Travel With MouTus

Travel With MouTus আত্নার শান্তির খোঁজে বেড়িয়ে পড়ি ভ্রমনে।

জুম্মা মুবারক 😍😍মাশ আল্লাহ 💛🧡💛নিজেকে মাঝে মাঝে সমৃদ্ধ মনে হয় ,যখন এসব গাছের মা হওয়ার অনুভূতি পাই 😍😍অসময়ে তাজা চন্দ্রমল্ল...
29/03/2024

জুম্মা মুবারক 😍😍
মাশ আল্লাহ 💛🧡💛
নিজেকে মাঝে মাঝে সমৃদ্ধ মনে হয় ,যখন এসব গাছের মা হওয়ার অনুভূতি পাই 😍😍

অসময়ে তাজা চন্দ্রমল্লিকা 🌼🌼🌼
।।।।।।। ও ।।।।।।।।
JERSEY Lily 🌸🌸🌸

26/03/2024

১০ জন কোটিপতির সাথে হাঁটেন, ১১ নম্বর কোটিপতি হবেন আপনি।
১০ জন মদখোরের সাথে হাঁটেন ১১ নম্বর মদখোর হবেন আপনি। চয়েস আপনার।
Collected

পাহাড়ের প্রেম ঘর ছেড়েছি এরপরে পাহাড়কেই হারিয়েছি। 🥺ঈদের পরে থেকে আবারো পাহাড়ের শর্ট ট্রেকিং ও বান্দরবান এর গহীনের ট্যুর গ...
25/03/2024

পাহাড়ের প্রেম ঘর ছেড়েছি এরপরে পাহাড়কেই হারিয়েছি। 🥺
ঈদের পরে থেকে আবারো পাহাড়ের শর্ট ট্রেকিং ও বান্দরবান এর গহীনের ট্যুর গুলো আবারো শুরু হবে ইন শা আল্লাহ 😍
পাহাড়
ঝর্না
ঝিরি
লেক সব টানছে খুব 😍😍

 #জীবনের_গল্পে_তানিয়া_তুমি_সফল_হও 🥰🥰আমি বরাবরই সহজ সত্য আর কর্মঠ বা পরিশ্রম শব্দে বিশ্বাসী।হোক সেটা ছেলে কিংবা মেয়ে।আমার...
14/01/2024

