Green24

Green24 please support follow and like ang subscribe our youtube channel

Right
29/09/2023

Right

বিক্রি করবোদাম;499 টাকাডেলিভারি চার্জ;150 টাকাইমারজেন্সি বই কিনা লাগবে তাই বিক্রি করতে চাচ্ছিকেউ নিলে বলেন,🙃😁   Green24
21/09/2023

বিক্রি করবো
দাম;499 টাকা
ডেলিভারি চার্জ;150 টাকা
ইমারজেন্সি বই কিনা লাগবে তাই বিক্রি করতে চাচ্ছি
কেউ নিলে বলেন,🙃😁 Green24

বাড়িতে চোর ঢুকেছে!গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু, না। কুকুর চ...
26/08/2023

বাড়িতে চোর ঢুকেছে!
গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে।
গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কিন্তু, না। কুকুর চুপচাপ বসে আছে।
কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিলো।
সে কুকুরের কাছে এসে বললো ভাই, একটাকিছু করো,
চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে।
গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইলো।
হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি।
হাড্ডির সাথে মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেনা।
এ কি দেখছে সে ?
বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ?
তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর
কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!
এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
গাধা আর চুপ থাকতে পারলোনা,
সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিলো।
তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো।
মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে
দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা
লাফাচ্ছে। মালিক ভাবলো হয়তো গাধাকে জ্বিনে
ধরেছে অথবা পাগল হয়ে গেছে । তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশকয়েকটা
আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হলো ।
এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা
করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর
ধরা যার দায়ীত্ব ছিলো, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে।
আর গাধা অন্যের দায়ীত্ব মাথায় নিয়ে অপরাধী
হয়েছে।
অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়ীত্বশীলরা নষ্ট হয়ে
গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে
যাওয়া বোকামী ছাড়া আর কিছুনা।
গল্পটা এখানেই শেষ।
কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু।
আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি,
তাদের অবস্থাও ঐ গাধার মত।কথা বলে অপরাধী হচ্ছি।
আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।
তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে-
ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোন উপায় নাই ।
তবে একথা সত্য যে, চোরের দশদিন সাধুর একদিন।
কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না,,,,,,,,🙏

collected ©©

21/08/2023
সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারতেন।তাৱমধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আলহা...
15/08/2023

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারতেন।
তাৱমধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আলহামদুলিল্লাহ।

আল্লামা সাঈদী সাহেবেরর চট্রগ্রামে প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফা'তিহার তাফসির শুনে ৪৬ জন অমুসলিম ইসলাম গ্রহন করেছিল।

আল্লামা সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরানের তাফসির মাহফিল করেছেন।

আল্লামা সাঈদী ১৯৭৪ সাল থেকে প্রতি বছরপবিত্র হজ্ব পালন করেছেন।

কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছিলেন।

সৌদিবাদশাহর আমন্ত্রনে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন।

একবার সৌদিতে সারাবিশ্বের বাছাই করা একহাজারআলেমদের নিয়ে যের যবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিল সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন।

আজ সেই সবাৱ প্ৰিয় কোরআনের পাখিটি কারাগারে বন্ধি অবস্থা হাসপাতালে মারা গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।😭

আল্লাহ্ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)😭
Collect ©©

14/08/2023

জীবনে অপূর্ণ ইচ্ছে থেকে গেলো প্রিয় রাহবার আপনাকে মাহফিলের মঞ্চে সরাসরি দেখার 😢😢

আপনার জন্য দোয়া রইলো আল্লাহ আপনাকে সমান্নীত বান্দা হিসাবে কবুল করুক আমিন.

