প্রত্যাশিত আখবার

  • Home
  • প্রত্যাশিত আখবার

প্রত্যাশিত আখবার লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।

17/01/2025

খাগড়াছড়ি পৌরসভার পূর্ব ইসলামপুর দারুল উলুম তা'লিমুল ইসলাম মাদ্রাসার হেফজখানা থেকে।।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ২৫-২৬ সেশনের নতুন কমিটিসভাপতি :- আতিকুর রহমান মুজাহিদ সহ সভাপতি :- ইঞ্জিনিয়ার শেখ মারুফ স...
17/01/2025

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ২৫-২৬ সেশনের নতুন কমিটি

সভাপতি :- আতিকুর রহমান মুজাহিদ
সহ সভাপতি :- ইঞ্জিনিয়ার শেখ মারুফ
সেক্রেটারি :- মুফতি মানসুর আহমদ সাকী।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আজ ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৫ম জাতীয় যুব কনভেনশন'২...
17/01/2025

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আজ ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৫ম জাতীয় যুব কনভেনশন'২৫চলছে..

17/01/2025

পৈশাচিক কায়দায় শিশুকে গর্তে পুঁতে মুক্তিপণ আদায়
বিস্তারিত কমেন্টে..

"সরকারকে বলেছি ঘোষণাপত্রে ১৩ সালে শাপলার গণহত্যাকে যোগ করতে হবে"-আল্লামা জুনাইদ আল হাবিব
17/01/2025

"সরকারকে বলেছি ঘোষণাপত্রে ১৩ সালে শাপলার গণহত্যাকে যোগ করতে হবে"-আল্লামা জুনাইদ আল হাবিব

পটিয়া ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যাগে ইসলামি মহাসম্মেলনে বয়ান করছেন আওলাদে রাসূল (সা.) আল্লামা আব্দুল মাজিদ রহি...
16/01/2025

পটিয়া ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যাগে ইসলামি মহাসম্মেলনে বয়ান করছেন আওলাদে রাসূল (সা.) আল্লামা আব্দুল মাজিদ রহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান সৈয়দ মুফতি ফয়সাল নাদিম হাফ.পাকিস্তান।
সভাপতিত্ব করছেন জামিয়া পটিয়ার সুযোগ্য মহাপরিচালক শায়খে পটিয়া আল্লামা মুফতি আবু তাহের কাসেমী নদভী হাফি।

চট্টগ্রাম মোজাহেরুল উলূম মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আহমদুর রহমান এর ইন্তেকালপ্রত্যাশিত আখবার ।।চট্টগ্রাম মোজাহেরুল উ...
16/01/2025

চট্টগ্রাম মোজাহেরুল উলূম মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আহমদুর রহমান এর ইন্তেকাল
প্রত্যাশিত আখবার ।।
চট্টগ্রাম মোজাহেরুল উলূম মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আহমদুর রহমান (সাতকানিয়া হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে চট্টগ্রাম নেশনাল হাসপাতালে আইসিওতে ভর্তি করা হয়।
আজ (১৬জানুয়ারি)বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দেন।
মহান আল্লাহ! মরহুমের ভুল ক্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুন।

16/01/2025

গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ঐতিহাসিক পরাজয় -হা মা স

সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
16/01/2025

সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পর্দাশীল নারীদের এনআইডি দেওয়ার দাবি।বোনেদের নেকাব নিয়ে যেন কেউ টানাটানি না করতে পারে, স...
16/01/2025

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পর্দাশীল নারীদের এনআইডি দেওয়ার দাবি।
বোনেদের নেকাব নিয়ে যেন কেউ টানাটানি না করতে পারে, সেটার জন্য বোনেদের রাস্তায় নামতে হচ্ছে - এরচেয়ে কষ্টের বিষয় আর কী থাকতে পারে?
রাসূলুল্লাহ (স.) বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। (তিরমিযী: ১১৭৩)

গাজায় চলছে ঈদের উৎসব। ইসরায়েল ও হামাস আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।
16/01/2025

গাজায় চলছে ঈদের উৎসব। ইসরায়েল ও হামাস আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

দীর্ঘদিন অসুস্থ বাংলাদেশে আরবি ভাষার কিংবদন্তি, হাজারো আলেমের মুরাববি, আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ,যুগশ্রেষ্ঠ আলেমে দ্বী...
16/01/2025

দীর্ঘদিন অসুস্থ বাংলাদেশে আরবি ভাষার কিংবদন্তি, হাজারো আলেমের মুরাববি, আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ,যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, মুর্শিদে আজম শাহ হারুন বাবুনগরী রহ এর প্রধান ও সুযোগ্য খলীফা, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী( দা.বা.)কে দেখতে গেলেন বাবুনগর মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস ডক্টর হারুন আজিজী নদভী।
বুধবার (১৫জানুয়ারি) তিনি শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন এবং হযরতের সুহবতে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন।

15/01/2025

LIVE🔴সরাসরি।।আজ ১৫জানুয়ারি, বুধবার, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা গোমতি ফজলুল উলুম মাদরাসার বার্ষিক মাহফিল চলছে...