#জীবনের_গল্পে_তানিয়া_তুমি_সফল_হও 🥰🥰
আমি বরাবরই সহজ সত্য আর কর্মঠ বা পরিশ্রম শব্দে বিশ্বাসী।
হোক সেটা ছেলে কিংবা মেয়ে।
আমার আব্বার ছেলে নাই,আমি বড় মেয়ে একদমই সব মিলিয়ে বেড়ে উঠা।
আর আমি এমন কোন আবদার বা কাজ ও করিনি যেটায় বাপ মায়ের মানসম্মান খোয়া গেছে কোনদিন।তবে স্বাধীন একদম পাখির মতই বড় হয়েছি।
আমি অসুস্থতাকে সহজে পাত্তা দেই না,যতহ্মন না আমাকে বিছানায় মিশিয়ে দেয়।এক দন্ড সুস্থতার আবাস পেলেই বেরিয়ে পড়ি কর্মের সমাধানে।
হয়তো প্রেমিকা হিসেবে বা বাবার মেয়ে কিংবা বোনের সাথে আমার নেকামি বা আহলাদ এর রূপ ভিন্ন।
তবে আমি বন্ধুদের ভাই হিসেবেও বেড়ে উঠেছি।তাতে আমি আমার নিরাপত্তার একটা বলয় মনে করতাম।
বিজনেস এর ব্যাপার গুলা আমার আগে থেকেই ভাল লাগত।
একবার মনে আছে যে, শাড়ি প্রেমী হওয়াতে ভার্সিটি থাকা অবস্থায় একটা শাড়ির বিজনেস শুরু করেছিলাম।
মাত্র ২০০০/- টাকা নিয়ে।এক ফ্রেন্ড এর মাঝে ১০০০ ইনভেস্ট করেছিল। আড়াই মাসে লাভ সহ ১২ হাজার টাকার মুখ দেখেছিলাম। বাড়ি টাংগাইলে একেবারে সস্তায় শাড়ি ২৫০ টাকায় কিনে ৭/৮ শ ইজিলি বিক্রি করতে পারতাম।
খুশিতে আত্নহারা হই, বাসায় ব্যাপার টা জানাই।
আব্বা আম্মা অইদিন ভীষণ রেগে গিয়ে বলেছিল,তোর কি টাকার অভাব দিচ্ছি?
তুই শাড়ি বেচবি? হায় হায় কি এক মানসি অত্যাচার। পড়াশোনা বন্ধ করে দিব আম্মা এইটাও বলেছিল।
অন্যদিকে ফাইনালন ইয়ারের পড়াশোনার প্রেসারো বাড়ছিল।
তবে অইদিন আমি মানসিক ভাবে ভেংগে পড়ে অইটাকে ছেড়ে দিয়েছিলাম।
🥹🥹
এরপর গ্যাজুয়েশন শেষ করা,বাইরে চলে যাওয়ার তাগিদ আর পৃথিবী আটকে দেওয়ার মত কোভিড-১৯ এ সব গল্প ঘুরে গেল।।
ভ্রমন নেশায় আসক্ত প্রান এর সাথে যোগ হলো কিছু অবাধ্যতা।
ট্যুরিজম পেশা তবে নেশাই ছিল মেইন গল্প।
যদিও আব্বা আমাকে ভীষণ ভীষণ আর ভীষণ ভালবাসে কখনো আমাকে এলোমেলো করে দিলেও ৯৮% সাপোর্ট দেয়।
মেয়েদের বিজনেস, হাবিজাবি, এই মেয়ে ট্রেডে কাজ করবে কি ভাবে? আশে পাশের লোকজন এরপর ফ্যামিলির একেক জনের একেক রকমের বাজে নেগেটিভ উক্তি গুলা আমাকে আরো পরিশ্রমী করে তুলেছে।
হ্যাঁ হ্যাঁ এতো গল্পের পরে আসি ছবির মেয়ে তানিয়ার।
আমার ভীষণ আফসোস লাগে এখনকার সময়ের ৯০% মেয়েই পরিশ্রম করতে রাজি না।নিজের যে একটা বিশাল যোগ্যতা আর প্রতিভা আছে সেটা শো করতে রাজি না।
খুব সহজেই নিজেকে বিক্রি করে ফেলে৷ হায়রে জীবন।
গত ২/৩ দিন অসুখ সেরে বের হয়েছিলাম গতকাল।বিশেষ কাজ ছিল বলেই নয়ত বাসায় থেকে যেতাম।মন সায় দিচ্ছিল,শরীর না।
তবে আমি মনের কথায় চলি,পরের টা পরে দেখা যাবে।
কাজ শেষ করে সন্ধ্যায় বের হওয়া। হুটহাট করেই আমি বন্ধু মহলের যে কোন আড্ডায় জয়েন করি বা অই সময় কেউ নক করলে কাজে আড্ডায় দেখা করতে চাইলে মন সায় দিলে চলে যাই।
যাই হোক,মেইন রোডে ঝালমুড়ির দোকান নাই থাকা সত্তেও ইচ্ছে হচ্ছিল ঝালমুড়ি খাওয়ার
জাস্ট ইচ্ছে হওয়ার কয়েক মিনিটের মাথায় দেখা পাই এই ঝালমুড়ি ওয়ালীর।
অবাক হয়েই আমি নেমে যাই ঝালমুড়ি খেতে।
কি মিস্টি হাসি মেয়েটার। একটু চটপটে আমাকে দেখা মাত্রই এমন এক আচরণ করল মনে হলো আমি ওর ভীষণ চেনা।
না না এটাই হয়ত বিজনেসের একটা টুল।আমি বরং এপ্রিসিয়েট করে ২০ টাকার ঝালমুড়ি চাইলাম।

