MD Ashraful Islam

MD Ashraful Islam Assalamualaikum I am a Social Media Marketer. I am Also a Digital Marketer & Entrepreneur.

ঘুরে আসলাম বঙ্গবন্ধু টানেল   #পতেঙ্গা
06/11/2023

ঘুরে আসলাম বঙ্গবন্ধু টানেল

#পতেঙ্গা

No caption
28/10/2023

No caption

কাজের ফাঁকে  পিক নেয়া।
10/09/2023

কাজের ফাঁকে পিক নেয়া।

❤️ ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং ❤️শিখার পাশাপাশি কোর্স চলাকালীন ইন্টার্নিং এর মাধ্যমে পার্ট টাইম কাজ করে ইনকাম করত...
04/05/2023

❤️ ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং ❤️শিখার পাশাপাশি কোর্স চলাকালীন ইন্টার্নিং এর মাধ্যমে পার্ট টাইম কাজ করে ইনকাম করতে চাইলে ইনবক্স করুন।💯💯

আলহামদুলিল্লাহ্ লেভেল ০১ শেষ করে জানতে পারলাম কিভাবে Affiliate Id পাবো।ম‍্যাম আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কিভাবে ...
20/03/2023

আলহামদুলিল্লাহ্
লেভেল ০১ শেষ করে জানতে পারলাম কিভাবে Affiliate Id পাবো।ম‍্যাম আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কিভাবে Kyc ফর্ম পূরণ করতে হবে।

20/03/2023

আলহামদুলিল্লাহ্ Harbour IT কর্তৃক আয়োজিত ডিজিটাল মার্কেটিং কোর্সের লেভেল ০১ Final exam এর ফলাফল(MCQ)। সবাই আমার জন‍্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি।

12/03/2023

Promotional post

একটা_সঠিক_সিদ্বান্ত_বদলে_দিতে_পারে_আপনার_জীবন 🌻

✳️ ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা আমরা সবাই জানি....
ঘরে বসে কাজ করে টাকা আয় করার সবচেয়ে অন্যতম মাধ্যম হলো ফ্রিল্যান্সিং...💥

🔷বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের বাইরে কাজ করা এখনো তত বেশি Secure নয়। কর্মক্ষেত্রে নারীরা প্রায় সময় বিভিন্ন ধরণের হ্যারেজমেন্ট কিংবা বুলিং এর শিকার হয়... প্রত্যেকটি নারী জানে এবং প্রত্যেকটি পুরুষও এটা নিয়ে অবগত!

এসব দিক থেকে চিন্তা করলে ফ্রিল্যান্সিং বাংলাদেশের মেয়েদের জন্য যথেষ্ট সুবিধাজনক একটি পেশা হতে পারে। মেয়েরা অন্যের উপর ডিপেন্ড নাহ হয়ে ঘরে বসে আত্ননির্ভরশীল হতে পারে খুব সহজে!
তোহ আপুরা বসে নাহ থেকে আত্মনির্ভরশীল হন।❤️

আর চাকরির আশায় বসে নাহ থেকে ছেলেদেরও উচিত দক্ষ হয়ে এ সেক্টরে কাজ করা.... বর্তমানে চাকরির বাজারের অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত... একটা চাকরি সোনার হরিণের মতো এখন!
তাই এ সেক্টরে কাজ করলে অন্তত ছেলেদের বেকার উপাধিটা পেতে হবে নাহ!❤️
বেকার_থাকার_দিন_শেষ ✌️

সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন... ভবিষ্যতে আপনারই কাজে আসবে🔥

আপনার প্রশ্ন থাকতে পারে আমার ল্যাপটপ নাই... ডেক্সটপ নাই... আমি কি পারবো?🙂
পারবেন ভাই।💘
এসম্পর্কে জানতে এবং ফ্রিল্যান্সিং শিখার জন্য সঠিক গাইডলাইন খুঁজে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন!
সম্পূর্ণ সাহায্য করার চেস্টা করবো🌿🌿

