কলমাকান্দা কণ্ঠস্বর

কলমাকান্দা কণ্ঠস্বর ( সত্য প্রকাশে ২৪ ঘণ্টা অনলাইনে )
সবার আগে খবর পেতে পেইজে লাইক ফলো দিন
(1)

08/10/2023

নেত্রকোণা সরকারি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান।।

বাল্যবিয়ে সবচেয়ে বেশি পিরোজপুরে, কম নেত্রকোণায়।বাংলাদেশের ৬০%-এর বেশি পরিবারে বাল্যবিয়ের চর্চা রয়েছে। গত পাঁচ বছরে এই প...
08/10/2023

বাল্যবিয়ে সবচেয়ে বেশি পিরোজপুরে, কম নেত্রকোণায়।

বাংলাদেশের ৬০%-এর বেশি পরিবারে বাল্যবিয়ের চর্চা রয়েছে। গত পাঁচ বছরে এই পরিবারগুলোতে যেসব মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, তাদের বয়স বিয়ের সময় ১৮ বছরের কম ছিল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে “চাইল্ড ম্যারেজ: ট্রেন্ডস অ্যান্ড কজেস” শীর্ষক এক অনুষ্ঠানে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, “বাল্যবিয়ের শিকার হওয়া মেয়েদের মধ্যে ৫৬%-এর বিয়ে হয়েছে মাধ্যমিক পাস করার আগেই। এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। এই জেলায় বাল্যবিয়ের হার ৭২.৬%। এ হার সবচেয়ে কম নেত্রকোনায় ২৪.১%।”

গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) প্রধান শাশ্বতী বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন মেহের আফরোজ চুমকি এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ।

শাশ্বতী বিপ্লব বলেন, “বাল্যবিয়ের প্রবণতা ও কারণ জানতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ২৭ জেলার প্রায় ৫০,০০০ খানায় এই জরিপ চালিয়েছে। জরিপের তথ্য বলছে, এসব জেলায় ৪৪.৭% মেয়ে ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার হয়।”

গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাল্যবিয়ের শিকার মেয়েদের ৬.৯%-এর বয়স ১৫ বছরের নিচে। পিরোজপুরের পর বাল্যবিয়ের শীর্ষে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ (৬৫.২%), নওগাঁ (৬৫%), ঠাকুরগাঁও (৬২.৫%) এবং জয়পুরহাট (৬১.৪%)।

“যোগ্য” পাত্র পাওয়ায় ৪৪% অভিবাবক ১৮ বছর বয়সের আগেই মেয়েকে বিয়ে দিয়েছেন। এছাড়াও ১৮% অভিবাবক দারিদ্র, ১০% যৌতুক কম বা না চাওয়া, ৭% নিরাপত্তার অভাব, ৬% পড়ালেখায় ভালো না করা এবং ১৫% অভিবাবক অন্যান্য কারণের কথা বলেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি বলেন, “যেসব ছেলেরা অল্পবয়সী মেয়েদের বিয়ে করছে তাদের নিয়ে কোনো গবেষণা হচ্ছে না। সেসব ছেলেদের ছবি তুলে পত্রিকায় প্রকাশ করুন। বিদেশ থেকে ছেলেরা এসেই অল্পবয়সী মেয়ে খোঁজে।”

তিনি আরও বলেন, “অল্প বয়সী মেয়েকে বিয়ে করলে প্রথমে ভালো লাগবে কিন্তু কিছুদিন পর বউকে পছন্দ হবে না। কারণ সে অনেক দিক দিয়ে অনভিজ্ঞ থাকবে। শিক্ষায়, চিন্তায় ওর বয়স থাকবে ছোট। নাকি তখন একটা বাদ দিয়ে আরেকটা বিয়ে করবেন? এই অভ্যাসও অনেকের আছে।”

07/10/2023

প্রকৃতির অপরুপ সৌন্দর্য।।
#প্রকৃতি #ধান

07/10/2023

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাজার কৃষকের স্বপ্ন ধূলিসাৎ....
দরগা বিল, কলমাকান্দা, নেত্রকোণা

নাজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের  কমিটি ঘোষণানেত্রকোণা  কলমাকান্দা  উপজেলার ২ নং নাজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আংশিক ক...
05/10/2023

নাজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

নেত্রকোণা কলমাকান্দা উপজেলার ২ নং নাজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ঠা সেপ্টেম্বর) উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দীন সাধারণ সম্পাদক অমিত সরকারের স্বাক্ষরিত এক চিঠিতে নাজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক আলাল উদ্দীন (আলাল) মেম্বার, যুগ্ম আহ্বায়ক-১ রকি আহম্মেদ(অপু), যুগ্ম আহ্বায়ক- শফিকুল ইসলাম, সুজন মিয়া, শফিকুল ইসলাম বাবুল, জুলহাস রানা, কামাল হোসেন, সদস্য রুবেল মিয়া সহ ৮ বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া উপজেলা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এই কমিটি ১৫ দিনের মধ্যে ৫১ বিশিষ্ট কমিটি ঘোষণার নির্দেশ দেন।

25/09/2023

স্বাধীনতা, এ শব্দটি আমাদের কিভাবে হল।। নির্মুলেন্দু গুণ।।

নেত্রকোণায় নেত্র জুড়ানো ইত্যাদি নিয়ে আসছেন হানিফ সংকেত, শীঘ্রই দেখতে পারবেন আপনার প্রিয় অনুষ্ঠানটি।।
25/09/2023

নেত্রকোণায় নেত্র জুড়ানো ইত্যাদি নিয়ে আসছেন হানিফ সংকেত, শীঘ্রই দেখতে পারবেন আপনার প্রিয় অনুষ্ঠানটি।।

24/09/2023

নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যলায়ের আয়োজনে বই পড়ুয়া সমৃদ্ধ মানুষ গড়ার কর্মসূচি অনুষ্ঠানে কথা বলছেন অধ্যাপক আফজালুর রহমান ভূঁইয়া

21/09/2023
-----------অভিনন্দন----------নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক...
21/09/2023

-----------অভিনন্দন----------
নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।

21/09/2023

সীমান্তের ওপারে অপরুপ সৌন্দর্য..
পাঁচগাও চন্দ্রডিঙ্গা, কলমাকান্দা নেত্রকোণা।

21/09/2023

ঢাকা কমার্স কলেজ সংলগ্ন, শেয়াল বাড়ি এলাকায় বৃষ্টির পানিতে বিদ্যুতপৃষ্ট হয়ে ৯ জনের লাশ উদ্ধার।

21/09/2023

চিপুর চিপুর মেঘ।।

নাজিরপু ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর সম্পাদক মোজাম্মেল নেত্রকোণার বর্ডার তীরবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর  ইউনিয়ন ...
18/09/2023

নাজিরপু ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর সম্পাদক মোজাম্মেল

নেত্রকোণার বর্ডার তীরবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ১৮ ই সেপ্টেম্বর রাতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

দুই জন বিশিষ্ট এই কমিটিতে মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও মোঃ মোজাম্মেল হক কে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, ১৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনের পেক্ষিতে কমিটি ঘোষণা করা হয়েছে।

18/09/2023

নেত্রকোণা জেলা শহরসহ মফস্বল এলাকায় তীব্র তাপদাহর পর বৃষ্টির আভাস....

16/09/2023

তটিনী সোমেশ্বরী 🌻🖤

14/09/2023

ঐতিহাসিক ইত্যাদিতে নেতরত্ন কুদ্দুস বয়াতি গান পরিবেশন করছেন।

13/09/2023

ইত্যাদির আয়োজন চলছে
দুর্গাপুরের সাদা মাটির পাহাড়ের পাশে 💚

দুর্গাপুর.নেত্রকোনা।

 #ইত্যাদি অনুষ্ঠানের তারিখ পরিবর্তন।১৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামীকাল ১৩ সেপ্টেম্বর-২০২৩ বুধবার বিকেল ৫.৩০ ঘটিকায় শুরু ...
12/09/2023

