14/12/2021
"ব্যবসা" শব্দটা বলা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন ব্যবসা নামক কাজটি সঠিক ভাবে চালিয়ে যাওয়া ।। তাই সবসময় পরিচিতদের একটি কথায় বলি '"আবেগের বশবর্তী বা অতি উৎসাহিত হয়ে ব্যবসা নামক কঠিন কাজে আন্দাজে পা না বাড়াতে।" কারন সঠিক পরিকল্পনা, লোকবল আর পরিশ্রমের মানসিকতা না থাকলে ব্যবসায় ঠিকে থাকা সত্যিই কঠিন। যার কারনে অনেক তরুন আবেগের বশবর্তী হয়ে ব্যবসায় এসে কয়েকদিন পর হারিয়ে যায়। তারা না পারে পরিপূর্ণ একজন ব্যবসায়ী হতে না পারে একজন উদ্দোক্তা হতে।
অনেকেই এমনও আসে উদ্দোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে পার্থক্য বুঝতে পারেনা।। যার জন্য তারা শুরুতেই ভুলটা করে বসে।
সচরাচর কাউকে উপদেশ বা কথায় কথায় জ্ঞান দেয়ার চেষ্টাটা আমার খুবই অপছন্দের।
তবুও আজ একটি কথায় বলছি যারা ব্যবসায় সফল হতে আগ্রহী তারা অবশ্যই সঠিক পরিকল্পনা, লোকবল, নিয়েই ব্যবসা করবেন অন্যতাই সফলতার আগেই হারিয়ে যাবেন।
মনে রাখবেন ব্যবসা করতে অনেক টাকা লাগে এই ধারণাটা অনেকটাই ভুল।। সঠিক পরিকল্পনা, পরিশ্রম করার মানসিকতা, এবং সঠিক লক্ষ্য থাকলে আপনি অল্প টাকা দিয়ে যেকোনো ব্যবসাই শুরু করতে পারবেন।
আর যদি সবকিছু ভেবে এটাই মনে করেন যে ব্যবসাটা আপনার জন্য না তাহলে আপনি যে কাজেই ভালো সে কাজটিই মন দিয়ে করবেন।। তাহলেই আপনি সফল হতে পারবেন।
আবেগ দিয়ে ব্যবসায় নাম লিখিয়ে হয়তো দুয়েক পয়সা হাত খরচ কামানো যায় কিন্তু সফল হওয়া যায়না। কাজেই ব্যবসা, চাকরি, কৃষি অথবা ভিন্ন কোন উদ্যোগ আপনি যেটাতে সবচেয়ে বেশি পারদর্শী সেটাই করবেন।
পাশাপাশি আপনি যদি একজন স্বাবলম্বী ব্যক্তি হোন তাহলে অবশ্যই ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্দোক্তা জাত ভাই- বোনদের থেকে সাধ্যমতো প্রয়োজনীয় পণ্য কেনার চেষ্টা করুন।। কারন আপনার একটি পণ্য ক্রয় তাদের ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোগকে সামনে এগিয়ে নিতে অনেকটা সহায়ক হিসেবে কাজে লাগবে।।
আর যারা নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা শুরুর আগে অবশ্যই অভিজ্ঞদের থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করবেন। যা আপনাকে অন্যান্যদের কিছুটা হলেও এগিয়ে রাখবে।
পরিশেষে, এটাই বলতে পারি সাফল্য পেতে চাইলে যারা ক্ষুদ্র উদ্দোক্তা রয়েছেন তাদের উচিত নিজেদের পণ্যের কোয়ান্টিটি বাড়ানোর চেয়ে কোয়ালিটি বাড়ানোর দিকে জোর দেয়া এবং লক্ষ্য স্থির রেখে কাজে লেগে থাকা।
ধন্যবাদ।