এ‍ফিলিয়েট মার্কেটিং:  অন‍্য প্রতিষ্ঠানের পন‍্য বা সার্ভিস  কমিশনের বিনিময়ে প্রমোটও বিক্রির প্রক্রিয়াকে এফিলিয়েট মার্কেটি...
06/02/2023

এ‍ফিলিয়েট মার্কেটিং: অন‍্য প্রতিষ্ঠানের পন‍্য বা সার্ভিস কমিশনের বিনিময়ে প্রমোটও বিক্রির প্রক্রিয়াকে এফিলিয়েট মার্কেটিং বলে।শুনতে অনেক সহজ মনে হলেও এই প্রক্রিয়া অনেক জটিল। সহজ ভাষায় কোন প্রতিষ্ঠানের পন‍্য বা সার্ভিস বিক্রির ব‍্যবস্থা করে কমিশন আয় করাকেই এফিলিয়েট মার্কেটিং বলে।

অনলাইনে অনেক এফিলিয়েট মার্কেটপ্লেস রয়েছে।সবচেয়ে জনপ্রিয় পাঁচটি এফিলিয়েট মার্কেটপ্লেস এর নাম নিম্নরুপ:
1.Amazon.com
2.Clickbank.com
3.Rakuten.com
4.ShareAsale.com
5.eBay.com.

উপরিউক্ত এফিলিয়েট মার্কেটপ্লেস গুলোর পন‍্য ও সার্ভিস প্রমোট ও বিক্রির মাধ্যমে কমিশনের মাধ্যমে আয় করতে পারি।

30/01/2023

SEO কি?

SEO এমন একটি পদ্ধতি যার মাধ‍্যম যে কেউ সার্চ ইন্ঞ্জিন ব‍্যবহার করে একটি ওয়েব সাইটকে বিনামুল্যে সকলের কাছে পৌঁছে দিতে পারে।SEO এর পূর্ণরুপ হচ্ছে Search Engine Optimization.
ইন্টারনেট ব‍্যবহারের সাথে সাথে seo এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে ব‍্যবসা বাণিজ্য করে টিকে থাকার জন‍্য SEO এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম।

SEO প্রধানত দুই প্রকার হয়ে থাকে।
১.On page optimization
২.Off page optimization
এখন আমরা জানব অন পেজ অপটিমাইজেশন ও অফ পেজ অপটিমাইজেশন কি।

১.অন পেজ অপটিমাইজেশন: আমরা ব্লগ বা ওয়েব পেজের মধ্যে যে সকল অপটিমাইজেশন করে থাকি তাকেই অন পেজ অপটিমাইজেশন বলে।অন পেজ অপটিমাইজেশনের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সঠিক কিওয়ার্ড খোজা এবং এর ব‍্যবহার,টাইটেল ট‍্যাগের ব‍্যবহার, বর্ণনা ট‍্যাগের ব‍্যবহার ইত্যাদি।

২.অফ পেজ অপটিমাইজেশন: অফ পেইজ অপটিমাইজেন একটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্থায়ী সার্চ ইঞ্জিন অপটিমাইজেন যার মাধ্যমে প্রতিযোগিতামুলক রেঙ্কিং এ একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে অন্তর্ভুক্ত করা যায়। সাধারনত উন্নত ব্যাকলিংক, আর্টিকেল মার্কেটিং, ইত্যাদির মাধ্যমে অফ পেইজ অপটিমাইজেশন করা হয়।

অর্থাৎ আমরা সোজা কথায় সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের ভাল সম্পর্ক তৈরি করাকেই SEO বলে। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ছাড়া একটা ওয়েবসাইট কখনোই পূর্ণতা পায় না কারন কোটি কোটি সাইটের অবস্থান প্রথম সারিতে তৈরি করতে হলে এর বিকল্প নেই।

গ্রামের প্রকৃতি
29/01/2023

গ্রামের প্রকৃতি

29/01/2023
19/01/2023

#ডিজিটাল মার্কটিং #
বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যা আমরা বিভিন্ন সোস‍্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আজকে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি বা কাকে বলে।
বতর্মান সময়ে অনলাইনে ইনকাম বা আয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্চে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে অনেকেই জানি না।ইন্টারনেট বা যেকোনো ধরনের ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব‍্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্রান্ডের প্রচারণা করাই ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ যে মার্কেটিং ক‍্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত,সেটিই হচ্ছে ডিজিটাল মাকেটিং।

