Taifa Tonny

Taifa Tonny Hello there, This is Taifa Tonny I'm working of digital marketing with 2 years experience.

★★Selas funnel কি?≈selas funnel হচ্ছে পন্য বিক্রি করার একটি ধারাবাহিক মাধ্যম,পন্য বিক্রি করার জন্য কাস্টমারকে আকৃষ্ট করা...
21/01/2023

★★Selas funnel কি?

≈selas funnel হচ্ছে পন্য বিক্রি করার একটি ধারাবাহিক মাধ্যম,পন্য বিক্রি করার জন্য কাস্টমারকে আকৃষ্ট করার যে ধারাবাহিক মাধ্যমগুলো অবলম্বন করা হয় তাকেই selas funnel বলে।

★★কেন সেলস ফানেল গুরুত্বপূর্ণ

★বিশেষ করে যে মার্কেটিংয়ে সেল বিষয়টি যুক্ত রয়েছে, যেমন: কোন প্রতিষ্ঠানের কোন সার্ভিস সেল করবেন, কিংবা অ্যাফিলিয়েশনের জন্য মার্কেটিং পরিকল্পনা সাজিয়েছেন, কিংবা ইকমার্স বিজনেস করছেন, মার্কেটিং পরিকল্পনা সাজাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই সেলস ফানেল সাজিয়ে নিবেন।

★★selas funnel এর কয়েকটি ধাপ রয়েছে তা হলঃ

1.Attract(Facebook, YouTube post)
2.Engage ( like,comment, share,subscription).
3.capture ( lead collection).
4.Nature (Data bases,communication skill).
5)convert(convert to sales).

Topic :-   ★Communication Skills কাকে বলে?≈Communication skills বা যোগাযোগ দক্ষতা হ'ল দক্ষতা যা আপনি বিভিন্ন ধরণের তথ্য ...
21/01/2023

Topic :-

★Communication Skills কাকে বলে?

≈Communication skills বা যোগাযোগ দক্ষতা হ'ল দক্ষতা যা আপনি বিভিন্ন ধরণের তথ্য দেওয়ার সময় এবং গ্রহণ করার সময় ব্যবহার করেন। কিছু উদাহরণের মধ্যে রয়েছে ধারণা, অনুভূতি বা আপনার চারপাশে কি ঘটছে তার আদান-প্রদান। যোগাযোগ দক্ষতা শোনা, কথা বলা, পর্যবেক্ষণ এবং সহানুভূতির সাথে জড়িত। এটা মুখোমুখি ও ফোনে কথোপকথোনের সাথে ডিজিটাল যোগাযোগ যেমন:ইমেইল এবং সামাজিক যোগাযোগের পার্থক্যটা বুঝতেও সাহায্য করে।

➡কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার গুরুত্ব কি?

➡আমরা যেখানে কাজ করি সেটা কোনো team এ হোক বা organisation এ হোক ভালোভাবে কাজ করতে ও নিজের কাজকে সবার সামনে তুলে ধরার জন্য communication ভালো হওয়া খুবই জরুরি। আপনার communication skill যত ভালো হবে আপনি তত তারাতাড়ি সবার সাথে মিশতে পারবেন ও নিজের অবস্থার উন্নতি করতে পারবেন।

➡বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা! বিশ্বায়নের এই সময়ে যে যত ধরনের মানুষ এর সাথে যতবেশি যোগাযোগ রাখতে পারবে, সে ততবেশি ইনফরমেশন বা তথ্য সংগ্রহের সুযোগ পাবে! যা আমাদের সবার ব্যক্তিত্ব বিকাশ এবং ক্যারিয়ার ডেভেলপিং এর জন্য সাহায্য করে! ভালো কমিউনিকেশন স্কিল প্রোডাক্টিভিটি বাড়ায়।

➡কমিউনিকেশন স্কিল ভাল হলে সহজেই -কোওয়ার্কারদের সাথে বোঝাপড়া করা সম্ভব!
-সবার সাথে যতবেশি কমিউনিকেশন বৃদ্ধি পাবে আইডিয়া শেয়ারিং তত বেশি হবে!
-বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ারিং এর মাধ্যমেই প্রোডাক্টিভিটি বাড়বে!
-স্কিল ডেভেলপ করবে!

