alo TV media

alo TV media জীবনের কথা বলি

30/09/2023

কবিতা: এ্যাকশন
কলমে: মাসুদুর রহমান
কন্ঠে: আই জামান চমক

27/09/2023

আইসক্রিম! ফ্রুটস আইসক্রিম

25/09/2023
16/09/2023

alo TV media present ``Alo adda"

আলো আড্ডায় স্বাগতম
16/09/2023

আলো আড্ডায় স্বাগতম

13/09/2023

দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

19/08/2023

লাইভ ৯:৩০ বাংলাদেশ
গান, কবিতা, গল্প
আমন্ত্রিত শিল্পী: মাসুম আজাদ, শরিফ হোসেন। পরিকল্পনা ও পরিচালনা: মাসুদুর রহমান

18/08/2023

উল্টো রথী (অনু কাব্য)
মাসুদুর রহমান
১৯/৮/২৩

ভাবছি জেগে ঘুমের ঘোর
যখন রাতি তখন ভোর।
তুমি আমি দুজন মিলে
উড়বো সুখে গগন নীলে।

13/08/2023

হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিকট আন্তরিক ভাবে তওবা করো, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মসমুহ মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যার তলদেশ দিয়ে নদীসমুহ প্রবাহিত। (সুরা আত্ তাহরীম:৮)

04/08/2023

Thanks for watching

20/07/2023

"যখন তুমি দৃড়ভাবে ইচ্ছা করবে, তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন।"
(সূরা আল ইমরান-১৫৯]

17/07/2023

হে আসমান সমূহ ও যমীনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং তাদের সাথে যুক্ত করুন যারা আপনার অনুগ্রহ প্রাপ্ত।

প্রার্থনা 🤲জে. রহমানতুমি যে দয়ার সাগর তুমি মেহেরবান!তুমি মোর পরমেশ্বর, তুমি দয়াবান।ক্ষমা কর ওগো প্রভুমহা-মহিয়ান,ক্ষমা যদ...
15/07/2023

প্রার্থনা 🤲
জে. রহমান

তুমি যে দয়ার সাগর
তুমি মেহেরবান!
তুমি মোর পরমেশ্বর,
তুমি দয়াবান।

ক্ষমা কর ওগো প্রভু
মহা-মহিয়ান,
ক্ষমা যদি না করো কভু
মোর সবই ম্লান।

জীবনের কি হবে মানে
হবে, বরবাদ।
ক্ষমা করো মোরে তুমি
করে দাও রদ।

তুমি তো দয়ার সাগর
তুমি মেহেরবান!
তুমি ছাড়া কে আছে মোর?
মালিকে মহান।

১৫/৭/২০২৩

14/07/2023

"সকলের তরে সকলে মোরা
প্রত্তেকে মোরা পরের তরে"

কোন কবিতা এবং লেখক কে??

আসসালামু আলাইকুম! শুভ সকাল Good morning আসুন সবাই ফলো করিপেজগুলো বড় করি।
10/07/2023

আসসালামু আলাইকুম!
শুভ সকাল
Good morning

আসুন সবাই ফলো করি
পেজগুলো বড় করি।

04/07/2023

ক্ষণিকের মায়া
মাসুদুর রহমান
২১/০৬/২০২৩

স্বপ্নীল জিন্দেগানি, বাহারী রঙের হাতছানী
নারী সম্পদ শক্তি, পদতল করুক সবে ভক্তি।
তন্নি তরুণী ললনা, কার! কি দরকার জানা!
চাহি আমি হররোজ, নিত্য নতুন আনাগোনা।

উচ্চ ভবন পানে চাহি, অপলক স্থির হয়ে রই
এক দুই, তিন তলা, সব চাহি, সর্বোচ্চ সব তলা,
গনভবন, বুর্জআল খলিফা কিংবা হোয়াইট হাউস,
সব আমি চাই, চাই এ ধামে জান্নাত ফেরদাউস।

টাটা, পেপসি, শার্প, স্যামস্যাং বা মাইক্রোসফট
শত সহস্র শিল্প সব, একচ্ছত্র মোর অধীকারে চাই,
টাকা, দিনার, বা ডলার, দেশী কিংবা সুইচ ব্যাংক,
সাদা কালো বুঝি না; সে কী! সব; সব আমি চাই।

দলিত মথিত হোক সুউচ্চ পর্বতসব, মম পদে
শক্তি সব চুমুক পদতল, শির নত করি এ পদে,
ক্ষমতা সৃঙ্গের ধীরাজ আমি, শোভিত মুকুট শিরে
সাদ্দাম, টনি, ট্রাম্প বা বাইডেন সবাইকে ছেড়ে।

প্রাপ্তির নেশা, অতৃপ্ত হিয়া, চাই, চাই আরো চাই,
নেশায়বুদ আমি, রাত-দিন করি সব একাকার
না মানি ঐশী বাণী, না আইন কানুন সৃঙ্খল,
শুভ্র দাড়ী, কুঞ্জ পিঠ, ক্ষিণ দৃষ্টি তবু সবই চাই।

