H M Zahidul Islam

H M Zahidul Islam অসীম সীমানায় মহাশক্তির সাথে লীন হওয়াই আমার গন্তব্য। চলার পথে তার রোডম্যাপ তৈরি করে চলছি অবিরত
(1)

15/11/2023

মানুষিক হসপিটালে থাকা প্রতেকটি মানুষ, আর মানুষিক যন্ত্রণায় থাকা মানুষ একই

কয়েক সেকেন্ডর ব্যবধানে আপনার নামের আগে " মরহুম " যুক্ত হতে পারে তাই লোভ-লালসা,অহংকার ছেড়ে,হিংসা-বিদ্বেষ,দ্বন্ধ ভুলে ভালো...
10/11/2023

কয়েক সেকেন্ডর ব্যবধানে আপনার নামের আগে " মরহুম " যুক্ত হতে পারে তাই লোভ-লালসা,অহংকার ছেড়ে,হিংসা-বিদ্বেষ,দ্বন্ধ ভুলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করূন ।

©️
Mohammad Mohsin

17/10/2023

কি হচ্ছে...❓

07/07/2023

কখনোই কেউ আমার জন্য রাত জেগে থাকেনি। আর না কেউ কখনো ফোন হাতে নিয়ে আমার অনলাইনে আসার বা একটা কল মেসেজের অপেক্ষা করেছে! আমার মেসেঞ্জারের সবুজ বাতি জ্বলে উঠা দেখে কখনো কারো বুক ধ্বক করেও উঠেনি। দেয়নি আমার কেউ নিক নেম!

আমার রাগ অভিমানের ধার কেউ ধারেনি। অভিমান ভাঙ্গানোর জন্যও কেউ মরিয়া হয়ে উঠেনি। রাগ করে ফোন রেখে দিলেও কেউ বারবার কল দিলে রিসিভ না করলে টেক্সটের পর টেক্সট দিয়ে বলেনি,"প্লিজ আমার কলটা একটু ধরো! একবার অন্তত আমার সাথে কথা বলো!"

রাগ করে সম্পর্ক শেষ করে দেবার ভয় দেখালেও কেউ কখনো বলেনি,"আমার শুধু তোমাকেই লাগবে। তোমাকে ছাড়া আমার একদম চলবে না!"

আমাকে ছাড়া সবার চলে, সবার! আমি এমন একজন মানুষ, আমার থাকা না থাকায় কারোর'ই কিছু যায় আসে না! না আমার প্রতিক্ষায় কেউ ছিলো, না আমার পথ চেয়ে কেউ বসে থাকে, আর না কেউ আমার অপেক্ষায় থাকবে।

আমি কারো জীবনে থাকলেও সই আর না থাকলেও ব্যাপার নাহ্ !
🫁

শুভ জন্ম‌দিন প্রিয় ফুটবলের আবেগ  Leo Messiফুটবল যদি কোনো লিখিত কাব্যগ্রন্থ হতো তাহলে তুমি বিহীন সেই কাব্যগ্রন্থ অসমাপ্ত ...
24/06/2023

শুভ জন্ম‌দিন প্রিয় ফুটবলের আবেগ Leo Messi

ফুটবল যদি কোনো লিখিত কাব্যগ্রন্থ হতো তাহলে তুমি বিহীন সেই কাব্যগ্রন্থ অসমাপ্ত থেকে যেত। তুমি সেই কাব্যগ্রন্থকে ছাড়িয়ে নিজেই এক মহাকাব্যের রচিয়তা।

শুভ জন্মদিন✌️✌️✌️

03/05/2023

গ্রামীণ ফুটবল

নিসাব (نصاب الزكوة)আরবি শব্দ। ইসলামী শরিয়তের পারিভাষায় যাকাতের নিসাব হলো যাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ সম্পদ।...
19/04/2023

নিসাব (نصاب الزكوة)আরবি শব্দ। ইসলামী শরিয়তের পারিভাষায় যাকাতের নিসাব হলো যাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ সম্পদ। নিসাবের বিবরণ- যেই পরিমাণ সম্পদ হলে যাকাত ফরজ হবে তাকে নিসাব বলে।