➡আপনি কি বলছেন, কাকে বলছেন, কিভাবে বলছেন, কখন বলছেন, কি ভাষা ব্যবহার করছেন; সব-ই খুব গুরুত্বপূর্ণ! এর মাধ্যমেই কোওয়ার্কারদের সাথে সখ্যতা বৃদ্ধি পাবে অথবা কমবে! অফিস একটি টিম ওয়ার্ক! খুব ভালো একটি টিম তৈরি করতে প্রথমেই দরকার টিম এর সব মানুষ এর মধ্যেকার সুন্দর বোঝাপড়া! ইন্টারনাল আন্ডার্স্ট্যান্ডিং এর এই বিষয়টিই তৈরি হয় একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে!

➡আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যখন আমরা অন্য প্রতিষ্ঠান এ কোনো কাজ বা কোনো ধরনের কন্ট্রাক্ট এর জন্য যাই তখন আমরা আসলে নিজেদের প্রতিষ্ঠানকেই প্রতিনিধিত্ব করি। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সামনে নিজ প্রতিষ্ঠানের সম্মান অক্ষুন্ন রাখা এবং পাশাপাশি যেই উদ্দেশ্য নিয়ে তাদের সাথে যোগাযোগ করা তার অনেকাংশই বহন করে সুন্দর কমিউনিকেশন স্কিল!

➡যোগাযোগ–দক্ষতা বিকাশের জন্য কোচ বা মেন্টর নির্বাচন করে তাঁর কাছ থেকে হাতে–কলমে শেখার চেষ্টা করুন। 'কথা বলা আবার শেখার কী আছে'—এমনটা ভাববেন না। যোগাযোগ–দক্ষতা আপনাকে যেকোনো ক্ষেত্রে নেতৃত্ব বিকাশের সুযোগ করে দেবে। কোনো দলের নেতা বা করপোরেট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হওয়ার পর কেউ যোগাযোগ–দক্ষতা প্রকাশ করে না |

➡যোগাযোগ দক্ষতার ৬টি প্রয়োজনীয় টিপস:

1.Possitive body langua (ইতিবাচক শারীরিক ভাষা)
2.Transprarency & Honesty (স্বচ্ছতা বা সততা)
3.Professional language(পেশাদার ভাষা)
4.Effective listening(কার্যকর শ্রবণ)
5.Accurate information giving(সঠিক তথ্য প্রদান)
6.parsonalization(ব্যক্তিগতকরণ)

এ্যাফিলিয়েট মার্কেটিংঃএটি মূলত একটি প্রসেস | যেখানে আমাদের নিদিষ্ট কোনো পণ্য নেই | আমরা কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পন...
20/01/2023

এ্যাফিলিয়েট মার্কেটিংঃ
এটি মূলত একটি প্রসেস | যেখানে আমাদের নিদিষ্ট কোনো পণ্য নেই | আমরা কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পন্য প্রমোট করবো |
আমাদের প্রমোটকৃত লিংক বা বানারের মাধ্যমে যখন কোনো ব্যাক্তি কোনো পণ্য ক্রয় করবে তখন আমরা নিদিষ্ট পরিমাণে কমিশন পাবো | আর এটিই মূলত এ্যাফিলিয়েট মার্কেটিং |

★Affiliate marketing এর কাজ হলো :

1. ""Product select"" : বিভিন্ন site রয়েছে যেমন : clickbank , cj affiliate etc.
2. ""Collect link"":site টি থেকে landing page তৈরী করতে হবে।একটি link create হবে।
3. ""Promote"":নিজস্ব website,blog site, youtube channel etc. এ promote করতে হবে।
4. ""Dashboard"": earning দেখবে।

