Hilly Princess Oishani

Hilly Princess Oishani আমার সাথে আমার পেইজে থাকার জন্য সবাইকে ধন্যবাদ🥰🙏🙏🙏

Good News🥰
27/12/2023

Good News🥰

সুখবর! সুখবর! সুখবর!
খাগড়াছড়ি সদরে ড্রয়িং শিখতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুখবর।
যেকোনো ক্লাসের শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে। ছোট্ট ছেলেমেয়েদের হাতে ধরে শিখানো হয়।
আগামী ৫ জানুয়ারি(শুক্রবার) থেকে প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে।।
বিস্তারিত জানতে নীচের ছবিতে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।

24/12/2023

Mamu...🥰

19/10/2023

🥰🥰

30/09/2023

🥰🥰🥰🥰

20/09/2023

একদম পর পর ৭/৮ টি বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে গেলো।😭

Available .....Inbox for order......
23/03/2023

Available .....
Inbox for order......

Advance bizu dress.Special order,♥️
13/03/2023

Advance bizu dress.
Special order,♥️

New design mask stock ache .......For order inbox us.......
28/02/2023

New design mask stock ache .......
For order inbox us.......

New mask available..,.
05/01/2023

New mask available..,.

Ready to deliver.......😊
24/10/2022

Ready to deliver.......
😊

15/06/2022

খেলতে খেলতে শেখা।
কালেক্টরেট কিন্ডারগার্টেন
খাগড়াছড়ি

Delivery done....
12/06/2022

Delivery done....

এই ধরনের কুর্শি লেইশ আর ব্লক এর ফ্রক পছন্দ হলে ইনবক্স করবেন।।।। ❤️❤️❤️
20/02/2022

এই ধরনের কুর্শি লেইশ আর ব্লক এর ফ্রক পছন্দ হলে ইনবক্স করবেন।।।।
❤️❤️❤️

Available...
19/02/2022

Available...

কুর্সি লেইস।।।।
24/12/2021

কুর্সি লেইস।।।।

Available❤️❤️❤️
21/12/2021

Available❤️❤️❤️

14/12/2021

"ব্যবসা" শব্দটা বলা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন ব্যবসা নামক কাজটি সঠিক ভাবে চালিয়ে যাওয়া ।। তাই সবসময় পরিচিতদের একটি কথায় বলি '"আবেগের বশবর্তী বা অতি উৎসাহিত হয়ে ব্যবসা নামক কঠিন কাজে আন্দাজে পা না বাড়াতে।" কারন সঠিক পরিকল্পনা, লোকবল আর পরিশ্রমের মানসিকতা না থাকলে ব্যবসায় ঠিকে থাকা সত্যিই কঠিন। যার কারনে অনেক তরুন আবেগের বশবর্তী হয়ে ব্যবসায় এসে কয়েকদিন পর হারিয়ে যায়। তারা না পারে পরিপূর্ণ একজন ব্যবসায়ী হতে না পারে একজন উদ্দোক্তা হতে।

অনেকেই এমনও আসে উদ্দোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে পার্থক্য বুঝতে পারেনা।। যার জন্য তারা শুরুতেই ভুলটা করে বসে।
সচরাচর কাউকে উপদেশ বা কথায় কথায় জ্ঞান দেয়ার চেষ্টাটা আমার খুবই অপছন্দের।
তবুও আজ একটি কথায় বলছি যারা ব্যবসায় সফল হতে আগ্রহী তারা অবশ্যই সঠিক পরিকল্পনা, লোকবল, নিয়েই ব্যবসা করবেন অন্যতাই সফলতার আগেই হারিয়ে যাবেন।
মনে রাখবেন ব্যবসা করতে অনেক টাকা লাগে এই ধারণাটা অনেকটাই ভুল।। সঠিক পরিকল্পনা, পরিশ্রম করার মানসিকতা, এবং সঠিক লক্ষ্য থাকলে আপনি অল্প টাকা দিয়ে যেকোনো ব্যবসাই শুরু করতে পারবেন।
আর যদি সবকিছু ভেবে এটাই মনে করেন যে ব্যবসাটা আপনার জন্য না তাহলে আপনি যে কাজেই ভালো সে কাজটিই মন দিয়ে করবেন।। তাহলেই আপনি সফল হতে পারবেন।

আবেগ দিয়ে ব্যবসায় নাম লিখিয়ে হয়তো দুয়েক পয়সা হাত খরচ কামানো যায় কিন্তু সফল হওয়া যায়না। কাজেই ব্যবসা, চাকরি, কৃষি অথবা ভিন্ন কোন উদ্যোগ আপনি যেটাতে সবচেয়ে বেশি পারদর্শী সেটাই করবেন।

পাশাপাশি আপনি যদি একজন স্বাবলম্বী ব্যক্তি হোন তাহলে অবশ্যই ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্দোক্তা জাত ভাই- বোনদের থেকে সাধ্যমতো প্রয়োজনীয় পণ্য কেনার চেষ্টা করুন।। কারন আপনার একটি পণ্য ক্রয় তাদের ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোগকে সামনে এগিয়ে নিতে অনেকটা সহায়ক হিসেবে কাজে লাগবে।।

আর যারা নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা শুরুর আগে অবশ্যই অভিজ্ঞদের থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করবেন। যা আপনাকে অন্যান্যদের কিছুটা হলেও এগিয়ে রাখবে।

পরিশেষে, এটাই বলতে পারি সাফল্য পেতে চাইলে যারা ক্ষুদ্র উদ্দোক্তা রয়েছেন তাদের উচিত নিজেদের পণ্যের কোয়ান্টিটি বাড়ানোর চেয়ে কোয়ালিটি বাড়ানোর দিকে জোর দেয়া এবং লক্ষ্য স্থির রেখে কাজে লেগে থাকা।

ধন্যবাদ।

Address

খাগড়াছড়ি
Khagrachhari
4400

Telephone

+8801755059793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hilly Princess Oishani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hilly Princess Oishani:

Share