Afsana's House

Afsana's House who am i....???
(4)

14/09/2024

😆😆

05/09/2024

না মানে এতদিন পর যে খুব উচ্চ স্বরে জাতীয় সংগীত পাল্টানোর কথা কইতেছেন... এই সাড়ে ৫৩ বছর কি গর্তের ভেতর -------- বিজি ছিলেন? :)
যাই হোক কথা হচ্ছে
বাংলা ভাষার মূল উৎস "বৈদিক ভাষা"
এটাও পরিবর্তন করবেন নাকি ?! 🥹
বি:দ্র: জাতীয় সংগীত অন্য ধর্মের লোকের গান বলে যাদের চুলকানি তাদের জন্য 🙌

বলা কওয়া ছাড়াই কেন যে দুঃখগুলা এসে বুকের ভেতর লেপ্টাই পড়ে জানি না আমি। রাত নাই দিন নাই যখন তখন বুকের ভেতর হাতুড়ির মতন ব...
04/09/2024

বলা কওয়া ছাড়াই কেন যে দুঃখগুলা এসে বুকের ভেতর লেপ্টাই পড়ে জানি না আমি। রাত নাই দিন নাই যখন তখন বুকের ভেতর হাতুড়ির মতন বারি মারে। আমিও ভেঙে যাই অনিচ্ছায়। চোক্ষু দু'টোয় বাঁধ বান্ধি শক্ত করে কিন্তু বাঁধ আর মানে কই! চোখের জল গালে এসে পড়ে। গাল থেকে থুতনি তারপর টুপ করে পায়ের নিচে। পায়ের নিচের দুঃখ কে দেখে? কে নেয় খোঁজ? কেউ না। পায়ের জুতা দিয়েই পিষ্ষা দিতে হয় তারে। যেইভাবে পিষ্ট হয় প্রত্যাখ্যানের রক্ত গোলাপ!

সত্য কইতাছি, আমার এসব ভাল্লাগে না। এই সময় অসময়ের যন্ত্রণা আর সহ্য হয় না। গভীর রাইতে মুখ চাইপা কান্দার আওয়াজ কমাইতে কমাইতে আমি ক্লান্ত। হৃদপিণ্ড অতিরিক্ত রক্ত ক্ষরণে অসার হচ্ছে দিনে দিনে। কী জানি কখন অসার হইতে হইতে একেবারে থেমে হয়ে যায়!

আমি আসলেই ভীষণ ক্লান্ত, মুখ আর মুখোশের লুকোচুরিতে। মানুষের আপন পর এর চিন্তায় মস্তিষ্কও অসহায়।

আমি সত্যি আগের মতন নাই। বদলাই গেছি, আপন মানুষের পর হওয়ার গোলকধাঁধায়। এ আমি আয়নায় যারে দেখি সেই আমিটা আমার কাছেই ভীষণ অচেনা।🙂

03/09/2024

😆😆😆😆

27/08/2024

এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়। Feni, Comilla, Noakhali , Lakshmipur!!

26/08/2024

শাহবাগের নাম পাল্টে মামা বাড়ির আবদারবাগ রাখা হোক 🙂😊😊

25/08/2024

কিছু লিখবার ভাষা নেই 😢😢😢

22/08/2024

মসজিদে মাইকে ঘোষনা করা হচ্ছে !
সবাই সবাইকে মাফ করে দিবেন.!😅💔
-ফেনী

18/08/2024

💗💗💗💗💗

পুরুষ এতোটা পশু হতে পারে,শুধুমাত্র দেহের জন্য!🥲___একটা শরীর..১৮/২০ জন পুরুষ!১১৩ টা ক!মড়ের দাগ!১৫০ গ্রাম বী! র্য পাওয়া গে...
16/08/2024

পুরুষ এতোটা পশু হতে পারে,শুধুমাত্র দেহের জন্য!🥲
___একটা শরীর..
১৮/২০ জন পুরুষ!
১১৩ টা ক!মড়ের দাগ!
১৫০ গ্রাম বী! র্য পাওয়া গেছে তার শরীরে!

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গ! লা চে! পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র! ক্ত বেরিয়ে আসে?
এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চে! পে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।😥

চোখ দিয়ে র! ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’

আহারে আহারে..💔💔🥺🥺
ভাষা হারিয়ে ফেলছি 😥😥

"সে যখন বললো, 'ভাইসব।'অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল।সে যখন ডাকলো 'ভাইয়েরা আমার।'ভেঙে যাওয়া পাখি...
15/08/2024

"সে যখন বললো, 'ভাইসব।'
অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল।
সে যখন ডাকলো 'ভাইয়েরা আমার।'
ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।"

- আল মাহমুদ

বিনম্র শ্রদ্ধা
আমি কোনো দল করিনা আমি একজন বাঙালি
বাংলার মানুষের জন্য আপনি অনেক করেছেন
একজন বাঙালি আপনাকে কখনো ভুলবেনা
আপনাকে আমরা মর্যাদা দিতে পারিনি.....😥😔

14/08/2024

ছাত্ররা হুশিয়ার, বাংলাতে যেনো আর, ৭১ ফিরে না আসে😥😥😥😥

12/08/2024

পোলাপান এমন দুষ্ট হইছে🤭🤭🤭

12/08/2024

কোন ভুলে তুমি শুলে বল, এই ফুল শয্যায়🙂🙂

11/08/2024

এ গা ছুয়ে বল,,,,,,

কেউ আঁকতেছে কেউ মুছতেছে কেউ লিখতেছে🫤🫤
09/08/2024

কেউ আঁকতেছে কেউ মুছতেছে কেউ লিখতেছে🫤🫤

09/08/2024

জেনে ভালো লাগছে 🙂🙂

05/08/2024

😥😥😥

Address

Khilgaon

Alerts

Be the first to know and let us send you an email when Afsana's House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsana's House:

Videos

Share