০১. স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হল বিশ মিসকাল, আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি (মুসান্নাফে আব্দুর রাযযাক হাদীস ৭০৭৭,৭১০৪)।
০২. রূপার ক্ষেত্রে নিসাব হল দুইশত দেরহাম। (সহীহ বুখারী, হাদীস ১৪৪৭, সহীহ মুসলিম, হাদীস ৯৭৯) আধুনিক হিসাবে সাড়ে বায়ান্ন তোলা। এ পরিমান সোনা রূপা থাকলে যাকাত দিতে হবে।
০৩. প্রয়োজনের উদ্ধৃত্ত টাকা-পয়সা বা বানিজ্য দ্রব্যের মুল্য যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে যাকাতের নেসাব পূর্ণ হয়েছে বলে ধরা হবে এবং এর যাকাত দিতে হবে (মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ৯৯৩৭)।
০৪. যদি সোনা- রূপা, টাকা-পয়সা, কিংবা বাণিজ্য দ্রব্য এগুলোর পৃথকভাবে নেসাব পরিমান না থাকে, কিন্তু এসবের একাধিক সামগ্রী এ পরিমান রয়েছে যা একত্র করলে সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয় তাহলে এক্ষেত্রে সকল সম্পদ হিসাব করে যাকাত দিতে হবে (মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস ৭০৬৬,৭০৮১)।
০৫. নিসাবের অতিরিক্ত সোনা-রূপা, টাকা-পয়সা ও বাণিজ্য পণ্যের যাকাত আনুপাতিক হারে দিতে হবে। (মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস, ৬/৩৯০)
০৬. কারো কাছে সোনা-রূপা, টাকা-পয়সা কিংবা বাণিজ্য দ্রব্য পৃথকভাবে বা সম্মিলিতভাবে নিসাব পরিমান ছিল, বছরের মাঝে এ জাতীয় আরো কিছু সম্পদ কোন সুত্রে পাওয়া গেল। এ ক্ষেত্রে নতুন পাওয়া সম্পদ পুরাতন সম্পদের সাথে যোগ হবে এবং পুরাতন সম্পদের বছর পর সমুদয় সম্পদের যাকাত দিতে হবে। বছরের মাঝে যা যোগ হয়েছে তার জন্য পৃথক বছর পূর্ণ হওয়া লাগবেনা । (মুসান্নাফে আব্দুর রাযযাক হাদীস ৬৮৭২, ৭০৪০, ৭০৪৪)
০৭. বছরের শুরু ও শেষে নেসাব পূর্ণ থাকলে যাকাত আদায় করতে হবে। মাঝে নিসাব কমে যাওয়া ধর্তব্য নয়। অবশ্যই বছরের মাঝে সম্পূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় যদি নিসাব পরিমান সম্পদের মালিক হয় তাহলে ঐ সময় থেকে নতুন করে বছরের হিসাব আরম্ভ হবে। এক বছর পূর্ণ হওয়ার পর যাকাত আদায় করতে হবে।

বঙ্গবন্ধু কে এদেশের জনগণ মুজিব ভাই বলে সম্বোধন করতেন, তিনি এতে সম্মানিত বোধ করতেন। এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শ...
26/03/2023

বঙ্গবন্ধু কে এদেশের জনগণ মুজিব ভাই বলে সম্বোধন করতেন, তিনি এতে সম্মানিত বোধ করতেন। এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এ প্রজন্মের সকলেই আপা বলেন, তিনিও সম্মানিত বোধ করেন।
যারা সামান্য একটা সরকারি চেয়ার পেয়ে নিজেকে স্যার ডাকা শুনতে চায় তারা "মামাতো ভাই চৌকিদার" গল্পের মতোই।

‘ইংরেজির সঙ্গে বাংলার দূরত্ব এক কিলোমিটার’😎বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হেলিপোর্ট সংলগ্ন বরিশাল পটুয়াখালী মহাসড়কে।
23/02/2023

