27/09/2022
⚠️ আপনাদের যাদের বাসায় মেয়ে আছে এবং সেই মেয়ের যদি বাসায় একা থাকা লাগে মাঝেমাঝে, এই পোস্ট তাদের জন্য।
🔸প্রথমত, মেয়েকে বলে রাখবেন সে যখন বাসায় একা থাকে তখন শুধু বাবা আর ভাই ছাড়া কারো জন্যই যাতে দরজা না খুলে। বাসায় একা থাকা মেয়ের কোনো ভদ্রতা দেখানো দরকার নাই যত পরিচিত পুরুষই তখন আসুক না কেন৷ মেয়ে বলে দিবে যে বাসায় কেউ নাই, তাই এখন দরজা খুলতে পারবেনা। পারবেনা মানে পারবেই না। আর প্রাইভেট পড়াতে আসা টিচারকেও এমন সময়ে আসতে বলবেন যে সময়ে ঘরে কেউ থাকে। একা থাকা অবস্থায় টিচার আসলেও যাতে মেয়ে দরজা না খুলে।
নোয়াখালীর ক্লাস নাইনের যে মেয়েটা নিজ বাসায় ধ*** হলো ধারণা করা হচ্ছে এই কাজ সেই মেয়েরই শিক্ষক করেছে। আর পরিচিত কেউ ছাড়া কোনো মেয়ে বাসায় একা থাকা অবস্থায় দরজা খুলার ও কথা না। আপনার আশেপাশের কোনো পুরুষকেই নিজের মেয়ের জন্য চোখ বন্ধ করে বিশ্বাস করবেননা।
এবং আপনার আত্মীয়স্বজনকেও জানিয়ে রাখবেন যে মেয়ে একা থাকা অবস্থায় যাতে বাসায় না যায়।আর বাসায় কেউ যেতে চাইলে আপনি বাসায় থাকবেন এমন সময়ে তাদের ডাকবেন।আপনার মেয়ে স্কুলে পড়ুক আর ভার্সিটিতে, সব বয়সীদের বেলায়ই এটা প্রযোজ্য। আমার গ্র্যাজুয়েশন শেষ,এখনো আমি বাসায় একা থাকলে কোনো মানুষের জন্য দরজা খুলিনা।বলে দেই -"আম্মু এখন নাই।পরে আসবেন।"
🔹দ্বিতীয়ত, আপনার মেয়ের বয়স যতই হোক, সে বাসায় একা থাকে মানেই তার হাতে একটা মোবাইল দিবেন।স্মার্টফোন দিতে না চাইলে বাটন ফোন দিবেন।যেকোনো বিপদে আপদে মেয়ে যেন আপনারে কল দিতে পারে সেই ব্যবস্থা রাখবেন।অনেক সময় এমনও হয়,পরিচিত কেউ বাসায় এসে বলে-"আমাকে তোমার আম্মু পাঠাইসে।বা, তোমার আম্মুতো অসুস্থ হয়ে গেছপ,হাসপাতালে আছে।তোমাকে নিতে এসেছি।" এসব সিচুয়েশনে যাতে মেয়ে টা দরজা খুলার আগেই আপনারে কল করে ক্রসচেক করতে পারে।
এই বঙ্গদেশে আপনার মেয়ের নিরাপত্তা আপনার ই নিশ্চিত করতে হবে।সে জন্য যা যা দরকার আপনি করবেন।এবং এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেননা।দরজা না খুললে কোনো আত্মীয় গোসসা করলে করুক।আত্মীয়ের গোসসা থেকে আপনার মেয়ের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।