আমি একজন ফ্রিল্যান্সার হয়ে অনলাইনে কাজ করি।ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্তপেশা।বর্তমানে তথ্য প্রযুক্তি যুগে ঘরে বসে টাকা উপার্জন করার সবথেকে কার্যকর মাধ্যম হলো ফ্রিল্যান্সিং।
ফ্রী ক্লাস, ফ্রী ক্লাস, ফ্রী ক্লাস.
√√ ফ্রী ক্লাসে জয়েন হলে আপনি পেতে পারেন ১০০℅ স্কলারশিপ।
√√আপনি কি একজন সফল সফল ফ্রিল্যান্সার হতে চান? ভাবুনতো,,,পড়াশোনা অথবা চাকরির পাশাপাশি মাসে ৫০-৬০হাজার টাকা ইনকাম করছে।
ভাই-বোন
েরা ঘরে বসে দৈনিক ১/২ ঘন্টার সময় দিয়ে মাসে ৫০-৬০হাজার টাকা ইনকাম করছে। শুধু স্বপ্ন দেখলে হবেনা,সেই স্বপ্ন পুরনের জন্য প্রচেষ্টা করতে হয়।
=> স্বপ্ন সেটা নয়,যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।
=> ফ্রিল্যান্সিং হচ্ছেঃ স্বাধীন বা মুক্তপেশা, বর্তমান তথ্য প্রযুক্তি যুগে ঘরে বসে টাকা উপার্জন করার সবথেকে কার্যকর মাধ্যম হলো ফ্রিল্যান্সিং।
√√√ চলুন এবার কোর্স সম্পর্কে কিছু জেনে নিনঃ-
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
১/ এটি একটি ডিজিটাল মার্কেটিং এবং পারফেক্ট প্যাকেজ। আমাদের ফ্রিল্যান্সিং কোর্স প্যাকেজে এমন ভাবে সাজানো হয়েছে যেন আপনি খুব সহজেই একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।
২/ A Road to successful freelancer,, এই কোর্সটিতে প্রোফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইন, অডিও,ভিডিও, ফটো ও কাইনমাস্টারে এডিটিং এবং ক্যানভা ডিজাইনার আর বিভিন্ন থাকছে।
৩/ আপনারা পারবনা চিন্তা করছেন তো, চিন্তা করার কিছুই নেই কারণ আমাদের এই সেক্টরে একদম বেসিক লেভেল থেকে শিখানো হয়, A to Z পর্যন্ত।
√√√ সফল ফ্রিল্যান্সার হওয়ার মূল মন্রঃ-
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
√√ একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে অবশ্যই প্রচুর ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে। ধৈর্য হচ্ছে সফল ফ্রিল্যান্সার মূল ভিত্তিক। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
=> কথা আছে,, ধৈর্য সকল সুখের মূল?
=> অনেকেই এখন চিন্তা করছেন ফ্রিল্যান্সিং করতে হলে কম্পিউটার বা লেপটপ দরকার। একদম ভূল সিদ্ধান্ত আপনার,, কিন্তু কম্পিউটার বা লেপটপ কেনার কোনো সামর্থ্য নেই। তাহলে কি আপনার স্বপ্ন ভেঙ্গে যাবে,,অবশ্যই নাঃ- কারণ আমরা এইসব কিছু মাথায় রেখে আমাদের এই কোর্সটিকে এমন ভাবেই সাজিয়েছে। যেন আপনারা মোবাইল দিয়েও ক্লাস+ইনকাম করতে পারবেন এই সেক্টরে ফ্রিল্যান্সিং করে।
√√√ আগ্রহীদের জন্য আরো যে সকল সুযোগ-সুবিধা থাকছে।
√√ কোর্সটি কম্পিউটার বা লেপটপ অথবা স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন দেশের যে কোনো স্থান থেকে অনলাইনে জুম(ZOOM) এপস এর মাধ্যমে Live ক্লাস করতে পারবেন।
√√ ক্লাস শেষে প্রতিটি ক্লাসের রেকর্ডিং ভিডিও ৪৮ ঘন্টার মধ্যে দেওয়া হবে। সুতরাং- আপনার জরুরি কারণে ক্লাসে অনুপস্থিত থাকলে সেই ক্লাসের রেকর্ডিং দেখে আপনি ক্লাস করে নিতে পারবেন। আপনার কোনো পিছিয়ে যাওয়ার ভয় নেই।
√√ কোর্সের মেয়াদ ৬মাস কিন্তু এই সময়ে মধ্যে যদি আপনি কোর্স সম্পুর্ন করতে না পারেন তাহলে যতদিন প্রয়োজন ক্লাস করা যাবে বা সাপোর্ট নেওয়া যাবে। যতদিন আপনার মাসিক কোর্স চলাকালীন সময়ে স্কলারশিপ পেয়ে মাসে ৫০-৬০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে।
√√ আমাদের থেকে কোর্সটি করার পর অন্য-কোনো প্রতিষ্ঠানে আর কোনো কোর্স করার প্রয়োজন হবেনা। এই সেক্টরে কাজটি আপনি যা শিখেছেন সেটা দিয়ে আপনার জিবনের সফলতার প্রদীপ নিয়ে আসবে,, ভগবানের আশীর্বাদে।
√√ এই কোর্সের আপনি সুযোগ পাচ্ছেন ঃ-
= ফ্রিল্যান্সিং করে ইনকাম,, এর বাহিরে বোনাস হিসেবে স্কলারশিপ পেয়ে এফিলিয়েট মার্কেটিং সিস্টেমে কাজ করে মাসে লাখ টাকার ইনকাম করতে পারবে।
√√ কোর্সটি শেষ হওয়ার পর ফাইনাল পরিক্ষা নেওয়া হবে। সেই পরিক্ষা পাস করলে আপনাকে গুগল ন্যাশনাল কার্ড আর সার্টিফিকেট প্রদান করা হবে।
��� কোর্স শেষে আপনি যা যা পাচ্ছেন ���
= গুগল ন্যাশনাল কার্ড।
=ফ্রিল্যান্সিং সার্টিফিকেট।