Deen Islam For Ummati

Deen Islam For Ummati লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।
(3)

20/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

03/07/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Sanbir Rahman Rony, MD Shamim Sheikh

10/06/2024

আজ বিকাল ৫.৩০ লাইভে আসবো,,আশা করি সবাই একটিভ থাকবেন, ধন্যবাদ💖💖

আসেন নামতা পড়িচার ছয় চব্বিশ (নামতা)😊
04/06/2024

আসেন নামতা পড়ি
চার ছয় চব্বিশ (নামতা)😊

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
03/06/2024

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

 #খুবই হৃদয়বিদারক ঘটনা.. কোলেপিঠে আদর যত্নে তিল তিল করে গড়ে তোলা ২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে বাবা হয়ে নি...
04/04/2024

#খুবই হৃদয়বিদারক ঘটনা..

কোলেপিঠে আদর যত্নে তিল তিল করে গড়ে তোলা ২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে বাবা হয়ে নিজ হাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবেন এমন চিন্তা কখনো করেননি বাবা রশিদ বাগমার। বাস্তবে এমন ঘটনাটি ঘটেছে আজ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে।

লেখাপড়া শেষে দেশে কোন চাকরিবাকরি না পেয়ে সৌদি পাড়ি জমায় কাউসার বাগমার। চাকরির মেয়াদ শেষে বছর খানেক আগে দেশে ফিরে আাসে কাউসার। দেশে এসে শুরু হয় বেকার জীবন যাপন। এক পর্যায়ে মাদকসেবিদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে কাউসার। বেকার জীবনে মাদকের টাকা জোগাড় করতে না পেরে মা বাবার শরণাপন্ন হয় কাউসার। মাদক সেবনের কাংখিত পরিমান টাকা চেয়ে না পেয়ে মা বাবার সাথে প্রায়ই ঝগড়াঝাটি করতো কাউসার। মা বাবার নেশার টাকা জোগাড় করতে অবশিষ্ট আর কিছুই ছিলনা তাদের হাতে।

মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর ও বাবা-মাকে অত্যাচার ও নির্যাতন করা শুরু করে দেয় কাউসার। মাদকের টাকার জন্য বাবার নামে থাকা দুই কাঠা জমি বিক্রি করে নেশার জন্য টাকা দিতে বলে ছেলে কাউসার বাগমার। নিহতের বড় ভাই আশরাফুল বলেন, কাউসার সারা রাত নেশার ঘোরে বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। কোন ভাবেই মাদক থেকে ফেরানো যাচ্ছিল না তাকে। মাদকের জন্য সব সময় মা বাবার কাছ টাকা চাইত। টাকা না দিলে বাড়িতে ভাঙচুর ও মা বাবাকে গালিগালাজ করতো। কাউসারের এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পড়ে পুরো পরিবার। জমি বিক্রি করে নেশার টাকা না দিলে বাবা মাকে হত্যার হুমকি দেয় ছেলে।

এমন পরিস্হিতিতে বাবা রশিদ বাগমার সারা রাত কান্না করেন ছেলের মরণছোবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে। ভোররাতে বাবার পাশের রুমে গভীর ঘুমে ছেলে কাউসার। হঠাৎই বাবা রশিদ বাগমার বাড়িতে থাকা কুড়াল নিয়ে ছেলের রুমে ঢুকে কোপাতে শুরু করেন আদরের ধন ছেলে কাউসারকে। বাবার এমন কোপানীতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না, আর কোপ দিওনা, আমি আর নেশার টাকা চাইমু না তোমগো কাছে!

