Jonayer1

Jonayer1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jonayer1, Digital creator, Kendua.
(3)

আমার ভালবাসার আলতো পরশে তোমায় আমি ছুঁতে চাই তোমার হৃদয়ে দিবে কি আমার ভালোবাসার একটু টাইজোনায়েদ
14/01/2025

আমার ভালবাসার আলতো পরশে তোমায় আমি ছুঁতে চাই তোমার হৃদয়ে দিবে কি আমার ভালোবাসার একটু টাই

জোনায়েদ

13/01/2025

তুমি ছিলে আমার ভালোবাসার প্রথম প্রকাশ!
তোমাকে যত চাই ভুলতে তত বেশি মনে পরে চোখ বুঝিলে যেনো মনে হয় তুমি আছো আমার পাশে,
#জোনায়েদ

একটা মনের ভালবাসা পাবার জন্য আমি কতই না সাধন করেছিপেয়েছি শুধু ভালবাসার নামে অবহেলা কোথায় গেলে পাবো আমি একটা মনের ভালবাসা...
13/01/2025

একটা মনের ভালবাসা পাবার জন্য আমি কতই না সাধন করেছি
পেয়েছি শুধু ভালবাসার নামে অবহেলা
কোথায় গেলে পাবো আমি একটা মনের ভালবাসা
সারা জাহান খুঁজে দেখলাম আমি আমার জন্য নাই কোথাও কারো ভালোবাসা
তাই ত আমি খুঁজি এখন প্রকৃতির মাঝে আমার ভালবাসা
#গ্রাম
#বাংলার
#কেন্দুয়া

#

😪সে হয়তো ভাবছে কী ক্ষ'তি করলাম। ক্ষুদার্ত ছিলাম😪 খাবার  চেয়েছি😥চোখে ঘুম ছিলো তাই তোমার বাসার😪 আঙিনায়  ঘুমিয়ে ছিলাম ,  তা...
30/12/2024

😪সে হয়তো ভাবছে কী ক্ষ'তি করলাম। ক্ষুদার্ত ছিলাম😪 খাবার চেয়েছি😥চোখে ঘুম ছিলো তাই তোমার বাসার😪 আঙিনায় ঘুমিয়ে ছিলাম , তাই বলে লোহার কাঁচি দিয়ে আমার পেট ছি'দ্র করে দিলা,আমার তো জ্ঞান নেই যে ডাক্তারের কাছে যাবো, এখন শুধু বসে বসে🥲 মৃ'ত্যুর অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, 😭😭
.........আহ নির্দয় মানুষ নামের অমানুষরা😡😡😡

29/12/2024

#জালিয়ার হাওরের শীতের বিকেলে কতই না সুন্দর লাগছে কেন্দুয়া নেত্রকোনা

 #শ্রদ্ধা সম্মান কাকে বলে তাদেরকে শিখে নাও বড় আর ছোটর ভালবাসা
02/12/2024

#শ্রদ্ধা সম্মান কাকে বলে তাদেরকে শিখে নাও বড় আর ছোটর ভালবাসা

কলিজা                  জোনায়েদ তোমার জন্য কত-ই না গল্প লিখেছি আমিতুমি কি তা জানো,কলিজা'আর তুমি তা জেনেই বা কি করবে!তুমি ...
30/11/2024