14/08/2023

বিশ্বনন্দিত মোফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমীন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন 😢হুজুরের মৃ/ত্যুর সঙ্গে সঙ্গে সারা দেশ ভূমি*কম্পে কেঁপে উঠলো। আল্লাহ সবাইকে মাফ কর...
14/08/2023

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন 😢
হুজুরের মৃ/ত্যুর সঙ্গে সঙ্গে সারা দেশ ভূমি*কম্পে কেঁপে উঠলো। আল্লাহ সবাইকে মাফ করুন 😢

13/08/2023

প্রথম সার্চ ইঞ্জিন মিঃ সজিব ওয়াজেদ জয়
@সার্চ ইঞ্জিন

It's TRUE
12/08/2023

It's TRUE

এতে কি আমার পাপ হবে 🙆‍♂️?
11/08/2023

এতে কি আমার পাপ হবে 🙆‍♂️?

কুত্তা
11/08/2023

কুত্তা

মাইকেল ফেলপস , নাম শুনেছো নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদিন...
10/08/2023

মাইকেল ফেলপস , নাম শুনেছো নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদিন প্র্যাকটিস করতেন! আমেরিকাতে রবিবার সব বন্ধ, তো তিনি এই সানডে তেও প্র্যাকটিস করতেন! তখন তার আশেপাশে সবাই বলত, "তুমি এত প্র্যাকটিস করো কেনো, সানডে টা অফ রাখো!!সবাই তাই করে!!" এর উত্তরে ফেল্পস বলেছিলো যে, আমি যদি সপ্তাহে এই একদিন অর্থাৎ রবিবারে প্র্যাকটিস চালিয়ে যাই, তাহলে বছরে ৫২ দিন বেশি প্র্যাকটিস করতে পারবো, এবং এতেই আমি অনেক এগিয়ে যেতে পারবো!!

রানিং এর ক্ষেত্রে একটা ইংরেজি IDIOM আছে, GO THE EXTRA MILE- অর্থাৎ সবাই যেখানে ০৫ মাইল রানিং প্র্যাকটিস করে, সেখানে কেউ যদি ০১ মাইল বেশী প্র্যাকটিস করে , তাহলে বছর শেষে ৩৬৫ মাইল বেশি প্র্যাকটিস করা হবে, এবং এটাই পার্থক্য গড়ে দিবে!!

বাংলায় কথা আছে- "ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল , গড়ে তোলে মহাদেশ, সাগর অতল!"

উপরের গল্পটা নিজের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও দেখবে দিনশেষে তুমিই সফল হবে।যতবেশি পারো প্র্যাকটিস করো যাতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো সফলতার মঞ্চে।একটা কথা মনে রাখবে,হাল ছেড়ে দিওনা কখনো।মানুষ হিসেবে ডিপ্রেশন গ্রাস করবে তোমাকে তবুও হাল ছেড়োনা।প্রতিদিন নিজের মত করে পড়াশোনা চালিয়ে যাও।তুমিই এগিয়ে থাকবে, হ্যাঁ তুমিই।

Be better than what you were yesterday!!
বেস্ট অব লাক♥

collected ©

😲
09/08/2023

😲

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের।ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।সবাই ড্রেসিং রুমে ...
31/07/2023

