Ahnaf Al Hasnain

Ahnaf Al Hasnain Digital content creator guideline

বৃষ্টিতে কাপড় শুকানো নিয়া আর কোন টেনশন নাই গাইজ,,,😉চমলক্ক একখান আইডিয়া পাইয়া গেছি 😁😁
11/10/2023

বৃষ্টিতে কাপড় শুকানো নিয়া আর কোন টেনশন নাই গাইজ,,,😉
চমলক্ক একখান আইডিয়া পাইয়া গেছি 😁😁

বর্তমান সমাজের অবস্থা
11/10/2023

বর্তমান সমাজের অবস্থা

-ভোর ৪ টায় মৃত্যু। -ভোর৫ টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।- ৮ টায় শেষ গোসল করানো হবে।- ৯টায় আপনাকে নতুন কাপড়ে সাজানো হবে।- যোহ...
09/10/2023

-ভোর ৪ টায় মৃত্যু।
-ভোর৫ টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।
- ৮ টায় শেষ গোসল করানো হবে।
- ৯টায় আপনাকে নতুন কাপড়ে সাজানো হবে।
- যোহর নামাজ পরে আপনার আলিশান বাড়ি
থেকে বের করে নেওয়া হবে।
- ২টায় আপনার আজান ছাড়া নামাজ পড়ানো হবে।
- ২:৩০ আপনাকে মাটিতে দাফন করে দেওয়া হবে।
- মাটি দেওয়া শেষে কেউ আপনার জন‍্য দোয়া করবে।
- আর কেউ চলে আসবে।
- এইতো আপনার জিবনের শেষ আয়োজন!
- তো কিসের এতো অহংকার?

ভুলে যান আপনার সব রঙিন স্বপ্ন, ফিরে আসেন রবের দিকে, আপনার শেষ ঠিকানা এই সারে ৩ হাত মাটি। ❤️‍🩹😭🫰

ভিন্ন ভাষা খা*ইলো চু*ষে বাংলা ভাষার মৌআম্মা থেকে মাম্মি হল ওয়াইফ হয়েছে বউ।পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যানএক"শ হলো হ...
03/10/2023

ভিন্ন ভাষা খা*ইলো চু*ষে বাংলা ভাষার মৌ
আম্মা থেকে মাম্মি হল ওয়াইফ হয়েছে বউ।

পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান
এক"শ হলো হান্ড্রেড আর দশ হয়েছে টেন।

দুঃখিত টা মরে গেল সরির চাপে পড়ে
থ্যাঙ্ক ইউ টা বসল চেপে ধন্যবাদের ঘাড়ে।

শিক্ষাগুরু টিচার হল বিদ্যালয় স্কুল
না*পিত ভাইয়ের সাইনবোর্ডে হেয়ার হল চুল।

পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট
বন্ধু বান্ধব ‌দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড।

অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্টস
শুশ্রু সেবা প্রদানকারি সেবিকারা নার্স।

সঠিক শব্দ রাইট হলো আর ভুলটা হলো রং
শক্তিশালী শব্দটা আজ হয়ে গেল স্ট্রং।

ভাষার পথের প্যাচালী তে রাস্তা হল রোড
চাকরি-বাকরি জব হলো আর খাবার হল ফুড।

বিজ্ঞাপনে সাবান শব্দ হল বিউটি সোপ
যাতায়াত টা জার্নি হল স্টপ হয়েছে চুপ।

ভ্রমণ শব্দ ট্যুর হলো আর জুতো হল শো
মোবাইল ফোনে এক দুইয়েরা হইল ওয়ান আর টু

বাঙালির ভাত রাইস হয়েছে প্রাইচ হয়েছে দাম
প্রেসক্রিপশনে ইংরেজিতেই হইল আমার নাম।

বই বিতানের নাম করনে বই হয়েছে বুক
চালক থেকে ড্রাইভার হল হাজার হাজার লোক।

এই হল আজ ভাষার প্রতি বাঙ্গালীদের টান
কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান।

ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন
নিজের ভাষা রেখেও করি অন্য ভাষা ঋণ।

মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে
গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে।

শহীদরা যেই ভাষার লাগি বিলিয়ে দিল প্রাণ
তার ব্যবহার কমিয়ে দেওয়া বড়ই বেমানান।

ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসুন করি পণ
মায়ের ভাষায় করবো মোরা সকল আলাপন।

তরকারিতে ঝাল খেয়ো না       নুন খেওনা দুধেমিথ্যে কথা কেউ বলো না      হাত দিও না সুদে ।অকারণে রাত জেগো না    ঘুম যেওনা ভো...
03/10/2023

তরকারিতে ঝাল খেয়ো না
নুন খেওনা দুধে
মিথ্যে কথা কেউ বলো না
হাত দিও না সুদে ।

অকারণে রাত জেগো না
ঘুম যেওনা ভোরে
মেয়ে শিশু কেউ দিও না
পর পুরুষের ক্রোড়ে।

শিশুর হাতে কেউ কখনো
ফোন দিও না তুলে
বউয়ের কাছে কেউ দিও না
গোপন কথা বলে।

রাগ করে ভাই সব করিও
বউ ছেড়ো না রাগে
কেউ কখনো মন দিও না
বিয়ে করার আগে ‌।

02/10/2023

Welcome to Ahnaf Al Hasnain

আপনারা কি আলুর বা সব্জির খোসা ফেলে দেন???😮😮আশা করি এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না।  বরং ১.  ঠান্ডা পানিতে আলুর খোসা গ...
26/09/2023

আপনারা কি আলুর বা সব্জির খোসা ফেলে দেন???😮😮

আশা করি এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না। বরং

১. ঠান্ডা পানিতে আলুর খোসা গুলোকে প্রথমে ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন।

২. তারপর পরিমাণ মত লবণ , কিছুটা চিনি এবং কিছুটা লেবুর রস দিয়ে মেখে নিন।

৩. ভালোভাবে মাখানো হয়ে গেলে সেগুলোকে রোদের আলোয় কিছু সময়ের জন্য রেখে দিন যাতে পানিটা বাষ্প হয়ে চলে যায়।পানিটা শুকিয়ে যাওয়ার পর

৪. খোসাগুলোকে কালো একটা পলিথিনে ভরে ১০ মিনিট অপেক্ষা করুন তারপর গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন কারণ আমিও জানিনা আপনি কি বানাইতে নিছেন এগুলা দিয়া........

25/09/2023

Welcome to Ahnaf al Hasnain

Address

Kalapara
Kalapara

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf Al Hasnain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahnaf Al Hasnain:

Videos

Share