SAAD Media

SAAD Media ইসলামিক জ্ঞান অর্জন করি আল্লাহর পথে চলি।


(3)

16/11/2024

পাওয়া না পাওয়ার হিসেব কষতে কষতে শেষমেশ যখন মানুষ নিঃশ্বাসটাই হারিয়ে ফেলে। তখন উপলব্ধি করে- রবের অনুগ্রহ আর সন্তুষ্টি ব্যতিত দুনিয়ার কোনো পাওয়াই তার সার্থকতা ছিল না। আর যা কিছু হারানোর শোকে সে কাতর ছিল, সেসবের কোনোটিই তার নিজের ছিল না।

19/10/2024

একজন জান্নাতী সাহাবির ঘটনা:-

হযরত আনাস ইবনে মালেক রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে (মসজিদে নববীতে) উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের নিকট এখন একজন জান্নাতী মানুষ আগমন করবে। (বর্ণনাকারী বলেন) অতপর একজন সাহাবী আগমন করলেন। তাঁর দাড়ি থেকে সদ্যকৃত অযুর পানির ফোটা ঝরে পড়ছিল। তিনি তার বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন।

তার পরদিনও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপ কথা বললেন এবং প্রথমদিনের মতো সেই সাহাবী আগমন করলেন।

যখন তৃতীয় দিন হল, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আবার বললেন এবং যথারীতি সেই সাহাবী পূর্বের অবস্থায় আগমন করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন তখন হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আছ রা. সেই সাহাবীর অনুগামী হলেন। তিনি তাকে বললেন, আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি, তিনদিন পর্যন্ত তার ঘরে যাব না। এই তিনদিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন, তবে আমি সেখানে থাকতাম। তিনি বললেন, হ্যাঁ,

থাকতে পার।

বর্ণনাকারী হযরত আনাস রা. বলেন, হযরত আবদুল্লাহ রা. বলতেন, তিনি তার সাথে সেখানে সেই তিন রাত অতিবাহিত করলেন। তিনি তাঁকে রাতে উঠে তাহাজ্জুদ নামায পড়তেও দেখলেন না। তবে তিনি যখন ঘুমাতেন, বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন আল্লাহর যিকির করতেন। হযরত আবদুল্লাহ রা. বলেন, তার মুখ থেকে কিন্তু ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শুনিনি। যখন তিনদিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে সাধারণ ও মামুলি মনে করতে লাগলাম, তখন তাকে বললাম, হে আল্লাহর বান্দা! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্পর্কে তিনবার একথা বলতে শুনেছি যে, এখনই তোমাদের নিকট একজন জান্নাতী মানুষ আগমন করবে। উক্ত তিনবারই আপনি আগমন করেছেন। তাই আমি ইচ্ছা করেছিলাম আপনি কী আমল করেন তা দেখতে আপনার নিকট থাকব। যাতে আমিও তা করতে পারি। আপনাকে তো বেশি আমল করতে দেখিনি। তাহলে কোন গুণ আপনাকে এই মহান মর্যাদায় উপনীত করেছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন?

তিনি বললেন, তুমি যা দেখেছ, ঐ অতটুকুই। হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, যখন আমি ফিরে আসছিলাম তখন তিনি আমাকে ডাকলেন। তারপর বললেন, আমার আমল বলতে ঐ অতটুকুই, যা তুমি দেখেছ। তবে আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং আল্লাহ তাআলা কাউকে কোনো নেয়ামত দান করলে সেজন্য তার প্রতি হিংসা রাখি না।

হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, এ গুণই আপনাকে এত বড় মর্যাদায় উপনীত করেছে। আর সেটাই আমরা করতে পারি না।-মুসনাদে বাযযার, হাদীস : ১৯১৮; আলবিদায়া ওয়ান নিহায়া ৮/৭৪; আততারগীব ওয়াত তারহীব ৫/১৭৮

12/10/2024

আপনি খুব নরম মনের মানুষ। খুব অল্প আঘাতেই আপনি ভীষণ কষ্ট পান। কারো দু-একটা মধুর মধুর কথাতেই আপনার মন গলে যায়। মানুষের সাথে খুব অল্পতেই মিশে যান। মানুষকে খুব অল্পতেই বিশ্বাস করে ফেলেন। যার কারনে আপনি অনেক সময়'ই ভীষন ভাবে ঠকে যান।

আপনার এই সহজ-সরলতার জন্য অনেকেই হয়তো আপনাকে অনেক কথা বলে। আপনি ন্যাকা আপনি বোকা আপনি সস্তা। নানারকম কথা শুনতে হয় আপনার।

কিন্তু আপনি তাদের কথায় কখনোই মন খারাপ করবেন না, হতাশ হবেন না।

আপনার জন্য একটি সুসংবাদ আছে...