‘ইংরেজির সঙ্গে বাংলার দূরত্ব এক কিলোমিটার’😎
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হেলিপোর্ট সংলগ্ন বরিশাল পটুয়াখালী মহাসড়কে।

ফুটবল ঈশ্বর খ্যাত গ্রেটেস্ট ডিয়েগো ম্যারাডোনার যুগ শেষে আর্জেন্টিনায় ফুটবলে দারুন প্রতিভা নিয়ে উঠে আসা প্রত্যেক  প্লেয়ার...
09/02/2023

ফুটবল ঈশ্বর খ্যাত গ্রেটেস্ট ডিয়েগো ম্যারাডোনার যুগ শেষে আর্জেন্টিনায় ফুটবলে দারুন প্রতিভা নিয়ে উঠে আসা প্রত্যেক প্লেয়ারকে নতুন ম্যারাডোনার ন্যায় ভাবা হতো। যাদের মধ্যে কার্লোস তেভেজের নামটাও অন্তর্ভুক্ত ছিলো। কারণ এই তেভেজই ম্যারাডোনার রেকর্ড ব্রেক করে সবচেয়ে কম বয়সে ল্যাটিনের বর্ষসেরা প্লেয়ার এওয়ার্ড জিতেছিলো। এমনকি টুর্নামেন্টের টপ স্কোরার হয়ে আর্জেন্টিনার ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেলটাও আসে তার কৃতিত্বে।

ফুটবলে অসাধারণ প্রতিভা নিয়ে আর্জেন্টিনার কুখ্যাত এলাকার বস্তিতে জম্ম নেওয়া তেভেজ বাবা-মায়ের পরিত্যক্ত সন্তান ছিলো। ফুটবলে অনুপ্রেরণা পাওয়া চাচার কাছে বড় হওয়া ছোট থেকেই জীবন সংগ্রাম করে ফুটবল বিশ্বে উঠে এসেছে প্রতিভাবান কার্লোস তেভেজের নামটা।

ছোট বেলায় শরীরে গরম পানি পড়ে গায়ে পোড়ায় ক্ষত হয়ে দাগ বসে যায়। তখনকার সময়ে দারিদ্র্য তেভেজের দাগ মুছার মতো সামর্থ্যও ছিলোনা। অতঃপর নিজের প্রতিভা কাজে লাগিয়ে ইংল্যান্ড, ইতালির বিগ ক্লাব গুলো জয় করে অধিক সামর্থ্য থাকা সত্বেও পরবর্তীতেও দেহের এই পোড়া ক্ষত সারতে নারাজ ছিলেন তেভেজ।

এক সময় দেহের এই দাগ সারানো দিয়ে প্রশ্ন করলে তেভেজ বলে- 'এক সময় আমি কি ছিলাম, এই দাগটা আমাকে সবসময় সেটা মনে করিয়ে দেয়। আমি তো দারিদ্র্যপীড়িত সেই সাধারণ একজন মানুষই। নিজের কাছে নিজেকে বদলাতে চাই না, মানুষের কাছেও চাই না'।

তখনকার সময় আমার ছোট্ট বয়সে আর্জেন্টাইন ফ্যান হওয়ার পিছনে বল পায়ে উড়ন্ত লম্বা চুল নিয়ে দৌড়তে থাকা পরিশ্রমী প্লেয়ার হিসেবে চেনা কার্লোস তেভেজের নামটাও অন্যতম। এমনকি আর্জেন্টাইন ঘরোয়া লীগে আমার বোকা জুনিয়ার্সের ফ্যান হওয়ার পিছনে জুয়ান রিকুয়েল্মের পর সবচেয়ে বেশি অবদান এই তেভেজেরই।

ফুটবলে ক্লাব ক্যারিয়ারে বেশ সাফল্য আর অর্জন স্মৃতিস্মারক হয়ে আছে। আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ইতালি এবং চাইনিজ ক্লাবগুলোর বেশ কয়েকটি ট্রফি নিজের নামে অর্জিত হয়ে আছে।