বানাতে বানাতে ওর গল্প শুনলাম।নিজেই চালায় সংসার।আগে পিঠা বানাত মেবি তবে সেখানে সুবিধা করতে না পেরে গেল ৬ মাস হেটে হেটে এই ঝালমুড়ি বিক্রি করে।
লোকের বাড়ি কাজ,গার্মেন্টস এ নিজেকে রহ্মা করে বাচার থেকে এই ঝালমুড়ি বিক্রি করাটাই ভাল মনে হয়।

সিরিয়াসলি আমি বুদ হয়ে গিয়েছিলাম।বুকের ভেতর থেকে একটা সুন্দর প্রশান্তি কাজ করছিল। মেয়েটা পরিশ্রমী, ভীষণ রকমের।
তা৷ নয় কি এই ভাবে এতো দূর হেটে হেটে ঝালমুড়ি বিক্রি করে?
আমি জানিনা কেউ ওর সম্পর্কে কতটা জানেন।আমি যতটুকু জেনেছি বুঝেছি ভাল লাগা থেকেই এই লেখা লিখে ফেলেছি।
যদি একটু তীব্র তিতা স্বরে বলি,এই মেয়ে মাশ আল্লাহ সুন্দর। চাইলে পরিশ্রম না করেও দিব্যি সব চালাতে পারত।চোখের সামনে ওরকম অনেক নারী দেখিও।
কিন্তু অই দিকে না যাই।
ঝালমুড়ি খেলাম, ছবি তুললাম।
চলেও আসছি,পেছন পেছন দৌড়ে এসে একটা আধা ভাংগা স্মার্ট ফোন বের করে বলল,
আপু ছবি গুলা একটু শেয়ার ইটে দিবেন?কোন আপু এতো ভালভাবে কথা বলে না।আপনাকে ভাল লেগেছে।
আমি বললাম শেয়ার ইট নাই,বলে ব্লু টুথ দেন আপু,ওর ফোনে আমার আইফোন থেকে ব্লুটুথ দিতে গেলে বিশাল ঝামেলা।বললাম নাম্বার দেও আমি ইমোতে পাঠিয়ে দিব।
নিলাম নাম্বার একটা মিস কল ও দিলাম।
কিন্তু এখনো ছবি পাঠানো হয়নি।তবে বলেছিলাম আমার এই নাম্বারে WhatsApp আছে, সম্ভব হলে নক দিও।
হ্যাঁ হ্যাঁ রাত ১১ টা প্রায় নক দিয়েছিল মেয়েটা।
এই শহরেও কত রকমের মানুষ তবে আমি ভালবাসি সহজ সরল আর পরিশ্রমী মানুষকে।
গতকাল রাতে কত কিছু ভাবতে গিয়ে তানিয়া নিয়েও ভাবলাম।
যদি ওর জন্য কিছু করতে পারতাম?
আচ্ছা আমার অফিসে কি আনব?
না না আমি ওকে ওর চাহিদা অনুযায়ী ইফোর্ট করতে পারব না।

কিন্তু আমার ৪/৫ বছর আগে থেকেই খুব ইচ্ছে ছিল এসব পরিশ্রমী তানিয়াদের জন্য কিছু করার।
কিন্তু কোথাও কিঞ্চিৎ সফলতা পেলাম না এদের জন্য কিছু করার মত।
একটা টিম গুড টিম এর বড়ই অভাব।
কত হেরে যাওয়ার গল্প গিলে খাচ্ছি প্রতিদিন।

Its absolutely my rules 🥰
10/01/2024

Its absolutely my rules 🥰

শুভ সকাল কমলাপুর রেলওয়ে স্টেশন 😍
29/12/2023

শুভ সকাল কমলাপুর রেলওয়ে স্টেশন 😍

Santa এসেছিল বরাবরই বিরহ নিয়ে।কেননা বিরহ আমার খুব প্রিয় 🍁শুভ সকাল 🍀🍀
25/12/2023

