05/02/2024
যদি তুমি খিটখিটে মেজাজের হও, অল্পতেই রেগে যাও।কখনো কাউকে কষ্ট দেওয়ার পর যদি তোমার খারাপ লাগে, নিজেরই কষ্ট লাগে বা অনুতপ্ত হয়। কেনোই বা ওমন করলাম সে হয়তো কষ্ট পেয়েছে, এসব ভেবে যদি তোমার ভীষণ খারাপ লাগে, চোখে জল চলে আসে এবং তার কাছে গিয়ে ক্ষমা চাইতে ইচ্ছে হয়।
তখন বুঝবে তোমার মনটা অনেক বেশি সুন্দর। এমন হৃদয় সবার থাকে নাহ্।
তোমার হৃদয়টার যত্ন নিও।❤️🌸