ছেলের আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়াল দিয়ে কোপানী থেমে যায় মুহূর্তে। রক্তাক্ত ছেলেকে আপন করে কোলে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে থাকেন বাবা নামের মানুষটি। কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন, কলিজার মানিক। ততক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য। আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন, আপনি পালিয়ে যান, পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার ফাঁসি হবে, কারোর কথাই শুনছেনা বাবা, বাবা বলছেন, আমার বাবাডারে আমি অনেক ভালবাসি, আমার বাবাডারে ছাইড়া আমি কই যামু, আমার আর বাইচা থাইকা লাভ নাই! ছেলের লাশের কাছে বসে বাবার এমন কান্নায় আশপাশের মানুষজনের চোখের পানি ছলছল করছে, মহিলারা আঁচল দিয়ে চোখ মুছছেন বারবার।

এমন সময় পুলিশ হাজির,, ছেলের মৃত্যু শোকে বাবা হাউমাউ করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফালাইছি নেশার টাকা জোগাড় কইড়া দিতে না পারায়, আমারে জেল দেন ফাঁসি দেন, আমারে থানায় লইয়া যান! ঘটনাস্হল থেকে রক্তমাখা কুড়ালটি জব্দ করে পুলিশ। স্বইচ্ছায় পুলিশের সাথে রওনা দেওয়ার সময় বাবা, ছেলের শরীর জড়িয়ে ধরে আবারও হাউমাউ করে কান্না করতে করতে বলতে লাগলেন, বাবা তোমারে আমি মারতে চাই নাই ! তোমারে আমি কথা দিয়া গেলাম, সরকারের আদালতে গিয়া আমি কমু আমার বাবাডার হত্যাকান্ডের বিনিময়ে হলেও যেন দেশে নেশা মাদকের রাজ্য বন্ধ করে সরকার! বাবা আমার খুব কষ্ট লাগতাছে, বাবা আমার বুকটা ছিড়া যাইতাছে তোমার লেইগা, তোমারে কই পামু আমি বাবা, তোমারে ছাড়া আমি জেলের মধ্যে কেমনে থাকমু একলা একলা? পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এমনসব কথা আর দুইচোখ ভরা কান্নায় কেঁদেছেন উপস্থিত সবাই!!

30/03/2024

মুনকার নাকিরের প্রশ্নের জবাব থেকে রেহায় কি কেও পাবে?

#ইসলামেরকথা

যারা কুরআন খতম করছেন তাদের জন্য বেশ উপকারী একটি পরামর্শ হচ্ছে— প্রতিদিনের তিলাওয়াতের সময় সাথে বড় একটি বোতলে পানি প্রস...
21/03/2024

যারা কুরআন খতম করছেন তাদের জন্য বেশ উপকারী একটি পরামর্শ হচ্ছে—
প্রতিদিনের তিলাওয়াতের সময় সাথে বড় একটি বোতলে পানি প্রস্তুত রাখবেন । যেদিন যতটুকু পড়বেন, পড়া শেষে কারো সাথে কথাবার্তা বলার আগেই উক্ত পানিতে ফুঁ দিয়ে রাখবেন ।

এভাবে পুরা খতমের ফুঁ দেয়া পানি বাসায় হেফাজত করবেন । বিভিন্ন রোগব্যাধি, বাচ্চাদের ভয় পাওয়া, পেটে ব্যথা, জ্বীন, জাদু, বদনজর ইত্যাদি ইত্যাদি অনেক চিকিৎসার ক্ষেত্রেই এই পানি বহুত কাজে আসবে— ইনশাআল্লাহ্।

ফিল্টার করা পানি নিলে ভালো হয় ।
যাতে পরবর্তীতে পানি শীঘ্রই নষ্ট না হয়ে যায়...

©Raqi M***i Muhammad Al Amin

সবচেয়ে ভালো হয় জমজমের পানি নিলে‌। বছরের পর বছর যে পানি নষ্ট হয় না সুবহানাল্লাহ!
আল্লাহ সুবহানাহু তাআলার কী আশ্চর্য নেয়ামত আলহামদুলিল্লাহ।

লেখাটা উপকারী এবং সময়োপযোগী মনে হলো।
বুদ্ধিটা কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ।

13/03/2024

দ্বিতীয় রমজানের ফজিলত ‘রোজাদারের মা-বাবাকে মাফ করে দেওয়া হয়’
"رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا"

(রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা)-অর্থ:-হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”

11/03/2024

আলহামদুলিল্লাহ 🤍🕌

11/03/2024

সবাইকে রমাদান মোবারক 🤍🕊️

03/02/2024

ইয়া আল্লাহ! আমাদেরকে ঋণমুক্ত, অভাবমুক্ত, শত্রুমুক্ত, হতাশামুক্ত, দুশ্চিন্তামুক্ত ও গোনাহমুক্ত একটি জীবন দান করুন! আমিন

