কখনোই কেউ আমার জন্য রাত জেগে থাকেনি। আর না কেউ কখনো ফোন হাতে নিয়ে আমার অনলাইনে আসার বা একটা কল মেসেজের অপেক্ষা করেছে! আমার মেসেঞ্জারের সবুজ বাতি জ্বলে উঠা দেখে কখনো কারো বুক ধ্বক করেও উঠেনি। দেয়নি আমার কেউ নিক নেম!
আমার রাগ অভিমানের ধার কেউ ধারেনি। অভিমান ভাঙ্গানোর জন্যও কেউ মরিয়া হয়ে উঠেনি। রাগ করে ফোন রেখে দিলেও কেউ বারবার কল দিলে রিসিভ না করলে টেক্সটের পর টেক্সট দিয়ে বলেনি,"প্লিজ আমার কলটা একটু ধরো! একবার অন্তত আমার সাথে কথা বলো!"
রাগ করে সম্পর্ক শেষ করে দেবার ভয় দেখালেও কেউ কখনো বলেনি,"আমার শুধু তোমাকেই লাগবে। তোমাকে ছাড়া আমার একদম চলবে না!"
আমাকে ছাড়া সবার চলে, সবার! আমি এমন একজন মানুষ, আমার থাকা না থাকায় কারোর'ই কিছু যায় আসে না! না আমার প্রতিক্ষায় কেউ ছিলো, না আমার পথ চেয়ে কেউ বসে থাকে, আর না কেউ আমার অপেক্ষায় থাকবে।
আমি কারো জীবনে থাকলেও সই আর না থাকলেও ব্য
এই পথ যদিনা শেষ হয় তবে কেমন হতো....
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলোতো.....
থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে মুভিটা আপনাকে বলবে, তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে।
"জীবনের কাছে হেরে গেলাম" লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনও বলেনি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।
শিব খেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা, বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।
কিন্তু কেউ কখনও বলে না, তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে। একটু বসো। সবসময়ই উঠে দাঁড়ানোর দরকার নাই। সবসময়ই দৌড়ানোর দরকার নাই।একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও।কেউ বলে না।
বলে না বলেই, সোহাগের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে।
আহারে এরা মানুষ হবে কবে ইফতার পার্টিতে গান বলে।😡
আল্লাহ এদের হেদায়েত দান করুন।
নাউজুবিল্লাহ!😰