হুইলচেয়ার, নার্স, ডাক্তার, ঔষধ যদিও সম্বল
হার্ট, ডায়াবেটিস, কিডনি সব হয়েছে বিকল,
চাই, চাই, তবু চাই, সর্বোচ্চ মুকুট মছনদ,
বিদায় বা মৃত্য, সব ভুলি রই, চাই যত সম্পদ।

অন্তিম বসন, নিথর দেহ, পাথুরে চাহুনি
সম্পদ শক্তি, মছনদ মুকুট, রবে সবি পড়ি,
আসা যাওয়ার খেলা ঘরে, খেল সাঙ্গ ক্ষণে
চিরতরে দিব পাড়ি, ক্ষণিকের মায়া ছাড়ি।

এপারের সব এপারেই রবে, কিছু নাহি ওপারে
পাপ পূণ্যের হিসাব বিনে, রহে সব এপারে,
সুপথে কুপথে করেছি যাহা, হিসেব হবে থরে থরে,
ওহে মন ভেবে দেখ, আস ফিরে মোহ মায়া ছেড়ে।

02/07/2023

সমীকরণ
মাসুদুর রহমান
৩/৭/২০২৩

আনমনে চাহিয়া আছি দূরে,
জানালার কাচ ভেদি দেখি
টগবগে যুবক, ২৮ কি ৩০ হবে,
সবুজ বসনে উর্ধশ্বাষে ছুটিছে,
চকিত বসিল এক ছিট পিছে
জলন্ত সিগরেট, মুখে ফুঁকে।

কহিলাম তাহে, দেখুন ভায়ে
পাবলিক বাসে, ধুমপান চলে?
চমকি দিয়া, উচ্চ স্বরে কহে
আমার পয়সায়, আমি খায়
জ্বলে কেনো, সমস্যা কি হে!
হাসিয়া কহি, পাবলিক বাস যে!!

রাগ রাগ স্বরে দর্পভরে কহে
হেথা পাবলিক আছে কোথা?
বলি তবে, আছে যারা বসা সব
জনতা নহে! জড় বা অন্য কিছু?
তেড়িয়া আসিয়া, ধমকায়ে কহে
আপনি'তো মিয়া বড় ল্যাঠা!

টাকা দিয়ে কিনিয়াছি ছিটখানা
দাম নেই! ওটা কি গাছের পাতা
পান বিড়ি সিগার, চুরুট খাবো
থাম; তুই কবার কেহে ব্যাটা।
হাস্য বদনে কহি, এমন কেনো করো
তুমি'তো মোর ছোট ভাই সমদহ।

পাবলিক বাসে বিড়ি সিগার খেলে
নারী, শিশু, বৃদ্ধ মা বোন যারা আছে
তাদেরও হয় ক্ষতি, কম কিছু নহে!
কর্কশ সুরে, অসুবিধা যদি কিছু হয়,
কাপড় বাঁধো, মাস্ক পরো, নাক ধরো চেপে,
আপন কার্য করো সবে, জ্ঞান দেয়া ছেড়ে।

যাত্রী সব নির্বাক, মোটা চোখে চায়!!
প্রদিবাদ করিয়া, করিয়াছি মস্ত অন্যায়!!
শয়ে যায় ভাই, এভাবেই প্রতিদিন
আজ সিগার, কাল নিপিড়ণ, উৎপিড়ণ
সিটি মারা, চিমটি, গুতা, ওরনায় টান
সুযোগ পেলেই বুকে বা পিছে হাত
মর্দন, ধর্ষন, গণধর্ষ, খুন, গুম।

রাস্তার পাশে বা অন্য কোথাও,
লাশ হয়ে পঁচে, উলঙ্গ ধর্ষিত বাংলা।
ব্যাথা ভরে, মা-বাবা সনাক্ত করে
বিক্ষিপ্ত বিবস্ত্র রক্তার্ত কন্যার লাশ।
অবুঝ শিশু, প্রাণহীন নিথর দেহে
বিক্ষত স্তনে খুজে বাচিবার আশ।

স্বাধীন দেশে কেন, কেন এই ত্রাস?
সে সমীকরণ, অতি সাধারণ।,
স্বার্থের চশমা পরিয়া দেখি সব,
পট্টি বাধিঁয়া চোখে, সেলাই দিয়াছি মুখে।
শুনিয়াও না শুনি, দেখিয়াও না দেখি!
মত্ত রহি সদা আপনার তুষ্টির তরে।

বিঃদ্রঃ বানান ভুল মন্তব্য করুন।

23/06/2023

আসসালামু আলাইকুম
Assalamu Alaikum

Address

Dhaka Khulna Road
Kaliganj
7350

Alerts

Be the first to know and let us send you an email when alo TV media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Kaliganj

Show All