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের।ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।সবাই ড্রেসিং রুমে ফিরে যায়।গোলরক্ষক স্যাম বাট্রাম রয়ে যান গোল পাহারায়।কুয়াশা যত বাড়ছে-তার সতর্কতাও তত বেশি বাড়ছে।পেছনে মানুষের কোলাহলে তিনি শুনতে পাননি রেফারির খেলা সমাপ্তির বাঁশী।অনেকক্ষণ পর- মাঠের একজন নিরাপত্তা কর্মী এসে তাঁকে জানায় ম্যাচটি প্রায় পনের মিনিট আগেই শেষ হয়ে গেছে।
স্যাম বাট্রাম বলেন- না এটা হতে পারেনা।আমি বিশ্বাস করিনা।খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা অবশ্যই আমাকে বলতো।আমাকে মাঠে একা রেখে ওরা চলে যেতোনা।একজন মানুষও কি ছিলোনা-যে আমার খোঁজ করবে। এরপর,সত্যি যখন বুঝলেন-আসলেই খেলা শেষ হয়ে গেছে। তখন,স্যাম গভীর এক দুঃখ পেলেন।খেলা শেষ হওয়ার জন্য না। বরং বন্ধুরা যে সত্যিই তাকে না জানিয়ে চলে গেছে সে জন্য। যাদের জন্য তিনিগোল পাহারায় দাঁড়িয়ে ছিলেন- তারা সবাই চলে গেলো। কেউ তার কথা একটিবার মনেও রাখলোনা।
জীবনটাও বুঝি এমনি একখেলার মাঠ। যেখানে সময় দিয়ে, সামর্থ্য দিয়ে যাদের জন্য ডিফেন্ড করে প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে- সামান্য কুয়াশার পরিস্থিতিতে তারাই এভাবে সব কিছু ভুলে চলে যায়। বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

# # #সংগৃহীত।

 #বাবার অর্থ সম্পদ না থাকলে, প্রতিটা  #মধ্যবিত্ত সন্তানের   #সিঁড়ির পথ এমনি মনে হয়।🙂আর  #বাবা না থাকলে পথ টাই যেন থাকে ন...
30/07/2023

#বাবার অর্থ সম্পদ না থাকলে,
প্রতিটা #মধ্যবিত্ত সন্তানের
#সিঁড়ির পথ এমনি মনে হয়।🙂
আর #বাবা না থাকলে পথ টাই যেন থাকে না

😃
20/07/2023

😃

জনগন ব্রীজটিকে জিজ্ঞেস করল তুমি কেমন আছ ? উত্তরে ব্রীজটি বলল ভাল নাইরে ভাই,তোমাদের মতো আমাকেও বাঁশ দেওয়া হয়েছে।©©
15/07/2023

জনগন ব্রীজটিকে জিজ্ঞেস করল তুমি কেমন আছ ? উত্তরে ব্রীজটি বলল ভাল নাইরে ভাই,তোমাদের মতো আমাকেও বাঁশ দেওয়া হয়েছে।©©

Ujjal vi©©
14/07/2023

Ujjal vi©©

ভাতিজারা, তোদেরকে একটা গল্প শোনাই তাহলে৷ বাংলাদেশ একবার টি২০ বিশ্বকাপ জিতেছিলো।  হ্যা জিতেছিলো।  তখন ক্যামেরার প্রচলন তে...
11/07/2023

ভাতিজারা, তোদেরকে একটা গল্প শোনাই তাহলে৷

বাংলাদেশ একবার টি২০ বিশ্বকাপ জিতেছিলো। হ্যা জিতেছিলো। তখন ক্যামেরার প্রচলন তেমন ছিলো না,কাগজে কলমে ডকুমেন্টস রাখা হতো। স্যার নাজমুল হাসান পাপন তখন বাংলাদেশের অধিনায়ক । ভারতের বিপক্ষে ফাইনালে স্যার পাপন করেছিলেন ১৪৪* , আর বাংলাদেশ ভারত কে টার্গেট দিয়েছিলো ২৩৯ রান এর। আবার বল হাতে পাপন একাই ৪ ওভার করে নেন ৮ উইকেট এবং ভারত কে মাত্র ৩৯ রানে অল আউট করে দেয় বাংলাদেশ৷ সেটিই ছিলো বাংলার প্রথম বিশ্ব জয়। কিন্তু দুর্ভাগ্য বসত তার সপ্তাহ খানেক বাদে আইসিসির সদর দপ্তরে আগুন লাগে। আর পুড়ে যায় সব ডকুমেন্টস । ইতিহাসের পাতা থেকে মুছে যায় বাংলাদেশের নাম। মুছে যায় স্যার নাজমুল হাসান পাপনের নাম 😭 এই ঘটনা মনে পড়লে পাপন একমাস পাগল থাকে
©©mustafizur Rahman

it's true (Bangladesh)
11/07/2023

it's true (Bangladesh)

কামডা ঠিক হইছে না....???
05/07/2023

কামডা ঠিক হইছে না....???

