
21/03/2025
মানবিক আবেদন
নাম: শরিফ
পিতা: শহিদুল
পেশা: চা দোকানদার
ঠিকানা: গ্রাম- দিকদাইর, কেন্দুয়া পৌরসভা
শরিফ, কেন্দুয়া সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের একজন মেধাবী ছাত্র। সম্প্রতি তার জীবনে নেমে এসেছে এক অপ্রত্যাশিত বিপর্যয়—সে আক্রান্ত হয়েছে মরণব্যাধি ব্রেন টিউমার-এ। শরিফের জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি অপারেশন, যা পার্শ্ববর্তী দেশ ভারতে করতে হবে। এর জন্য প্রায় ৮ লক্ষ টাকার প্রয়োজন, যা শরিফের পরিবার একা বহন করতে সম্পূর্ণরূপে অক্ষম।
তার বাবা একজন চা দোকানদার, সীমিত আয়ে পরিবার চালানোই তার জন্য কঠিন। এ অবস্থায় শরিফের চিকিৎসার খরচ মেটানো তার বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই শরিফের পরিবারের পক্ষ থেকে অন্তত ৪ থেকে ৫ লক্ষ টাকা সংগ্রহের জন্য দেশের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হচ্ছে।
প্রিয় সমাজের হৃদয়বান মানুষ, আসুন আমরা সবাই মিলে শরিফের পাশে দাঁড়াই। আপনার একটি ক্ষুদ্র সহায়তাই শরিফের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।
যোগাযোগ
শরিফ
পিতা: শহিদুল
মোবাইল নম্বর: 01934048172 (বিকাশ)
আপনাদের সাহায্য ও সহযোগিতা শরিফের পরিবার কৃতজ্ঞচিত্তে গ্রহণ করবে।