15/01/2025

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পার্বত্য জেলার ২শত ৮৫ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন।।

মেরাজের রাতে সংঘটিত ঘটনা ও ইতিহাসমেরাজের রাতে সংঘটিত ঘটনা ও ইতিহাসহিজরি নবম মাসের ২৬ তারিখ (সাধারণভাবে প্রসিদ্ধ)দিবাগত র...
15/01/2025

মেরাজের রাতে সংঘটিত ঘটনা ও ইতিহাস

মেরাজের রাতে সংঘটিত ঘটনা ও ইতিহাস
হিজরি নবম মাসের ২৬ তারিখ (সাধারণভাবে প্রসিদ্ধ)দিবাগত রাত অনুষ্ঠিত হয়েছে মেরাজ। প্রিয়নবিকে চরম বিপদের মুহূর্তে শান্ত্বনা দেয়ার নিমিত্তে এক অসাধ্য সাধন কাজের মাধ্যমে নবুয়তের সত্যতাকে সুনির্ধারিত করতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা তাঁর একান্ত সান্নিধ্যে ডেকে নেন। ইসলামের ইতিহাসে এ ঘটনা মেরাজ নামে প্রসিদ্ধ।

আল্লাহ তাআলা বলেন, ‘পরম পবিত্র ও মহিমাময় সত্তা (আল্লাহ) তিনি, যিনি স্বীয় বান্দাকে (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাত্রি বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম (মক্কা মুকাররামাহ) থেকে মসজিদে আকসা (বাইতুল মুকাদ্দাস) পর্যন্ত, যার চার দিকে আমি (আল্লাহ) পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাঁকে (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি (আল্লাহ) পরম শ্রবণকারী ও দর্শনশীল।’ (সুরা বনি ইসরাইল আয়াত-০১)
এ রাতে আল্লাহ তাআলা তাঁর প্রিয়নবিকে দেখিয়েছেন অনেক নির্দশন। যার মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের বাইরে ঐশ্বরিক অনেক ঘটনা ও ইতিহাস।
আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বড় একটি ঘটনা ঘটালেন? এর পেছনে তাঁর কি রহস্য? এর গুরুত্বই বা কি? এর দ্বারা আমরা কি পেলাম? এ বিষয়গুলোর একটি সংক্ষিপ্তরূপ তুলে ধরা হলো-

নবুয়তের সত্যতার প্রথম দিক...মেরাজের রাতে পবিত্র নগরী মক্কা থেকে আরেক পবিত্র নগরি জেরুজালে মুহূর্তের মধ্যে গমন। সেখানকার মসজিদে আকসার চার পাশের বরকতময় নির্দশনগুলোর পরিদর্শন। অথচ এ দীর্ঘ পথ পাড়ি দিতে সাধারণত সময় লাগে এক মাস। আল্লাহ তাআলা তা খুব তড়িৎ গতিতে সম্পন্ন করিয়েছেন।

যা মেরাজ পরবর্তী সময়ে মক্কায় অবস্থানরত সকল কাফির-মুশরিকদের প্রশ্নের উত্তরে প্রিয়নবি বলে দিয়েছিলেন। যা তার নবুয়তের সত্যতার সুস্পষ্ট প্রমাণ এবং মুজেজা।

মেরাজের দীর্ঘ পথে যা দেখলেন তিনি...মদিনায় নামাজ আদায়হাদিসের এক রেওয়ায়েতৈ এসেছে, ‘বোরাক নামক কুদরতি বাহনে ভ্রমণের সময় জিবরিল আলাইহিস সালাম এক জায়গায় পিয়নবিকে নামাজ পড়তে বলেন। অতঃপর তিনি বলেন, এ জায়গা আপনি চিনেন? প্রিয়নবি বললেন, না’। হজরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ‘এটা তায়্যেবা অর্থাৎ মদিনা, এটাই হচ্ছে হিজরতের জায়গা।