Santa এসেছিল বরাবরই বিরহ নিয়ে।
কেননা বিরহ আমার খুব প্রিয় 🍁

শুভ সকাল 🍀🍀

তুমি বা তোমরা কি টের পাও নি?আহ্মেপের শেষ লগ্নে কেমন একটা ঘৃনার সুর ভেসে হচ্ছে শ্মশান🍁🍁🍁
06/11/2023

তুমি বা তোমরা কি টের পাও নি?
আহ্মেপের শেষ লগ্নে কেমন একটা ঘৃনার সুর ভেসে হচ্ছে শ্মশান

🍁🍁🍁

শুভ সকাল 😍😍Tibetan singing bowl 😍😍অসাধারন এই উপরে আমি মুগ্ধ 😍😍
04/11/2023

শুভ সকাল 😍😍

Tibetan singing bowl 😍😍

অসাধারন এই উপরে আমি মুগ্ধ 😍😍

যাই গা আসামে 😍আগামীকাল মেঘে ভাসব 😍
23/10/2023

যাই গা আসামে 😍
আগামীকাল মেঘে ভাসব 😍

সকাল সবসময়ই আমার কাছে বিশেষ আর সুন্দর, যদি সুন্দর কিছু দিয়ে শুরু হয়🥰সাধারনত ঘুম থেকে উঠে আমি WhatsApp চেক করি,ইদানীং মেস...
07/10/2023

সকাল সবসময়ই আমার কাছে বিশেষ আর সুন্দর, যদি সুন্দর কিছু দিয়ে শুরু হয়🥰
সাধারনত ঘুম থেকে উঠে আমি WhatsApp চেক করি,ইদানীং মেসেঞ্জার টাও করা হয়।
আর মেসেঞ্জারে ঢুকে দেখি Swapnil Jewel ভাই এর টেক্সট। ধন্যবাদ ভাই,আমাকে মনে করে সবুজে ফ্রেম দেওয়ার জন্য।
সকাল সকাল সবুজ দেখে অসম্ভব ভাল লাগছে 🍀🍀

তবে আমি প্রকৃতির প্রেমে পড়েছি বহুবার বহুপাত্রেকখনো আবার মাথা গুঁজেছি ঠিক কালো মেঘের বুকে।আমার প্রথম প্রেমের প্রথম  সূচনা...
28/08/2023

তবে আমি প্রকৃতির প্রেমে পড়েছি বহুবার বহুপাত্রে
কখনো আবার মাথা গুঁজেছি ঠিক কালো মেঘের বুকে।
আমার প্রথম প্রেমের প্রথম সূচনালগ্ন ছিল শরৎ এর শেষ নাগাদে আর সেই প্রথম প্রেমের শেষ বারের মত বিচ্ছেদ ঘটেছিল ঠিক শরৎ এর শেষ বেলায়।

এরপর এসেছে ২য় প্রেম,৩য় প্রেম,৪র্থ প্রেম আর এখন লাগামহীন।

আমার ২য় প্রেমের প্রেমিকের নাম হচ্ছে শরৎ এর ভোর।এরপর এলো ৩য় প্রেম,৩য় প্রেমিক ছিল মগ ভর্তি কফির পুকুর।
কত নির্ঘুম রাতের সঙি আর সাহ্মীই না ছিল সে টেডিবিয়ারে প্রিন্টিং করা কাপটা।

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজেমন যা বোঝে না বুঝে,না বুঝে তা বোঝে।আমার চতুর্পাশে সব কিছু যায় আসেআমি শুধু তুষারিত গতিহীন ...
20/08/2023

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে,না বুঝে তা বোঝে।
আমার চতুর্পাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা।
গতিহীন ধারা।
---
🍂🍂🍂

তুমি হীনা বৃষ্টিস্নাত ঢাকায় আমি নিতান্তই এক বানের জলে ভাইসা আসা কলমিলতা। যা এখন জল শুকাইয়া পরগাছার মত আটকে আছে এই শহরেই।...
05/08/2023