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক নরম মন ভদ্র এবং মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম।"
[মুসনাদে আহমদ-৩৯৩৮]

15/09/2024

আমি লাশের খাটিয়ায় শুয়ে আছি। খাটিয়ার চারিপাশ জুড়ে চেনা-অচেনা মানুষের সমারোহ, কোলাহলপূর্ণ পৃথিবীতে শুধু আমিই কেমন নির্জীব, নিথর। হৃদপিণ্ডের কার্যক্রম বন্ধ, কাফনে আবৃত সাধের শরীর। কেউ আমার অতীত গাঁথায় মত্ত, কেউ আফসোসে গা' ভাসিয়ে বলছে; দেহে প্রাণ থাকলে ভবিষ্যতে এমন কিংবা অমন হতাম! আমার যেনো মনে হচ্ছে, পৃথিবীর বেষ্টনী ঘিরে সবাই আছে, শুধু আমিই নেই। নির্জীবতা কাটিয়ে কোলাহলে ফেরার মিছে তাগিদে, কখন যে আপন ঘরে আমায় শুইয়ে দেবে টেরও পাবো না!
মৃত্তিকা গহ্বরে আঁধারে একা রেখে, যখন প্রিয়জনেরা অশ্রুসিক্ত নয়নে গুটি গুটি পায়ে এগিয়ে যাবে, কেউ কি পিছু ফিরে তাকাবে? কারও হৃদয় কি ছেয়ে যাবে! আমার কবরের পাশে কয়েক মুহূর্ত কাটিয়ে যাওয়ার ব্যথিত বিজ্ঞাপনে।
মাঝে মাঝে আসমানী তারাদের দিকে তাকাই, ওদের বসতি একে-অপরের কতো কাছাকাছি। তবু যেনো মনে হয়, ওরা একে-অপরের বড্ড দূরের কেউ। কেউ কারও সঙ্গী নয়, প্রিয় নক্ষত্রের অভাবে সবাই ধুঁকে ধুঁকে মরছে!
জন্মের পর আমায় যে দোলনায় দোল খাওয়াতো, সে দোলনাটা হুবহু লাশের খাটিয়ার সদৃশ। তবে পার্থক্য আছে, খাটিয়া বহন করতে হয় হৃদয়ে শোকের পাথর বেধে, আর দোলনা? হাতের সামান্য খেল মাত্র! জন্মানোর আনন্দের মতোন সরলতা শেষ বিদায়ে নেই। বিদায় কান্নার, বেদনার, হারানোর, দুঃখের। দুঃখের সমস্ত প্রকারভেদ মিলিয়ে যেটা হয় তাকেই আমরা এক শব্দে বিদায় বলি। বিদায়ের বিষাদে জীবন্ত হৃদয় পুড়ছে। পুড়ে ছাই হয়ে গেলে সে ছাই হতে কভু হেদায়েতের ফুল ফুটবে?
জানি না, আঁধার কবরে ঘুমিয়ে আছি।
মুনকার নাকিরের সওয়াল-জবাবে চোখ খুলে যখন দেখবো ভীষণ একা! তখন মালিককে খুঁজেই কি লাভ? আমি যে, দুনিয়াতেই মালিক চিনতে চাইনি!

14/09/2024

রাসুলুল্লাহ(ﷺ) এর কিছু প্রিয় কাজ

১। বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন। [মুসলিম- ২৫৩১]

২। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পরতেন। [মুখতাসার যাদুল মা'আদ- ১/২৭]

৩। ধোঁয়া ওঠা গরম খাবার, ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না [বায়হাকি-৪২৮]

৪। সুন্নাত ও নফল সলাতগুলো নিজের ঘরে আদায় করতেন। [বুখারী- ৭৩১]

৫। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রাকাত সালাত আদায় করতেন। [মুসনাদে বাযযার- ৮৫৬৭]

৬। কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। [আবু দাউদ- ৪১৩৫]

৭। যতই ভালো খাবার হোক, কখনো ভরপেট খেতেন না। [তিরমিযী- ২৪৭৮]

৮। ফজরের সলাতের পর সলাতের স্থানে বসে তাসবীহ-তাহলীল করতেন এবং সূর্য উঠার পর দুই রাকাত সলাত আদায় করতেন। [আরশিফু মুলতাকা- ৪৫৬৯]

৯। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন। [তাবরানী- ৬১৩৯]

