Shah ali Toufiq

Shah ali Toufiq Social worker

মানবিক আবেদননাম: শরিফপিতা: শহিদুলপেশা: চা দোকানদারঠিকানা: গ্রাম- দিকদাইর, কেন্দুয়া পৌরসভাশরিফ, কেন্দুয়া সরকারি কলেজের ...
21/03/2025

মানবিক আবেদন

নাম: শরিফ
পিতা: শহিদুল
পেশা: চা দোকানদার
ঠিকানা: গ্রাম- দিকদাইর, কেন্দুয়া পৌরসভা

শরিফ, কেন্দুয়া সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের একজন মেধাবী ছাত্র। সম্প্রতি তার জীবনে নেমে এসেছে এক অপ্রত্যাশিত বিপর্যয়—সে আক্রান্ত হয়েছে মরণব্যাধি ব্রেন টিউমার-এ। শরিফের জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি অপারেশন, যা পার্শ্ববর্তী দেশ ভারতে করতে হবে। এর জন্য প্রায় ৮ লক্ষ টাকার প্রয়োজন, যা শরিফের পরিবার একা বহন করতে সম্পূর্ণরূপে অক্ষম।

তার বাবা একজন চা দোকানদার, সীমিত আয়ে পরিবার চালানোই তার জন্য কঠিন। এ অবস্থায় শরিফের চিকিৎসার খরচ মেটানো তার বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই শরিফের পরিবারের পক্ষ থেকে অন্তত ৪ থেকে ৫ লক্ষ টাকা সংগ্রহের জন্য দেশের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হচ্ছে।

প্রিয় সমাজের হৃদয়বান মানুষ, আসুন আমরা সবাই মিলে শরিফের পাশে দাঁড়াই। আপনার একটি ক্ষুদ্র সহায়তাই শরিফের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

যোগাযোগ
শরিফ
পিতা: শহিদুল
মোবাইল নম্বর: 01934048172 (বিকাশ)

আপনাদের সাহায্য ও সহযোগিতা শরিফের পরিবার কৃতজ্ঞচিত্তে গ্রহণ করবে।

আগামী রবিবার থেকে সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নামছে "জনসমাজ কেন্দুয়া"।আপনিও থাকুন আমাদের...
14/03/2025

আগামী রবিবার থেকে সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নামছে "জনসমাজ কেন্দুয়া"।

আপনিও থাকুন আমাদের সাথে।

https://themailbd.com/2024/12/28/150668/
28/12/2024

https://themailbd.com/2024/12/28/150668/

নিজস্ব প্রতিবেদক: একুশে টিভি আয়োজিত সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর সম্মানিত পুরস্কার গ্রহণ করেছেন নেত্...

অনুসন্ধান প্রতিদিন ২২/১২/২০২৪
22/12/2024

অনুসন্ধান প্রতিদিন
২২/১২/২০২৪

22/12/2024

I gained 9 followers, created 4 posts and received 13 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

31/10/2024
09/10/2024

কেন্দুয়ার জুড়াইল গ্রামে উত্তেজনা: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের জটিলতা।

সাপ মেরে ফেলা কোন বিষয় নয় কিন্ত একটু ভেবে দেখা দরকার যে, এই ইকোসিস্টেমের কোন কিছুই সৃষ্টি কর্তা অযথা সৃষ্টি করেন নি। আপন...
05/07/2024

সাপ মেরে ফেলা কোন বিষয় নয় কিন্ত একটু ভেবে দেখা দরকার যে,
এই ইকোসিস্টেমের কোন কিছুই সৃষ্টি কর্তা অযথা সৃষ্টি করেন নি। আপনি যখন ভুল বশত: প্রকৃতিতে বিদ্যমান অযথাই মাত্রাতিরিক্ত কোন প্রজাতি কে ধ্বংস করেন তখন এর প্রভাব অবশ্যই একটা সময় ঘুরে ফিরে আপনার আমার উপরে ফিরে আসবে।
তাই যখন নিজের উপর আসবে তখন সেটা কতটুকু সামলাতে পারবেন তা আগে ভেবে নেয়া উচিৎ। মনে রাখবেন প্রকৃতির প্রতিশোধ কিন্ত ভয়ানক নয়........
please অযথাই কেউ সাপ মারবেন না। ৯০% সাপই নির্বিষ হয়ে থাকে কয়েকটা বিশেষ প্রজাতির সাপ বিষাক্ত হয়। সে গুলো সম্পর্কে গুগলে সার্চ দিয়ে জেনে নিন । সত্যি বলতে সাপের বিষ আপনাকে মারার জন্য নয় এটা তার নিজের খাবার সংগ্রহ ও নিরাপত্তার জন্য আছে।

〽️Ripon©️

সুপ্রিয় কেন্দুয়াবাসী,আসসালামু আলাইকুম। আমি, মামুনুল কবীর খান (হলি) তালা প্রতীক নিয়ে  কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভ...
22/05/2024

সুপ্রিয় কেন্দুয়াবাসী,
আসসালামু আলাইকুম।
আমি, মামুনুল কবীর খান (হলি) তালা প্রতীক নিয়ে কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছি
সফলতা এবং ব্যর্থতা মিলেই হয় নির্বাচন, খুব সংক্ষিপ্ত সময়ে প্রার্থিতা ঘোষণা করে পেয়েছি কেন্দুয়া উপজেলার অগণিত মানুষের ভালবাসা।
আপনারা জানেন, কেন্দুয়া উপজেলাটি অনেক বড় পরিসরের একটি উপজেলা, যেখানে ১৩ টি ইউনিয়ন একটি পৌরসভা,সর্বমোট ৯১ টি ওয়ার্ডের ৩২৮ টি গ্রাম নিয়ে প্রায় ২ লাখ ২০ হাজার প্লাস ভোটারের কেন্দুয়া উপজেলা।
চেষ্টা করছি প্রতিটি গ্রামে ভোটারদের দ্বারপ্রান্তে যাওয়ার কিন্তু সংক্ষিপ্ত সময়ে এত বড় উপজেলার ৩২৮ টি গ্রামের সকল ভোটারদের কাছে যেতে পারবো কিনা জানি না তবে আমার চেষ্টার কোন ত্রুটি থাকবে না --
কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের সাথে আমার গভীর আত্মীক সম্পর্ক স্থাপনে,
গত নির্বাচনের পর থেকে অদ্যাবধি আমি আমার সাধ্যমতো জনগনের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি কেন্দুয়া উপজেলায় মানবাধিকার সমুন্নত রাখার প্রয়াসে আমার প্রচেষ্টা চলমান রয়েছে...
আমি এই উপজেলার সার্বিক কল্যাণে সবসময় একধাপ এগিয়ে ভাবতে চাই ,থাকতে চাই Always পজেটিভ। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।
তারুন্য নির্ভর প্রগতিশীল আগামীর কেন্দুয়া বিনির্মানে আমার নিজস্ব কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে যদি কখনো সুযোগ হয় তাহলে এগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।
তারুণ্যের শক্তিতে গড়ে তুলবো আগামীর কেন্দুয়া উপজেলা, কেন্দুয়াবাসীর ভালবাসাই আমার আগামীর প্রেরণার উৎস --💚💖

16/05/2024

নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন মাসকা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হতদরিদ্র অসহায় রিকশাচালক রতন মিয়া।  দুরারোগ....

08/05/2024

Address

Kendua Bazar
Kendua
2480

Telephone

+8801791638244

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah ali Toufiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shah ali Toufiq:

Share