তুমি হীনা বৃষ্টিস্নাত ঢাকায় আমি নিতান্তই এক বানের জলে ভাইসা আসা কলমিলতা।
যা এখন জল শুকাইয়া পরগাছার মত আটকে আছে এই শহরেই।

পরগাছা পরাধীনতার সাহ্মী আমার অন্তরযামী অভুক্ত আত্নার পোড়ন এই শহরের প্রতিটি সিগনালে লেপ্টে থাকা বিরক্তির গ্লানি।

তবুও সকাল হয়,রাত হয় আর আমার তোমাকে ভালবাসা হয়।

শুভ সকাল ঢাকা 🍀

আলহামদুলিল্লাহ 😍একটা সুন্দর ও সফল ট্যুরের সমাপ্তি 😍😍
05/08/2023

আলহামদুলিল্লাহ 😍

একটা সুন্দর ও সফল ট্যুরের সমাপ্তি 😍😍

হাওড়ের প্রথম প্রহর 😍😍😍
04/08/2023

হাওড়ের প্রথম প্রহর 😍😍😍

মহাপ্রলয় হোক খোলা আকাশের নিচে। চার দেয়ালের মায়া কাটুক এই শ্রাবনের  ১৭তম দিনে।ক্লান্তি ধুয়ে কাজলের রং হোক রক্তিম।আমি এবার...
01/08/2023

মহাপ্রলয় হোক খোলা আকাশের নিচে। চার দেয়ালের মায়া কাটুক এই শ্রাবনের ১৭তম দিনে।ক্লান্তি ধুয়ে কাজলের রং হোক রক্তিম।
আমি এবার ঘর বাধব জবা বনেই।
১৭ ই শ্রাবন ১৪২৮- ১৭ই শ্রাবন ১৪৩০

এই ক্ষুদ্র জীবনে বারংবার ঠকে গিয়েও এই বেহায়া মন আবারো ভালবাসার সাহস ঠেকাতে পারল কই?শ্রাবণপূর্ণিমার কথোপকথন ।১৬ই শ্রাবন,১...
30/07/2023

এই ক্ষুদ্র জীবনে বারংবার ঠকে গিয়েও এই বেহায়া মন আবারো ভালবাসার সাহস ঠেকাতে পারল কই?

শ্রাবণপূর্ণিমার কথোপকথন ।
১৬ই শ্রাবন,১৪৩০

এই চান্দের আলোতে কেশ যেন এক রেশমি সুতা।বেহায়া মনের আকুতি সুই লাগিয়ে সবুজ বৃহ্ম আঁকার।💚
29/07/2023

এই চান্দের আলোতে কেশ যেন এক রেশমি সুতা।বেহায়া মনের আকুতি সুই লাগিয়ে সবুজ বৃহ্ম আঁকার।
💚

বার্বি শাড়ী পড়লে নাকি এমনই লাগত 🥰-এক হেটার্স ছবিটি দেখে এই উক্তি করল 😋😋
29/07/2023

বার্বি শাড়ী পড়লে নাকি এমনই লাগত 🥰
-এক হেটার্স ছবিটি দেখে এই উক্তি করল 😋😋

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মালদ্বীপ যেতে চাচ্ছি 😍😍কে কে যেতে চান হাত তুলুন 😍😍
24/07/2023

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মালদ্বীপ যেতে চাচ্ছি 😍😍
কে কে যেতে চান হাত তুলুন 😍😍

প্রত্নতাত্ত্বিক বিষাদআমি একটা সবুজ পাতার আয়না ☘️০৮ শ্রাবন ১৪৩০
23/07/2023

প্রত্নতাত্ত্বিক বিষাদ
আমি একটা সবুজ পাতার আয়না ☘️

০৮ শ্রাবন ১৪৩০

কি অবাক হচ্ছেন? ?😲প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি ‘হিমালয় কন্যা’ খ্যাত নেপাল। প্রতি বছর অগণিত দর্শনার্থী দেশটিতে পাড়ি জ...
22/07/2023