১০। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দিতেন। [মুসনাদে আহমাদ- ২৭৫০৮]

১১। রাতে অজু অবস্থায় ঘুমাতেন। [ফাতহুল বারি- ১১/১১০]

১২। মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন। [আবু দাউদ- ৪১৬০]

১৩। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন। [সহীহ মুসলিম- ৮৯৮]

১৪। বৃষ্টি শুরু হলে দু'আ করতেন। [সহীহ বুখারী- ১০৩২]

১৫। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন। [বুখারী- ৫২১১]

১৬। স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ ধরতেন না; কোন কিছু খেতে না চাইলে চুপ থাকতেন। [মুসলিম- ২০৬৪]

১৭। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন- 'আমি জানি না'। [বায়হাকী- ১৭৫৯৫]

রাসুলুল্লাহ (ﷺ) এর পুরো জীবনই আমাদের জন্য অনুসরণীয়। আলহামদুলিল্লাহ ...

ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রিয় রাসূলের প্রিয় সুন্নাতগুলো আমল করার তাওফিক দান করুন, আমিন

04/09/2024

গুরুত্বপূর্ণ দোয়া ও যিকির
১. ”(سبحان الله⁦)/ (3বার)
২.”(الحمد لله)/ (3বার)
৩.”(لأ إله إلا الله)/(3বার)
৪.”(الله اكبر)/(3বার)
৫.”(استغفر الله)/ (3বার)
৬.”(اللهم اغفر لي)/(3বার)
৭.”(يا رب اغفر لي)/ (3বার)
৮.”(اللهم اجرني من النار)/(3বার)
৯.”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم) (3বার)
পড়া শেষে আলহামদুলিল্লাহ

03/09/2024

আমলকারীকে আল্লাহ সন্তুষ্ট করবেন

সকালে ও সন্ধ্যায় এ দু‘আ ৩ বার পাঠ করবে-

رَضِيْتُ بِاللهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَبِيًّا وَرَسُوْل

অর্থঃ আমি সন্তুষ্ট আল্লাহ তা‘আলার প্রতি রব হিসেবে, ইসলামের প্রতি দীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের প্রতি নবী ও রাসূল হিসেবে।

(আবু দাউদ হাদীস নং-৫০৩৩/তিরমিযী হাদীস নং-৩৩৮৯/মুসনাদে আহমাদ, হাদীস নং-১৭৭৮)

ফযীলত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এ দু‘আটি পাঠ করবে আল্লাহ তা‘আলা তাকে অবশ্যই সন্তুষ্ট করবেন।

24/08/2024

মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন সর্বশক্তিমান আল্লাহকে প্রতিটি জায়গায় স্মরণ করে। সুতরাং সে আল্লাহকে স্মরণ করবে যে কোনো সভা,মিটিং, প্রোগ্রাম, আলোচনার স্থান, সফর, বাসস্থান,দাওয়াত এবং ভোজ ও ওয়ালিমার অনুষ্ঠানসমূহে তথা তার জীবনের সমস্ত শাখা-প্রশাখায়।

14/03/2024

ঈমান রক্ষার জন্য দু‘আ

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةً ‌ ۚ اِنَّكَ اَنۡتَ الۡوَهَّابُ

রাব্বানা লা তুযিগ্ ক্বুলুবানা বা’দা ইয্ হাদায়তানা ওয়া হাব্‌লানা মিল্লা দুনকা রাহমাহ্ ইন্নাকা আংতাল ওয়াহ্‌হাব।

হে আমাদের প্রতিপালক! সরল পথ-প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা বক্র করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান কর। নিশ্চয়ই তুমি মহা দাতা।

(সূরা আ-লু ইমরান, আয়াত : ৮)