তুর পাহাড়ে নামাজমদিনা অতিক্রম করার পর অন্য এক জায়গায় নামাজ পড়ান এবং বলেন এটা হচ্ছে তুরে সাইনা অর্থাৎ এখানেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে কথা বলেন।
বাইতে লাহামে নামাজতুর পাহাড়ের পর প্রিয়নবি বায়তে লঅহামে নামাজ আদায় করে। এ বায়তে লাহাম হলো হজরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান।
অতঃপর প্রিয়নবি বায়তুল মুকাদ্দাসে পৌছেন। যেখানে সকল নবি ও রাসুলগণ একত্রিত হন। কেননা এই বায়তুল মুকাদ্দাসই হচ্ছে সব নবি ও রাসুলদের প্রাণ কেন্দ্র।
সব নবি-রাসুলদের নেতা মনোনীতবায়তুল মুকাদ্দাসে পৌছার পর প্রিয়নবি সব নবি-রাসুলদের ইমাম হয়ে মসজিদে আকসায় নামাজ আদায় করেন। আর এ নামাজ আদায়ের মাধ্যমে প্রিয়নবি হয়ে ওঠেন ইমামুল মুরসালিনা ওয়ান নাবিয়্যিন।
বায়তুল মুকাদ্দাসে দুধ পানসব নবি-রাসুলদের নিয়ে নামাজ আদায়ের পর প্রিয়নবিকে পানি বা সরাব, দুধ ও মধু দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন। প্রিয়নবি দুধ গ্রহণ করলেন। প্রিয়নবি দুধ পান করার ফলে জিবরিল আলাইহিস সালাম বলেন, ‘আপনি ফিতরাতের ওপর বিজয়ী হয়েছেন। যদি আপনি পানি পান করতেন তবে, আপনার উম্মত বিপদের সম্মুখীন হয়ে যেত।

উর্ধ্বলোকে আরোহন ও প্রথম আকাশে ঘটনা প্রবাহ...হজরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎদুনিয়ার আকাশে আরোহন করে প্রিয়নবি দেখেন এক ব্যক্তি ডানে তাকিয়ে হাসছেন; আর বামে তাকিয়ে কাঁদছেন। জিবরিল প্রিয়নবির জিজ্ঞাসায় জানালেন, ইনি হলেন হজরত আদম আলাইহিস সালাম। তিনি তার ডান পাশের জান্নাতি সন্তানদের দেখে হাসছেন। আর বাম পাশের জাহান্নামি সন্তানদের দেখে কাঁদেছেন।

হারাম ভক্ষণকারীর পরিণামদুনিয়ার আকাশে দুইটি ভাণ্ডভর্তি গোশ্‌ত। যার একটি তাজা গোশ্‌ত। আর অন্যটিতে পঁচা-দুর্গন্ধ গোশ্‌ত। মানুষ তাজা গোশ্‌ত না খেয়ে পঁচা গোশ্‌ত খাচ্ছে। প্রিয়নবি জানতে পারলেন এরা হলো দুনিয়ার হারাম ভক্ষণকারী ব্যক্তি।

অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎকারীর পরিণামকিছু লোকের ঠোট উটের মত। ফেরেশতারা তাদের মুখ ফেড়ে ঐ (পঁচা-দুর্গন্ধযুক্ত)গোশত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছেন; যা তাদের অন্যপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তাতে তারা ভীষণ চিৎকার করছে এবং আল্লাহর কাছে মিনতি করছে। জানা গেল এরাই হচ্ছে দুনিয়াতে যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল।

ব্যভিচারীর পরিণামসেখানে দেখা গেল- কয়েকজন স্ত্রীলোক বুকের ভারে লটকানো রয়েছে এবং হায়! হায়! করছে। জানা গেল এরা হচ্ছে ঐ সব স্ত্রীলোক; যারা দুনিয়াতে ব্যভিচারে লিপ্ত ছিল।

সুদ খাওয়ার পরিণামঅতঃপর দেখলেন, কিছু লোকের পেট বড় বড় ঘরের মত। তারা উঠে দাঁড়াতে চাইলেই পড়ে যাচ্ছে আর আল্লাহ তা’আলার সামনে হা-হুতাশ করছে। জানা গেলে তারা হচ্ছে দুনিয়ার সুদখোর ব্যক্তি।

গিবতকারীর পরিণামঅতঃপর দেখা গেল- ফেরেশতারা কিছু লোকের পার্শ্বদেশ থেকে গোশত কেটে তাদের নিজেদের খাওয়াচ্ছে আর বলছে, তোমরা দুনিয়াতে যেভাবে নিজের ভাইয়ের গোশত খেতে (গিবত করতে); এখনেও খাও। জানা গেল- তারা হল ওই সব লোক; যারা দুনিয়াতে অপরের দোষ অন্বেষণ করে বেড়াত