কি অবাক হচ্ছেন? ?😲
প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি ‘হিমালয় কন্যা’ খ্যাত নেপাল। প্রতি বছর অগণিত দর্শনার্থী দেশটিতে পাড়ি জমান এর সৌন্দর্য উপভোগ করতে। বিশ্বর অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী নেপাল ভ্রমণে যান।

নেপাল যাওয়ার ক্ষেত্রে প্রধান ভরসা বিমান। যা ঢাকা-কাঠমান্ডু রুটে চলে। এই রুটে কাঠমান্ডু যেতে দেড় ঘণ্টা সময় লাগে।

ঢাকা-কাঠমান্ডুর বিমান ভাড়া ১৬ থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এবার এই খরচ অর্ধেকে নামিয়ে আনার চিন্তা করছে বাংলাদেশ ও নেপাল সরকার। কেবল খরচ নয়, কমবে সময়ও। মাত্র ১৫ মিনিট সময়ে পাড়ি দেওয়া যাবে নেপালে।

২০২০ সালে ফেব্রুয়ারি মাসে সময় ও খরচ কমাতে সৈয়দপুর থেকে নেপালের বিরাটনগর রুট চালু করতে নীতিগতভাবে একমত হয়েছিল ঢাকা ও কাঠমান্ডু। তবে এখন তা ঝুলে আছে।

বিমান পর্যটন মন্ত্রী মাহাবুব আলী জানান,
সৈয়দপুরকে অভ্যন্তরীণ থেকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীত করতে কাজ শুরু করেছে সরকার। অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বাড়ানো হচ্ছে রানওয়ের আকারও। তবে সৈয়দপুর ও নেপালে ফ্লাইট বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

মোট কথা বলাই যায় সৈয়দপুর বিমানবন্দরের অবকাঠামো গত উন্নয়ন রানওয়ে না হওয়া পর্যন্ত চালু হবে না নেপালের ফ্লাইট।

©

Explore beautiful maldives 😍😍Call for details:- +8801736-744582|| +8801911110640
20/07/2023

Explore beautiful maldives 😍😍

Call for details:- +8801736-744582|| +8801911110640

শুভ সকাল 🍀
20/07/2023

শুভ সকাল 🍀

তোমায় ভালোবেসে জেনেছিলামসেই ধ্রুপদী সত্য -ভালোবাসা একদিন পরিণত হয়সাগরের নোনা জলে...☘️☘️☘️
19/07/2023

তোমায় ভালোবেসে জেনেছিলাম
সেই ধ্রুপদী সত্য -
ভালোবাসা একদিন পরিণত হয়
সাগরের নোনা জলে...
☘️☘️☘️

চলো স্বর্গে যাইএই নরকে যুদ্ধ হবেই। ১৮-০৭-২০২৩
18/07/2023

চলো স্বর্গে যাই
এই নরকে যুদ্ধ হবেই।

১৮-০৭-২০২৩

যাচ্ছি..........….আমি যাচ্ছি তোমার শহর,তোমার নগর আর তোমার পৃথিবী ছেড়ে সাথে নাড়ির টান।যদি কখনো ইচ্ছে হয় আমায় খুজে নিও,যদি...
18/07/2023

যাচ্ছি..........….
আমি যাচ্ছি তোমার শহর,তোমার নগর আর তোমার পৃথিবী ছেড়ে সাথে নাড়ির টান।
যদি কখনো ইচ্ছে হয় আমায় খুজে নিও,যদি পেয়ে যাও তবে এক রাশ দোলনচাঁপা দিও।
তবে আর ফেরা হবে না আমার, এই লগ্নে অপূর্ণ আক্ষেপ না হয় চুকিয়ে দিও দোলনচাঁপার ভীড়ে।

১৮-০৭-২০২৩

”I like coffee because it gives me the illusion that I might be awake.”– Lewis Black
13/07/2023

”I like coffee because it gives me the illusion that I might be awake.”

– Lewis Black

Address

451/B
Khilgaon

Telephone

+8801736744582

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With MouTus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With MouTus:

Videos

Share


Other Digital creator in Khilgaon

Show All

You may also like