24/04/2024
কত স্মৃতি কত প্রীতির খেলাঘরে ডুবেছিল মন এত দিন। কল্পনায় সব কিছু সুন্দর। জীবন বড় আজব চরিত্র, পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় করে চলেছে প্রতি খন।
কত হিসাব, কত রাজনীতি, কত ভালো থাকার মিথ্যে প্রচেষ্টা। পৃথিবীতে কেউ কারো নয়, কোনদিন হবেও না।
আজ স্বার্থের টানে ছুটে চলেছে পাগলা ঘোড়ার মতো মানুষের বিবেক। বুদ্ধি, সে তো অর্থ আর ক্ষমতার লোভে লালায়িত।
ভালোবাসা বলতে কিছু হয়না, সবই মায়া। এখানে সবাই সবাইকে ঠকায়, হয় কর্মে না হয় ধর্মে।
সুখ জীবনে ক্ষণস্থায়ী তাকে ধরে রাখা সাধ্যের বাহিরে। অর্থের পাহাড়ে যে বসে আছে, তারও মাঝে মাঝে দুঃখ অনুভব হয়। তাহলে সুখ কোথায় ..??
কাউকে ঠকিয়ে সুখ খোঁজার নাম কি হতে পারে আমার জানা নেই !! আসলে, সুখ শান্তি হলো মনের ব্যাপার, যেটা ঈশ্বরের উপর নির্ভর করে। কাউকে ঠকিয়ে তা পাওয়া যায়না।।
♡︎♡︎ চিতা তেই..✍︎ সব শেষ... ♡︎♡︎シ︎ ☟︎︎︎
______রাজরানী
#অনুপ_দাস
#কেশবপুর
🆔 ২৪_০৪_২০২৪ (খ্রি:)