জান্নাত কী?- যা কোন চোখ কখনো দেখে নি, কিন্তু দেখার তীব্র তামান্না পুষে রাখে। এরপর  মৃত্যুর মত যন্ত্রণা পার হয়ে তা দেখার ...
03/02/2024

জান্নাত কী?
- যা কোন চোখ কখনো দেখে নি, কিন্তু দেখার তীব্র তামান্না পুষে রাখে। এরপর মৃত্যুর মত যন্ত্রণা পার হয়ে তা দেখার সুযোগ তৈরি হয়।
দয়াময় আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত না করুন।

30/01/2024

ইয়া আল্লাহ তুমি রহমান তুমি গাফফার ইয়া মাবুদ 💖

We will Never forget .💔We will NEVER stop sharingᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴSTIᑎᗴ !!🇵🇸
30/01/2024

We will Never forget .💔
We will NEVER stop sharing

ᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴSTIᑎᗴ !!🇵🇸

30/01/2024

গা শিউরে উঠার মতো একটা হাদীস-

রাসূল (সা:) বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকাল করবে মু'মিন অবস্থায় আর বিকেল করবে কাফের অবস্থায়,
আবার বিকেল করবে মুমিন অবস্থায় আর সকাল করবে কাফের অবস্থায়,

(তিরমিজি-২১৯৫)

আল্লাহুম্মাগফিরলী, মানুষের ঈমান কত কমে যাবে, যে সামান্য কিছুর জন্য ঈমান বিক্রি করে দিবে।

সেই জামানা মূলত এই জামানা। আল্লাহ সুবহানআল্লাহ তায়ালা আমাদের ঈমানের পথে হেফাজতে রাখুন (আমিন)

05/12/2023

নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে অভিভাবকের বক্তব্য।

❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ ﷺ🤍🌸
29/09/2023

❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ ﷺ🤍🌸

07/09/2023

সকল নবীগণের দোয়া💖

06/10/2021

🕋
জেনে নেই আরবিতে আরবি সাপ্তাহের ও বারো মাসের নাম সমূহ। নিম্মে ধারাবাহিকভাবে দেয়া হলো--

★★সাপ্তাহের নাম সমূহঃ-

১। يوم الاثنين العظيم ইয়াওমুল ইছনাইনিল আযীম।

২। يوم الثلاثاء ইয়াওমুছ ছুলাছা।

৩। يوم الاربعاء ইয়াওমুল আরবিয়া ।

৪। يوم الخميس ইয়াওমুল খামীস।

৫। يوم الجمعة ইয়াওমুল জুমুয়া ।

৬। يوم السبت৷ ইয়াওমুস সাব্ত ।

৭। يوم الاحد ইয়াওমুল আহাদ ।

★★ বার মাসের নাম সমূহঃ-

১। মুহাররম محرم

২। সফর صفر

৩। রবিউল আউয়াল ربيع الاول

৪। রবিউস সানি ربيع الثاني

৫। জমাদিউল আউয়াল جمادى الاول

৬। জমাদিউস সানি جمادي الثاني

৭। রজব رجب

৮। শা’বান شعبان

৯।রমজানرمضان

১০। শাওয়াল شوال

১১।জ্বিলক্বদ ذي القد

১২। জিলহজ্জ ذي الحج

----------🥀

06/10/2021

🥀
শুধু টাকা থাকার মানে রিজিক নয়। নেক জীবন সঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক ও নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

মাওলানা তারিক জামিল।

02/10/2021

দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম দশ আয়াত প্রতিদিন রাতে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের দাজ্জালের ফেতনা হতে হেফাজত করুন, আমিন।

ইয়া আল্লাহ রহমানুর রহিম সকলের উপর রহম করো। তোমার রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত রাখো
01/10/2021

ইয়া আল্লাহ রহমানুর রহিম সকলের উপর রহম করো। তোমার রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত রাখো

Address

Khagrachhari

Telephone

+8801647418225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen Islam For Ummati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Khagrachhari

Show All