Our Daily Needs By Ctg

Our Daily Needs By Ctg I am MD.Faiz Ullah-(Faisal), a Bangladeshi Journalist and also a Brand Promoter.

Sun Vila,Muslimpara,Tabalchari-4450,Matiranga,Khagrachari,Chattogram-01815814371

09/01/2024

সুন্নতে খৎনা করতে মানুষের মৃত্যু এটি পৃথিবীতে বিরল ঘটনা,স্বাস্থ্যব্যবস্থার কতটা অবনতি হলে এইটা সম্ভব...

একটা সরকার দীর্ঘ সময়কাল ধরে ক্ষমতায় আছে, বড় বড় মেগা প্রকল্প আমরা পেয়েছি,কিন্তু শিক্ষা,আর স্বাস্থ্যখাতে চরম অবনতি ঘটেছে...

মানুষের মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ এই দুইটি খাতে আমরা চরমভাবে পিছিয়ে আছি...

বাতাসে লাশের গন্ধ– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহআজো আমি বাতাসে লাশের গন্ধ পাইআজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,ধর্ষিতার ...
09/01/2024

বাতাসে লাশের গন্ধ
– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?

জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।

বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ –
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা…
রক্তের কাফনে মোড়া – কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন –
স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।

08/01/2024

Sorry Sir 🙏

07/01/2024

যৌবনের প্রথম ভোট কোথায় দিলেন? 🙂

সম্পূর্ণ Facebook আপনাদের অসুন্দর নখে ভরে গেছে.! 🙂
07/01/2024

সম্পূর্ণ Facebook আপনাদের অসুন্দর নখে ভরে গেছে.! 🙂

মেয়েদের ঘরে বসে লাখ টাকা ইনকাম করা শেখা হবে না ভেবে খারাপ লাগছে :৬৩
07/01/2024

মেয়েদের ঘরে বসে লাখ টাকা ইনকাম করা শেখা হবে না ভেবে খারাপ লাগছে :৬৩

07/01/2024

voter of the day!

07/01/2024

- কীসের নৌকা কীসের ঈগল
হারিয়ে গেছে তার চোখের মায়াতে 👀🫂

07/01/2024

পুরুষ মাত্রই প্রতিষ্ঠিত হতে হবে!

রি"ক্ত-শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না, কিন্তু ভে'ঙে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও তাকায় না।🖤

07/01/2024

হাজী কাচ্চি ঘরের দম বিরিয়ানী...

07/01/2024

দুইটা দিছি, মিছা কথা কইয়া লাভ নাই 😉

07/01/2024

আমি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারি। আবার আমিই বহুদিন এর বন্ধুত্ব/সম্পর্ক এক মিনিটে নষ্ট করে দিতে পারি! যাদের দূরে ঠেলে দেয়া তে কান্নায় চোখ ফুলিয়ে বসে থাকতাম, তাদের সাথেই এক আকাশ দূরত্ব তৈরি করে নিতে পারি!

যাদের সাথে কথা না বলে থাকতেই পারতাম না! তাদের সাথেই স্বেচ্ছায় বছরের পর বছর যোগাযোগ বন্ধ করতে পারি!

আমি কড়ায়-গন্ডায় হিসেব চুকিয়ে দেয়ার মানুষ! আমায় ভালো না বাসলে কাউকে ভালোবাসি না। কেউ গুরুত্ব না দিলে আমিও আর তাকে খুঁজি না!আমি এমনই......................

দূর থেকে আমার 'ইগো' আর 'নিষ্ঠুরতা' টাই সবার চোখে পড়বে। আমার ভেতরের অভিমান বোঝার ক্ষমতা কারোর নেই..................

