02/09/2025
#ছোট শিশু বাচ্চাটিকে মহাখালী পাওয়া গেছে,,
ঘটনার বিবরণ : ইমন (বয়স-০৪) নামের একটি ছেলেকে রাস্তায় কান্নাকাটি করতে দেখে সার্জেন্ট সজল বাচ্চাটিকে কেনো করছো,জিজ্ঞাস করলে জানতে পারি সে সকালে তার ভাইয়ের সাথে মহাখালী এসে হারিয়ে যায়।সে তার বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছিলো না।সার্জেন্ট সজল বাচ্চাটির খাবারের ব্যবস্থা করে তার হেফাজতে নেন।
গৃহীত ব্যবস্থা : পরে বাচ্চাটিকে তার পরিবারের সন্ধান পেতে বনানী থানায় তাহাকে বুঝিয়ে দেওয়া হয়।
প্লিজ পোস্টটি শেয়ার করে বাচ্চাটিকে তার পরিবারের কাছে পৌছে দিতে সহযোগিতা করুন।।