কলিজা
জোনায়েদ

তোমার জন্য কত-ই না গল্প লিখেছি আমি
তুমি কি তা জানো,কলিজা'
আর তুমি তা জেনেই বা কি করবে!
তুমি ত আমার কেউ না
তুমি ত আমার জন্য হয়ে গেছো
শেষ রজনী অচেনা একটা ছুট তারা
তুমি কি জানো কলিজা তোমার জন্য
আমার হৃদয় এখনো একা কাদে
তোমার মাঝে-ই আমি আমার সুখ পাই
তাই ত শুধু তোমায় নিয়ে
নিত্যকাল হৃদয় মহল রাখি সাজিয়ে ।
কোন কবিতা নয়,
শুধু তোমার ভালবাসার-ই আমি রাখি সাজিয়ে
তুমি ছিলে আমার ভালবাসার প্রথম প্রকাশ
তাই ত তোমাকে আমি ভূলতে পারিনি
নিজের ভেতরে ফিরে নিজেকেই রচনা করেছি পথ
অভিমান ভালোবেসে তোমায় ভুলতে গিয়ে
তোমাকেই আমি আমার ভিতরে ভালবাসার বাদনে
আঁটকে পেলেছি আমি

29/11/2024

#পুরনো কথা

#জোনায়েদ

পুরনো কথা যবে মনে পরে যায়
বেদনায় সাতরায় নিজেরে হারায়
কত কথা রয়েছে রিদয়ে গাথা
ভূলে গেছি সবকিছু, শুধু পোরুনো কথা চারা ।
হৃদয়ের আজও বাজে তোমাকে হারানোর ব্যেথা তানদ্ধব
তুমি যেমন চেয়েছলে তেমনি আছো'আজো অবিরত!
দেখে যাও শুনে যাও এ-ই হৃদয়ের কথা
ক্ষণে ক্ষণে ঝরে পরে আমার চোখের অশ্রু।
তুমি ছিলে নয়নে আছো ক্রমাগত
অশ্রু ঝরে যবে হয় ক্ষত-বিক্ষত
তুমি জেতাই থোকনা কেন,আমি জানি তুমি আছো আমার হৃদয়ের গহীনে
অনুভবে আছো তুমি ফিরে ফিরে পায় ।
আমায় ভুলে গিয়ে ধরেছে তুমি
ভুল মানুষের হাত
বদলে গেছে আমার প্রতি তোমার ভালোবাসা ।
ওপারে ডাকে যদি কভু চলে যায়
বুঝবে সেদিন, ডাকবে সেদিন
কাঁদবে একা নিরালায় ।

27/11/2024

ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!

পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল "গাজওয়ায়ে হিন্দ" তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!

কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!

যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!

আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!

পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি"হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ
জি"হ|দ চালিয়ে যাবে।

মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।

অন্য বর্ণনায় আছে,
গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!"
রাসুল (ﷺ) বললেন, "আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।" সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।

ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে; এক ভাগ বিশাল মুশরিক বাহিনি দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।

Copy : শৃঙ্খলা

 #মনটা কে রাস্তার মতো         খুলে দিও না  যাতে সবাইচলাচল করতে পারে         মনটা কে আকাশের মতো!বিশাল করে রাখো         যা...
24/11/2024

#মনটা কে রাস্তার মতো
খুলে দিও না যাতে সবাই
চলাচল করতে পারে
মনটা কে আকাশের মতো!
বিশাল করে রাখো
যাতে সবাই আশ্রয় নিবে
কিন্তু ছুঁতে পারবে না ,
মনটা কে চাঁদের মত করে ঘরে তুলো
যাতে অন্ধকার মানুষ হাঁটতে পারে
কিন্তু স্পর্শ করতে পারবে না!

ভোরের কুয়াশা কেটে এলো বুঝি শীতের সকাল,তোমার-ই অপেক্ষায় আছি আমি আজও বহমানতুমি আসবে এই প্রত্যাশায় আমি আজও আছি সেই কুয়া...
23/11/2024

ভোরের কুয়াশা কেটে এলো বুঝি শীতের সকাল,
তোমার-ই অপেক্ষায় আছি আমি আজও বহমান
তুমি আসবে এই প্রত্যাশায় আমি আজও আছি সেই কুয়াশার পানে দাঁড়িয়ে!!124

21/11/2024

#পল্লী জননী #জসীমউদ্দীন

20/11/2024

সবার ভালবাসা চায়

Address

Kendua

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jonayer1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share