এভাবে দ্বিতীয় আকাশে সুদর্শন যুবক হজরত ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হজরত ইয়াহইয়া ও জাকারিয়া আলাইহিস সালাম, চতুথ আকাশে হজরত ইদরিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হজরত হারুন ইবনু ইমরান আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হজরত মূসা ইবনু ইমরান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাত করেন।

সপ্তম আকাশে হজরত ইবরাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎসপ্তম আকাশে বায়তুল মামুরের সঙ্গে ঠেস দিয়ে বসে থাকা মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালামকে দেখতে পানে। তিনি উম্মতে মুহাম্মাদিকে দুভাগে দেখেন-

>> যাদের অর্ধেকের কাপড় ছিল বকের মত সাদা;>> আর বাকী অর্ধেকের কাপড় ছিল কালো;সাদা পোশাকের লোকগুলো আমার সঙ্গে বায়তুল মামুরে যেতে পারলেন; আর কালো পোশাকের লোকগুলো আমার সঙ্গে যেতে পারলেন না। অতঃপর আমি সেখানে নামাজ আদায় করে বেরিয়ে আসলাম।উল্লেখ্য যে, এ বায়তুল মামুরে প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা নামাজ পড়েন; যারা একদিন নামাজ পড়েছেন তাদের পালা কেয়ামত পর্যন্ত আর আসবে না বলে জানা যায়।

জান্নাতের নেয়ামত পরিদর্শনজান্নাতে বেহেশতি হুর দেখা গেলো। বেহেশতি হুর, তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কার? উত্তরে সে বলল আমি হজরত যায়েদ ইবনু হারেসার (রাদিয়াল্লাহু আনহু)। সেখানে নষ্ট না হওয়া পানি। স্বাদ পরিবর্তন না হওয়া মধু। নেশাহীন সুস্বাদু মদ। পরিস্কার-পরিচ্ছন্ন মধুর নহর দেখলাম। বড় বড় বালতির ন্যায় ডালিম ফল। পাতলা তক্তা ও কাঠের ফালির ন্যায় পাখি অবলোকন করলঅম।আর এসব নিশ্চয় আল্লাহ তা’আলা তাঁর সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন; যা দুনিয়ার কোনো চোখ দেখেনি; কোনো কান শোনেনি এমনকি অন্তরেও কল্পনা করেনি।

জাহান্নামের আজাব পরিদর্শনঅতঃপর আমার সামনে জাহান্নাম উপস্থিত করানো হলো। যেখানে ছিল আল্লাহর ক্রোধ, তার শাস্তি এবং তার অসন্তুষ্টি। যদি তাতে পাথর ও লোহা নিক্ষেপ করা হয় তবে ওগুলোকেও খেয়ে ফেলা হবে। অতঃপর আমার সামনে থেকে ওটা বন্ধ করে দেয়া হল। আবার আমামে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হল। এবং আমাকে ঢেকে ফেলা হল।

শেষ সীমান্ত সিদরাতে মুনতাহাসিদরাতুল মুনতাহায় যাওয়ার পর দেখলাম তার একেকটি পাতা এত বড়- যে, যার একটি পাতা দিয়েই উম্মতে মুহাম্মাদিকে ঢেকে ফেলা যাবে। সালসাবিল নামে একটি নহর প্রবাহিত। এ নহরের দুটি প্রসবন; যার একটি হলো হাউজে কাওসার আর অন্যটি হলো নহরে রহমত। যেখানে আমি গোসল করলাম। যার ফলে আগের এবং পরের গোনাহ মাফ হয়ে যায়।

অতঃপর আল্লাহর সাক্ষাতের পথে...সিদরাতুল মুনতাহা থেকে উর্দ্ধ জগতে যতটুকু আল্লাহ চেয়েছেন ততটুকু পর্যন্ত তাকে টেনে নিয়েছেন। আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন, ‘অতঃপর তিনি নিকটে এসেছেন এবং অতীব নিকটবর্তী হয়েছেন। এমনকি দুই ধনুকের মত নিকটবর্তী হয়েছেন, এমনকি আরও অধিকতর নিকটবর্তী হয়েছেন। (সুরা নজম : আয়াত ৮ ও ৯)।

সেখানে প্রিয়নবি আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হন। যেমনটি কুরআনুল কারীমে এসেছে-, ‘তিনি যা দেখেছেন অন্তর তাকে অস্বীকার করেনি। (সুরা নজম : আয়াত ১১) অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘তাঁর দৃষ্টি বক্র হয়নি এবং লক্ষচ্যুত হয়নি। (সুরা নজম : আয়াত ১৭)।