সাদা-আকাশীতে লো স্কোরিংএ (৭৬ ম্যাচে ১৪গোল) তার পারফরম্যান্সের সামর্থ্য বুঝা যাবেনা। তবে জীবন সংগ্রামে চেষ্টা, পরিশ্রম আর লড়াই করে শূন্য থেকে উঠে আসা তেভেজের নামটা পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য অনুপ্রেরণা যোগাবে।

২০১০ ওয়ার্ল্ডকাপে মেক্সিকোর বিপক্ষে ডি-বক্সের বাইর থেকে বুলেট গতি শটের গোলটা সব সময়ই মনে থাকবে। ২০১০ সাল, ম্যানইউ, ম্যানসিটি এবং জুভেন্টাসে খেলা তেভেজকে অনুভব করি।

শুভ জন্মদিন,
এল অ্যাপাচি কার্লোস আলবার্তো তেভেজ 🇦🇷💙

© Shanto

শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। অথচ কত কিছু ছিলো লোকটা! ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটাকে একেবারে নিজের ক...
07/02/2023

শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। অথচ কত কিছু ছিলো লোকটা! ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটাকে একেবারে নিজের করে নিয়েছিলো। সেই যে স্পোর্টিং সিপি থেকে শুরু। ম্যানচেস্টার ঘুরে একেবারে মাদ্রিদে গিয়ে আজীবনের জন্য খুটি গেড়েছিলো। অন্তত আমরা তাই ভেবেছিলাম।

কিন্ত না, লোকটার মাথায় ভুলভাল একটা বুদ্ধি আসলো। ছেড়ে দিলো রাজকীয় জার্সিটার মায়া। চলে গেলো তুরিন বুড়িদের অধীনে। সেখানে নিজে সাফল্য পেয়েছে। তবে যেই উদ্দেশ্যে যাওয়া সেই উদ্দেশ্যটা আর পূরণ হয়নি। এরপর আবার আরেকটা ভুল সিদ্ধান্ত। আবার পুরনো প্রেমে মজে যাওয়া। আবার ম্যানচেস্টারের লাল জার্সিটা গায়ে জড়ানো।

সেখানে শুরুটা ভালোই হয়েছিলো। কিন্ত ধীরেধীরেই সব মিলিয়ে গেলো। সিজন ঘুরতে ঘুরতে না ঘুরতেই মাঠে সময় কমে আসছিলো। নানান ধরনের কর্মকান্ডে নিজেকে জড়িয়ে বারংবার সমালোচিত হচ্ছিলো।

লোকটা আজীবনই জিতে এসেছে। বুক উঁচু করে সবাইকে বলেছে আমিই সবার সেরা। আমার চোখে আমার চেয়ে সেরা কেউ নেই। দ্বিমত পোষণ করেছে অনেকেই। কিন্ত নিজেকে প্রমাণ করার জন্য লোকটার জেদটার প্রয়োজনও ছিলো। যতদিন জিতে আসছিলো ততদিন সবাই মাথায় তুলে রেখেছে। আর যখনই জেতা কমে গেলো, লোকজন মাথায় থেকে ফেলে দিলো।

লোকটা নিতান্ত বোকার মতো কাজ করে বসে মাঝে মাঝে। বয়স হয়ে গেছে। লোকটা মানতে চায় না। নিজের কাছে হার না মানার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ লোকটা নিজেকে হারতে দেখতে চায় না। কিন্ত মানুষ সময়কে পিছু ফেলতে পারে না। বিজ্ঞানের উন্নয়নে কতশত প্রযুক্তি বের হলো। কিন্ত সময়কে আটকে রাখার, কিংবা সময়ের আগেপরে যাওয়ার কোনো প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। পারে না কেউই।

লোকটার বয়স হয়ে যাচ্ছে। কতশত রাত্রি নির্ঘুম কাটিয়ে দিয়েছে মানুষ ওর প্রেমে মুগ্ধ হয়ে। মাদ্রিদের সেই সমস্ত স্বপ্নীল রাত! টানা ৩টা চ্যাম্পিয়ন্স লীগে একের পর এক রূপকথা। বারবার নিজেকে স্কোরশীটে খুঁজে পাওয়া। বায়ার্ন মিউনিখের টুইটার একাউন্টের এডমিনের গোলস্কোরারের নাম লেখতে লেখতে বিরক্ত হয়ে যাওয়া! এই সবকিছুই তো আমাদের চোখের সামনেই ঘটলো!

