝিনাইদহ আসছিল।

Address

Khilgaon

Alerts

Be the first to know and let us send you an email when Sakib Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib Hossain:

Videos

Share


Other Digital creator in Khilgaon

Show All