#ইত্যাদি অনুষ্ঠানের তারিখ পরিবর্তন।

১৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামীকাল ১৩ সেপ্টেম্বর-২০২৩ বুধবার বিকেল ৫.৩০ ঘটিকায় শুরু হবে।
স্থানঃ বিজয়পুর সাদামাটির পাহাড় দূর্গাপুর,নেত্রকোনা।

12/09/2023

নেত্রকোনা জেলা (ময়মনসিংহ বিভাগ) আয়তন: ২৭৯৪.২৮ বর্গ কিমি। অবস্থান: ২৪°৩৪´ থেকে ২৫°১২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০০´ থেকে ৯১°০৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা।

জনসংখ্যা ২২২৯৬৪২; পুরুষ ১১১১৩০৬, মহিলা ১১১৮৩৩৬। মুসলিম ২০০১৭৩২, হিন্দু ২০৭৪৩০, বৌদ্ধ ৫৪, খ্রিস্টান ১৮২০০ এবং অন্যান্য ২২২৬। এ জেলায় গারো, হাজং, হদি, বানাই প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

জলাশয় ধনু নদী, ধলাই নদী, গুনাই নদী, ঘোড়াউতরা নদী, পিয়াইন নদী, সোমেশ্বরী নদী উল্লেখযোগ্য।

প্রশাসন নেত্রকোনা মহকুমা গঠিত হয় ১৮৮২ সালে এবং মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে। জেলার দশটি উপজেলার মধ্যে কলমাকান্দা উপজেলা সর্ববৃহৎ (৩৭৬.২২ বর্গ কিমি) এবং সবচেয়ে ছোট উপজেলা আটপাড়া (১৯২.৫০ বর্গ কিমি)

08/09/2023

ওমান থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টায় গ্রেফতার বাংলাদেশী যাত্রী দুলাল। 🤦‍♂️

আন্তর্জাতিক এয়ারলাইনস এর আমাদের দেশে ফ্লাইট পরিচালনা করাই উচিৎ না।
© সাইবার ৭১

পাঁচগাও, কলমাকান্দা,নেত্রকোণা।
08/09/2023

পাঁচগাও, কলমাকান্দা,নেত্রকোণা।

খাবার সন্ধানসিধলী,কলমাকান্দা, নেত্রকোণা
08/09/2023

খাবার সন্ধান

সিধলী,কলমাকান্দা, নেত্রকোণা

সন্ধ্যাহ্ন...কলমাকান্দা, নেত্রকোণা
08/09/2023

সন্ধ্যাহ্ন...
কলমাকান্দা, নেত্রকোণা

04/09/2023

কলমাকান্দায় আকস্মিক ঝড়ে শতাধিক বসতঘর বিধ্বস্ত, দুই জেলে নিখোঁজ |

03/09/2023

১লা সেপ্টেম্বর নি এন পির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা ও কলমাকন্দায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পু*লিশ ও আওয়ামীলীগের সং*ঘ*র্ষ

03/09/2023

১লা সেপ্টেম্বর বি এন পির প্রতিষ্ঠাবাষির্কী ঘিরে নেত্রকোনার পূর্বধলা ও কলমাকন্দায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পু*লিশ ও আওয়ামীলীগের সং*ঘ*র্ষ

02/09/2023

আজ আন্তজার্তিক দাড়ি দিবস।

সমীক্ষা বলছে একজন পুরুষ যিনি সারা জীবনে গড়ে ৩ হাজার ৩৫০ ঘণ্টা সময় ব্যয় করেন দাড়ি কাটার পেছনে। দিনের হিসাবে ১৩৯ দিন।

31/08/2023

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি❤️

30/08/2023

সতর্কীকরণ পোস্ট........