আর দুইদিন অপেক্ষা কর ঠিকই চিনবো
04/07/2023

আর দুইদিন অপেক্ষা কর ঠিকই চিনবো

আমাদের রাষ্ট্রের ডিকশনারিতে লজ্জা বলে কোন শব্দ নাই 🥺এমি মার্টিনেজ এর সাথে আপনি আজ কয়েকজনের ছবি দেখেছেন যেখানে তাদের কেও ...
03/07/2023

আমাদের রাষ্ট্রের ডিকশনারিতে লজ্জা বলে কোন শব্দ নাই 🥺
এমি মার্টিনেজ এর সাথে আপনি আজ কয়েকজনের ছবি দেখেছেন
যেখানে তাদের কেও চিনেইনা আবার কিছু সো কলড সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও দেখেছেন যাদের কেনো বলা হয়েছে তা অজানা।
সেখানে আমাদের বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের অধিনায়ক জামাল ভূঁইয়া কত অপেক্ষা করেও এমির সাথে দেখা করতে পারেননি। মাশরাফি ক্রিকেটার হয়েও দেখা করতে পেরেছেন, হ্যাঁ তিনি এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। পাবলিক ফিগার হিসেবে বলা যায় একসেস বা ইনভিটিশন নরমাল।তবে যেখানে ফুটবলারই কেন্দ্রে ছিলেন সেখানে বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়ক কে অন্তত সম্মান করা যেত।

টাকা নাই আজ... # #.... নাই বলে যদি  # # থাকতো কোন এক জায়গায় হয়তো আমার ছবিটাও দেখা যেতো😃😃😃😃
03/07/2023

টাকা নাই
আজ... # #.... নাই বলে যদি # # থাকতো কোন এক জায়গায় হয়তো আমার ছবিটাও দেখা যেতো😃😃😃😃

ভক্তের টানে নয় রাজনৈতিক কারণে বাংলাদেশ এসেছিলেন মার্টিনেজ
03/07/2023

ভক্তের টানে নয় রাজনৈতিক কারণে বাংলাদেশ এসেছিলেন মার্টিনেজ

ফুটবল: Football ...   ...        ...⚽⚽⚽মেসি- নেইমার- রোনাল্ডোরাকি ফুটবল খেলে??   😏😏ফুটবল খেলতাম আমরা। বাপরে বাপ খেলা কাক...
03/07/2023