★এফিলিয়েট মার্কেটিং করতে কোনো ইনভেস্ট করার দরকার হয় না।অন্যের পণ্য বিক্রি করে আয় করার সহজ পথ ।

২. কোনো নিজস্ব পণ্যের দরকার হয় না

৩. পছন্দমতো পণ্য ওয়েব সাইটে দেওয়া যায়।

৪. ঘরে বসে কাজ করা যায়।

৫. পণ্য ওয়েব সাইটে দেওয়ার পর বিক্রির জন্য কোন চিন্তা করতে হয় না।

৬. ফুলটাইম ক্যারিয়ার গড়া যায়।

৭. নিজেই মালিক হওয়া যায়।

৮. সময়ের স্বাধীনতা থাকে।

৯. তাই যেকোনো সময় পরিবার পরিজন নিয়ে যেখানে খুশি ভ্রমণে যাওয়া যায়।

১০. বিভিন্ন কোম্পানির কাছে যথেষ্ট কদর পাওয়া যায়।

★বাংলাদেশে এ্যাফিলিয়েট মার্কেটিং করার ভালো কিছু মাধ্যম হলোঃ-

১. ১০ মিনিট স্কুল এ্যাফিলিয়েট প্রোগ্রাম
২. দারাজ এ্যাফিলিয়েট
৩. সহজ এ্যাফিলিয়েট
৪. সপ্নবাড়ি এ্যাফিলিয়েট
৫. ঝাক্কাস এ্যাফিলিয়েট
৬. ডায়ানা হোস্ট এ্যাফিলিয়েট

ফ্রিল্যান্সিং, অর্থ হচ্ছে - মুক্ত পেশা।  যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই।ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন...
20/01/2023

ফ্রিল্যান্সিং,
অর্থ হচ্ছে - মুক্ত পেশা। যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই।
ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন | এটি সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি স্বাধীন মতো কাজ করতে পারবেন | এখানে আপনার কোনো নির্দিষ্ট ইমপ্লয়ার নেই | যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার | অনলাইনে শুধুমাত্র কম্পিউটার/স্মার্টফোন ব্যবহার করে একজন ফ্রিলান্সার হিসেবে কাজ করতে পারবেন |

দক্ষতার গুরুত্ব- দক্ষতা হচ্ছে কিছু গুনের সমষ্টি, কোনো কাজ সফল হতে যা প্রয়োজন | আমাদের জীবনে অবিজ্ঞতার মাধ্যমে মূলত দক্ষত...
20/01/2023

দক্ষতার গুরুত্ব-
দক্ষতা হচ্ছে কিছু গুনের সমষ্টি, কোনো কাজ সফল হতে যা প্রয়োজন | আমাদের জীবনে অবিজ্ঞতার মাধ্যমে মূলত দক্ষতা তৈরি হয় | প্রতিটা দক্ষতা অর্জনেই বেশ পরিশ্রম ও সময় ব্যয় করতে হয় | একটি দক্ষতা নিয়ে কাজ করুন, যা আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু হয় | দক্ষতা অর্জন করা মানব জীবন পরিচালনার জন্য একান্ত প্রয়োজন।দক্ষতা একদিনে অর্জন করা যায়না। বর্তমানে আপনি যত কম সময়ে এবং নির্ভুলভাবে নানা সমস্যার সমাধান করতে পারবেন, আপনার পেশাগত জীবনে তত উন্নতি করতে পারবেন | এজন্য জীবনমুখী নানা দক্ষতা অর্জনে নজর দিতে হবে |প্রতিটা দক্ষতা অর্জনের জন্য আপনার থাকা চাই সময়, পরিশ্রম করার মানসিকতা, এবং অধ্যাবসায় | দক্ষতা আপনার ক্যারিয়ারকে সবার থেকে এগিয়ে রাখবে |

Address

East Kazipara
Kazipara
1216

Alerts

Be the first to know and let us send you an email when Taifa Tonny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taifa Tonny:

Share



You may also like