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নেত্রকোনা মডেল থানা, নেত্রকোনার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুল হক স্যারের পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র 01301-147436 নাম্বার হইতে বিভিন্ন জনদের নিকট টাকা-পয়সা দাবী করছে। আপনারা কেউ প্রতারিত হয়ে টাকা-পয়সা দিবেন না। অফিসার ইনচার্জ মহোদয়ের একমাত্র সরকারি নাম্বার 01320-104185। সবাইকে ধন্যবাদ।

সুত্র: নেত্রকোনা মডেল থানা'র আইডি

30/08/2023

নেত্রকোনার সিধলী সংলগ্ন বোবাহালা গ্রামে পুকুর থেকে ফৌজদার মিয়া নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।

26/08/2023

কলমাকান্দায় বিচারের দাবিতে মানববন্ধন
আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে আল ইমরান হোসেনের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার রংছাতি মোড়ে রংছাতি ও তেরতোপা এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে দুই শতাধিক লােকজন অংশ গ্রহণ করেন।
অভিযুক্ত আল ইমরান হোসেন (৩৫) হলেন, উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের মতিউর রহমান মতি ও কোহিনূর বেগম দম্পতির ছেলে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ছফুর উদ্দিনসহ স্থানীয় বাসিন্দা তাজ্জদ আলী, আব্দুল খালেক, আব্দুল মোতালিব, আলী হোসেনসহ আরো অনেকে।এ সময় বক্তারা বলেন, আল ইমরান হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় জমি বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সে এলাকায় একজন ভুমিদস্যু, প্রতারক ও চাপাবাজ ব্যক্তি হিসেবে পরিচিত। সে ঢাকায় মেকআপ ম্যান হিসেবে কাজ করার সুবাদে তার পরিচিতি বিভিন্ন লোকজনের তদবির নিয়ে মিথ্যা মামলা ও হুমকি ধামকি দিয়ে খেটে - খাওয়া সাধারণ মানুষদের জমি হাতিয়ে নিতে হয়রানি করে আসছে। টাউট আল ইমরান হেসেনকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা।অভিযুক্ত আল ইমরান হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযােগ অস্বীকার করে বলেন, প্রতিবেশী ছফুর উদ্দিন স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আমার বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এখন আবার উল্টাে মানববন্ধন করেছেন তারা।

25/08/2023

উপজেলার কৈলাটি ইউনিয়নের দরগা বিল থেকে সরাসরি....

পাহাড়ি ঢলে  বর্ষার প্রাণ ফিরে পেয়েছে...
25/08/2023

পাহাড়ি ঢলে বর্ষার প্রাণ ফিরে পেয়েছে...

অবশেষে ইত্যাদি হতে যাচ্ছে নেত্রকোণায়! সবার পছন্দের একটা অনুষ্ঠান এবার নিজ জেলায় হতে যাচ্ছে। সাথে আছে সালাম সরকার এবং কুদ...
24/08/2023

অবশেষে ইত্যাদি হতে যাচ্ছে নেত্রকোণায়! সবার পছন্দের একটা অনুষ্ঠান এবার নিজ জেলায় হতে যাচ্ছে। সাথে আছে সালাম সরকার এবং কুদ্দুস বয়াতি।
স্থান : দূর্গাপুর, নেত্রকোণা।
আয়োজনের তারিখ : ১৫ই সেপ্টেম্বর ২০২৩। বিকাল ৪টা থেকে রাত দুইটার সময়।

21/08/2023

নেত্রকোণায় টিউবওয়েল থেকে গ্যাস নিঃসরণ, সেই গ্যাসের আগুন দিয়ে চলছে রান্নার কাজ।

15/08/2023

সিধলী বাজার সংলগ্ন প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া ঘরের সব ব্যানার ছিড়ে ফেলেছে গুচ্ছগ্রামের বাসিন্দা মজলু মিয়া ও তার ছেলে কালা মিয়া।

12/08/2023

ছাতা ধরো হে দেওরা।। নেত্রকোণা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

09/06/2022

নেত্রকোণার কলমাকান্দায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এর সাথে মতবিনিময় করে...

Address

Kalmakanda

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলমাকান্দা কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কলমাকান্দা কণ্ঠস্বর:

Videos

Share

Category



You may also like