Fuad Mahmud Nafees

Fuad Mahmud Nafees Digital marketer,student

♦ Kepler -186 f♦ পৃথিবীর মতো অনেকটা দেখতে Exoplanet ।এটি পৃথিবীর মতো ব্যাসার্ধের প্রথম গ্রহ যা অন্য নক্ষত্রের বাসযোগ্য অ...
21/08/2021

♦ Kepler -186 f♦

পৃথিবীর মতো অনেকটা দেখতে Exoplanet ।এটি পৃথিবীর মতো ব্যাসার্ধের প্রথম গ্রহ যা অন্য নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে আবিষ্কৃত হয়।নিম্নে কিছু তথ্য তুলে ধরা হলো:

♣ গ্রহটি আবিষ্কার করেন Elisa Quintana, ১৭ ই এপ্রিল,২০১৪ সালে।
♣ গ্রহটি Kepler 186 নামের নক্ষত্রকে প্রদক্ষিণ করে এবং এর Orbital Period প্রায় ১৩০ দিনে সম্পন্ন হয়।
♣ গ্রহটি আমাদের পৃথিবী থেকে ১.১৭ গুন এবং এর ভর ১.৪ গুণ বেশি।
♣ গ্রহটি Kepler 186 থেকে দূরে হওয়ার কারনে তাপমাত্রা -৮৫ ডিগ্রি সেলসিয়াস।
♣ গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় ৫৫৭.৭ Light Years দূরে অবস্থিত।

Reference :"NASA's Kepler Discovers First Earth-Size
Planet in The 'Habitable Zone' of Another



27/07/2021
১,৭১,০০০ বছর থেকে সর্বোচ্চ ১০ লক্ষ বছর সময় লাগে সূর্যের কেন্দ্র থেকে সূর্যের পৃষ্ঠে আসতে তারপর সূর্যের পৃষ্ঠ থেকে পৃথিব...
26/07/2021

১,৭১,০০০ বছর থেকে সর্বোচ্চ ১০ লক্ষ বছর সময় লাগে সূর্যের কেন্দ্র থেকে সূর্যের পৃষ্ঠে আসতে তারপর সূর্যের পৃষ্ঠ থেকে পৃথিবীতে আসতে আরো ৮ মিনিট ১৯ সেকেন্ড সময় নেয় । চিন্তা করতেও অবাক লাগে, আমরা পৃথিবীতে বসে আজকে যে আলো পাচ্ছি তা কত লক্ষ বছর পূর্বে সূর্যের কেন্দ্রের ফিউশন বিক্রিয়ার ফল। তাহলে প্রশ্ন হচ্ছে এত লক্ষ বছর লাগে কেন, সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীতে আলো আসতে ? উত্তর হবে, সূর্যের কেন্দ্রকে ঘিরে রাখা প্লাজমার ( ইলেক্ট্রন ও আয়নের মিশ্রণ) ঘনত্ব অনেক বেশী। তাইতো ফিউশন বিক্রিয়ায় নির্গত গামা রশ্মি( ফোটনের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য) খুব কম দূরত্ব পাড়ি দেওয়ার পূর্বে ইলেক্ট্রন দ্বারা শুষিত হয়। এই ইলেক্ট্রন সমূহ শোষিত ফোটনকে সকল দিকে পুনরায় নির্গমন করে, কিন্তু এই ঘটনায় কিছু পরিমান শক্তি খোয়া যায়। পরবর্তীতে এই ফোটন সমূহ বিকিরণ অঞ্চলে প্রবেশ করে। বিকিরণ অঞ্চল সূর্যের কেন্দ্রীয় অঞ্চলের জন্য অন্তরকের আবরণ হিসেবে কাজ করে, যাতে ১৫ মিলিয়ন ডিগ্রী কেলভিন তাপ ধরে রেখে ফিউশন বিক্রিয়া ঘটার পরিবেশ তৈরী হয়। এই অঞ্চল পাড়ি দিতে একটি ফোটন অসংখ্য বার ইলেক্ট্রন কর্তৃক শোষিত ও নির্গত হয়, ফলে নেট শক্তি প্রবাহের গতি ধীর হয়ে যায় এবং শক্তির পরিমান কমে যায়। ফলে গামা রশ্মি থেকে এক্সরে তে পরিণত হয়।
কেন্দ্রে উৎপন্ন তাপ ও আলোক শক্তি তড়িচ্চুম্বক তরঙ্গ তথা ফোটন ( প্রধানত এক্সরে) হিসেবে বিকিরণ, তাপীয় পরিবহন প্রক্রিয়ায় বিকিরণ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এ অঞ্চলের ঘনত্ব ও তাপমাত্রা কেন্দ্র থেকে কম কিন্তু পরবর্তী অঞ্চল থেকে বেশী।
কেন্দ্রে উৎপন্ন এক্সরে বাবল তৈরী করে কম তাপমাত্রা, ঘনত্ব, চাপের পথ অনুসরণ করে সূর্য পৃষ্ঠের দিকে ধাবিত হয়। হাইড্রোজেন, হিলয়াম, অসম্পৃক্ত ইলেক্ট্রন দ্বারা বিকিরণ অঞ্চল পূর্ণ থাকে। এ অঞ্চলের গভীরে, এক্সরে বিভিন্ন কনার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। বারবার সংঘর্ষের ফলে এক্সরের দিক বারবার পরিবর্তন হয়। দুটি ধাক্কার মধ্যে এক্স রে মাত্র কয়েক মিলিমিটার পথ অতিক্রম করে। এভাবে ধাক্কার পর ধাক্কা খেয়ে এক্সরে সৌর পৃষ্ঠের দিকে গমন করে। তাই ফোটন তথা এক্সরের এই অঞ্চল পাড়ি দিতে ১৭১,০০০ থেকে ১০ লক্ষ বছর সময় লাগে। ধাক্কার দরুন এক্সরের শক্তি প্লাজমা অনু কর্তৃক শোষিত হওয়ায় এক্সরে এর শক্তি কমে যায় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ধীরে ধীরে এই তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে এবং সূর্যের পৃষ্ঠে এসে দৃশ্যমান আলোয় পরিনত হয়।