জামে’ আত-তিরমিজি,হাদিস নাম্বারঃ ৩৫২২
হাদিসটি বিশুদ্ধ।

حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ أَبِي كَعْبٍ، صَاحِبِ الْحَرِيرِ حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ، قَالَ قُلْتُ لأُمِّ سَلَمَةَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ مَا كَانَ أَكْثَرُ دُعَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ عِنْدَكِ قَالَتْ كَانَ أَكْثَرُ دُعَائِهِ ‏"‏ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ ‏"‏ ‏.‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لأَكْثَرِ دُعَائِكَ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ قَالَ ‏"‏ يَا أُمَّ سَلَمَةَ إِنَّهُ لَيْسَ آدَمِيٌّ إِلاَّ وَقَلْبُهُ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ فَمَنْ شَاءَ أَقَامَ وَمَنْ شَاءَ أَزَاغَ ‏"‏ ‏.‏ فَتَلاَ مُعَاذٌ ‏:‏ ‏(‏ ربَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا ‏)‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالنَّوَّاسِ بْنِ سَمْعَانَ وَأَنَسٍ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَنُعَيْمِ بْنِ هَمَّارٍ ‏.‏ قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏
শাহর ইবনু হাওশাব (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, উম্মু সালামাহ (রাযিঃ)-কে আমি বললাম, হে উম্মুল মু’মিনীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দু’আটি পাঠ করতেন? তিনি বললেন, তিনি অধিকাংশ সময় এ দু’আ পাঠ করতেনঃ
يَامُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ “হে মনের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখ"।
উম্মু সালামাহ (রাযিঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি অধিকাংশ সময় “হে মনের পরিবর্তনকারী! আমার মনকে তোমার দ্বীনের উপর স্থির রাখ” দু’আটি কেন পাঠ করেন? তিনি বললেনঃ হে উম্মু সালামাহ! এরূপ কোন মানুষ নেই যার মন আল্লাহ তা’আলার দুই আঙ্গুলের মধ্যবর্তীতে অবস্থিত নয়। যাকে ইচ্ছা তিনি (দ্বীনের উপর) স্থির রাখেন এবং যাকে ইচ্ছা (দ্বীন হতে) বিপথগামী করে দেন।
তারপর অধঃস্তন বর্ণনাকারী মুআয (রহঃ) কুরআনের এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) “হে আমাদের রব! আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বাকা করে দিও না”। (তিরমিযী - ৩৫২২)

14/03/2024

জাহান্নাম থেকে বাঁচা

দোয়াটি হলো : (সাত বার): اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা আজিরনি মিনান নার।

বাংলা অর্থ : “হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও

[আবু দাউদ-৫০৮১ নাসায়ি সুনানে কুবরা-৯৯৩৯ সহি ইবনে হিব্বান-২০২২]

ফজিলত : হজরত মুসলিম ইবনে হারেস তামিমি [রা.] বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কানে কানে বললেন, যখন মাগরিবের নামাজের সালাম ফেরাবে, তখন কারো সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি সাত বার পড়বে। যদি তুমি পড় আর ওই রাতেই তুমি মারা যাও তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে। ফজরের নামাজের পরও এ দোয়াটি একই নিয়মে সাতবার পড়বে। যদি তুমি পড়ে থাক আর ওই দিনেই তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে।

14/03/2024

ওজুর দু’আ
اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَوَّابِيْنَ. وَاجْعَلْنِـيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ

আল্লাহুম্মাজ্ আলনী মিনাত্ তাওয়াবীনা ওয়াজ্ আলনী মিনাল মুতাতাহ্হেরীন
হে আল্লাহ! তুমি আমায় তওবাকারীদের দলভুক্ত কর এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে গণ্য কর।
তিরমিজী ১/৭৮ا ‏.‏
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তা’আলা ব্যতিত আর কোন ইলাহ নেই, তিনি এক, তার কোন শরীক নেই; আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাহ ও তারই রাসূল; হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত কর এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর”, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামত যে কোন দরজা দিয়েই তাতে যেতে পারবে। (তিরমিজী ,৫৫)

06/03/2024

মহানবী (সা:) বলেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোন নামাজ নেই ।এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো।
বুখারি হাদিস 657

26/02/2024

যে ব্যক্তি কোনো সৎকর্মের দিকে ডাকে, তার জন্য রয়েছে ওই সৎকর্মের অনুসরণকারীর সমান সওয়াব। তাতে তাদের সওয়াব একটুও কমে না।
মুসলিম:২৬৭৪

25/02/2024

হে আল্লাহ
সকল কবরবাসীকে
মাফ করে দিন। প্রত্যেক
কবর কে জান্নাতের বাগান করে দিন।

02/02/2024

সমস্ত প্রশংসা
একমাত্র
আল্লাহ তাআলার জন্য।

09/01/2024

আল_কুরআনের পথ,শান্তি পাওয়ার পথ।
আল_কুরআনের পথ ,
মুক্তি পাওয়ার পথ,আল কুরআনের পথ ,
জান্নাত পাওয়ার পথ।

09/01/2024

সত্য কথা বলব মোরা
সত্য পথে চলবো,
যতই বাধা আসুক তাতে
দুপায়ে সব দলবো।

20/12/2023

জিহ্বা নরম কিন্তু ইহা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন।

যে চুপ থাকলো সে নাজাত পাইল। বোখারি

Address

Kaliganj

7300

Telephone

+8801760454677

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAAD Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAAD Media:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share