উল্ফসবার্গের সাথে যেদিন রূপকথার জন্ম দিলো, ধারাভাষ্যকারদের তো বটেই, হাইলাইটস দেখে এখনও পর্যন্ত অনেকের চোখে পানি এসে পরে। দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোম। এরপর টানা ৩ বার ইউসিএল জয় করলো যেদিন? রিয়াল মাদ্রিদ যেন অনন্য এক উচ্চতায় চলে গেলো। তবে সমস্ত বিষাদেই যেমন কিছুটা আনন্দ থাকে, তেমনি সমস্ত আনন্দেই কিছুটা বিষাদও থাকে। কিয়েভের ফাইনাল জয়ের পর যখন টানেলের দিকে হেটে যাচ্ছিলো, কে ভেবেছিলো সেবারই রাজকীয় মাদ্রিদের হয়ে শেষবারের মতো ইউসিএলের মাঠ থেকে উঠে যাচ্ছিলো এই পর্তুগীজ বীর?

এই একটা সিদ্ধান্ত সব পাল্টে দিলো। শেষ পর্যন্ত দেশও খুঁজে পেয়ে গেছে বিকল্প। যেই বিশ্বকাপ জয়ের আকাঙখায় ঘুরে মরে সমস্ত ফুটবলার, সেই বিশ্বকাপেও এই শতকের সেরা দুজনের একজন হয়ে জায়গা হয়নি নকআউট পর্বের ম্যাচগুলোতে। যেদিন মাঠে নেমেছিলো সেদিন অশ্রু মিশ্রিত চোখেই বিদায় নিতে হলো। লোকটা অবশেষে সমস্ত লাইমলাইটের আড়ালে হারালো।

অথচ কতশত ভক্ত এখনো রাত জেগে রয়। নাম না জানা সৌদি লীগের ম্যাচগুলো মানুষ দেখে। একেকটা গোল এখনো মানুষকে অনাবিল আনন্দে ভাসায়। মানুষ একবার যার প্রেমে মজে যায়, তার প্রেম থেকে আর বেরোতে পারে না। একটা জেনারেশন না শুধু, পুরো বিশ্বে পর্তুগালের যত সমর্থক তার অধিকাংশই এই লোকটার নিজ হাতে তৈরি করা।

রিয়াল মাদ্রিদের মতো রাজকীয় ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা দুইজনের একজন নিঃসন্দেহে। কারো কারো মতে ক্লাবটার সর্বকালেরই সেরা। এই জেনারেশনেরও সেরা দুইজনের একজন। মেসির সাথে যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে গেছে প্রায় দেড় যুগ ধরে, ফুটবল বিশ্বে এমন লড়াই করতে দেখা যায় নি আর কাউকে।

প্রিয়, কখনো বা অপ্রিয়, রোনালদো,

বয়স হয়ে গেছে। ফুটবলকে ঢের দেয়া হয়েছে। আর কিছুই দেবার নেই বাকি। হার না মানা মানসিকতাকে কাজে লাগিয়ে ফুটবল বিশ্বে যা অর্জন, তা কোনোদিনই কেউ ভুলবে না। কিসের আশায় এখনো পথচলা জানি না। আর কারো কাছে প্রমাণ করারও কিছু দরকার নেই। বয়সের পাতা আরো একবার পালটে গেলো। ৩৮ এ পদার্পণ আজ। আরো একবার ফিরে আসার আর দরকার আছে কি? ভক্তদের যা উপহার দিয়েছেন তাই কি যথেষ্ট না?