ফুটবল: Football ... ... ...⚽⚽⚽
মেসি- নেইমার- রোনাল্ডোরা
কি ফুটবল খেলে?? 😏😏
ফুটবল খেলতাম আমরা। বাপরে বাপ খেলা কাকে বলে! খেলার আগে গেম প্ল্যান অনুসারে সবার পজিশন ঠিক হল। 🤗
তোরা তিনজন ডিফেন্সে, আমরা দুইজন মিডফিল্ডে, তুই ডানে, তুই বামে। আর তুই মেইন স্ট্রাইকার।খেলায় অফসাইড নাই। 😇
তুই (মেইন স্ট্রাইকার) ওদের গোলবারে হেলান দিয়ে দাঁড়িয়ে গোলকিপারের সাথে গল্প কর। নিচে নামার দরকার নাই। 😊
শুধু আমরা বল এগিয়ে দিলে গোল করবি। খবরদার, মিস হওয়া চলবে না। 😎
তারপর খেলা শুরু হওয়ার দুই মিনিট পর পজিশন-টজিশন সব ভেঙ্গেচুরে একাকার অবস্থা। ডিফেন্ডার চলে গেছে গোল করতে, স্ট্রাইকার এসে ডিফেন্স সামলাচ্ছে। 😝
আরো পরে দেখা গেল মাঠের এক কোণায় একটা জটলা। জটলার মাঝখানে বল। বল যেখানে দুই টিমের গোলকিপার বাদে বাকি সব খেলোয়াড় সেখানে। 🤔🤔
যে যেদিক থেকে পারতেছে সেদিক থেকে লাত্থি মারতেছে। কিন্তু বল বেচারা বের হওয়ার জায়গা পাচ্ছে না। 😂😂
মাঠে কাদা থাকলে আরেকটা দৃশ্য দেখা যায়। জটলার ভিতর লাথালাথি চলতেছে। এক এক জন বলে অলরেডি তিনবার করে লাথি দিয়েছে, অথচ বল দুই ইঞ্চিও নড়েনি। আরেকজন দৌড়ে এসে স্লিপ, এক স্লিপে দশ হাত গিয়ে বলে মারা। 😂
হঠাৎ একজন একহাতে চোখ ধরে চেঁচিয়ে উঠল ‘ঐ, আমার চোখে কাদা পড়ছে’। তারপর আরেক চোখ খোলা রেখে পাশের পুকুরে ঝুপ করে দিল লাফ। 🤣🤣
কাদা-জলের ভারে আরেকজনের প্যান্ট কোমর ছেড়ে অভিকর্ষের টানে ভূ- কেন্দ্রের দিকে ছুটছে। 😝🤣😂
খেলার শুরু পাঁচ মিনিট পর গোলকিপারের চিল্লানি শুরু করছে। সে অলরেডি ৫ মিনিট গোলকিপিং করে ফেলেছে। এখন আরেকজনকে গোলকিপার হতে হবে। সে এখন স্ট্রাইকিং-এ খেলবে। এরপর আগের স্ট্রাইকার সরাসরি গোলকিপিং-এ চলে এলো ৷ 🤔
এভাবেই সব প্লেয়ার গোলকিপিং, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকিং সব
পজিশনে খেলে ফেলে পুরোই অলরাউন্ডার । 😝😎
অথচ এই মেসি,নেইমার ,রোনাল্ডো তারা একটা পজিশনে খেলে।
ভালো খেলোয়াড় হতে হলে ,আমাদের মতো সবখানেই খেলার যোগ্যতা থাকা চাই। 😂🤣😝😎

আসলে টোটাল ফুটবলের জনক কিন্তু আমরাই বোদ্ধারা যতই অন্য কিছু বুঝুক না কেন!!💪

- লেখকের নাম খুঁজে পেলাম না,অনেক ধন্যবাদ প্রাপ্য, পুরো বাস্তব কাহিনি, যারা ফুটবল খেলেছেন তারা অবশ্যই পুরনো স্মৃতি খুঁজে পাবেন এই লেখাতে 😜

If they born in Bangladesh 😃
27/06/2023

If they born in Bangladesh 😃

জ্বলন্ত উদাহরণ
27/06/2023

জ্বলন্ত উদাহরণ

যায় বলেন সেদিন রাকিব এর গোলটা দলের মনোবল বাড়িয়েছিল
27/06/2023

যায় বলেন সেদিন রাকিব এর গোলটা দলের মনোবল বাড়িয়েছিল

Yeap
22/06/2023

Yeap

হাসা কথা কিন্তুো
17/06/2023

হাসা কথা কিন্তুো

বাসার ছাদ থেকে ভোর বেলার ছবি তুলে পাঠিয়েছেন বন্দু  😊
13/06/2023

বাসার ছাদ থেকে ভোর বেলার ছবি তুলে পাঠিয়েছেন বন্দু 😊

আজকে মাএ ৫ বার
12/06/2023

আজকে মাএ ৫ বার

Address

Bangladesah Jhenidah
Kaliganj

Alerts

Be the first to know and let us send you an email when Green24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green24:

Videos

Share


Other Gaming Video Creators in Kaliganj

Show All

You may also like