 # কন্টেন্ট কি?কোনো  সুনির্দিষ্ট  বিষয়ে  সুনিশ্চিত হয়ে তথ‍্যসমুহ সোস্যাল মিডিয়ার মাধ‍্যমে প্রকাশ করার মাধ্যমকেই কন্টেন্ট...
18/01/2023

# কন্টেন্ট কি?
কোনো সুনির্দিষ্ট বিষয়ে সুনিশ্চিত হয়ে তথ‍্যসমুহ সোস্যাল মিডিয়ার মাধ‍্যমে প্রকাশ করার মাধ্যমকেই কন্টেন্ট বলে।
কন্টেন্ট বিভিন্নভাবে তৈরী করা যায়।তার মধ্যে সব থেকে জনপ্রিয় চারটি মাধ‍্যম নিম্নরুপ:-
১. Text content
২. video content
৩. Image content
৪. Audio content
কন্টেন্ট তৈরীর সময় কখনই অন‍্যের কন্টেন্ট কপিরাইট করা যাবে না। কন্টেন্ট সব সময় অরিজিনাল হতে হবে।

23/12/2022

আমাদের দেশে শিক্ষার হার বাড়ার সাথে সাথে বেকারত্বের হারও বাড়তেছে।প্রতি বছর ২০থেকে ২২ লাখ তরুণ চাকুরী বাজারে ঢোকেন যার সিংহভাগই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সম্প্রতি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের(BIDS)জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের ৬৬ শতাংশই বেকার। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও এ হার খুব বেশি কম,তা নয়।

আর এই সমস্যা সমাধানের অন‍্যতম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল‍্যান্সিং হচ্ছে মুক্ত বা স্বাধীন পেশা।যার মাধ্যমে ঘরে বসে অবসর সময়কে কাজে লাগিয়ে অনলাইন প্লাটফর্মে বিদেশি প্রতিষ্ঠানের কাজ করে ইনকাম করার মাধ্যমে বেকারত্ব দুর করা সম্ভব।
বাংলাদেশ তথ‍্য প্রযুক্তি অধিদপ্তরের তথ‍্যনুসারে, বাংলাদেশ সরকার প্রতি বছর ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স পায় ফ্রিল‍্যান্সিং সেক্টর থেকে।
বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ফ্রিল‍্যান্সিং করা যায়।যেমন: কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ইত‍্যাদি। আর এসব কাজ করার মাধ্যমেই নিজের সফলতা ও দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব।

21/12/2022

ফ্রিল‍্যান্সিং এমন একটি পেশা যার মাধ্যমে অনলাইন প্লাটফর্ম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন।এই পেশার মাধ্যমে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন।যেমন একজন ব‍‍্যক্তি চাকুরী করে মাস শেষে বেতন পায় ঠিক তেমনিভাবে অনলাইন প্লাটফর্ম এ কাজ করে সাপ্তাহিক বা মাসিকভাবে টাকা ইনকাম করতে পারবেন।ফ্রিল‍্যান্সিং হচ্ছে মুক্ত পেশা।যার মাধ্যমে অবসর সময়কে কাজে লাগিয়ে অনলাইনে ইনকাম করা যায়। ফলে অনেক মানুষ ইনকাম করার জন‍্য অনলাইন প্লাটফর্মে ঝুকে পড়ছে বা বেচে নিয়েছে।যার ফলে ফ্রিল‍্যান্সিং করে সফল ক‍্যারিয়ার গঠন করতেছে।

সবাই আমার জন‍্য দোয়া  করবেন
19/12/2022

সবাই আমার জন‍্য দোয়া করবেন

Address

Kasba
Kasba

Alerts

Be the first to know and let us send you an email when MD Ashraful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Ashraful Islam:

Videos

Share