05/07/2021

#যুবসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ
ও প্রতিকার 🤔ঃ

🗣️যুবসমাজ জাতির ভবিষ্যৎ। আলোকিত যুবসমাজ জাতিকে উন্নতকরণের মাধ্যমে উৎকৃষ্ট জাতির রুপ দান করে। সুতরাং কোন জাতির যুবসমাজ যদি নৈতিকতা ও মনুষত্ব্য হারিয়ে বিপথে ধাবিত হয়, তবে সে দেশের ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকারাচ্ছন্ন।।

★★ বিভিন্ন কারণে যুবসমাজে নৈতিক তার অবক্ষয় ঘটে। বর্তমানে যুবসমাজের বিপথগামীতার উল্লেখযোগ্য কারণ হচ্ছে প্রযুক্তি অপব্যবহার। প্রযুক্তির আশীর্বাদ ৷ টেলিভিশন, মোবাইল , কম্পিউটার,
ইন্টারনেট, ফেসবুক ও অন্যান্যসামাজিক যোগাযোগমাধ্যম সমাজে যতটুকু আশীর্বাদ বয়ে এনেছে, তার চেয়ে শতগুণ বেশি অভিশাপ বয়ে এনেছে তরুণদের জন্য।তরুণ সমাজে আজ অশ্লীলতা ছরিয়ে পরেছে। অশালীন ও উদ্ভট প্রকৃতির ছবি ও সিনেমা তরুণদের মানসিকতায় প্রবেশ করিয়ে দিচ্ছে অশ্লীল চিন্তাধারা, যা জীবন
গঠনের অন্যতম অন্তরায়।

**এছাড়াও ধুমপান ও মাদকাসক্তির মত
মরণনেশাতো আছেই।

#প্রতিকারঃ

★★ যুবসমাজের নৈতিকতা রক্ষায় মা-বাবাকে সচেষ্ট হতে হবে।।

★★যুবকদেরকে ধর্মীয় নীতি-নৈতিকতা
শিক্ষা দিতে হবে।

★★এছাড়াও সমাজ ও রাষ্ট্রকেও যুবসমাজের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।।।

তাহলেই একটা জাতির বুকে একটি উন্নত
যুবসমাজ গড়ে উঠবে।।
https://images.app.goo.gl/rqSJZdFTaM685Pq67

30/06/2021

🇧🇩 ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত :
⭕ কেউ ঘর হতে বের হতে পারবেন না।

⭕ পুলিশের দেওয়া কোনো মুভমেন্ট পাস থাকবে না।

⭕ জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অফিস-আদালত সব বন্ধ থাকবে।

⭕ প্রমাণ সাপেক্ষে শুধু রোগী ও জরুরি সেবায় নিয়োজিতরা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পাবে।

⭕ দাফন-সৎকারের কাজে বের হওয়া যাবে।

⭕ বিনা কারণে ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার

⭕ বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ, সেনাবাহিনী,ও বিজিবি।

সূত্রঃ স্বাস্থ্য মন্ত্রণালয়

25/06/2021

সোমবার থেকে সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

09/06/2021

Welcome to my official page❤️🥰

Address

Kanchan

Telephone

+8801537529751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fuad Mahmud Nafees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Kanchan

Show All