Arya Dharma

Arya Dharma একজন খাঁটি বৌদ্ধ জাতি বর্ণ বা লিঙ্গ সকলের সাথে নিজের একত্ব অনুভব করে সর্বজীবের প্রতি মৈত্রী অভ্যাস করেন ।

19/12/2024
দানের দ্বারা লোভ, শীল পালনের দ্বারা হিংসা এবং ভাবনার দ্বারা অজ্ঞান বিদূরীত করতে চেষ্ঠাশীল হও। এ সমস্ত দূর বা ধ্বংস করতে ...
18/12/2024

দানের দ্বারা লোভ, শীল পালনের দ্বারা হিংসা এবং ভাবনার দ্বারা অজ্ঞান বিদূরীত করতে চেষ্ঠাশীল হও। এ সমস্ত দূর বা ধ্বংস করতে পারলে তাহলে তোমার জীবন সার্থক এবং স্বর্গ লাভ এবং উত্তরোত্তর নির্বাণের দিকে অগ্রসর হতে পারবে।

আজ ১৫ই ডিসেম্বর, ২০২৪খ্রি, রোজ, রবিবার।সাধনারামা বনবিহার জ্যোসনাপুর অরুনাচল প্রদেশ, ইন্ডিয়াতে ৫০০জন ধাম্মাদায়াদা গণশ্রাম...
15/12/2024

আজ ১৫ই ডিসেম্বর, ২০২৪খ্রি, রোজ, রবিবার।

সাধনারামা বনবিহার জ্যোসনাপুর অরুনাচল প্রদেশ, ইন্ডিয়াতে ৫০০জন ধাম্মাদায়াদা গণশ্রামণের হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এই পুণ্যের ফলে জগতের সকল প্রাণী সুখী হোক।

🕯🕯জয়তু বুদ্ধ শাসনম🕯🕯

আজ ডিসেম্বর ১৫ নভেম্ব (রবিবার)  "ছৈলেংটা মৈত্রী বনবিহারে" আকাশ প্রদীপ উত্তোলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষুসংঘের উপস...
15/12/2024

আজ ডিসেম্বর ১৫ নভেম্ব (রবিবার) "ছৈলেংটা মৈত্রী বনবিহারে" আকাশ প্রদীপ উত্তোলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষুসংঘের উপস্থিতিতে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার দান, ত্রিপিটক খন্ড দান ও বিপদাপন্ন প্রাণীর জীবন দান সু-সম্পাদন করেন।

একমাস ব্যাপী পূণ্যানুষ্ঠানে যারা যারা সামিল হয়েছেন যারা কায়, বাক্য মনে সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের সকলের নির্বান লাভের হেতু হোক এই কামনা করছি।

বিচেয্য দানং দাতব্বং যত্থ দিন্নং মহাপ্ফলং' যেরূপ ক্ষেত্রে দান দিলে মহাফল হয়, সেরূপ পূণ্যক্ষেত্র অন্বেষণ অর্থাৎ বিচার-বিব...
11/12/2024

বিচেয্য দানং দাতব্বং যত্থ দিন্নং মহাপ্ফলং' যেরূপ ক্ষেত্রে দান দিলে মহাফল হয়, সেরূপ পূণ্যক্ষেত্র অন্বেষণ অর্থাৎ বিচার-বিবেচনা করে দান দেওয়া উত্তম এবং মহাফলদায়ক। দশক অঙ্গুত্তরে ও প্রেতবত্থু গ্রন্থে উক্ত আছে- শীলবানদিগকে শ্রদ্ধার সাথে এক চামচ মাত্র অন্ন দানেও সুগতি লাভ হয়। দানের পূণ্যফলের তারতম্যে ক্ষেত্রই মূখ্য, তবে শ্রদ্ধা সহকারে দান দিলে তার পূণ্যফল হতে দায়ক কখনো বঞ্চিত হবে না।

শত্রু মিত্রাদি সহ পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি মৈত্রী পোষণ দ্বারা ইহজীবনে সুখ শান্তি, ভালবাসা ও সম্মান লাভ হইয়া থাকে। মৈ...
25/11/2024

শত্রু মিত্রাদি সহ পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি মৈত্রী পোষণ দ্বারা ইহজীবনে সুখ শান্তি, ভালবাসা ও সম্মান লাভ হইয়া থাকে।
মৈত্রী ও ক্ষান্তি সাধু- জীবনের প্রধান সদাচরণ।

27/08/2023

MCU . in thailand at Mahachula university monks are worshiping before start program Looking so beautiful and peace.😊

কুশিনগর এই স্থানে তথাগত ভগবান বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন।
15/07/2023

কুশিনগর এই স্থানে তথাগত ভগবান বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন।

বড় বুদ্ধমূর্তি পরিস্কার করার মুহুর্ত
07/07/2023

বড় বুদ্ধমূর্তি পরিস্কার করার মুহুর্ত

04/07/2023

Address

Khagrachhari

Telephone

+8801632469140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arya Dharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arya Dharma:

Videos

Share