জন্মদিনের শুভেচ্ছা ক্রিস্টিয়ানো রোনালদো ডস সান্তোস আভেইরো ❤️

©️Sohanoor Reza Soash

গায়ের কাপর বা চাদর কিংবা শাল যে যাই বলুক। আমার কাছে এর অস্তিত্ব অনেক গভির। এটি আমার কাছে যেমন প্রিয়। তেমনি এর সাথে মিশে ...
28/12/2022

গায়ের কাপর বা চাদর কিংবা শাল যে যাই বলুক।
আমার কাছে এর অস্তিত্ব অনেক গভির।
এটি আমার কাছে যেমন প্রিয়।
তেমনি এর সাথে মিশে আছে একজন প্রিয় বিশ্বস্ত বেইমান মানুষের গন্ধ। যা আমাকে সব সময় পাগল করে রাখে
❤️🤒🥹🥺

29/09/2022

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলোতো.....

আইসিসি কাপ জেতার পর প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন কি চাও তুমি? নিঃসংকোচে নিজের প্রয়োজনীয়তার কথা ভুলে দীপ্ত কণ্ঠে বলে উ...
05/09/2022

আইসিসি কাপ জেতার পর প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন কি চাও তুমি?
নিঃসংকোচে নিজের প্রয়োজনীয়তার কথা ভুলে দীপ্ত কণ্ঠে বলে উঠেছিলেন– বুড়িগঙ্গার ওইদিকে বাবু বাজারে একটা ব্রিজ হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হত...
অতঃপর সরকার যখন প্রত্যেক খেলোয়াড়কে ৫ কাঠা জমি ও গাড়ী উপহার হিসেবে দিলেন, তখন তিনি নিজের জমি দিয়ে দিলেন বিদ্যালয় গড়ার কাজে আর গাড়ীটা বেচে পাওয়া অর্থে গড়ে তোললেন বিদ্যালয়ের ঘর!

এই পৃথিবীতে যখন সত্যিকার মানুষ খুঁজে পাওয়াই দুস্কর, তখন এমন একজনকে আপনি কি বলে সম্বোধন করবেন এই দেশপ্রেমিকে?
তিনি তো সোনার বাংলার সোনার মানুষ।

আজ মানুষটার ৫৩ তম জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা তাঁর জন্য।
শুভ জন্মদিন মোহাম্মদ রফিক।

28/08/2022
26/08/2022

আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের দোয়া

দোয়া :اَللَّهُمَّ اجْعَلْ لِىْ فِيْهِ نَصِيْبَا مِنْ رَحْمَتِكَ الْوَاسِعَةِ وَاهْدِنىِ فِيْهِ لِبَرَاهِيْنِكَ السَّاطِعَةِ وَ خُذْ بِنَاصِيَتِىْ اِلَى مَرْضَاتِكَ الْجَامِعَةِ بِمَحَبَّتِكَ يَا أَمَلَ الْمُشْتَاقِيْن

উচ্চারণ : আল্লাহুম্মাঝ আ’ললি ফিহি নাসিবাম মিন রাহমাতিকাল ওয়াসিআ’তি; ওয়াহদিনি ফিহি লিবারাহিনিকাস সাত্বিআ’তি; ওয়া খুজ বিনাসিয়াতি ইলা মারদাতিকাল ঝামিআ’তি; বিমাহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাক্বিন।

অর্থ : হে আল্লাহ ! আজকের দিনে আপনি আমাকে আপনার প্রশস্ত রহমতের অধিকারী করুন। আমাকে পরিচালিত করুন আপনার উজ্জ্বল প্রমাণাদির দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল! আপনার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যান।

05/07/2022

👌

13/05/2022

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে মুভিটা আপনাকে বলবে, তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে।

"জীবনের কাছে হেরে গেলাম" লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনও বলেনি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।

শিব খেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা, বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।
কিন্তু কেউ কখনও বলে না, তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে। একটু বসো। সবসময়ই উঠে দাঁড়ানোর দরকার নাই। সবসময়ই দৌড়ানোর দরকার নাই।একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও।কেউ বলে না।

বলে না বলেই, সোহাগের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা সিজির জন্য, কেউ বা একটুখানি ভালোবাসার জন্য।

হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখেছিলেন,

কেউ বলেনি,
ক্লান্ত পথিক,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও...