07/01/2024

সৎ পথেই করিও ভ্রমন যদিও হয় তা দেরি,
অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী।

NID অভাবে যারা আঙুল এর ছবি দিতে পারেনাই তাদের জন্য বিকল্প ব্যাবস্থা 🌚🫶
07/01/2024

NID অভাবে যারা আঙুল এর ছবি দিতে পারেনাই তাদের জন্য বিকল্প ব্যাবস্থা 🌚🫶

07/01/2024

নির্বাচন চলে যাচ্ছে কিন্তু পকেটে এখনো একটা টাকাও ঢুকলো না.. 🥲💔

07/01/2024

চারদিকে শুধু নৌকা, ট্রাক, ঈগল এইদিকে আমার NID কার্ড'ই হয় নাই.! 🙂

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেবাংলাদেশী পানীয় মোজোপ্রতি বোতলে এক টাকা করে পাবে ফিলিস্তিন এজন্য আমরা আজ থেকে এই মোজো কিনবো ই...
07/01/2024

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে
বাংলাদেশী পানীয় মোজো
প্রতি বোতলে এক টাকা করে পাবে ফিলিস্তিন
এজন্য আমরা আজ থেকে এই মোজো কিনবো ইনশাআল্লাহ।
Follow my page

প্রয়োজন না হলেও এদের থেকে কিনুন ❤️🥀
07/01/2024

প্রয়োজন না হলেও এদের থেকে কিনুন ❤️🥀

Bangladesh - 5 Jan 2024😰💔🇧🇩
07/01/2024

Bangladesh - 5 Jan 2024😰💔🇧🇩

বাবা কখনোই নিজের জন্য বাঁচে না...
07/01/2024

বাবা কখনোই নিজের জন্য বাঁচে না...

06/01/2024

খেলা...

06/01/2024

কারেন্ট নাই, বাহিরে পুলিশের গাড়ি এলাকা পুরাই 🔥

06/01/2024

‘আমি তো এমনিতেই মারা যাব, আমার বউ-বাচ্চাকে বাঁচান’ বলতে বলতে লোকটি মারা গেলেন।

লোকটি চাইলেই ট্রেন থেকে নামতো পারতো। কিন্তু তার বউ ও বাচ্চার কথা ভেবে সে নামে নাই।

পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ংকর সুন্দর 🙂

ছবিতে আ'গু'নে পুড়*তে থাকা ব্যাক্তি উনার বৌ বাচ্চা মা/রা গেছে এর জন্য উনি নিজ ইচ্ছায় বের হয়নি।প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ...
05/01/2024

ছবিতে আ'গু'নে পুড়*তে থাকা ব্যাক্তি উনার বৌ বাচ্চা মা/রা গেছে এর জন্য উনি নিজ ইচ্ছায় বের হয়নি।প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে যখন‌ তার শরীরের অ'র্ধেক পু'ড়ে গিয়ে'ছিলো, সে বলেছে আমার বা'চ্চা মা/রা গেছে আমি আর বের হবো না।

বললো প্রতক্ষ্যদর্শীরা।

05/01/2024

মন খারাপের রাতগুলো ভয়ংকর'
এসব রাতের কোনো ভোর হই না 🖤🙂

05/01/2024

সবার আগে আত্বসম্মান।
কদর তাকেই কর, যে তোমার কদর করে।
বেশি গোলামী সম্মানের নিলামী করতে পারে।

অনুপম খের (ভারতীয় অভিনেতা)

05/01/2024

নির্বাচনের শক্তি....
ফ্যাক্ট-হুবু এমপি সাকিব ব্রো!

‘‘কফি হাউস’’___গৌরি প্রসন্ন মজুমদার (শিল্পী- মান্না দে)কফি হাউসের সেই আড্ডাটাআজ আর নেইআজ আর নেই।কোথায় হারিয়ে গেলসোনালী ব...
05/01/2024

‘‘কফি হাউস’’
___গৌরি প্রসন্ন মজুমদার (শিল্পী- মান্না দে)

কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই
আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।
নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে,
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা ঘুমিয়ে
আছে যে আজ কবরে,
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে,
শেষে পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করেনি তাকে ক্ষমা হায় ।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার।
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো ।
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো,
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম,
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম।
কবি কবি চেহারা কাঁধেতেঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ।
সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে সতটা পেয়ালা
অজোও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো কতজনই আস
কফি হাউসটা শুধু থেকে যায় ।
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।

05/01/2024

– সিল মারিবেন কোনহানে!🙂🫰😂

Address

সান ভিলা, মুসলিমপাড়া, তবলছড়ি-৪৪৫০, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।
Khagrachari
4450

Alerts

Be the first to know and let us send you an email when Our Daily Needs By Ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Daily Needs By Ctg:

Videos

Share