আল্লাহর সঙ্গে ভাব-নিমিয়নামাজে যে তাশাহহুদ পড়া হয়; তাই ছিল আল্লাহর সঙ্গে প্রিয়নবির ভাব বিনিময়। সেখানের ভাব বিনিময় হলো-আত্তাহিয়্যাতু লিল্লাহি, ওয়াস সালাওয়াতু, ওয়াত-তাইয়্যিবাতু, আস সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আস সালামু আলাইনি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আল লাইলাহা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থাৎ আমাদের সব শ্রদ্ধা ও সালাম, আমাদের সব নামাজ এবং সব ধরনের পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে।হে নবি, আপনার প্রতি সালাম, আপনার ওপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক।আমাদের এবং আল্লাহর সব নেক বান্দাদের ওপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক।

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া (ইবাদতের উপযুক্ত) আর কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হজরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।

অতঃপর শ্রেষ্ঠ পুরস্কার ৫০ ওয়াক্ত নামাজ প্রাপ্তিঅতঃপর প্রিয়নবি বলেন, আমার ওপর ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। আমাকে বলা হয়, তোমার প্রত্যেক ভাল কাজের জন্য দশটি করে নেকী রইল। যখন তুমি কোনো ভাল কাজ করার ইচ্ছা করবে, অথচ তা পালন করবে না, তথাপিও একটি পূণ্য লেখা হবে। আর যদি ভাল কাজটি করে ফেল তবে দশটি পূণ্য লেখা হবে।পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করো এবং বাস্তবে না করো তবে একটি পাপও লেখা হবে না। যদি খারাপ করে বসো তবে শুধুমাত্র একটি পাপ লেখা হবে।

নামাজ ৫ ওয়াক্ত নির্ধারণঅতঃপর প্রিয়নবি দুনিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। ফেরার পথে পথিমধ্যে ৬ষ্ঠ আকাশে হজরত মুসা আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাক্ষাৎ এবং প্রাপ্তির বিষয়ে কথোপকথনে প্রিয়নবি পুনরায় আল্লাহর সাক্ষাতে যান এবং ৫০ ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে ৫ ওয়াক্ত নির্ধারিণ করেন।যারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে; আল্লাহ তাদের আমলনামায় পঞ্চাশ ওয়াক্ত রাকায়াত নামাজের সাওয়াব দান করবেন।

অতঃপর প্রিয়নবি পরদিন মেরাজের ঘটনা বর্ণনা করলে মক্কার অবিশ্বাসী কাফেররা মেরাজের ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করে। এর বিনা দ্বিধায় বিশ্বাস স্থাপন করেন হজরত আবু বকর। যার ফলে তিনি হলো ছিদ্দিকে আকবর।

পরিশেষে…প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ মেরাজ ছিল জাগ্রত অবস্থায় রূহ ও শরীরের উপস্থিতিতে। আর তা বাস্তবেই প্রমাণিত। প্রত্যেক মুমিন মুসলমানের জন্য মেরাজ সংঘটিত হওয়ার ঘটনায় বিশ্বাস স্থাপন করাও ঈমানের একান্ত দাবি।মানুষের জন্য আল্লাহর মেরাজের দরজা নামাজের মাধ্যমে খোলা রাখা হয়েছে। মুমিনের মেরাজই হলো নামাজ। এ নামাজেই মানুষ আল্লাহর দিদার লাভ করতে সক্ষম।

মুসলিম উম্মাহ যখন এ মেরাজের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং মেরাজের শ্রেষ্ঠ উপহার নামাজ বাস্তবায়ন করবে; নামাজের মাধ্যমে আল্লাহর ভয় এবং মহব্বত বাস্তবায়ন করবে তখনই মানুষের ইহকাল ও পরকাল হবে সার্থক।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মেরাজের শিক্ষার মাধ্যমে নিজেদের উন্নত নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলার তাওফিক দান করুন। পরকালের সফলতা দান করুন। আমিন।

15/01/2025

ঘন কুয়াশার চাদরে ঢাকা খাগড়াছড়ি শহর।।

আগামী ১৫ জানুয়ারি বুধবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী মধ্যগড়গড়িয়া ফজলুল উলুম মাদ্রাসা'র ২২তম বার্ষিক মা...
13/01/2025

আগামী ১৫ জানুয়ারি বুধবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী মধ্যগড়গড়িয়া ফজলুল উলুম মাদ্রাসা'র ২২তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিল সফল করার জন্য সর্বস্তরের ইসলামপ্রিয় তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন ...
13/01/2025

ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যাশিত আখবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share