ওদিকে হুমায়ূন আজাদ লিখেছিলেন আরো ভয়ঙ্কর কথা।

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।
(আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো)

মা বাবা, শিক্ষক, গার্জিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ,জিতে যাওয়ার মোটিভেশন দেন, সমস্যা নাই।কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে আসছে।

এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি এমপ্যাথি ডিজার্ভ করে, এক ফোঁটা রোদ্র ডিজার্ভ করে, ছোট্ট একটা ঘাসফুল ডিজার্ভ করে।
এই পৃথিবীর আলো বাতাস, জল বা জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দোয়েলের শিষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও তেমন এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে।

জয়ের মালা বিজয়ীরই থাকুক, ওটার ভাগ কেউ চায় নাই। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নাই।
কারো না।

সংগৃহীত। যিনি লিখেছেন তাকে স্যালুট

সয়াবিন তেলের দামের মানবন্টন-ভাষার = ৫২চেতনার = ৭১শোকের = ৭৫-----------------------    মোট = ১৯৮/-
10/05/2022

সয়াবিন তেলের দামের মানবন্টন-
ভাষার = ৫২
চেতনার = ৭১
শোকের = ৭৫
-----------------------
মোট = ১৯৮/-

❤️
06/05/2022

❤️

21/04/2022

আহারে এরা মানুষ হবে কবে ইফতার পার্টিতে গান বলে।😡
আল্লাহ এদের হেদায়েত দান করুন।

নাউজুবিল্লাহ!😰

আপনার সন্তানকে স্কুলে না দিয়ে,নিউ মার্কেটের ব্যাবসায় লাগিয়ে দিন।→ এতে দেশে কোনো শিক্ষার্থী ও থাকবে না,  তাদের উপড় পুলিশে...
19/04/2022

আপনার সন্তানকে স্কুলে না দিয়ে,
নিউ মার্কেটের ব্যাবসায় লাগিয়ে দিন।
→ এতে দেশে কোনো শিক্ষার্থী ও থাকবে না, তাদের উপড় পুলিশের গুলি ও হবে না 😡

→ ঢাকা কলেজের উপড় হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউননা ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল, কিছুক্ষণ আগে ইউনাইটেড হাসপাতালে ...
19/04/2022

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন

না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল, কিছুক্ষণ আগে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আসসালামু আলাইকুম, অনেক চিন্তা করে একটা সিদ্ধান্তে পৌছালাম, লাইফের অনেকটা সময় অনেক রকম ভাবে কাটিয়েছি, সব কিছু তো লাইফে ধর...
17/04/2022

আসসালামু আলাইকুম,
অনেক চিন্তা করে একটা সিদ্ধান্তে পৌছালাম, লাইফের অনেকটা সময় অনেক রকম ভাবে কাটিয়েছি, সব কিছু তো লাইফে ধরে রাখা যায় না, কিছু সময় সৃতি ফিল্টারিং করে বাদ দিলাম, জীবটা যদিও কোন মেমোরি চিফ নয়, যে রিসেট দিবো, তবুও কিছু তো বাদ দিতেই হবে, ২৭ নভেম্বর ২০১৭ সাল থেকে আজ অব্দি ১৮ হাজার কল রেকর্ড, ২৬ হাজার স্কিনশট, সহ ২২৪ টা ভিডিও সকল ডকুমেন্টস ডিলেট করে দিলাম।
যা সবাই ছিলো ১০-১২ রিলেটেড, এমনও ডকুমেন্টস ছিলো যা কখনো প্রকাশিত হলে, হয়তো তাদের জীবটাই ধংশ হয়ে যেতে পারে, অনেক দিনই তো গোপন রাখলা, যানি কবে ওপারের ডাকে এসে যায়, আমার অবর্তমানেও যাতে করো ক্ষতি না হয়।

#বিদ্রঃ এগুলো তাদেরই পাঠানো ইনবক্স, ওয়াটসআপ, ম্যাসেন্জার, সহ অনেক মাধ্যমে পাঠিয়েছেন, কারো উপকার হয়তো আমি করতে পারিনাই, তাই ভবির্ষতে যাতো কারো ক্ষতি না হয়।
ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বাহিরে জোসনা, আকাশের চাদঁ হাতে কফি জানালার পাশে বসে কতোদিন জোসনা রাতে চাদঁ দেখিনা, তোমার মুখে এখন আর শুনিনা, এভাবেই সারা...
17/04/2022

বাহিরে জোসনা, আকাশের চাদঁ হাতে কফি জানালার পাশে বসে কতোদিন জোসনা রাতে চাদঁ দেখিনা, তোমার মুখে এখন আর শুনিনা, এভাবেই সারা রাত চাদঁ দেখবো।প্রতিটা প্রহরে তোমাকে চাদেঁর মাঝে খুজি😍

ট্রু😍
16/04/2022

ট্রু😍

ছবিটিতে লোকটি ঠান্ডা পানি থেকে তার ডুবন্ত বন্ধুর দিকে হাত বাড়াতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, ঠান্ডা পানিতে সামান্য...
16/04/2022

ছবিটিতে লোকটি ঠান্ডা পানি থেকে তার ডুবন্ত বন্ধুর দিকে হাত বাড়াতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, ঠান্ডা পানিতে সামান্য গরম পানি ঢেলে সাহায্য করার ভান করছিলেন।

কিছু লোক প্রয়োজনের সময় আপনার সাথে থাকার ভান করে কিন্তু তারা আসলে আপনাকে ডুবতে দেখে আনন্দ পায়।

02/04/2022

যে যার ধর্ম তার মতো পালন করবে, এ নিয়ে গোঁড়ামি, সংকীর্ণতা কিংবা অতি প্রগতিশীলতা প্রদর্শন নিন্দনীয়। ধর্মীয় কাজকর্মের ফলাফলের সিদ্ধান্ত সৃষ্টিকর্তার। অকারণ আগ বাড়িয়ে সিদ্ধান্তমূলক কথাবার্তা থেকে বিরত থাকাটাও সুন্দরের অংশ। ধর্মীয় বিষয়ে কথায় বা আচরণে কারো মনে কষ্ট না দেয়াটাই মানব জীবনের অন্যতম সার্থকতা।

28/01/2022

গন্তব্য জানি না; 🙂
জীবন যে পথে নিয়ে চলেছে,
সেই পথেই চলেছি!🖤🥀🥀

06/09/2021

"কোথায় হারালে বলো পাবো তোমায়, বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা" 🥀

02/09/2021

যে প্রাণ আমায় ভুলে অন্যত্র
নিজের সুখ খুঁজে বেড়ায়,
সে প্রাণ আমায় স্পর্শ না করুক।

03/08/2021

হাজার টাকায় কাপর কিনে রঙের গ্যারান্টি পাইনা।
তোকে তো বিনা পয়শায় পেয়েছিলাম। রঙ বদলানোটা অস্বাভাবিক কিছু না।

28/07/2021

যে জীবন থেকে বেরিয়ে গেছে,
তাকে মন থেকেও বের করে দেওয়া দরকার। 😊🖤
#প্রাক্তন

07/07/2021

আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষ কে দূরে সরে যেতে দেখেছি! সবাই বলে ভালবাসা হাসতে শেখায়।আমি সেই ভালবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি!'🌸

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?🤔সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদ...
02/05/2021

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?🤔

সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না!🙃

তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।😁

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো।🙂

মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।
- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।
- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।
- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।
- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

#সংগৃহীত

সবাইকে নিজের জন্য হলেও। যেনে রাখা ভালো
05/10/2019

সবাইকে নিজের জন্য হলেও। যেনে রাখা ভালো

Address

Kalapara
<<NOT-APPLICABLE>>

Telephone

+8801719044687

Website

Alerts

Be the first to know and let us send you an email when H M Zahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H M Zahidul Islam:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Kalapara

Show All